ডি মারিয়া। যার পুরো নাম অ্যাঞ্জেল ফ্যাবিয়ান ডি মারিয়া। ১৪ ই ফেব্রুয়ারী ১৯৮৮ সালে আর্জেন্টিনার রোজারিও শহরে তিনি জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই ডি মারিয়ার ছিলো ফুটবলের নেশা, এজন্য মাত্র চার বছর বয়সেই রোজারিও সেন্ট্রালে যোগদান করেন! সেই চার বছর বয়সে ফুটবল জীবন শুরু হয়েছে, এখনো তা থামেনি! ডি মারিয়ার খেলা দেখে মুগ্ধ হয়ে বিভিন্ন ক্লাব তাকে তাদের দলে ভিড়িয়েছে। আবার চুক্তি শেষে অন্য ক্লাব মরিয়া হয়ে তাকে টেনে নিয়েছে।
উপরে উল্লেখিত এসব নামীদামী ক্লাবের সাথে একসময়ে যুক্ত ছিলেনঅ্যাঞ্জেল ফ্যাবিয়ান ডি মারিয়া। বর্তমানে ডি মারিয়া কোন ক্লাবে খেলে তার নাম হলো- ‘এসএল বেনফিকা (SL Benfica) ক্লাবে’ খেলেন। ৫ জুলাই, ২০২৩ এ ডি মারিয়ার সাথে ক্লাবটি চুক্তিপত্র স্বাক্ষর করেন। এই চুক্তির মেয়াদ শেষ হবে ৩০ জুন, ২০২৫।
আনহেল ডি মারিয়া
ডি মারিয়া একজন আর্জেন্টাইন তারকা। যিনি এট্যাকিং এবং মিডফিল্ডারে খেলেন। গত কয়েক যুগ ধরে তিনি সফলভাবে ফুটবল খেলে নজর কেড়েছে ফুটবল প্রেমিদের। অ্যাঞ্জেল ফ্যাবিয়ান ডি মারিয়ার খেলার স্টাইল ভিন্ন এক স্বাধ দেয়। বর্তমান সময়ের সব প্লেয়ারের মধ্যে তিনি অন্যতম সেরা প্লেয়ার হিসেবে বেশ জনপ্রিয়। সতীর্থদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দারুণ-দারুন সব ম্যাচ উপহার দিয়েছে ফুটবল ভক্তদের।
তাকে আমরা শুধুমাত্র ডি মারিয়া নামে চিনলেও তার পুরো নাম- অ্যাঞ্জেল ফ্যাবিয়ান ডি মারিয়া। ১৪ ই ফেব্রুয়ারী ১৯৮৮ সালে আর্জেন্টিনার রোজারিও শহরে জন্মগ্রহণ করেন। তিনি আর্জেন্টিনা দেশের নাগরিক। তিনি জাতীয় দলে নিজ দেশ ‘আর্জেন্টিনার’ হয়ে খেলেন। উচ্চতা ৫ ফুট, ১০ ইঞ্চি। খেলার মাঠে তাকে এ্যাটাকিং, উইঙ্গার এবং মিড-ফিল্ডার হিসেবেই দেখা যায়।
ডি মারিয়া ১৯৯১-৯২ সালে খেলা শুরু করলেও বেশ পরে ২০০৭ সালে আর্জেন্টিনা জাতীয় দলে তিনি দলভুক্ত হন। তারপর থেকে এখন অবধি ২০২৪ সাল পর্যন্ত তিনি আর্জেন্টাইন পতাকাধারী জার্সি নিয়েই সবুজ গালিচা বিছানো মাঠে নেমেছেন।
ডি মারিয়ার গোল পরিসংখ্যান
১৯ জানুয়ারি, ২০০৭ সালে আর্জেন্টিনা U20 তে ডি মারিয়ার অভিষেক হয়। পরবর্তীতে ৭ আগস্ট, ২০০৮ সালে আর্জেন্টিনা অলিম্পিক টিমে ডি মারিয়ার অভিষেক হয়। এবং সর্বশেষ ৬ সেপ্টেম্বর, ২০০৮ সালে আর্জেন্টিনা মুল দলে ডি মারিয়ার অভিষেক হয়।
জাতীয় দলে ডি মারিয়ার পরিসংখ্যান
দল | ম্যাচ | গোল |
আর্জেন্টিনা U20 | ১১ | ৫ |
আর্জেন্টিনা অলিম্পিক টিম | ৬ | ২ |
আর্জেন্টিনা মুল টিম | ১৪৫ | ৩১ |
সর্বমোট | ১৬২ | ৩৮ |
ক্লাবে ডি মারিয়ার পরিসংখ্যান
ক্লাব | ম্যাচ | গোল |
জুভেন্টাস | ৪০ | ০৮ |
প্যারিস (পিএসজি) | ২৯৫ | ৯৩ |
ম্যানচেস্টার ইউনাইটেড | ৩২ | ০৪ |
রিয়াল মাদ্রিদ | ১৯০ | ৩৬ |
এসএল বেনিফিকা (SL Benfica) | ১৭৫ | ৩২ |
রোজারিও সেন্ট্রাল | ৩৯ | ০৬ |
সর্বমোট | ৭৭১ | ১৭৯ |
লীগের খেলায় ডি মারিয়ার পরিসংখ্যান
লীগের নাম | ম্যাচ | গোল |
লীগ ১ | ১৯৭ | ৫৭ |
লা লিগা | ১২৪ | ২২ |
উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ | ১০৭ | ২৩ |
লিগা পর্তুগাল | ১০৭ | ১৬ |
প্রিমিয়ার লীগ | ২৭ | ০৩ |
টর্নিও ফাইনাল | ২৭ | ০৫ |
সেরি এ | ২৬ | ০৪ |
ইউরোপা লীগ | ২৫ | ১১ |
কুপে ডি ফ্রান্স | ২৪ | ১১ |
কোপা দেল রে | ২২ | ০৫ |
কুপে দে লা লীগ | ১৬ | ০৮ |
আলিয়াঞ্জ কাপ | ১৫ | ০৪ |
দে পর্তুগাল | ১১ | ০ |
উয়েফা কাপ | ০৯ | ০২ |
টর্নিও ইনিশিয়াল | ০৮ | ০১ |
সুপারকোপা | ০৫ | ০১ |
এফএ কাপ | ০৫ | ০১ |
লিবার্টাডোরস | ০৪ | ০ |
ইতালি কাপ | ০৪ | ০ |
ট্রফি ডেস চ্যাম্পিয়নস | ০৪ | ০৩ |
ইউরোপা লীগ বাছাইপর্ব | ০২ | ০১ |
চ্যাম্পিয়ন্স লীগ Qu. | ০১ | ০ |
সুপারটাকা | ০১ | ০১ |
উয়েফা সুপার কাপ | ০ | ০ |
সর্বমোট | ৭৭১ | ১৭৯ |
ডি মারিয়ার বয়স
১৪ ফেব্রুয়ারী ১৯৮৮ সালে অ্যাঞ্জেল ডি মারিয়া আর্জেন্টিনার রোজারিও শহরে জন্মগ্রহণ করেন। তার বর্তমান বয়স ৩৬ বছর। বয়সের তুলনায় তিনি এখনো বেশ শক্তিশালী এক পুরুষ। এ বয়সে অনেকেই নুয়ে পড়েন, কিন্তু সে দিক থেকে ডি মারিয়া এখনো পুরো দমে মাঠে দাপিয়ে বেড়ান! বয়স যেনো তার কাছে ভারী কিছু না! ৩৬ বয়সি এই মিড-ফিল্ডার এখনো কি দারুণভাবে তার ফুটবল টিমকে সার্ভিস দিয়ে যাচ্ছেন!
ডি মারিয়ার জার্সি নাম্বার
ডি মারিয়া জাতীয় দল এবং ক্লাবে, বিভিন্ন সময়ে, বিভিন্ন জার্সি গায়ে জড়িয়ে খেলেছেন। আর্জেন্টিনা জাতীয় দলের পাশাপাশি ডি মারিয়া কোন ক্লাবে খেলে তা নিয়ে উপরে আলোচনা হয়েছে। এখন আমরা তার জার্সি নিয়ে আলোচনা করবো। চলুন তার জার্সি নাম্বার সম্পর্কে বিস্তারিত জেনে আসি..
ডি মারিয়া-এর ক্লাব জার্সি নাম্বার
সাল | ক্লাব | জার্সি নাম্বার |
২০২৪/২০২৫ | এসএল বেনফিকা | ১১ |
২০২৩/২০২৪ | এসএল বেনফিকা | ১১ |
২০২২/২০২৩ | জুভেন্টাস | ২২ |
২০২১/২০২২২ | প্যারিস সেন্ট জার্মেই | ১১ |
২০২১/২০২২ | প্যারিস (পিএসজি) | ১৪ |
২০২১/২০২২ | প্যারিস (পিএসজি) | ১৮ |
২০২০/২০২১ | প্যারিস (পিএসজি) | ১১ |
২০২০/২০২১ | প্যারিস (পিএসজি) | ১৪ |
২০১৯/২০২০ | প্যারিস (পিএসজি) | ১১ |
২০১৯/২০২০ | প্যারিস (পিএসজি) | ১৪ |
২০১৮/২০১৯ | প্যারিস (পিএসজি) | ১১ |
২০১৭/২০১৮ | প্যারিস (পিএসজি) | ১১ |
২০১৬/২০১৭ | প্যারিস (পিএসজি) | ১১ |
২০১৫/২০১৬ | প্যারিস (পিএসজি) | ১১ |
২০১৪/২০১৫ | ম্যানচেস্টার ইউনাইটেড | ৭ |
২০১৪/২০১৫ | রিয়াল মাদ্রিদ | ২২ |
২০১৪/২০১৫ | রিয়াল মাদ্রিদ | ২২ |
২০১২/২০১৩ | রিয়াল মাদ্রিদ | ২২ |
২০১১/২০১২ | রিয়াল মাদ্রিদ | ২২ |
২০১০/২০১১ | রিয়াল মাদ্রিদ | ২২ |
২০০৯/২০১০ | এসএল বেনফিকা | ২০ |
২০০৮/২০০৯ | এসএল বেনফিকা | ২০ |
২০০৭/২০০৮ | এসএল বেনফিকা | ২০ |
২০০৬/২০০৭ | রোজারিও সেন্ট্রাল | ২০ |
২০০৫/২০০৬ | রোজারিও সেন্ট্রাল | ১৪ |
২০০৫/২০০৬ | রোজারিও সেন্ট্রাল | ৩৭ |
জাতীয় দলে জার্সি নাম্বার
সাল | টিম | জার্সি নাম্বার |
২০২৩/২০২৪ | আর্জেন্টিনা | ১১ |
২০২২/২০২৩ | আর্জেন্টিনা | ১১ |
২০২১/২০২২ | আর্জেন্টিনা | ১১ |
২০২০/২০২১ | আর্জেন্টিনা | ১১ |
২০১৮/২০১৯ | আর্জেন্টিনা | ১১ |
২০১৭/২০১৮ | আর্জেন্টিনা | ১১ |
২০১৬/২০১৭ | আর্জেন্টিনা | ১১ |
২০১৫/২০১৬ | আর্জেন্টিনা | ০৭ |
২০১৫/২০১৬ | আর্জেন্টিনা | ১০ |
২০১৫/২০১৬ | আর্জেন্টিনা | ১১ |
২০১৪/২০১৫ | আর্জেন্টিনা | ০৭ |
২০১৩/২০১৪ | আর্জেন্টিনা | ০৭ |
২০১১/২০১২ | আর্জেন্টিনা | ০৭ |
২০১০/২০১১ | আর্জেন্টিনা | ০৭ |
২০০৯/২০১০ | আর্জেন্টিনা | ০৭ |
২০০৮/২০০৯ | আর্জেন্টিনা | ০৭ |
২০০৮/২০০৯ | আর্জেন্টিনা | ১৫ |
২০০৭/২০০৮ | আর্জেন্টিনা অলিম্পিক দল | ১১ |
২০০৭/২০০৮ | আর্জেন্টিনা U20 | ১৮ |
২০০৬/২০০৭ | আর্জেন্টিনা U20 | ১৮ |
ডি মারিয়া-এর সকল রেকর্ড
ডি মারিয়ার ব্যক্তিগত জীবন
বাবার হাত ধরে ফুটবলের স্বপ্ন দেখতেন ডি মারিয়া।
ডি মারিয়ার বাবা একজন সফল ফুটবল প্লেয়ার ছিলেন। ফুটবল ক্যারিয়ার সফল হওয়ার পর ২০১১ সালের জুলাইয়ের শেষ দিকে ডি মারিয়া তার মেয়ে বন্ধু হোর্হেলিনা কার্দোসোকে বিয়ে করেন। হোর্হেলিনা আর্জেন্টিনার রোজারিওতে বসবাস করতেন। তাদের বিয়ের সময় সেখানে উপস্থিত ছিলেন ম্যারাডোনার কন্যা জিয়ান্নিনা ম্যারাডোনা।
আরো পড়ুন: হলান্ড কোন দেশের প্লেয়ার
ডি মারিয়ার বিদায়
সময় তার নিয়মে চলে। নদীর স্রোতের মতো বহমান। এজন্য একটা সময়ে আমাদের নিজেদের সময় ফুরিয়ে আসে, তখন ইচ্ছে না হলেও থাকার উপায় থাকেনা। ডি মারিয়ার ও সময় শেষ হয়ে গেছে! তবে বিদায় বেলায় নিজের নামটা রেখে গিয়েছেন বিশ্বকাপ, কোপা আমেরিকা, ফিনালিসিমার মতো বড়-বড় ট্রফিতে।
১৫ জুলাই, ২০২৪ কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিল ডি মারিয়া।
নাম্বার- ১১ জার্সি গায়ে জড়িয়ে খেলেন ডি মারিয়া।
ডি মারিয়া কোন ক্লাবে খেলে তা সহ আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হলো। আপনাদের আরো কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে তা জানাতে পারেন।
আমাদের সাথে থাকুন।
স্বাধীন স্পোর্টস (Sadhin Sports)