বাংলাদেশ জাতীয় দলের একজন টপ অর্ডার ব্যাটসম্যানের নাম নাজমুল হোসেন শান্ত। নামে শান্ত হলেও ব্যাট হাতে হয়ে যান অশান্ত! প্রতিপক্ষের জন্য এক ভয়ংকর তান্ডবের নাম নাজমুল হোসেন শান্ত। শুধুমাত্র নাম এবং চেহারাতেই হয়তো তাকে আমরা বেশি চিনি। নাম ছাড়া হয়তো এই ক্রিকেটারের সম্বন্ধে আমাদের ধারণা একদম শূন্যের কোঠায়। নাজমুল হোসেন শান্তকে নিয়ে বাংলাদেশের মানুষের কোতুহলের শেষ নেই। শান্তর বাড়ী কোথায়? কত টাকা বেতন পান? কতটা সেঞ্চুরি করেছেন? ইত্যাদি ইত্যাদি সব প্রশ্ন আমাদের মনের মধ্যে বাসা বেঁধে রেখেছে। আজকে সেই অজানা সব প্রশ্নের উত্তরগুলো আপনাদের মাঝে উপস্থাপন করছি।
নাজমুল হোসেন শান্ত- এর পরিচয়
১৯৯৮ সালের ২৫ শে আগস্ট বাংলাদেশের রাজশাহী অঞ্চলে শান্ত নামের এই মিষ্টি ছেলেটার জন্ম হয়। রাজশাহীর ছেলে হিসেবে তাকে খুবই কম মানুষ ই চিনে। সবাই চেনে বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় হিসেবে। নাজমুল হোসেন শান্ত একজন বামহাতি ব্যাটসম্যান। এবং টপ অর্ডারে ব্যাট করেন। বোলার না হয়েও মাঝেমধ্যে দু একটা ম্যাচে একটু-আধটু বল ও করে থাকে এই টপ অর্ডার ব্যাটসম্যান। উচ্চতা ৫ ফুট ১০ ইঞ্চি (১.৭৮ মিটার)। ২০১৭ সালের ২০ শে জানুয়ারি বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় নাজমুল হোসেন শান্ত-এর।
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক
রাজশাহীতে বেড়ে ওঠা ছোট্র কিশোর ২০১৫ সালে ঢাকার কলাবাগান ক্লাবের হয়ে নিজের ক্রিকেট জীবন শুরু করেন। পরবর্তীতে ২০১৬-১৭ সালে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (BPL) কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর হয়ে খেলার পর, জাতীয় দলের সিলেকশন প্যানেলের নজরে আসে। শান্তর দারুন ব্যাটিং দেখে সিলেকশন প্যানেল শান্তকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করে নেন।
নাজমুল হোসেন শান্ত-এর অধিনায়কত্ব
নভেম্বর ২০১৯ সালে অনুষ্ঠিত এশিয়া কাপ প্রতিযোগিতার বাংলাদেশ এসিসি উদীয়মান দলের হয়ে প্রথম অধিনায়কের মালা গলায় পরেন নাজমুল হোসেন শান্ত। এসিসি উদীয়মান দলের অধিনায়কত্ব করার কিছুদিন পরে দক্ষিণ এশিয়ান গেইমস বাললাদেশ জাতীয় দলের (পুরুষ) অধিনায়ক মনোনীত হন। নাজমুল হোসেন শান্তর দারুণ অধিনায়কত্বের জন্য বাংলাদেশ দল শ্রীলঙ্কা দলকে হারিয়ে এশিয়ান গেইমস থেকে স্বর্ণপদক লাভ করে।
এভাবে চলতে চলতে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচক কমিটি কর্তৃক শান্তকে সকল ফরম্যাটের জন্য অধিনায়ক নির্বাচিত করা হয়। বর্তমানে বাংলাদেশ মুল দলের তিন ফরম্যাটের ই প্রতিনিধিত্ব করছেন নাজমুল হোসেন শান্ত।
ব্যাটিং এবং বোলিং পরিসংখ্যান
বাংলাদেশ জাতীয় দলের উঠতি ক্রিকেটারদের সবার থেকে ভালো এবং দারুণ পারফরম্যান্স করার জন্য খুব সহজেই সবার নজরে চলে আসেন নাজমুল হোসেন শান্ত। তারপর থেকে স্কোয়াড ঘোষণা করলেই সেখানে তিনি টিকে যেতো। শুরুতে দৃষ্টিনন্দিত খেলা উপহার দিলেও কিছুদিন পর থেকে ক্যারিয়ারের বেশ অনেকটা সময় ধরে ছন্দ হারিয়ে ফেলেছিলেন নাজমুল হোসেন শান্ত। ফ্যানফ্লোয়ারদের দৃষ্টিকটু কথা শান্তকে পুড়িয়ে পুড়িয়ে সোনা বানিয়ে দিয়েছে। এখন ব্যাট হাতে ২২ গজে নামলেই তান্ডব শুরু হয়। বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের টপ অর্ডারের সবচেয়ে বেশি ভরসার নাম নাজমুল হোসেন শান্ত। জাতীয় দলের উদীয়মান এই খেলোয়াড় বর্তমানে প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশ দলের।
আরো পড়ুন: সাকিব আল হাসানের সেঞ্চুরি
ক্যারিয়ারের শুরু থেকে এখন অবধি টেস্ট, ওডিআই এবং টি-টোয়েন্টি ক্রিকেটের সকল ফরম্যাট মিলিয়ে নাজমুল হোসেন শান্ত ১২১ ম্যাচ খেলে রান করেছেন ৩৯১৪ রান। চলুন এখন তাহলে তিন ফরম্যাটে আলাদাভাবে তার পরিসংখ্যান জেনে আসি..
নাজমুল হোসেন শান্ত-এর টি-টোয়েন্টি ব্যাটিং পরিসংখ্যান
মোট ম্যাচ | ৪৬ |
মোট রান | ৯০৮ |
সর্বোচ্চ | ৭১ |
গড় | ২৩.২৮ |
স্ট্রাইক রেট | ১০৭.৭১ |
হাফ সেঞ্চুরি (৫০) | ৪ |
সেঞ্চুরি (১০০) | ০ |
নাজমুল হোসেন শান্ত-এর টি-টোয়েন্টি বোলিং পরিসংখ্যান
ইনিংস | ৩ |
উইকেট | ০ |
ইকোনমি | ৮.৬৭ |
সেরা বোলিং | ০/৩ |
স্ট্রাইক রেট | ০.০ |
নাজমুল হোসেন শান্ত-এর ওডিআই ব্যাটিং পরিসংখ্যান
মোট ম্যাচ | ৪৫ |
মোট রান | ১৩৬৫ |
সর্বোচ্চ | ১২২ |
গড় | ৩৩.২৯ |
স্ট্রাইক রেট | ৮১.৫৪ |
হাফ সেঞ্চুরি (৫০) | ৮ |
সেঞ্চুরি (১০০) | ৩ |
নাজমুল হোসেন শান্ত-এর ওডিআই বোলিং পরিসংখ্যান
ইনিংস | ৭ |
উইকেট | ১ |
ইকোনমি | ৫.৭ |
সেরা বোলিং | ১/১০ |
স্ট্রাইক রেট | ৮১.০ |
নাজমুল হোসেন শান্ত-এর টেস্ট ব্যাটিং পরিসংখ্যান
মোট ম্যাচ | ৩০ |
মোট রান | ১৬৪১ |
সর্বোচ্চ | ১৬৩ |
গড় | ২৯.৩ |
স্ট্রাইক রেট | ৫২.০৮ |
হাফ সেঞ্চুরি (৫০) | ৪ |
সেঞ্চুরি (১০০) | ৫ |
নাজমুল হোসেন শান্ত-এর টেস্ট বোলিং পরিসংখ্যান
ইনিংস | ১১ |
উইকেট | ০ |
ইকোনমি | ৪.৩৭ |
সেরা বোলিং | ০/২ |
স্ট্রাইক রেট | ০.০ |
নাজমুল হোসেন শান্ত বাউন্ডারি পরিসংখ্যান
বাংলাদেশ জাতীয় দলের একজন দারুন মারকুটে এবং টপ অর্ডার ব্যাটার তিনি। অনেকদিন থেকেই বাংলাদেশ জাতীয় দলে টপ অর্ডাররা খুব একটা ভালো খেলছে না! এখন অন্তত সেই আক্ষেপ কিছুটা ঘুচিয়েছে। ২২ গজে নামলেই চার, ছক্কায় মাতিয়ে তোলেন গ্যালারী ভর্তি দর্শকদের। চলুন এখন এই মারকুটে খেলোয়োড়ের চার, ছক্কা পরিসংখ্যান জেনে আসি..
টি-টোয়েন্টি ক্রিকেটে চার এবং ছক্কা পরিসংখ্যান
ম্যাচ | ৪৬ |
চার (৪) | ৮৩ |
ছক্কা (৬) | ১৭ |
ওডিআই ক্রিকেটে চার এবং ছক্কা পরিসংখ্যান
ম্যাচ | ৪৫ |
চার (৪) | ১৪৮ |
ছক্কা (৬) | ১২ |
টেস্ট ক্রিকেটে নাজমুল হোসেন শান্ত-এর চার এবং ছক্কা পরিসংখ্যান
ম্যাচ | ৩০ |
চার (৪) | ১৮৮ |
ছক্কা (৬) | ২১ |
নাজমুল হোসেন শান্ত আইসিসি রাঙ্কিং
দারুণ দারুণ পারফরম্যান্স এর জন্য আইসিসি কর্তৃক একটা নির্ধারিত পয়েন্ট দেওয়া হয়। সেই পয়েন্টের নিয়ে সেরা খেলোয়াড় তালিকা তৈরি করা হয়। আইসিসি কর্তৃক নির্ধারিত সেই পয়েন্টের বিবেচনায় টেস্ট ক্রিকেটে ৫১৯ পয়েন্ট নিয়ে ৪৮ নাম্বার, ওডিআই ক্রিকেটে ৫৭৪ পয়েন্ট নিয়ে ৩৬ নাম্বার এবং টি-টোয়েন্টি ক্রিকেটে ৪৯৯ পয়েন্ট নিয়ে ৪৬ নাম্বারে পজিশনে আছেন নাজমুল হোসেন শান্ত।
অর্জন বা রেকর্ড
দলীয় অর্জন বাদে ব্যাট হাতেও রয়েছে নাজমুল হোসেন শান্ত‘র বিভিন্ন অর্জন। এই অধ্যায়ে আমরা শান্তর বিভিন্ন অর্জন বা রেকর্ড সম্পর্কে জেনে নেবো। চলুন তাহলে জেনে আসি…
নাজমুল হোসেন শান্তর বউয়ের নাম- সাবরিন সুলতানা রত্মা। ২০২০ সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হোন।
রাজশাহী জেলার পবা উপজেলার রণহাট গ্রামে নাজমুল হোসেন শান্তর বাড়ি।
৯৯ নাম্বার জার্সি গায়ে জড়িয়ে ২২ গজে খেলতে নামেন নাজমুল হোসেন শান্ত। নাজমুল হোসেন শান্তর জার্সি নাম্বার ৯৯।
নাজমুল হোসেন শান্ত এর জীবন বৃত্তান্ত এবং ক্রিকেট ক্যারিয়ার পরিসংখ্যানসহ সকল বিষয় নিয়ে আলোচনা করা হলো। এই আলোচনার বাহিরে আরো কিছু জানার থাকলে কমেন্টর মাধ্যমে আমাদেরকে তা জানাতে পারেন।
আমাদের সাথে থাকুন।
স্বাধীন স্পোর্টস (Sadhin Sports)