ফুটবলের জাদুময়ী শহর ব্রাজিল ফুটবল দলের একজন অন্যতম সেরা উইঙ্গার রাফিনহা। বর্তমান সময়ে বিশ্বের সেরা উইঙ্গার খেলোয়াড়দের তালিকা করলে রাফিনহা সবার মধ্যে বেশ অন্যতম।
১৪ ই ডিসেম্বর, ১৯৯৬ সালে ব্রাজিলের পোর্তো আলেগ্রে শহরে জন্মগ্রহণ করা রাফিনহা বর্তমানে একজন ব্রাজিলিয়ান পেশাদার ফুটবলার। অনেকে রাফিনহাকে বিশ্বের সেরা উইঙ্গার হিসেবেও বিবেচিত করে থাকেন। আজকের আর্টিকেলে ব্রাজিলিয়ান ফুটবলার রাফিনহা এর জীবনের অজানা সব তথ্য এবং ফুটবল ক্যারিয়ার পরিসংখ্যান নিয়ে বিস্তারিত আলোচনা করবো। ধৈর্য্য সহকারে পুরো আর্টিকেলটি পড়ুন।
ব্রাজিলিয়ান ফুটবলার রাফিনহা এর জীবনের অজানা সেই ভিক্ষা করার গল্প
ব্রাজিলের পোর্তো আলেগ্রে শহরে জন্মগ্রহণ করা ছোট্ট একটি বাচ্চা ছেলে রাফিনহা। ব্রাজিলিয়ান শহরে জন্মগ্রহণ করলেও শহর থেকে অনেক দূরে ফাভেলা রেস্টিঙ্গাতে বড় হয়েছে রাফিনহা। তার বাবা একজন ইতালিয়ান বংশদ্ভূত এবং সঙ্গীত শিল্পী ছিলেন। রাফিনহার বাবার খুব বেশি একটা ইনকাম ছিলো না। স্ত্রী, সন্তান, এবং পৌষ্য পশুদের খাবারের ব্যবস্থা করতেই হিমশিম খেতে হতো রাফিনহার বাবার। ছোট বেলা থেকেই ফুটবলের নেশা ছিলো রাফিনহার, কিন্তু পরিবার থেকে রাফিনহার স্বপ্ন পূরণ করার মতো কোনো টাকা পয়শা ছিলো না!
ব্রাজিল জাতীয় ফুটবল দলে খেলার পর থেকে রাফিনহার জীবন বদলে যায়! জীবনের মোড় ঘুরে গেলেও অতীতের বেদনাময় ক্ষত এখনো ভুলতে পারেনি রাফিনহা। নিজের জীবনের অজানা গল্প শেয়ার করেছিলেন রাফিনহা। তিনি বলেন; আমি স্কুলে পড়ার সময়ে একটু একটু করে ফুটবল প্রাকটিস করতাম। ফুটবলের জন্য নিজেকে আরো দক্ষ হিসেবে গড়ার জন্য দূরের একটি ক্লাবে ভর্তি হয়েছিলাম। কিন্তু পরিবার থেকে আমার খরচ বহন করতে পারতো না! স্কুল শেষে প্রাকটিস এ চলে যেতাম। বাসায় ফিরতে অনেক দেরি হতো, কিন্তু দুপুরে খাবার কেনার মতো কোনো পয়শা থাকতো না আমার কাছে! পয়শা না থাকায় বাধ্য হয়ে ভিক্ষা করতাম আমি! ভিক্ষা করে খাবার এবং যাতায়াত খরচ গুছিয়ে ফুটবল প্রাকটিস করতাম।
রাফিনহা আরো বলেন; আমার অনেক বন্ধু হারিয়ে গেছে। টাকার লোভে পড়ে নিজের স্বপ্ন নিঃশেষ করে দিয়েছে। কিন্তু আমি আমার স্বপ্নের লক্ষে এগিয়ে যাওয়া থেকে থেমে যায়নি। ভিক্ষা করে নিজেকে প্রতিষ্ঠিত করেছি।
ব্রাজিলিয়ান তারকা রাফিনহা এর পরিচয়
নাম | রাফিনহা |
পুরো নাম | রাফেল ডায়াস বেলোলি |
জন্ম তারিখ | ১৪ ই ডিসেম্বর, ১৯৯৬ |
জন্মস্থান | পোর্তো আলেগ্রে, ব্রাজিল |
উচ্চতা | ৫ ফুট ৯ ইঞ্চি (১.৭৬ মিটার) |
পেশা | ফুটবল খেলোয়াড় |
পজিশন | উইঙ্গার |
জাতীয়তা | ব্রাজিল এবং ইতালি |
ব্রাজিলিয়ান তারকা রাফিনহা এর ক্যারিয়ার শুরুর গল্প
খুব ছোট থাকতেই ফুটবল ক্যারিয়ার শুরু করেছেন রাফিনহা। ক্লাস টু তে পড়াকালীন ফুটবল খেলায় নিজেকে পারদর্শী করার জন্য নিজ শহর ছেড়ে দূরের একটি শহরে ভর্তি হন রাফিনহা। ২০১৬ সালে পর্তুগীজ দলের হয়ে আন্তর্জাতিক ফুটবল জীবন শুরু করেন রাফিনহা। শুরুর জীবনে বিভিন্ন ক্লাবের সাথে চুক্তিবদ্ধ হলেও পরবর্তীতে নিজের সেরা বাসস্থান হিসেবে বেছে নেন কাতালান ক্লাব বার্সেলোনা।
বার্সাতে খেলা চলাকালীন সময়ে ২০২১ সালের অক্টোবর মাসে ব্রাজিল জাতীয় দলের হয়ে অভিষেক হয় ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহার। এখন অবধি নিজের সেরা খেলা এবং তার প্রতি ব্রাজিল দলের আস্থার জায়গাটা এখনো শক্ত করে ধরে রেখেছেন রাফিনহা।
ব্রাজিলিয়ান তারকা রাফিনহা এর ফুটবল পরিসংখ্যান বিস্তারিত
আন্তর্জাতিক ফুটবল এবং ক্লাবের খেলা মিলিয়ে এখন অবধি সর্বমোট ২৯ টি আন্তর্জাতিক ম্যাচ এবং ৩৪৭ টি ক্লাব ভিত্তিক ম্যাচ সর্বমোট ৩৭৬ টি ম্যাচ খেলেছেন রাফিনহা। এই ৩৭৬ টি ম্যাচ খেলে ১০১ টি গোল দিয়েছেন তিনি। চলুন ক্লাব আন্তর্জাতিক ফুটবল পরিসংখ্যান নিয়ে আলাদাভাবে বিস্তারিত জেনে আসি..
ব্রাজিলিয়ান তারকা রাফিনহা এর আন্তর্জাতিক ফুটবল পরিসংখ্যান বিস্তারিত
নাম | অভিষেক | সর্বমোট ম্যাচ | সর্বমোট গোল |
ব্রাজিল | ৮ অক্টোবর, ২০২১ | ২৯ | ০৯ |
ব্রাজিলিয়ান তারকা রাফিনহা এর ক্লাব ভিত্তিক ফুটবল পরিসংখ্যান বিস্তারিত
ক্লাবের নাম | সর্বমোট ম্যাচ | সর্বমোট গোল | এসিস্ট |
বার্সেলোনা | ১০১ | ৩০ | ৩৪ |
ভিট- গুইমারেস | ৮৫ | ২২ | ১৩ |
লিডস | ৬৭ | ১৭ | ১২ |
স্পোর্টিং সিপি | ৪১ | ০৯ | ০৫ |
স্টেড রেনাইস | ৩৬ | ০৮ | ০৭ |
গুইমারেস বি | ১৬ | ০৫ | ০১ |
লিডস U21 | ০১ | ০১ | – |
ব্রাজিলিয়ান তারকা রাফিনহা এর লীগ ভিত্তিক ফুটবল পরিসংখ্যান বিস্তারিত
লীগের নাম | সর্বমোট ম্যাচ | সর্বমোট গোল | এসিস্ট |
লিগা পর্তুগাল | ৯৩ | ২৫ | ১৫ |
লা লিগা | ৭৫ | ১৯ | ২৪ |
প্রিমিয়ার লীগ | ৬৫ | ১৭ | ১২ |
লীগ ১ | ২৮ | ০৬ | ০৫ |
ইউরোপা লীগ | ১৬ | ০২ | ০২ |
লিগা পর্তুগাল ২ | ১৬ | ০৫ | ০১ |
উয়েফা চ্যাম্পিয়ন লীগ | ১৫ | ০৭ | ০৭ |
তেকা দে পর্তুগাল | ১২ | ০১ | ০১ |
আলিয়াঞ্জ কাপ | ০৯ | ০৩ | – |
কোপা দেল রে | ০৬ | ০৩ | ০২ |
সুপারকোপা | ০৩ | – | – |
কুপে ডি ফ্রান্স | ০৩ | ০২ | ০২ |
এফ এ কাপ | ০২ | – | – |
সুপার তাকা | ০২ | ০১ | – |
কুপে দে লা লীগ | ০১ | – | – |
প্রিমিয়ার লীগ ২ | ০১ | ০১ | – |
ব্রাজিলিয়ান তারকা রাফিনহা এর ব্যক্তিগত অর্জন
রাফিনহার আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয়েছে খুব বেশিদিন হয়নি। এজন্য রেকর্ড এর খাতাটা একদম ই ছোট! তবে সময়ের সাথে সাথে নিজের নামের পাশেও অসংখ্য রেকর্ড হবে রাফিনহার। চলুন বিস্তারিত জেনে আসি..
ব্রাজিলিয়ান সুপার স্টার এবং সেরা উইঙ্গার খেলোয়াড় রাফিনহা এর জার্সি নাম্বার ১১।
আরো পড়ুন: সর্বোচ্চ গোলদাতার তালিকা
ব্রাজিলিয়ান ফুটবলার রাফিনহা ভিক্ষা করার গল্প এবং ক্যারিয়ার পরিসংখ্যান নিয়ে বিষদ আলোচনা করা হলো। আশা করি আপনারা সঠিক তথ্য পেয়েছেন। এই আলোচনার বাহিরে আরো কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে আমাদেরক তা জানাতে পারেন।
আমাদের সাথে থাকুন।
স্বাধীন স্পোর্টস (Sadhin Sports)