বাংলাদেশ ক্রিকেট দলের একজন অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন তামিম ইকবাল। তামিমের মতো সেরা ব্যাটিং এবং ওপেনার বাংলার ক্রিকেটে দ্বিতীয়টা নেই। যে সকল খেলোয়াড়রা ক্রিকেটের মাধ্যমে বাংলাদেশ কে রিপ্রেজেন্ট করেছে তামিম ইকবাল তার মধ্যে অন্যতম সেরা একজন খেলোয়াড়।
ক্রিকেট প্রেমিদের প্রায় অধিকাংশ ফ্যান ফ্লোয়ার ই তামিম ইকবাল এর। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেও তামিমকে নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহ এখনো থেমে যায়নি। তামিমের সর্বোচ্চ রান কত? তামিম কতটা সেঞ্চুরি করেছেন? তামিমের পরিসংখ্যান কি? এসব প্রশ্নের উত্তর খুঁজতে হন্য হয়ে বেড়ান ক্রিকেট প্রেমিরা! আজকের আর্টিকেলে তামিম ইকবালের মোট সেঞ্চুরি সহ অন্যান্য সকল বিষয়ে আলোচনা করবো। ধৈর্য্য সহকারে পুরো আর্টিকেলটি পড়ুন।
আন্তর্জাতিক ক্রিকেটে তামিম ইকবালের মোট সেঞ্চুরি পরিসংখ্যান
আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেটের তিন ফরম্যাটে সেঞ্চুরি হাঁকিয়েছেন এমন ব্যাটার অনেকেই আছেন, তবে তিন ফরম্যাটে সেঞ্চুরি করা খেলোয়াড়দের তালিকায় বাংলাদেশি এই সাবেক ওপেনারের নামটা বেশ অন্যতম। বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরি করা খেলোয়াড় তামিম ইকবাল।
চট্রগ্রামের ছেলে তামিম ইকবাল ২০০৭ সালে ক্রিকেট ক্যারিয়ার শুরু করার পর থেকে এখন অবধি টেস্ট, ওডিআই এবং টি-টোয়েন্টি মিলিয়ে সর্বমোট ৩৯১ টি ম্যাচ খেলেছে এবং সেঞ্চুরি হাঁকিয়েছে টেস্ট ক্রিকেটে ১০ টি, ওডিআই ক্রিকেটে ১৪ টি এবং টি-টোয়েন্টি ক্রিকেটে ১ টি সর্বমোট ২৫ টি সেঞ্চুরি মেরেছেন তামিম ইকবাল।
তামিম ইকবাল-এর আন্তর্জাতিক টেস্ট সেঞ্চুরি পরিসংখ্যান
তারিখ | প্রতিপক্ষ দলের নাম | ভেন্যু | রান |
০৯ জুলাই, ২০০৯ | ওয়েস্ট ইন্ডিজ | আর্নোস ভ্যাল স্টেডিয়াম, সেন্ট ভিনসেণ্ট | ১২৮ |
২৪ শে জানুয়ারি, ২০১০ | ভারত | শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর | ১৫১ |
২৭ শে মে, ২০১০ | ইংল্যান্ড | লর্ডস, লন্ডন | ১০৩ |
০৪ জুন, ২০১০ | ইংল্যান্ড | ওল্ড ট্রাফোর্ড, ম্যানচেস্টার | ১০৮ |
০৩ নভেম্বর, ২০১৪ | জিম্বাবুয়ে | শেখ আবু নাসের স্টেডিয়াম, খুলনা | ১০৯ |
১২ ই নভেম্বর, ২০১৪ | জিম্বাবুয়ে | জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্রগ্রাম | ১০৯ |
২৮ শে এপ্রিল, ২০১৫ | পাকিস্তান | শেখ আবু নাসের স্টেডিয়াম, খুলনা | ২০৬ |
২৮ শে অক্টোবর, ২০১৬ | ইংল্যান্ড | শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর | ১০৪ |
২৮ শে ফেব্রুয়ারী, ২০১৯ | নিউজিল্যান্ড | সেডন পার্ক, হ্যামিল্টন | ১২৬ |
১৫ ই মে, ২০২২ | শ্রীলঙ্কা | জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্রগ্রাম | ১৩৩ |
তামিম ইকবাল-এর আন্তর্জাতিক ওডিআই সেঞ্চুরি পরিসংখ্যান
তারিখ | প্রতিপক্ষ দলের নাম | ভেন্যু | রান |
২২ শে মার্চ, ২০০৮ | আয়ারল্যান্ড | শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর | ১২৯ |
১৬ ই আগস্ট, ২০০৯ | জিম্বাবুয়ে | কুইন্স স্পোর্টস ক্লাব, বুলাওয়ে | ১৫৪ |
২৮ শে ফেব্রুয়ারী, ২০১০ | ইংল্যান্ড | শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর | ১২৫ |
২৩ শে মার্চ, ২০১৩ | শ্রীলঙ্কা | মহিন্দ রাজাপক্ষ আন্তর্জাতিক স্টেডিয়াম, হাম্বানটোটা | ১১২ |
১৭ ই এপ্রিল, ২০১৫ | পাকিস্তান | শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর | ১৩২ |
১৯ শে এপ্রিল, ২০১৫ | পাকিস্তান | শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর | ১১৬ |
০১ অক্টোবর, ২০১৬ | আফগানিস্তান | শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর | ১১৮ |
২৫ শে মার্চ, ২০১৭ | শ্রীলঙ্কা | রনগিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়াম, ডাম্বুলা | ১২৭ |
০১ জুন, ২০১৭ | ইংল্যান্ড | দি ওভাল, লন্ডন | ১২৮ |
২২ শে জুলাই, ২০১৮ | ওয়েস্ট ইন্ডিজ | প্রভিডেন্ট স্টেডিয়াম, গায়ানা | ১৩০* |
২৮ শে জুলাই, ২০১৮ | ওয়েস্ট ইন্ডিজ | ওয়ার্নার পার্ক স্পোর্টিং কমপ্লেক্স, ব্যাসেটেরে | ১০৩ |
০৩ মার্চ, ২০২০ | জিম্বাবুয়ে | সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট | ১৫৮ |
০৬ মার্চ- ২০২০ | জিম্বাবুয়ে | সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট | ১২৮* |
২০ শে জুলাই, ২০২১ | জিম্বাবুয়ে | হারারে স্পোর্টস ক্লাব, হারারে | ১২ |
তামিম ইকবাল-এর আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেঞ্চুরি পরিসংখ্যান
তারিখ | প্রতিপক্ষ দলের নাম | ভেন্যু | রান |
১৩ ই মার্চ, ২০১৬ | ওমান | এইচ পি সি এ স্টেডিয়াম, ধর্মশালা | ১০৩* |
তামিম ইকবাল-এর আন্তর্জাতিক ক্যারিয়ার পরিসংখ্যান
০৯ জানুয়ারি ২০০৭ সালে, হারারে স্পোর্টস ক্লাব স্টেডিয়ামে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে এর ম্যাচ দিয়ে ওডিআই এবং আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তামিম ইকবালের। পরবর্তীতে ০৪ জানুয়ারি ২০০৮ সালে, ডানেডিন স্টেডিয়ামে বাংলাদেশ বনাম নিউজল্যান্ডের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে অভিষেক এবং সর্বশেষ ০১ সেপ্টেম্বর ২০০৭ সালে, নাইরোবির জিমখানা স্টেডিয়ামে বাংলাদেশ বনাম কেনিয়ার ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয় তামিম ইকবালের। নিম্নে তিন ফরম্যাটের আলাদাভাবে পরিসংখ্যান উল্লেখ করা হলো-
টেস্ট ক্রিকেটে তামিম ইকবাল-এর ব্যাটিং পরিসংখ্যান
ম্যাচ | ৭০ |
ইনিংস | ১৩৪ |
রান | ৫১৩৪ |
সর্বোচ্চ | ২০৬ |
স্ট্রাইক রেট | ৫৮.০ |
হাফ সেঞ্চুরি (৫০) | ৩১ |
সেঞ্চুরি (১০০) | ১০ |
ওডিআই ক্রিকেটে তামিম ইকবাল-এর ব্যাটিং পরিসংখ্যান
ম্যাচ | ২৪৩ |
ইনিংস | ২৪০ |
রান | ৮৩৫৭ |
সর্বোচ্চ | ১৫৮ |
স্ট্রাইক রেট | ৭৮.৫৩ |
হাফ সেঞ্চুরি (৫০) | ৫৬ |
সেঞ্চুরি (১০০) | ১৪ |
টি-টোয়েন্টি ক্রিকেটে তামিম ইকবাল-এর ব্যাটিং পরিসংখ্যান
ম্যাচ | ৭৮ |
ইনিংস | ৭৮ |
রান | ১৭৫৮ |
সর্বোচ্চ | ১০৩ |
স্ট্রাইক রেট | ১১৭.০২ |
হাফ সেঞ্চুরি (৫০) | ০৭ |
সেঞ্চুরি (১০০) | ০১ |
ক্রিকেটার আকরাম খান বাংলাদেশের ওপেনার এবং সাবেক অধিনায়ক তামিম ইকবাল এর চাচা।
আরো পড়ুন: নিগার সুলতানা জ্যোতি
তামিম ইকবালের মোট সেঞ্চুরি সংখ্যা ও আন্তর্জাতিক ক্যারিয়ার পরিসংখ্যান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই আলোচনার বাহিরে আরো কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে তা জানাতে পারেন। আমরা সবসময় সঠিক তথ্য দিয়ে আর্টিকেল লেখার চেষ্টা করি। তবুও ভূল ভ্রান্তি থাকতে পারে। কোন সমস্যা থাকলে আমাদের কে তা জানাতে পারেন।
আমাদের সাথে থাকুন।
স্বাধীন স্পোর্টস (Sadhin Sports)