ব্রাজিলের অন্যতম সেরা খেলোয়াড় নেইমার জুনিয়র যার ব্রাজিল দলের একজন সুপারস্টার। ৫ ফেব্রুয়ারী ১৯৯২ সালে ব্রাজিলের মোগি দাশ ক্রুজেস শহরে তিনি জন্মগ্রহণ করেন। নেইমারের পুরো নাম- নেইমার দ্যা সিলভা সান্তোস জুনিয়র। নেইমার জুনিয়র ২০০৯ সালে সান্তোস ক্লাবের হয়ে তার প্রথম ফুটবল ক্যারিয়ার শুরু করেন। নেইমার কয়টি বিশ্বকাপ খেলেছে তা হয়তো অনেকেরই অজানা। ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার কয়টি বিশ্বকাপ খেলেছে চলুন তা জেনে আসি..
নেইমার জুনিয়র তার ক্যারিয়ারে মোট তিনটি ফিফা বিশ্বকাপ খেলেছেন।
ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র তার দলের একজন আইকনিক প্লেয়ার। বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই দলকে তার সেরা খেলাটা উপহার দিয়েছে। দলের জন্য দারুণ খেলা উপহার দিয়ে এই ব্রাজিলিয়ান তারকা।
নেইমার জুনিয়র ব্যক্তিগত তথ্য
নাম | নেইমার |
পুরো নাম | নেইমার দ্যা সিলভা সান্তোস জুনিয়র |
জন্ম তারিখ | ৫ ফেব্রুয়ারী ১৯৯২ সাল |
জন্মস্থান | মোগি দাস ক্রুজেস, ব্রাজিল |
উচ্চতা | ৫ ফুট ৯ ইঞ্চি |
খেলার অবস্থান | ফরওয়ার্ড |
জাতীয়তা | ব্রাজিল |
বর্তমান ক্লাব | আল হিলাল |
নেইমার জুনিয়র-এর আন্তর্জাতিক গোল পরিসংখ্যান
২০১০ সালে সান্তোস ক্লাবের এর হয়ে ১৪ টা গোল করার পর নেইমার ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দলের হয়ে খেলার সুযোগ পান।
অনূর্ধ্ব-১৭ তে নেইমারের পারফরমেন্স দেখে সাবেক ব্রাজিলিয়ান খেলোয়াড় পেলে এবং রোমারিও নেইমারকে দলে নেওয়ার জন্য সুপারিশ করেন। পরবর্তীতে ২৬ শে জুলাই ২০১০ সালে সর্বপ্রথম ব্রাজিলের মুল দলে খেলার সুযোগ পান নেইমার জুনিয়র। চলুন নেইমারের আন্তর্জাতিক গোল পরিসংখ্যান জেনে আসি..
ন্যাশনাল দল | অভিষেক | সর্বমোট ম্যাচ | সর্বমোট গোল |
ব্রাজিল | ১০ আগস্ট, ২০১০ সাল | ১২৮ | ৭৯ |
ব্রাজিল U20 | ১৮ জুন, ২০১১ সাল | ০৭ | ০৯ |
ব্রাজিল U17 | ২৪ শে অক্টোবর, ২০০৯ | ০৩ | ০১ |
ব্রাজিল অলিম্পিক দল | ২৬ শে জুলাই, ২০১২ | ১২ | ০৭ |
সর্বমোট | ১৪০ | ৯৬ |
নেইমার জুনিয়র-এর ক্লাব গোল পরিসংখ্যান
খুব ছোট থাকতেই নেইমার ফুটবল খেলা শুরু করেন। নিজে নিজে সারাদিন ফুটবল প্রাকটিস করার জন্য অল্প সময়ের মধ্যে নেইমার দারুনভাবে ফুটবল খেলা আয়ত্ব করে ফেলেন। ছোট বেলায় এলাকার মাঠে খেলার সময়ে সান্তেস ক্লাবের নজরে পড়ে যান নেইমার জুনিয়র। ২০০৩ সালে সান্তোস ক্লাব নেইমার কে চুক্তিভিত্তিক ক্লাবে নিয়ে নেন।
আরো পড়ুন: মেসি vs নেইমার
ক্লাবে খেলার সময়ে তিনি বেশ বড়বড় নামিদামি খেলোয়াড়দের সাথে ওঠাবসার সুযোগ পেয়ে যান নেইমার। তাদের থেকে আরো বিভিন্ন সব কৌশল শিখে ফেলেন নেইমার। পরবর্তীতে মাত্র ১৫ বছর বয়সে নেইমার পাড়ি জমান রিয়াল মাদ্রিদে। যেখানে সেই সময় রোনাল্দো এবং জিনেদিন জিদান এবং রবিনহোর মতো বড় বড় খেলায়োড়রা খেলতো। চলুন ক্লাব ভিত্তিক নেইমারের গোল পরিসংখ্যান জেনে আসি..
ক্লাব | সর্বমোট ম্যাচ | সর্বমোট গোল | এসিস্ট |
সান্তোস | ২২৫ | ১৩৬ | ৬৪ |
বার্সোলোনা | ১৮৬ | ১০৫ | ৭৬ |
প্যারিস | ১৭৩ | ১১৮ | ৭৭ |
আল হিলাল | ০৫ | ০১ | ০৩ |
সর্বমোট | ৫৮৯ | ৩৬০ | ২২০ |
নেইমার জুনিয়র- এর ইনজুরি
নেইমার জুনিয়র ব্রাজিলয়ান ফুটবল দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়।
গুরুত্বপূর্ণ খেলোয়াড় হলেও ম্যাচে তাকে পাওয়া যায় খুব কম সময়। সারা বছরই প্রায় ইনজুরিতে থাকতে হয় নেইমারকে। ইনজুরির কারণে অসংখ্য ম্যাচ মিস হয়েছে এই তরুণ খেলোয়াড়ের। তারপরও তিনি সেরাদের মধ্যে একজন। এই অধ্যায়ে নেইমারের ইনজুরি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।
সাল | আঘাত | দিন | গেইম মিস |
২০২৩-২৪ | পেশিতে সমস্যা এবং ক্রুসিয়েট লিগামেন্ট টিয়ার | ৪০৮ দিন | ২ |
২০২২-২৩ | গোড়ালির চোট এবং গোড়ালি সার্জারি | ১৩৯ দিন | ২ |
২০২১-২২ | ফিটনেস, অ্যাডাক্টর ব্যথা এবং গোড়ালি চোট | ১১১ দিন | ৪ |
২০২০-২১ | বিশ্রাম, গোড়ালির সমস্যা এবং অ্যাডাক্টর ব্যথা | ৯৫ দিন | ৫ |
২০১৯-২০ | পাঁজর থেতলে যাওয়া, হ্যামস্ট্রিং ইনজুরি এবং ফিটনেস | ৭৭ দিন | ৩ |
২০১৮-১৯ | বিশ্রাম, অ্যাডাক্টর ব্যথা, মেটাটারসাল ফ্রাকচারে এবং গোড়ালি ছিঁড়ে যাওয়া | ১৮০ দিন | ৭ |
২০১৭-১৮ | পায়ের নক, উরুর সমস্যা এবং মেটাটারসাল ফ্রাকচার | ১১৫ দিন | ৫ |
২০১৬-১৭ | পেশী সমস্যা এবং অ্যাডাক্টর ব্যথা | ১৪ দিন | ২ |
২০১৫-১৬ | অসুস্থ, উরুর সমস্যা এবং অ্যাডাক্টর জায়গার পেশী ছিঁড়ে যাওয়া | ৩৯ দিন | ৪ |
২০১৪-১৫ | গোড়ালি মচকে যাওয়া এবং কশেরুকার আঘাত | ৩৭ দিন | ২ |
২০১৩-১৪ | পায়ের চোট এবং গোড়ালির চোট | ৫৭ দিন | ২ |
ইনজুরি কাটিয়ে নেইমার কবে মাঠে নামবে
এই ভালো তো এই মন্দ। নেইমার জুনিয়রের বর্তমান অবস্থা এমনই। আশা এবং হতাশার গল্প নিয়েই কাটাচ্ছে নেইমার ভক্তরা। সবকিছুর মুল বিষয়বস্তু একটাই কবে মাঠে নামবে নেইমার! অবশেষে সবার আশার অবসান ঘটিয়েছে নেইমার। ইনজুরি মুক্ত হয়েছেন এই তারকা। ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠেছে এই উইঙার।
১৮ ই অক্টোবর ২০২৩ সালে ‘এ সি এল’ এর খেলার সময়ে ইনজুরিতে পড়েন নেইমার। টানা একবছর মাঠের বাহিরে থাকতে হয়েছে অন্যতম এই সেরা খেলোয়াড়কে। তবে দীর্ঘ একবছর পর ইনজুরি কাটিয়ে এ বছরই ২০২৪ সালেই মাঠে দেখা মিলবে নেইমারের। যে অক্টোবরে গিয়েছিলেন মাঠের বাহিরে সেই অক্টোবরেই আবার ফিরবে মাঠে।
নেইমার জুনিয়র-এর রেকর্ড
ফুটবল বিশ্বের বিরাট জনপ্রিয়তা অর্জন করা একজন খেলোয়াড় হলেন নেইমার জুনিয়র। খুব অল্প সময়ের মধ্যে বিরাট একট ফ্যানবেজ তৈরি করে ফেলেছেন এই খেলোয়াড়। নিজ দেশ ব্রাজিল এবং ব্রাজিল বাদেও পুরে বিশ্বে অসংখ্য ভক্ত রয়েছে নেইমার জুনিয়রের। এত ভক্ত হওয়ার কারণ একটাই চমৎকার ফুটবল খেলা। দুই পায়ের ফুটবল জাদুর জন্য আজকে নেইমার এত জনপ্রিয়। এই ফুটবল খেলে মানুষের হৃদয় অর্জনের পাশাপাশি অর্জন করেছেন ফুটবল ফেডারেশন কর্তৃক অসংখ্য রেকর্ড। চলুন নেইমার জুনিয়রের সে সব রেকর্ড বা অর্জন সম্পর্কে জেনে আসি..
আল হিলাল ক্লাবে খেলে নেইমার। বর্তমানে আল হিলাল ক্লাবের সাথে চুক্তিতে আছে তিনি। ক্লাবে তার জার্সি নাম্বার ১০।
ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার কয়টি বিশ্বকাপ খেলেছে এবং অন্যান্য বিষয় নিয়ে বিষদ আলোচনা করা হলো। আপনাদের আরো কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যেমে আমাদেরকে তা জানাতে পারেন।
আমাদের সাথে থাকুন।
স্বাধীন স্পোর্টস (Sadhin Sports)