বিশ্বের সবচেয়ে সুন্দরী ভলিবল খেলোয়াড়ের নাম ‘জেহরা গুনেস’। ভলিবল খেলার স্টাইল এবং নিজের সৌন্দর্য দিয়ে হাজারো পুরুষের হৃদয়ে ঝড় তোলেন। ইউটিউবের রিলস খুললেই লাল হলুদ জার্সি গায়ে জড়ানো জেহরা গুনেস নামের এই সুন্দরীর দারুণ দারুণ ভলিবল খেলা দেখা যায়। খেলাটা বোধহয় তিনি নিজেও দারুণ ইনজয় করেন। তার চেহারায় কোনো ক্লান্তির ছাপ থাকে না, থাকে শুধু হৃদয়কাড়া হাসি। সোশাল মিডিয়া ভাইরাল জেহরা গুনেস কে আমরা শুধুমাত্র চেহারা দিয়ে চিনি, তার নামও হয়তো অনেকের জানেনা! আজকের আর্টিকেলে ভলিবল খেলোয়াড় জেহরা গুনেস সম্পর্কে আলোচনা করবো।
জেহরা গুনেস
৭ জুলাই ১৯৯৯ সালে তুরস্কের ইস্তাম্বুল শহর থেকে একটু দূরে কার্টাল এলাকায় জেহরা গুনেস জন্মগ্রহণ করেন। ৬ ফুট ৬ ইঞ্চি (১.৯৮ মিটার) উচ্চতার এই ভলিবল খেলোয়াড়ের ওজন ৮৮ (১৯৪ পা) কেজি। জেহরা গুনেস মধ্যম ব্লকার পজিশনে খেলে থাকেন। ছোটবেলা থেকেই জেহরা গুনেস ভলিবল নিয়ে দৌড়াদৌড়ি করতো। একসময়ে দারুণ ভলিবল খেলা আয়ত্ত করে ফেলে। ১২ বছর বয়সেই জেহরা গুনেস তুরষ্কের ভলিবল ক্লাব VakifBank এর সাথে চুক্তিবদ্ধ হয়ে বড় পরিসরে নিজেকে মেলে ধরার সুযোগ পেয়ে যান।
সে বছরই তিনি ইস্তাম্বুলের ভলিবল যুব লীগ শিরোপা জয়ী হোন। তার খেলার নৈপূন্য দেখিয়ে ২০১৫ সালে তুরস্কের জাতীয় ভলিবল দলে জেহরা গুনেস চান্স পেয়ে যায়। বর্তমানে তিনি ইস্তাম্বুলের ভাকিফব্যাঙ্ক ক্লাব এবং তুরষ্ক জাতীয় ভলিবল মুল দলের অন্যতম একজন খেলোয়াড়। বর্তমানে জেহরা গুনেস বিশ্বের সেরা একজন ভলিবল খেলোয়াড়।
ব্যক্তিগত তথ্য
তুরষ্কের জাতীয় ভলিবল দলের একজন অন্যতম সেরা খেলোয়াড়ের নাম জেহরা গুনেস। ০৭ জুলাই ১৯৯৯ সালে তুরষ্কের ইস্তাম্বুলে তিনি জন্মগ্রহণ করেন। এখন জেহরা গুনেস এর কিছু ব্যক্তিগত তথ্য সম্পর্কে আমরা জানবো। চলুন তাহলে জেনে আসি..
নাম | জেহরা গুনেস |
বাবা | গুনার গুন্ডারসন |
মা | অ্যাগনেস গুন্ড |
জন্ম তারিখ | ০৭ জুলাই ১৯৯৯ ইং |
বয়স | ২৫ বছর |
জন্মস্থান | কার্তাল, ইস্তাম্বুল, তুর্কিস্থান |
বাসস্থান | কার্তাল, তুর্কিস্থান |
দেশ | তুরস্ক |
পেশা | ভলিবল খেলোয়াড় |
শিক্ষা | স্নাতক |
জাতীয়তা | তুর্কি |
ধর্ম | ইসলাম |
বৈবাহিক অবস্থা | সিঙ্গেল |
রাশিফল | ক্যান্সার |
ওজন | ৫৫ কেজি |
উচ্চতা | ৫ ফুট ৭ ইঞ্চি |
শ্রেনী | ক্রীড়াবীদ |
জেহরা গুনেস পরিসংখ্যান নিয়ে আলোচনা
বিশ্বের সবচেয়ে সুন্দরী খেলোয়াড়দের তালিকা করা হলে জেহরা গুনেস তার মধ্যে সেরা। এত সুন্দর মহিলা খেলোয়াড় আগে হয়তো কেউ দেখেনি। জেহরা গুনেস এর ভলিবল খেলা হলে গ্যালারীতে দর্শকদের জায়গা দেওয়া কষ্টের হয় যায়। পুরো বিশ্ব দরবারে খুবই জনপ্রিয়তা পেয়েছে জেহরা গুনেস। এই অধ্যায়ে আমরা জেহরা গুনেস এর পরিসংখ্যান জানবো। প্রথম ক্লাব পরিসংখ্যান এবং পরে আন্তর্জাতিক পরিসংখ্যান জানবো। চলুন তাহলে জেহরা গুনেস এর পরিসংখ্যান জেনে আসি..
জেহরা গুনেস-এর ক্লাব পরিসংখ্যান নিয়ে আলোচনা
২০১৬-১৭ সালের কথা জেহরা গুনেস তখন VakifBank এর হয়ে খেলতো। কিন্তু ভাকিভব্যাংক জেহরা দিয়ে একটা নতুন অভিজ্ঞতা অর্জনের জন্য তাকে অন্য একটি ক্লাবে ভাড়াটে হিসেবে পাঠিয়ে দেন। নতুন ক্লাবে যেয়ে জেহরা গুনেস তুর্কি মহিলা ভলিবল লীগ খেলেন এবং দারুণ সফল হোন। জেহরা গুনেস ব্যতিক্রম কিছু করে ইতিহাস রচনা করে ফেলেন। ভাড়াতে খেলোয়াড় হিসেবে তিনি সেই লীগের শিরোপা বিজয়ী হয়ে যান। ক্লাব জীবনে এটাই ছিলো জেহরা গুনেস এর প্রথম পরিসংখ্যান এবং প্রথম সাফল্য। আর এই একটা বিজয় জেহরা গুনেসকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করেছে।
পরবর্তীতে ২০১৭-১৮ সালে নিজস্ব ক্লাব VakifBank এর হয়ে মহিলা চ্যাম্পিয়ন লীগে অংশগ্রহণ করেন জেহরা গুনেস। দলের প্রত্যেকটা খেলোয়াড় কনট্রিবিউট এবং নিজের বিভিন্ন কলাকৌশলের জন্য প্রতিপক্ষ ঘায়েল হয়ে যান। এবং সে সময় জেহরার ক্লাব চ্যাম্পিয়ন লীগের শিরোপা বিজয়ী হোন। এই বিজয়টা জেহরা গুনেস এর ভলিবল ক্যারিয়ারকে খুব শক্ত করে দিয়েছে। এরপর থেকে জেহরা গুনেসকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।
জেহরা গুনেস-এর আন্তর্জাতিক পরিসংখ্যান নিয়ে আলোচনা
ক্লাবের বাইরে তুরস্কের জাতীয় ভলিবল দলের একজন চৌকস এবং গুরুত্বপূর্ণ খেলোয়াড় জেহরা গুনেস। খেলার সৌন্দর্য এবং নিত্য নতুন স্টাইলের জন্য দলের উপর নিজের বেশ প্রভাব বিস্তার করে ফেলেছেন! ২০১৫ সালে জর্জিয়ায় অনুষ্ঠিত ইউরোপীয় গ্রীষ্মকালীন যুব অলিম্পিক আন্তর্জাতিক খেলায় জেহরা গুনেস এর উপর দলের অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়। দেশ এবং সবার আস্থার মুল্য দিয়ে যুব অলিম্পিক খেলার বিজয়ী হয় তুরস্ক। এই জয় জেহরা গুনেসকে বিশ্ব মঞ্চে সবচেয়ে বেশি পরিচিত করিয়ে দেয়।
পরবর্তীতে মহিলা ভলিবল অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশীপে অংশ নিয়ে সফলতার এক মাইলফলক স্পর্শ করেন জেহরা গুনেস। দারুণ পারফরম্যান্সের জন্য জেহরা গুনেস কে মিডল ব্লকার বিখ্যাত খেতাব দেওয়া হয়। এই কৃতিত্ব তার জীবনের সেরা একটা অর্জন।
পরের বছর ২০১৬ সালে জেহরা গুনেস আরো শক্তিশালী এবং গতিশীল হয়ে উঠেন। নমনীয়তা এবং গতিশীলতার জন্য তিনি প্রতিপক্ষের জন্য আরো ভয়ংকর রূপ ধারন করেন। ২০১৭ সালে মেক্সিকোতে অনুষ্ঠিত মহিলা ভলিবল U20 এর হয়ে জেহরা গুনেস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এবং দলকে চ্যাম্পিয়ন বানিয়ে তিনি দেশ সেরা খেলোয়াড় হোন। এভাবে একের পর এক নিজের মেলার বিকাশ ঘটাতে থাকেন। ২০২০ সালে টোকিও অলিম্পিকে তুরস্কের হয়ে প্রতিনিধিত্ব করার জন্য জেহরা গুনেস মনোনীত হয়েছিলেন।
জেহরা গুনেস রেকর্ড বা অর্জন
জেহরা গুনেস এক দারুণ প্রতিভাবান খেলোয়াড়। এমন গুণী খেলোয়াড় খুব কমই দেখ যায়। তিনি প্রতিটি খেলোয়াড়দের জন্য নিজের খেলার মাধ্যমে উদাহরণ হয়ে থাকেন। তার নিজস্ব স্টাইলগুলো দেখে অন্যান্য খেলোয়াড়েরা নিজেদের কে ঝালিয়ে নেয়।
আরো পড়ুন: বাস্কেটবল খেলার উপকারিতা
জেহরা গুনেস নিজেকে হিমালয়ের উচ্চতায় নিয়ে গিয়েছেন। নিজের নামকে করেছেন স্বর্ণের মতো উজ্জল। ভিন্নধর্মী এবং ব্যতিক্রমী সব খেলা দিয়ে জয় করেছেন অসংখ্য মানুষের হৃদয়। এবং পাশাপাশি জেহরা গুনেস তার খেলার জন্য জীবনে অসংখ্য রেকর্ড অর্জন করেছেন। সেগুলো হলো-
জেহরা গুনেস এর শখ কি?
খেলাধুলার বাইরে প্রচুর ছবি তুলতে পছন্দ করেন জেহরা গুনেস। নিজের আবেদনময়ী ছবি তোলা জেহরা গুনেসের শখ। স্বামী বা প্রেমিক না থাকলেও নিজেকে তিনি খুব ভালোবাসেন। একটু সময় পেলেই নিজেকে সময় দিতে চলেন যান বিভিন্ন জায়গায়। ঘোরাঘুরি আর ছবি তুলে সময় কাটান এই ভলিবল খেলোয়াড়।
এ্যাটাকিং এবং মিডল ব্লকার পজিশনে খেলেন বিশ্বের সবচেয়ে সুন্দরী ভলিবল খেলোয়াড় জেহরা গুনেস।
ভলিবল খেলার সময় ৯০ মিনিট। তবে নির্ধারিত সময়ে চূড়ান্ত স্কোর না হলে আম্পায়ার সিদ্ধান্ত নিয়ে আরেকটু সময় বাড়াতে পারেন।
সুন্দরী ভলিবল খেলোয়াড় জেহরা গুনেসকে নিয়ে বিষদ আলোচনা করা হলো। আপনাদের আরো কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যেমে আমাদেরকে তা জানাতে পারেন।
আমাদের সাথে থাকুন।
স্বাধীন স্পোর্টস (Sadhin Sports)