বাজ পাখি খ্যাত আর্জেন্টিনা ফুটবল দলের অন্যতম সেরা গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজকে নিয়ে ফুটবল প্রেমিদের মধ্যে দিনে দিনে আগ্রহ বেড়েই চলেছে। দারুণভাবে অগণিত গোল সেইভ দিয়ে দৃষ্টি আকর্ষণ করা এই গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ কোন ক্লাবে খেলে এবং তার ক্যারিয়ার পরিসংখ্যান নিয়ে আজকের আলোচনা।
আজকের আর্টিকেলে আর্জেন্টিনার সেরা গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজকে নিয়ে জানা অজানা সব তথ্য উপস্থাপন করবো। ধৈর্য্য সহকারে স্টেপ বাই স্টেপ পুরো আর্টিকেলটি পড়তে থাকুন।
এমিলিয়ানো মার্টিনেজ কোন ক্লাবে খেলে
ফুটবল খেলার ভক্ত অথচ এমিলিয়ানো মার্টিনেজকে চেনেনা এমন মানুষ হয়তো একটাও খুঁজে পাওয়া যাবেনা! ছোট থেকে বড়, যুবক থেকে বৃদ্ধ সকল বয়সী মানুষ গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজকে চেনে। ফিফা ফুটবল বিশ্বকাপের মঞ্চে একের পর এক গোল সেইভ দিয়ে পুরো বিশ্বের নজরে এসেছিলেন এই গোলকিপার। দারুণ দারুণ সব কৌশলে গোল ঠেকিয়ে দিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন ফুটবল প্রেমিদের।
আর্জেন্টিনা জাতীয় দলের পাশাপাশি মার্টিনেজ বর্তমানে অ্যাস্টন ভিলা ক্লাবের হয়ে ফুটবল খেলেন। ২০২০ সালের ১৬ ই সেপ্টেম্বর এমিলিয়ানো মার্টিনেজ অ্যাস্টন ভিলাতে যোগদান করেন। কন্ট্রাক্ট শেষ হয়ে গেলে ২০২৪ সালের ২১ শে আগস্ট আবার নতুন করে চুক্তি করেন মার্টিনেজ। ২৯ শে জুন, ২০২৯ সাল পর্যন্ত অ্যাস্টন ভিলা ক্লাবের সাথে চুক্তিবদ্ধ রয়েছে এই গোলকিপার।
এমিলিয়ানো মার্টিনেজ কে নিয়ে কিছু কথা
আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে গোলরক্ষকের দায়িত্বে থাকা সমস্ত গোলকিপারের মধ্যে এমিলিয়ানো মার্টিনেজ সবচেয়ে সেরা গোলকিপার। আর্জেন্টিনা দলের হয়ে অসংখ্য সেরা খেলোয়াড় ফুটবলের জাদুতে পুরো বিশ্ব মাতিয়েছে কিন্তু গোলরক্ষক দূর্বল হওয়ার কারনে বড় পরিসরে মাথা নিচু করে মাঠ থেকে তাদের বিদায় নিতে হয়েছে। ফুটবলের জাদুকর লিওনেল মেসির কথা না বললেই নয়! ব্যালন ডি আর, গোল্ডেন বুট, বর্ষসেরা খেলোয়াড় ইত্যাদি ইত্যাদি। কি নেই মেসির অর্জনেরর্জনের ঝুলিতে!? হ্যাঁ একটা বিশ্বকাপ ছিলো না সেরাদের সেরা মেসির থলিতে। এমি মেসির সেই আক্ষেপ ঘুচিয়ে দিয়েছে।
নিজের প্রথম আন্তর্জাতিক ক্যারিয়ারের বিশ্বকাপে নিজের নৈপূন্য দেখিয়েছে এমি। একের পর এক গোল সেইভ এমনকি পেনাল্টি শট এ বড় বড় সব তারকা খেলোয়াড়দের পেনাল্টি শট ঠেকিয়ে দিয়ে রাতারাতি স্টার বনে গেছেন এই আর্জেন্টাইন গোলকিপার। মেসির বিশ্বকাপের আক্ষেপটা ঘুচিয়ে দিয়েছে এমিলিয়ানো মার্টিনেজ। দীর্ঘ ৩২ বছর পর এমির হাত ধরেই বিশ্বকাপটা ছুঁয়েছিলো আর্জেন্টাইন দল।
এমিলিয়ানো মার্টিনেজ এর পরিচয়
মার্টিনেজকে বর্তমানে বিশ্বের সবচেয়ে সেরা এবং দক্ষ গোলকিপার হিসেবে বিবেচনা করা হয়। চলুন তাহলে এই গোলকিপারের পরিচয়টা জেনে আসি..
নাম | এমিলিয়ানো মার্টিনেজ |
পুরো নাম | ড্যামিয়ান এমিলিয়ানো মার্টিনেজ রোমেরো |
ডাকনাম | এমি, বাজ পাখি |
জন্ম তারিখ | ২ সেপ্টেম্বর, ১৯৯২ |
জন্মস্থান | মার দেল প্লাটা, আর্জেন্টিনা |
উচ্চতা | ৬ ফুট ৫ ইঞ্চি (১.৯৫ মিটার) |
খেলার পজিশন | গোলকিপার বা গোলরক্ষক |
জাতীয়তা | আর্জেন্টিনা এবং স্পেন |
পেশা | ফুটবল খেলোয়াড় |
ধর্ম | খ্রিস্টান |
বৈবাহিক অবস্থা | বিবাহিত |
এমিলিয়ানো মার্টিনেজ এর ক্যারিয়ার পরিসংখ্যান
জাতীয় দল এবং ক্লাব ভিত্তিক অনেক ফুটবল ম্যাচে গোলরক্ষকের দায়িত্ব পালন করেছেন এমিলিয়ানো মার্টিনেজ। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে সর্বমোট ৪৭ টি ম্যাচ খেলেছেন মার্টিনেজ এবং ক্লাবের হয়ে খেলেছেন ৩০৮ টি। চলুন তাহলে আলাদাভাবে মার্টিনেজ এর ক্যারিয়ার পরিসংখ্যান জেনে আসি..
জাতীয় দলের হয়ে এমিলিয়ানো মার্টিনেজ এর ক্যারিয়ার পরিসংখ্যান
দল | আর্জেন্টিনা (মুল দল) |
অভিষেক | ৪ জুন, ২০২১ সাল |
মোট ম্যাচ | ৪৭ |
মোট গোল | ৫৩ |
গোল হয়েছে | ১৯ |
গোল সেইভ | ৩৪ |
আরো পড়ুন: লামিন ইয়ামাল এর বয়স কত
ক্লাবের হয়ে এমিলিয়ানো মার্টিনেজ এর ক্যারিয়ার পরিসংখ্যান
ক্লাবের নাম | মোট ম্যাচ | মোট গোল | গোল সেইভ |
অ্যাস্টন ভিলা | ১৭০ | ২০৫ | ৫৮ |
আর্সেনাল | ৩৮ | ৪১ | ১৬ |
আর্সেনাল U23 | ৩৭ | ৪১ | ১১ |
পড়া | ১৮ | ২৩ | ০৫ |
শেফ বুধ | ১৫ | ১৯ | ০২ |
নেকড়ে | ১৫ | ১৯ | ০৫ |
রদারহ্যাম | ০৮ | ১০ | ০২ |
গেটাফে | ০৬ | ০৯ | ০২ |
অক্সফোর্ড ইউনাইটেড | ০১ | ০৩ | – |
বিভিন্ন প্রতিযোগিতা বা লীগের খেলায় এমিলিয়ানো মার্টিনেজ এর ক্যারিয়ার পরিসংখ্যান
প্রতিযোগিতার নাম | মোট ম্যাচ | মোট গোল | গোল সেইভ |
প্রিমিয়ার লীগ | ১৬৭ | ২০৬ | ৫৫ |
চ্যাম্পিয়নশীপ | ৫০ | ৬৪ | ১৪ |
রিজার্ভ লীগ | ১৫ | ১৯ | ০৬ |
এফ এ কাপ | ১৪ | ১২ | ০৫ |
প্রিমিয়ার লীগ ২ | ১৪ | ১২ | ০৪ |
ই এফ এল কাপ | ১০ | ১৬ | ০৩ |
সম্মেলন লীগ | ০৯ | ১০ | ০৩ |
এলিট গ্রুপ | ০৮ | ১০ | ০১ |
ইউরোপা লীগ | ০৭ | ০৭ | ০৩ |
উয়েফা চ্যাম্পিয়ন লীগ | ০৫ | ০১ | ০৪ |
লা লিগা | ০৪ | ০৫ | ০২ |
কোপা দেল রে | ০২ | ০৪ | – |
UECL কোয়ালিফায়ার | ০১ | – | ০১ |
কমিউনিটি শিল্ড | ০১ | ০১ | – |
লিগ টু | ০১ | ০৩ | – |
এমিলিয়ানো মার্টিনেজ এর অর্জন বা রেকর্ড
আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ার শুরু হয়েছে খুব বেশিদিন হয়নি। তবে ছোট বড় বেশ কয়েকটি রেকর্ড বা অর্জন করেছেন এমিলিয়ানো মার্টিনেজ। সেগুলো হলো-
এমিলিয়ানো মার্টিনেজ এর স্ত্রী
২০১৭ সালে এমিলিয়ানো মার্টিনেজ আমান্ডা মান্দিনহা নামের এক সুন্দরী মেয়েকে বিয়ে করেন। মার্টিনেজ এবং মান্দিনহার ঘরে একজন ছেলে সন্তান এবং একজন মেয়ে সন্তান রয়েছে।
২৩ নাম্বার জার্সি করে আর্জেন্টিনা ফুটবল দলের গোলরক্ষকের দায়িত্ব পালন করেন এমিলিয়ানো মার্টিনেজ।
মার্টিনেজ কোন ক্লাবে খেলে, কতটি গোল সেইভ দিয়েছে? এবং তার সম্পর্কে অন্যান্য বিষয় নিয়ে বিষদ আলোচনা করা হলো। আশা করি আপনারা সঠিক তথ্য পেয়েছেন। এই আলোচনার বাহিরে আরো কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে আমাদেরক তা জানাতে পারেন।
আমাদের সাথে থাকুন।
স্বাধীন স্পোর্টস (Sadhin Sports)