স্পোর্টস নিয়ে কথা বলতে গেলে সবসময়ই আমরা পুরুষদের খেলা বা পুরুষ খেলোয়াড়দের নিয়ে কথা বলে থাকি। নারী খেলোয়াড়রা এদিক থেকে অনেক পিছিয়ে রয়েছে। সত্যি বলতে নারী খেলোয়াড়রা বৈষম্যের স্বীকার হয়ে অনেক পেছনে ছিলো। তবে বর্তমানে বৈষম্য কাটিয়ে উঠেছে পুরো বিশ্ব।
এদিকে পরিসংখ্যানের দিকে তাকালে বর্তমানে আধুনিক বিশ্বে পুরুষদের থেকে নারীরা কোনো অংশেই পিছিয়ে নেই। ফুটবল, ক্রিকেট, হকি, ভলিবল এবং টেনিসের মতো জনপ্রিয় সব খেলাধুলা নিয়ে নারী খেলোয়াড়রা অনেক এগিয়ে গিয়েছে। তেমনি একজন মহিলা খেলোয়াড়ের নাম নিগার সুলতানা জ্যোতি। যিনি বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের একজন খেলোয়াড়। আজকের আর্টিকেলে আমরা নিগার সুলতানা জ্যোতিকে নিয়ে বিস্তারিত জানবো। চলুন তাহলে জেনে আসি..
নিগার সুলতানা জ্যোতি-এর পরিচয়
১৯৯৭ সালের ১ আগস্ট বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলায় জন্মগ্রহণ করেন একজন নারী ক্রিকেটার, নাম তার ‘নিগার সুলতানা জ্যোতি’। বাংলাদেশের প্রমিলা ক্রিকেটার নিগার সুলতানা জ্যোতি বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের অন্যতম সদস্য হওয়ার পাশাপাশি বর্তমানে তিনি মহিলা ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। তিনি ব্যাটিং এর পাশাপাশি একজন দক্ষ উইকেট রক্ষক।
নিগার সুলতানা জ্যোতির ডাকনাম ‘জ্যোতি’। ময়মনসিংহ বিভাগীয় শহরে ক্রিকেট খেলার সূচনা হলেও পরবর্তীতে স্বনামধন্য ক্লাবে ভর্তি হয়ে প্রাকটিস শুরু করেন। ঘরোয়া ক্রিকেট লীগ খেলার মাধ্যমে জাতীয় দলে ডাক পান নিগার সুলতানা জ্যোতি। এবং ২০১৫ সালের ৩০ শে সেপ্টেম্বর বাংলাদেশ বনাম পাকিস্তান মহিলা টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় নিগার সুলতানা জ্যোতির।
আন্তর্জাতিক মহিলা ক্রিকেটে নিগার সুলতানা জ্যোতি-এর অভিষেক
বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের একজন খেলোয়াড় এবং অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে জ্যোতি। বর্তমানে মহিলা খেলোয়াড়দের মধ্যে নিগার সুলতানা জ্যোতি অন্যতম। চলুন নিগার সুলতানা জ্যোতির অভিষেক হওয়ার দিনগুলো জেনে আসি..
নিগার সুলতানা জ্যোতি-এর ব্যাটিং স্টাইল
নিগার সুলতানা জ্যোতি একজন উইকেট রক্ষক এবং ব্যাটসম্যান। তিনি মিডল অর্ডার এ ব্যাট করে থাকেন। নিগার সুলতানা বেশ দারুণ উইকেট কিপার হলেও অধিনায়কত্ব এবং ব্যাটিং এ কিছুটা অপরিপক্ক রয়েছেন! অভিষেকের পর থেকে তিনি নিয়মিত ক্রিকেট খেললেও এখনো তিনি আক্রমণাত্বক হতে পারেননি। একটা শর্টা খেলার আগে নিজের অবস্থান ঠিক করে নিতে তিনি বেশ খানিকটা সময় নিয়ে ফেলেন! তিনি যদি ব্যাটিং লাইনে আরেকটু সচেতন এবং আক্রমণাত্বক হতে পারেন, তাহলে তিনি একসময়ে সেরা খেলোয়াড়দের একজন হবেন।
আরো পড়ুন: ট্রাভিস হেড-এর পরিসংখ্যান
তবে সময়ের সাথে সাথে বর্তমানে তিনি নিজেকে বেশ গুছিয়ে নিচ্ছেন। আগের থেকে বর্তমানে তার ব্যাটিং লাইনে কিছুটা পরিবর্তন নজরে আসে। এ বিষয়ে জ্যোতি বলেন; প্রতিনিয়ত আমি শিখছি। প্রতিদিন ই কোনো না কোনো নতুন কৌশল আয়ত্বের পাশাপাশি বড় বড় খেলোয়াড়দেরকে ফ্লো করে নিজের সমস্যাগুলো বুঝতে পারছি এবং তা কাটিয়ে ওঠার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
নিগার সুলতানা জ্যোতি-এর ব্যাটিং পরিসংখ্যান
মহিলা ক্রিকেট দলের অন্যতম সেরা খেলোয়াড় নিগার সুলতানা জ্যোতি লাল সবুজের জার্সি গায়ে জড়ীয়ে ২২ গজে নেমে প্রতিপক্ষের জন্য ভয়ংকর রূপ দারুণ করেন। কি দারুণ ব্যাটিং স্টাইল! একের পর এক বাউন্ডারিতে তাক লাগিয়ে দেন দর্শকদের। বাউন্ডারি হাঁকানো দেখলে মুগ্ধ হয়ে যেতে হয়। খুব ঠান্ডা মাথায় ব্যাট চালান নিগার সুলতানা। স্ট্রাইকে দাড়িয়ে প্রথমেই বোলারের কৌশল বোঝার চেষ্টা করেন নিগার সুলতানা, সবকিছু ঠিকমতো বুঝে তারপর নিজেকে তুলে ধরেন বিশ্ব মঞ্চে। চলুন এখন তাহলে নিগার সুলতানা জ্যোতির ব্যাটিং পরিসংখ্যান জেনে আসি..
ওডিআই ব্যাটিং পরিসংখ্যান
ম্যাচ | ৪৭ |
ইনিংস | ৪২ |
রান | ৮৯৭ |
সর্বোচ্চ | ৭৩ |
গড় | ২৩.৬ |
স্ট্রাইক রেট | ৪৯.৬ |
চার (৪) | ৬৩ |
ছক্কা (৬) | ৫ |
হাফ সেঞ্চুরি (৫০) | ৪ |
সেঞ্চুরি (১০০) | ০ |
টি-টোয়েন্টি ব্যাটিং পরিসংখ্যান
ম্যাচ | ৯৯ |
ইনিংস | ৯৩ |
রান | ১৯৪৪ |
সর্বোচ্চ | ১১৩* |
গড় | ২৭.০ |
স্ট্রাইক রেট | ৯০.১ |
চার (৪) | ১৮৯ |
ছক্কা (৬) | ১৫ |
হাফ সেঞ্চুরি (৫০) | ৮ |
সেঞ্চুরি (১০০) | ১ |
নিগার সুলতানা জ্যোতি-এর ফিল্ডিং পরিসংখ্যান
ফরম্যাট | ওডিআই | টি-টোয়েন্টি |
ক্যাচ | ২৬ | ২০ |
রান আউট | ১ | ৫ |
স্ট্যাম্পিং | ১৬ | ৪০ |
নিগার সুলতানা জ্যোতি-এর রেকর্ড বা অর্জন
বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের সফল অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বেই প্রথমবারের মতো বিশ্ব মঞ্চে লাল সবুজের জার্সি গায়ে প্রথমবারের মতো ওডিআই বিশ্বকাপ খেলেছিলো বাংলাদেশ মহিলা দল। তিনি ব্যাট হাতে নিজের সেরাটা দিয়ে নামের পাশে তুলেছেন অসংখ্য রেকর্ড। চলুন তাহলে এই অধ্যায়ে আমরা নিগার সুলতানা জ্যোতির অর্জন সম্পর্কে জেনে আসি..
বৈবাহিক অবস্থা
নিগার সুলতানা জ্যোতিকে বিয়ে নিয়ে করা প্রশ্নের উত্তরে তিনি বলেন; আমার আগে এখনো সিনিয়ররা রয়েছেন। হাসতে হাসতে বলেছিলেন আমি সিরিয়াল ভাঙতে চাইনা! পাত্র সম্পর্কে জানতে চাইলে বলেছিলেন; কোনো ক্রিকেটারকে বিয়ে করবেন না তিনি! ক্রিকেটাররা প্রচুর ব্যস্ত থাকে। ব্যস্ত থাকলে বিয়ে করে লাভ কী! চাকুরি বা ব্যবসায়ী পছন্দ এমনটাও বলেননি! নিগার সুলতানা জ্যোতির জন্য পাত্র হগে হবে সৎ, নীর্ভিক এবং সাধারণ মানুষ। বাবা-মা এবং মুরুব্বিদেরকে সম্মান করবে এমন মানুষ পেলে হয়তো বিয়ের পিঁড়িতে বসতে পারেন নিগার সুলতানা।
আইসিসি কত নাম্বার রেংকিং এ নিগার সুলতানা জ্যোতি
বর্তমানে ক্যারিয়ারের সেরা ফর্ম এবং সেরা রেংকিং এ রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি। নিজের ব্যাটিং এ রান রেটে এগিয়ে যাওয়ার পাশাপাশি আইসিসি কর্তৃক সেরা খেলোয়াড় তালিকার জন্য পয়েন্টেও খানিকটা এগিয়ে গিয়েছে নিগার সুলতানা জ্যোতি । মহিলা টি-টোয়েন্টি ক্রিকেট রেংকিং এ ৩ ধাপ এগিয়ে ১৩ তম স্থানে উঠে এসেছে নিগার সুলতানা জ্যোতি। যা তার ক্যারিয়ারের সেরা রেংকিং। নিগার সুলতানা জ্যোতির জন্য আরো শুভকামনা রইলো।
বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তার নেতৃত্ব প্রথমবার মহিলা ওডিআই ক্রিকেট বিশ্বকাপ খেলেছিল বাংলাদেশ মহিলা ক্রিকেট দল।
নিগার সুলতানা জ্যোতির পরিচয়, তার খেলার ধরণ, আর্ন্তজাতিক ক্রিকেটে অভিষেক এবং তার পুরো পরিসংখ্যান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই আলোচনার বাহিরে আরো কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে তা জানাতে পারেন। আমরা সবসময় সঠিক তথ্য দিয়ে আর্টিকেল লেখার চেষ্টা করি। তবুও ভূল ভ্রান্তি থাকতে পারে। কোন সমস্যা থাকলে আমাদের কে তা জানাতে পারেন।
আমাদের সাথে থাকুন।
স্বাধীন স্পোর্টস (Sadhin Sports)