ক্রিকেটটা মুলত তিনটি ফরম্যাটে খেলা হয়ে থাকে। টেস্ট, ওডিআই বা ওয়ানডে এবং টি-টোয়েন্টি। আমওডিআই ম্যাচ এবং টি-টোয়েন্টি ম্যাচ সম্পর্কে কমবেশি আমরা সবাই ই বুঝি। কিন্তু টেস্ট ক্রিকেট নিয়ে আমাদের মধ্যে একটু সমস্যা দেখা যায়! টি-টোয়েন্টি এবং ওডিআই ম্যাচগুলো একটা নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট কিছু ওভারের মধ্যে খেলা শেষ করতে হয়, কিন্তু টেস্ট ক্রিকেট এই নিয়মের ব্যতিক্রম কেন!
অনেকেই বলে থাকি টেস্ট ম্যাচে কেন ওভার নির্ধারণ থাকে না? আবার কালার জার্সি বাদে কেন সাদা জার্সি পরে মাঠে নামে! টেস্ট ক্রিকেট খেলার নিয়ম এবং এই টেস্ট নিয়ে যতরকম ধোঁয়াশা আছে আজকের আর্টিকেলে সবকিছু পরিষ্কার করবো।
টেস্ট ক্রিকেটের নিয়ম সম্পর্কে পুরোপুরি জানতে এবং সকল প্রশ্নের উত্তর পেতে আজকের আর্টিকেলটি ধৈর্য্য সহকারে পড়তে থাকুন।
আন্তর্জাতিক টেস্ট ম্যাচ খেলার নিয়ম
টেস্ট ক্রিকেট নিয়ে যেমন ক্রিকেট প্রেমিদের মধ্যে ধোঁয়াশা থাকে তেমনি এই টেস্ট ক্রিকেট নিয়ে জনপ্রিয়তার ও শেষ নেই! কোন দেশ কতটা শক্তিশালী দল তা এই টেস্ট ক্রিকেটের মাধ্যমেই বিচার করা যায়। ওডিআই ম্যাচগুলো ৫০ ওভারে খেলা হয়ে থাকে এবং টি-টোয়েন্টি ম্যাচগুলো হয় মাত্র ২০ ওভারে। আর টেস্ট ম্যাচগুলোতে ওভার নির্ধারণ থাকেনা। টেস্ট ম্যাচগুলো মুলত ইনিংস এবং দিন হিসাবে খেলা হয়ে থাকে। টেস্ট ম্যাচগুলো ৫ দিনের সময়ে ২ ইনিংস করে খেলা হয়ে থাকে। টানা ৫দিন ধরে টেস্ট ম্যাচগুলো চলার কারণে বোলিং এবং ব্যাটিং উভয়কেই শক্তিমত্তা এবং দক্ষতার পরিচয় দেওয়া লাগে।
সাধারণত টেস্ট ম্যাচগুলো এই নিয়মে খেলা হয়ে থাকে। চলুন এই নিয়মগুলো সম্পর্কে একটু বিস্তারিত জেনে আসি..
আন্তর্জাতিক টেস্ট ম্যাচের সময়কাল বা দিন সম্পর্কে বিস্তারিত
টেস্ট ম্যাচগুলো সাধারণত ৫দিনের ম্যাচ থাকে। এই ৫দিনে একেক দল ২বার বল এবং ২বার ব্যাট করার সুযোগ পেয়ে থাকে। একেকদিন ৩টি সেশনে খেলা হয়ে থাকে। সে হিসেবে ৩দিনে সর্বমোট ১৫ টি সেশন খেলা হয়। প্রতি এক সেশন পর পর খানিকটা সময় বিরতি দিয়ে আবার নতুন উদ্যমে খেলা আরম্ভ হয়।
আন্তর্জাতিক টেস্ট ম্যাচের ইনিংস সম্পর্কে বিস্তারিত
টেস্ট ম্যাচগুলো ইনিংস হিসাব করে খেলা হয়ে থাকে। একটা ম্যাচে ২ ইনিংস করে টেস্ট খেলা হয়। অর্থাৎ একটি ম্যাচে প্রত্যেক দল ২বার ব্যাটিং এবং দুইবার বোলিং করার সুযোগ পায়। দুই দলের রানের হিসাব নিকাশ করে জয় নির্দারন করা হয়। এবং অন্যান্য খেলার মতো টেস্ট ম্যাচগুলো শুরু করার আগে টস করে নেওয়া হয়।
আন্তর্জাতিক টেস্ট ম্যাচের টার্গেট সম্পর্কে বিস্তারিত
টেস্ট ম্যাচগুলো ওভারের হিসাবে খেলা হয় না। দিন, ইনিংস এবং রানের হিসাবে টেস্ট ম্যাচগুলো খেলা হয়ে থাকে। আরেকটু সহজভাবে বলতে গেলে- মনে করুন: ১ম দল ব্যাটিং এ নেমে ২০০ রান করে অল আউট হয়ে গেলো। তাহলে এবার ২য় দল নিজেদের ইনিংস খেলার জন্য মাঠে নামবে এবং মনে করুন ২৫০ রান করে ২য় দলটি অল আউট হয়ে গেছে। তাহলে এবার নিয়ম হলো ১ম দলের করা ২০০ রান পরিশোধ করার পর অবশিষ্ট যে ৫০ রান আছে সেটা ২য় দলের জন্য লিড বা টার্গেট হিসেবে ধরা হবে। তবে ১ম দলের করা আনুমানিক ২০০ রান যদি ২য় দল না করতে পারে তাহলে যে রান গুলো করতে পারেনি তা নিজেদের ঘাড়ে থেকে যাবে। এভাবে ১ম ইনিংস খেলা শেষ করবে।
২য় ইনিংস খেলতে নেমে ১দল যদি ২য় দলের থেকে কিছু রান বা টার্গেট পেয়ে থাকে, তাহলে সেই টার্গেট পরিশোধ করে তারপর লিড দেওয়ার জন্য নিজেদের রান সংগ্রহ করতে হবে। এবার মনে করুন ১ম দল আবার ২০০ রানের টার্গেট দিলো। তাহলে ২য় দল ইনিংসে নেমে প্রথমে প্রতিপক্ষের দেওয়া প্রথম ইনিংসের কোনো রান অবশিষ্ট থেকে গেলে সেটা সহ ২য় ইনিংস এর রান টার্গেট নিয়ে খেলা শুরু করবে। যদি টার্গেট পূরণ করে রান বেশি করতে পারে তাহলে প্রথম দল জয়ী হবে! আর রান না করে আউট হয়ে গেলে পরাজিত হয়ে যাবে।
আন্তর্জাতিক টেস্ট ম্যাচগুলোর ওভার সম্পর্কে বিস্তারিত
টেস্ট ম্যাচগুলোতে ওভার নির্ধারণ থাকে না। তবে প্রতিদিন সর্বনিম্ন ৯০ ওভার খেলতে হয়। টেস্ট ম্যাচগুলো ৩ সেশনে খেলা হয়ে থাকে একেক সেশনে ৩০ ওভার বল করে বিরতি দিয়ে আবার ৩০ ওভার করার জন্য নতুম সেশন শুরু হয়। এভাবে একদিনে সর্বনিম্ন ৯০ ওভার বল করা লাগে বোলিংদের।
আন্তর্জাতিক টেস্ট ম্যাচে ফলো অন সিস্টেম টা কি? ফলো অন সম্পর্কে বিস্তারিত
টেস্ট ম্যাচে এক দারুণ আকর্ষনীয় এবং গুরুত্বপূর্ণ নিয়ম হলো ফলো অন সিস্টেম। এই নিয়ম নিয়ে একটু বুঝিয়ে বলতে গেলে- মনে করুন; ১ম দল ১ম ইনিংসে বিশাল এক টার্গেট দিয়ে দিলো। মনে করুন; ৫০০ রানের টার্গেট দিলো ২য় দলকে। ২য় দল ৫০০ রানের টার্গেট মাথায় নিয়ে ইনিংস শুরু করে মাত্র ১০০ রান করে অল আউট হয়ে গেলো তাহলে এখানে অলো অন সিস্টেমটা কাজ করবে।
আরো পড়ুন: টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট
অর্থাৎ টার্গেটে খেলতে নেমে ২য় দল যদি ৭৫% রান না করতে পারে তাহলে ফলো অন নিয়ম চালু হয়ে যাবে। সেক্ষেত্রে ১ম দল ইচ্ছা করলে নিজেরা ২য় ইনিংস এর জন্য ব্যাট না করে ১ম ইনিংস এ দেওয়া ৫০০ রানের টার্গেটে ২য় দলকে আবার নতুন করে ইনিংস শুরু করতে দিবে। ২য় দলটি তাদের ১ম ইনিংসে করা ১০০ রান বাদ দিয়ে ৪০০ রানের টার্গেটে খেলতে নামবে। এই ৪০০ রান করতে পারলে দ্বিতীয় দল ম্যাচটি জয়ী হয়ে যাবে। অন্যথায় ১ম দল এক ইনিংস খেলেই তারা জয়ী হয়ে যাবে।
আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ২০০০ সালে টেস্ট ক্রিকেটের অন্তর্ভুক্ত হয় বাংলাদেশ দল। বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটের রাঙ্কিং এ সেরা ২৪ নাম্বারে রয়েছে মুশফিকুর রহিম। তবে রানের ক্ষেত্রে সবচেয়ে বেশি রান করেছেন তামিম ইকবাল।
টেস্ট খেলার নিয়ম এবং টেস্ট ম্যাচে ফলো অন সিস্টেম সম্পর্কে বিষদ আলোচনা করা হলো। এই আলোচনার বাহিরে আরো কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে আমাদের কে তা জানাতে পারেন।
আমাদের সাথে থাকুন।
স্বাধীন স্পোর্টস (Sadhin Sports)