শরীর ঠিক রাখার জন্য প্রতিদিনের খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা করলে শরীর, মন দুটোই ভালো থাকে। ব্যাডমিন্টন খেলার মতো আরো একটি খেলা নাম ভলিবল। ভলিবল খেলাটা অনেকটা ব্যাডমিন্ট খেলার মতো। জনপ্রিয় খেলাগুলোর মধ্যে ভলিবল সেরা তালিকায় রয়েছে। ভলিউম সম্পর্কে জানার আগে চলুন ভলিউম কোর্টের মাপ জেনে আসি..
ভলিবল খেলার কোর্ট লম্বায় হবে ৬০ ফুট (১৮ মিটার) এবং চওড়ায় হবে ৩০ ফুট (৯ মিটার)। কোর্টটা একদম পরিষ্কার হতে হয়। কোর্টের ঠিক মাঝখানে একটা লাইন দাগ দিয়ে দুই পাশে দুটো পিলার দিতে হয়, সেই পিলারে নেট বাঁধতে হয়। এবং এই নেটের দুই পাশের দুই কোর্টে দু’দল খেলার জন্য নামতে হয়। নারী-পুরুষ উভয়ের জন্যই ভলিবল কোর্টের এই একই মাপ। তবে শিশু বা অপ্রাপ্তবয়স্করা একটু প্রয়োজন মতো মাপ দিয়ে খেলতে পারে।
ভলিবল খেলার নিয়ম
আন্তর্জাতিক ভলিবল খেলার নিয়ম সম্পর্কে আমরা অধিকাংশ লোকজনই জানিনা। কিছু কিছু নিয়ম ঠিক থাকলেও বেশিরভাগ নিয়ম আমাদের ইচ্ছেমতো হয়ে গেছে। তবুও যতটুকু পারি আজকের এই আর্টিকেলে ভলিবল খেলার নিয়মগুলো তুলে ধরবো..
ভলিবল খেলার উৎপত্তি কোন দেশে
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের বাসিন্দা উইলিয়াম জি মর্গান ১৮৯৫ সালে ভলিবল খেলা আবিষ্কার করেন। তিনি মুলত ব্যবসায়ীদের জন্য এই খেলাটা আবিষ্কার করেছিলেন। বাস্কেটবলের মতো দেখতে ভিন্ন মাত্রার এই ভলিবল খেলাটা পরবর্তীতে অন্য সব খেলার মতো বিশ্ব দরবারে বেশ জনপ্রিয়তা পেয়েছে। যেহেতু ব্যাডমিন্ট খেলা থেকে ভলিবল খেলাটা আবিষ্কার করেছিলেন এজন্য উইলিয়াম জি মর্গান এই খেলার নাম দিয়েছিলেন ‘মিনটোনেট’। এই কিন্তু পরবর্তীতে মিনটোনেট নামটা পরিবর্তন হয়ে ভলিবল নামকরণ হয়।
শুরুতে ভলিবল খেলার জন্য ধরাবাধা কোনো নিয়ম ছিলো না। এমনকি একজন খেলোয়াড় একাধিকবার মার দিয়ে প্রতিপক্ষ দলের কোর্টে বল পাঠাতে পারতো! কিন্তু সে নিয়মও পরিবর্তন হয়ে গেছে। ১৯০০ দশকের সময় আমেরিকান স্পোর্টস পাবলিশিং কোম্পানি এই ভলিবল খেলা শেখার জন্য একটা বই বের করেন।
ভলিবল খেলার নেটের উচ্চতা
ভলিবল কোর্টের মাপ তো আগেই আলোচনা করেছি। ভলিবল কোর্ট থেকে নেটের উচ্চতা পুরুষদের জন্য ৮ ফুট (২.৪ মিটার) এবং মহিলাদের জন্য ৭.৪ ফুট (২.২ মিটার) হতে হবে। ভলিবল খেলার জন্য প্রয়োজনীয় সব জিনিসগুলোর মধ্যে নেট খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
নেট ভালো না হলে বল লেগে ছিঁড়ে যেতে পারে। এজন্য ভলিবল খেলার জন্য খুব শক্ত নেট প্রয়োজন। কোর্টের দু’পাশে দুটো পিলারে শক্ত করে নেট বাঁধতে হয়।
আরো পড়ুন:টেনিস খেলার সময় কত মিনিট
ভলিবল খেলার পয়েন্ট হিসাব
দুই দলের মোট ১২ জন্য খেলোয়াড় মিলে ভলিবল খেলা হয়। একেক দলে ৬ জন করে খেলোয়াড় থাকে। খেলা শুরু করার সময় প্রথম সারিতে তিনজন, দ্বিতীয় সারিতে তিনজন, এবং সার্ভিসের জন্য একজন খেলোয়াড় থাকে। যে দল সার্ভিস করে, সেই দল যদি নিজেদের কোর্টে বল পড়তে না দিয়ে প্রতিপক্ষ দলের কোর্টে বল ফেলে দিতে পারলে ১ পয়েন্ট হয়ে যাবে। আর যদি নিজেদের কোর্টে পড়ে যায় তাহলে প্রতিপক্ষ দল কোনো পয়েন্ট পাবেনা তবে সার্ভিস পেয়ে যাবে।
সার্ভিস করলে সেই সাভিস যদি কোর্টে দেওয়া সিমানা দাগগুলো থেকে বাহিরে চলে যায় তাহলে কোনো পয়েন্ট হবে না! তবে দাগ টাচ করলে ১ পয়েন্ট অর্জন করবে। এবং কোনো দল ফাউল করলে যে দলটা ফাউল করেনি তারা ১ পয়েন্ট পেয়ে যাবে। একজন খেলোয়াড় পর পর দু’বার বল টাচ করলে বিপক্ষ দল ১ পয়েন্ট পেয়ে যাবে। খেলোয়াড় বল মারতে যেয়ে নেটে স্পর্শ বা বিপক্ষ দলের কোর্টের মধ্যে ঢুকে পড়লে প্রতিপক্ষ দল ১ পয়েন্ট পেয়ে যাবে।
যে দলটা সবচেয়ে আগে ২৫ পয়েন্ট করে ফেলবে তারাই বিজয়ী হয়ে যাবে। তবে যদি দুই দলেরই পয়েন্ট সমান থাকে তাহলে ২ পয়েন্টের ব্যবধান না হওয়া অবধি গেইম হবে না। ভলিবল খেলাটা ৫ রাউন্ড বা ৫ টা সেট এর মাধ্যমে হয়। ৫ রাউন্ডের ৩ রাউন্ড যে দল জিতবে তারাই চুড়ান্ত বিজয়ী হবে। প্রতি সেট শেষে আম্পায়ার ও বদল হয়ে যাবে।
ভলিবল কোন দেশের জাতীয় খেলা
শ্রীলঙ্কার জাতীয় খেলা ভলিবল। কুমার সাঙ্গাকারা, মহেলা জয়বর্ধন এবং অর্জুন রানাতুঙ্গার মতো ক্রিকেট খেলোয়াড় দেশ হিসেবে শ্রীলঙ্কার জাতীয় খেলার কথা আসলে অনেকের মাথায় সবচেয়ে আগে ক্রিকেট নামটা আসবে। কিন্তু শ্রীলঙ্কার জাতীয় খেলা ক্রিকেট নয়, শ্রীলঙ্কার জাতীয় খেলা ভলিবল।
আন্তর্জাতিক সেরা ২০জন ভলিবল খেলোয়াড়
খেলার মান যাচাই-বাছাই করে ফেডারেশন কর্তৃক সেরা খেলোয়াড়ের তালিকা করা হয়। সেই সেরা তালিকা থেকে ২০ জন খেলোয়াড়ের নাম এবং দেশের নাম চলুন আমরা জেনে আসি..
ক্রমিক নাম্বার | নাম | দেশ |
০১ | ফোলুকে আকিনরাদেউ | অস্ট্রেলিয়া |
০২ | ক্যারোলিনা আলবুকার্ক | ব্রাজিল |
০৩ | টোডর আলেকসিভ | বুলগেরিয়া |
০৪ | আনা ইদা আলভারেস | ব্রাজিল |
০৫ | থিয়াগো সোয়ারেস আলভেস | ব্রাজিল |
০৬ | দান্তে আমারাল | ব্রাজিল |
০৭ | আন্দ্রেয়া আনাতাস্তাসি | ইতালি |
০৮ | ম্যাট আন্ডারসন | আমেরিকা |
০৯ | স্টেফান অ্যান্টিগা | ফ্রান্স |
১০ | হালিনা আসকিলোভিচ | পোল্যান্ড |
১১ | আলেকসান্ডার আতানাসিজেভিস | সার্বিয়া |
১২ | ডেসিও ডি আজেভেদো | ব্রাজিল |
১৩ | উইলাভান আপিন্যাপং | থাইল্যান্ড |
১৪ | ওডিনা বায়রামোভা | আজারবাইজান |
১৫ | বল্লু | ইন্ডিয়া |
১৬ | লয় বল | আমেরিকা |
১৭ | পেটিয়া বারাকোভা | বুলগেরিয়া |
১৮ | মিশেল বারানোভিজ | ইতালি-পোল্যান্ড |
১৯ | মিশেল বার্টস | হ্যাকলি |
২০ | আন্রেয়া বারি | ইতালি |
ভলিবল নিয়ন্ত্রক সংস্থা
১৮৯৫ সালে ভলিবল খেলার সূচনা হয়। প্রথম দিকে নিজেদের ইচ্ছেমতো ভলিবল খেলা হতো। ছিলো না কোনো নিয়ম, ছিলো না কোনো নিয়ন্ত্রক সংস্থা। কিন্তু পরবর্তীতে আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পাওয়ার পর এফআইভিবি ভলিবল খেলার আন্তর্জাতিক নিয়ন্ত্রক হিসেবে পরিচিতি লাভ করে। এফআইভিবি সদর দফতর সুইজারল্যান্ডের লৌজানে অবস্থিত। চিনের উই জিঝং বর্তমানে এফআইভিবি এর সভাপতি।
ভলিবল খেলার সময় ৯০ মিনিট।
ভলিবল খেলার বলটা চামড়ার হতে হবে। এবং ভলিবল খেলার বলের ওজন ২৬০ থেকে ২৮০ গ্রাম এবং পরিধি ৬৫ থেকে ৬৭ সেন্টিমিটার।
এতক্ষণ ভলিবল কোর্টের মাপ এবং ভলিবল খেলা নিয়ে বিষদ আলোচনা করা হলো। আপনাদের আরো কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে তা জানাতে পারেন।
আমাদের সাথে থাকুন।
স্বাধীন স্পোর্টস (Sadhin Sports)