আজকের আর্টিকেলটি এমবাপ্পে কে নিয়ে। যিনি একজন ফরাসি পেশাদার ফুটবল খেলোয়াড়। ১৯৯৮ সালের ২০ শে ডিসেম্বর ফ্রান্সের প্যারিসে জন্ম গ্রহণ করেন একজন আফ্রিকান নিগরো। আফ্রিকান বলার কারন হলো এমবাপ্পের বাবা উইলফ্রীদ ছিলেন আফ্রিকার দেশ ক্যামেরুনের নাগরিক, এবং মা ছিলেন আলজেরিয়ার। এমবাপ্পের পুরো নাম- কিলিয়ান এমবাপ্পে লোঁতা। উচ্চতা- ৫ ফুট ১০ ইঞ্চি (১.৭৮ মিটার)। কিলিয়ান এমবাপ্পে একজন আক্রমণাত্বক খেলোয়াড়। এমবাপ্পে ফ্রান্সের জাতীয় দলের একজন মুল্যবান খেলোয়াড়। এবং পাশাপাশি এমবাপ্পে বর্তমানে রিয়াল মাদ্রিদের একজন দামী খেলোয়াড়। গত জুনে পিএসজি থেকে মাদ্রিদে এসেছেন। চলুন তাহলে এমবাপ্পের মোট গোল সংখ্যা কত তা জেনে আসি..
জাতীয় দলে এমবাপ্পের গোল পরিসংখ্যান
ফ্রান্সের জাতীয় দলের একজন অন্যতম সেরা খেলোয়াড় এমবাপ্পে ১০ নাম্বার জার্সি পরে সবুজ গালিচা বিছানো মাঠে নামেন। ২০১৭ সালে ফ্রান্সের জাতীয় দলে চান্স পান এমবাপ্পে। জাতীয় দলের হয়ে ২০১৮ সালে বিশ্বকাপ জিতেছিলেন কিলিয়ান এমবাপ্পে। ২০১৭ সালে অভিষেকের পর থেকে এখন অবধি ৮৬ ম্যাচে গোল করেছেন ৪৮ টি।
জাতীয় দল | অভিষেক | মোট ম্যাচ সংখ্যা | মোট গোল সংখ্যা |
ফ্রান্স (মুল দল) | ২৫ শে মার্চ ২০১৭ সাল | ৮৬ | ৪৮ |
ফ্রান্স U19 | ২৪ শে মার্চ ২০১৬ সাল | ১১ | ৭ |
ফ্রান্স U17 | ১০ শে সেপ্টেম্বর ২০১৪ সাল | ২ | ০ |
মোনাকো ক্লাবের হয়ে এমবাপ্পের গোল পরিসংখ্যান
ফ্রান্সের আইকনিক প্লেয়ার এমবাপ্পে শুরুর জীবনে মোনাকে ক্লাবের হয়ে খেলা শুরু করেন।
২০১৫ সাল থেকে ২০১৭ সাল থেকে পর্যন্ত মোনাকো ক্লাবের সাথে চুক্তিবদ্ধ ছিলেন এমবাপ্পে। তারপর অন্য ক্লাবে নিজের নাম লিখিয়েছিলেন। মোনাকো মুল দলের হয়ে ৬০ ম্যাচে ২৭ গোল করেছিলেন এমবাপ্পে। মোনাকো ক্লাবের পরে ফ্রান্সের শীর্ষ ক্লাব পিএসজিতে চলে আসেন এমবাপ্পে। চলুন তাহলে মোনাকো ক্লাবের হয়ে এমবাপ্পের গোল পরিসংখ্যান জেনে আসি..
সাল | মোট ম্যাচ সংখ্যা | মোট গোল সংখ্যা |
২০১৫-১৬ | ১৪ | ১ |
২০১৬-১৭ | ৪৪ | ২৬ |
সর্বমোট | ৬০ | ২৭ |
পিএসজি ক্লাবের হয়ে এমবাপ্পের গোল পরিসংখ্যান
ক্যারিয়ারের শুরুতে এমবাপ্পে মোনাকো ক্লাবের হয়ে খেলা শুরু করে দুবছর খেলেছিলেন মোনাকো ক্লাবে।
তারপরেই চলে আসেন বর্তমানে ফ্রান্সের সব থেকে নামদ দামী ক্লাব পিএসজিতে। সবচেয়ে দ্রুত গতির জন্য এমবাপ্পে কে পিএসজি ক্লাব দলভুক্ত করেন। এমবাপ্পে কে নিতে পিএসজি ক্লাবের খরচ হয় বার্ষিক ১৮০ মিলিয়ন ইউরো। পিএসজির হয়ে এমবাপ্পে মাঠে নামলেই ৮০ শতাংশ গোল করার সম্ভাবনা বেড়ে যায় পিএসজি ক্লাবের। চলুন তাহলে পিএসজি ক্লাবের হয়ে এমবাপ্পের গোল পরিসংখ্যান জেনে আসি..
সাল | মোট ম্যাচ সংখ্যা | মোট গোল সংখ্যা |
২০১৭-১৮ | ৪৪ | ২১ |
২০১৮-১৯ | ৪৩ | ৩৯ |
২০১৯-২০ | ৩৭ | ৩০ |
২০২০-২১ | ৪৭ | ৪২ |
২০২১-২২ | ৪৬ | ৩৯ |
২০২২-২৩ | ৪৩ | ৪১ |
২০২৩-২৪ | ৪৮ | ৪৪ |
সর্বমোট | ৩০৮ | ২৫৬ |
রিয়াল মাদ্রিদ ক্লাবের হয়ে এমবাপ্পের গোল পরিসংখ্যান
ফ্রান্সের জনপ্রিয় ক্লাব পিএসজি থেকে ১ জুলাই ২০২৪ সালে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ক্লাব রিয়াল মাদ্রিদের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন এমবাপ্পে। ৩০ শে জুন ২০২৯ সাল পর্যন্ত কন্টাক্ট সাইন করেছেন এই খেলোয়াড়। বর্তমানে রানিং রিয়াল মাদ্রিদের হয়ে খেলছেন এমবাপ্পে।
চলুন স্বল্প পরিসরে রিয়াল মাদ্রিদ ক্লাবের হয়ে এমবাপ্পের গোল পরিসংখ্যান জেনে আসি..
আরো পড়ুন: ভিনিসিয়াস জুনিয়র মার্কেট ভ্যালু
সাল | ২০২৪ |
মোট ম্যাচ সংখ্যা | ৯ |
মোট গোল সংখ্যা | ৭ |
এমবাপ্পের মোট গোল সংখ্যা কত
এমবাপ্পে কে নিয়ে উপরে একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি।
এখন আপনাদের কে জানাবো এমবাপ্পের মোট গোল সংখ্যা কত; ক্লাব, বিভিন্ন লীগ এবং জাতীয় দল মিলিয়ে এই পর্যন্ত ৮৬৩ টি ম্যাচ খেলেছেন এমবাপ্পে, এবং ক্লাব, লীগ, জাতীয় দল মিলিয়ে সর্বমোট গোল করেছেন ৬৪৫ টি।
ক্লাবে এমবাপ্পের মোট গোল পরিসংখ্যান
দল | মোট ম্যাচ সংখ্যা | মোট গোল সংখ্যা | এ্যাসিস্ট |
প্যারিস | ৩০৮ | ২৫৬ | ১০৮ |
মোনাকো (মুল দল) | ৬০ | ২৭ | ১৬ |
মোনাকো U19 | ০২ | ০৩ | ০১ |
মোনাকো B | ০২ | ০২ | ০ |
এস এল মোনাকো | ০১ | ০ | ০১ |
সর্বমোট | ৩৮২ ম্যাচ | ২৯৫ গোল | ১২৬ এ্যাসিস্ট |
বিভিন্ন লীগের খেলায় এমবাপ্পের গোল পরিসংখ্যান
আন্তর্জাতিক খেলাগুলো বাদে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম লীগ বা প্রতিযোগিতার আয়োজন করে থাকে বিভিন্ন ফুটবল ফেডারেশন। সেসব লীগে এমবাপ্পে সবসময়ই উপস্থিত থাকে। আজকের অধ্যায়ে লীগের খেলায় এমবাপ্পের গোল পরিসংখ্যান নিয়ে আলোচনা করে করবো।
চলুন তাহলে এমবাপ্পের লীগ পরিসংখ্যান জেনে আসি..
লীগের নাম | মোট ম্যাচ সংখ্যা | মোট গোল সংখ্যা | এ্যাসিস্ট |
লীগ ১ | ২৪৬ | ১৯১ | ৭৪ |
UEFA চ্যাম্পিয়ন লীগ | ৭৪ | ৪৯ | ২৬ |
কুপে দে ফ্রান্স | ৩১ | ৩৭ | ১৭ |
কুপে দে লা লীগা | ১৩ | ৫ | ৬ |
লা লীগা | ৭ | ৫ | ১ |
ট্রফি দ্রেস চ্যাম্পিয়ন | ৪ | ২ | ০ |
কুপ গাম্বারডেলা | ২ | ৩ | ১ |
জাতীয় ২ | ২ | ২ | ০ |
উয়েফা সুপার কাপ | ১ | ১ | ০ |
ইউরো লীগ | ১ | ০ | ১ |
উয়েফা যুব লীগ | ১ | ১ | ১ |
সর্বমোট | ৩৮২ ম্যাচ | ২৯৫ গোল | ১২৭ এ্যাসিস্ট |
ফুটবল বিশ্বকাপের মঞ্চে এমবাপ্পের গোল পরিসংখ্যান
সেই ছোট্ট থেকে ফুটবলের প্রতি নেশা কাজ করতো এমবাপ্পের।
নেশা থেকে আস্তে আস্তে এত দারুন খেলে শিখেছে যে পুরো বিশ্ব এখন এমবাপ্পে কে একনামে চেনে। মেসি, রোনালদো এবং অন্যান্য সব সেরা তারকার তালিকায় নিজের নামটাও তুলে দিয়েছেন এমবাপ্পে। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ এবং ২০২২ সালের কাতার বিশ্বকাপ, জাতীয় দলের পরিসংখ্যানে এমবাপ্পে এখন অবধি এই দুটো বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে। এবং সফল ও হয়েছে। এক বিশ্বকাপে রানার্সআপ এবং আরেক বিশ্বকাপে চ্যাপিয়ন।
চলুন তাহলে বিশ্বকাপের মঞ্চে এমবাপ্পের গোল পরিসংখ্যান জেনে আসি..
বিশ্বকাপ | মোট ম্যাচ সংখ্যা | মোট গোল সংখ্যা | ফলাফল |
২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ | ৭ | ৪ | চ্যাম্পিয়ন |
২০২২ সালের কাতার বিশ্বকাপ | ৭ | ৮ | রানার্সআপ |
সর্বমোট বিশ্বকাপ- ২ | সর্বমোট ম্যাচ- ১৪ | সর্বমোট গোল- ১২ |
কিলিয়ান এমবাপ্পের রেকর্ড বা অর্জন
দু’পায়ের জাদুতে মুগ্ধ করেছেন পুরো ফুটবল বিশ্বকে। বল পেলে এক দৌড়ে চলে যা গোলপোস্টের ঠিক সামনে কোনো খেলোয়াড় তাকে ধরার ক্ষমতা রাখেনা! খেলার শেষ সময়ে এসেও এই মানুষটা পুরো খেলাকে নিজের কন্টোলে নিয়ে খেলার ফলাফল ঘুরিয়ে দিতে পারেন। হ্যাঁ, কথা বলছি এমবাপ্পে কে নিয়ে। ফুটবল খেলা দিয়ে নিজের ব্যক্তিগত অর্জনের ও কোনো কমতি নেই এই ফরাসি খেলোয়াড়ের।
চলুন এমবাপ্পের রেকর্ডসমূহ জেনে আসি..
এমবাপ্পের গোল্ডেন বুট বিজয়
ফ্রান্স জাতীয় দলের স্ট্রাইকার খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে কাতার বিশ্বকাপ ২০২২ সালে আসরের সর্বোচ্চ গোল, ৮ গোল করে বিশ্বকাপের গোল্ডেন বুট বিজয়ী হয়েছিলেন এমবাপ্পে। পুরো আসরে এমবাপ্পের খেলা ছিলো দেখার মতো। আর্জেন্টিনার বিপক্ষে ফাইনাল ম্যাচে তো হ্যাট্রিক ও করে ফেলেছিলেন তিনি। ১৯৬৬ সালে ইংল্যান্ডের জিওফ এর পরে ফাইনাল ম্যাচে ২য় হ্যাট্রিকের রেকর্ড করেছেন এই ফ্রান্সের জনপ্রিয় স্ট্রাইকার। আর্জেন্টিনার অধিনায়ক এবং জাদুকর লিওনেল মেসির থেকে ১ গোল বেশি করে আসরের সর্বোচ্চ গোলতাদা হয়েছিলেন এমবাপ্পে।
হ্যাঁ। দুইবার ক্লাবের খেলা এবং দুইবার আন্তর্জাতিক খেলার মাধ্যমে মোট ৪ বার এমবাপ্পে এবং রোনালদো একে অপরের মুখোমুখি হয়েছেন।
ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে ফুটবলের অন্যতম সেরা একজন খেলোয়াড়। খেলার মাধ্যমে ৬ বার গোল্ডেন বুট জিতেছেন এমবাপ্পে।
আমাদের সাথে থাকুন।
স্বাধীন স্পোর্টস (Sadhin Sports