গ্লোবাল সুপার লিগ এই নামটা বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। গ্লোবাল সুপার লিগটা আসলে কি? কারা আয়োজন করে থাকে! কোন দলগুলো অংশগ্রহণ করে থাকে এরকম অনেক প্রশ্নের উত্তর হয়তো অনেকেরই অজানা। আজকের আর্টিকেলে সকল প্রশ্নের উত্তর এবং সেই সাথে গ্লোবাল সুপার লিগ এর সময়সূচি ও জানিয়ে দেওয়া হবে। ধৈর্যের সহকারে পুরো আর্টিকেলটি পড়ুন।
গ্লোবাল সুপার লিগ কি?
বিশ্বের সব দেশেই প্রায় ঘরোয়া পরিবেশে ফ্রাঞ্চাইজি লিগের আয়োজন হয়ে থাকে। একটা সময়ে বিভিন্ন দেশে আয়োজিত হওয়া ফ্রাঞ্চাইজি লিগের চ্যাম্পিয়ন দলগুলোকে নিয়ে ক্রিকেট কাউন্সিল কর্তৃক একটা আলাদা জমকালো টুর্ণামেন্ট এর আয়োজন করতো।বিভিন্ন ফ্রাঞ্চাইজি লীগের সেরা দলগুলো সেই টুর্নামেন্ট এ অংশগ্রহণ করতো। সর্বশেষ ২০১৪ সালে অনুষ্ঠিত হয়েছিল এই টুর্নামেন্টটি। কিছু কারন বশত ক্রিকেট বোর্ড কর্তৃক এই আয়োজন বন্ধ হয়ে যায়!
ওই টুর্নামেন্টের আলোকে ওয়েস্ট ইন্ডিজ কর্তৃক আবারো সেরক এক টুর্নামেন্ট এর আয়োজন করেছে। এই টুর্ণামেন্ট এর নাম দিয়েছে ‘গ্লোবাল সুপার লিগ’। বিভিন্ন দেশের ফ্রাঞ্চাইজি লিগের সেরা দলগুলো অংশগ্রহণ করবে গ্লোবাল সুপার লিগ এ।
গ্লোবাল সুপার লিগ এ অংশগ্রহণ নিয়ে বিস্তারিত
ওয়েস্ট ইন্ডিজ কর্তৃক আয়োজিত গ্লোবাল সুপার লিগ এ মোট ৫ টি দেশ অংশগ্রহণ করবে। ইংল্যান্ড, বাংলাদেশ, পাকিস্তান, অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ। এই ৫ টি দেশের ঘরোয়া ফ্রাঞ্চাইজি লিগের সেরা দলগুলো অংশগ্রহণ করবে গ্লোবাল সুপার লিগে।
প্রতিটি দল প্রতিটি দলের ই মুখোমুখি হবে। সর্বমোট ১১ টি ম্যাচ হবে গ্লোবাল সুপার লিগে। ২৭ শে নভেম্বর থেকে আসরের পর্দা উঠবে এবং সর্বশেষ ৮ ডিসেম্বর ২০২৪ এ অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। চ্যাম্পিয়ন দলকে ১ মিলিয়ন ডলার অর্থ পুরষ্কার দেওয়া হবে।
আরো পড়ুন: তামিম ইকবালের মোট সেঞ্চুরি
গ্লোবাল সুপার লিগ এর চূড়ান্ত সময়সূচি নিয়ে বিস্তারিত
ম্যাচ নাম্বার | তারিখ | দলের নাম | সময় |
০১ | ২৭ শে নভেম্বর, ২০২৪ | গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স বনাম লাহোর কালান্দার্স | ০৫:০০ am |
০২ | ২৮ শে নভেম্বর, ২০২৪ | রংপুর রাইডার্স বনাম হ্যাম্পশায়ার হকস | ০৫:০০ am |
০৩ | ৩০ শে নভেম্বর, ২০২৪ | গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স বনাম ভিক্টোরিয়ান | ০৫:০০ am |
০৪ | ৩০ শে নভেম্বর, ২০২৪ | হ্যাম্পশায়ার হকস বনাম লাহোর কালান্দার্স | ০৮:০০ pm |
০৫ | ০১ ডিসেম্বর, ২০২৪ | রংপুর রাইডার্স বনাম ভিক্টোরিয়ান | ০৮:০০ pm |
০৬ | ০২ ডিসেম্বর, ২০২৪ | গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স বনাম হ্যাম্পশায়ার হকস | ০৫:০০ am |
০৭ | ০৪ ডিসেম্বর, ২০২৪ | ভিক্টোরিয়ান বনাম লাহোর কালান্দার্স | ০৫:০০ am |
০৮ | ০৫ ডিসেম্বর, ২০২৪ | রংপুর রাইডার্স বনাম গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স | ০৫:০০ am |
০৯ | ০৬ ডিসেম্বর, ২০২৪ | রংপুর রাইডার্স বনাম লাহোর কালান্দার্স | ০৫:০০ am |
১০ | ০৭ ডিসেম্বর, ২০২৪ | ভিক্টোরিয়ান বনাম হ্যাম্পশায়ার হকস | ০৫:০০ am |
১১ | ০৮ ডিসেম্বর, ২০২৪ | দুই ফাইনালিস্ট দল | ০৫:০০ am |
আলাদাভাবে গ্লোবাল সুপার লিগ এ রংপুর রাইডার্সের সময়সূচী দেখানো হলো
ম্যাচ নাম্বার | তারিখ | দলের নাম | সময় |
০১ | ২৮ শে নভেম্বর, ২০২৪ | রংপুর রাইডার্স বনাম হ্যাম্পশায়ার হকস | ০৫:০০ am |
০২ | ০১ ডিসেম্বর, ২০২৪ | রংপুর রাইডার্স বনাম ভিক্টোরিয়ান | ০৮:০০ pm |
০৩ | ০৫ ডিসেম্বর, ২০২৪ | রংপুর রাইডার্স বনাম গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স | ০৫:০০ am |
০৪ | ০৬ ডিসেম্বর, ২০২৪ | রংপুর রাইডার্স বনাম লাহোর কালান্দার্স | ০৫:০০ am |
গ্লোবাল সুপার লিগ চূড়ান্ত সময়সূচি প্রকাশ এবং রংপুর রাইডার্সের সময়সূচি সম্পর্কে আপডেট তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো। আপনারা সময় করে খেলা দেখবেন। এবং আপনাদের প্রত্যেকের পছন্দের দলের জন্য শুভকামনা রইলো। এর বাহিরে আপনাদের আরো কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে তা জানাতে পারেন।
আরো পড়ুন: বাস্কেটবল খেলার উপকারিতা
আমাদের সাথে থাকুন।
স্বাধীন স্পোর্টস (Sadhin Sports