পাকিস্তানি বংশোদ্ভূত হয়েও ইংরেজ ক্রিকেটার হয়েছেন মঈন আলী। ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের একজন বিস্ফোরক খেলোয়াড় হিসেবে পরিচিত মঈন আলী। নুরানি চেহারা এবং মুখভর্তি কালো দাঁড়ি দেখলে কোনো এ্যাংগেল থেকেই ক্রিকেটার মনে হয় না! অথচ বিশ্বের সেরা খেলোয়াড়দের তালিকা করা হলে মঈন আলীর নামটাও সেখানে থাকবে।
ইংরেজ ক্রিকেটার হওয়ার কারণে ইংল্যান্ডে প্রচুর জনপ্রিয়তা রয়েছে মঈন আলীর। তবে নিজ দেশের বাহিরে পাকিস্তান, আফগানিস্তান এমনকি বাংলাদেশ সহ সমস্ত দেশেই বিশাল এক ফ্যান-ফলোয়ারস রয়েছে এই ইংরেজ ক্রিকেটারের। পরিসংখ্যান দেখলে এখনো তাজ্জব বনে যেতে হয়! আজকের আর্টিকেলে এই জনপ্রিয় অলরাউন্ডার মঈন আলী-এর পরিসংখ্যান সহ অন্যান্য সকল বিষয়ে আলোচনা করবো। ধৈর্য্য সহকারে পুরো আর্টিকেলটি পড়ুন।
মঈন আলী-এর পরিসংখ্যান ওভারভিউ
১৮ ই জুন ১৯৮৭ সালে ইংল্যান্ডের বার্মিংহাম শহরে জন্মগ্রহণ করেন মঈন আলী। ছোটবেলা থেকেই ছিলো ক্রিকেটের প্রতি নেশা। চাচাতো ভাইয়ের সাথে ক্রিকেট নিয়ে সারাদিন মেতে থাকতো মঈন। ২০১৪ সালে আন্তর্জাতিক ইংল্যান্ড ক্রিকেটের চুক্তিভুক্ত প্লেয়ার হিসেবে পথচলা শুরু করেন মঈন আলী। এবং ২০১৪ সালেই আন্তর্জাতিক ক্রিকেটের সকল ফরম্যাটে অভিষেক হয় মঈন আলীর।
অভিষেকের পর থেকে ক্রিকেট জীবনে ইংল্যান্ড দলকে সবসময় নিজের সেরা খেলাটা উপহার দিয়েছে মঈন আলী। দলীয় অর্জনের পাশাপাশি নিজের পরিসংখ্যানের পাল্লাটাও বেশ ভারি করে তুলেছে এই ইংরেজ ক্রিকেটার। মঈন আলী একজন সফল অলরাউন্ডার। পরিসংখ্যান হিসেব করলে দেখা যায় এখন অবধি তিন ফরম্যাট মিলিয়ে সর্বোমোট ২৯৮ টি ম্যাচ খেলেছেন মঈন আলী এবং ২৯৮টি ম্যাচ খেলে রান করেছেন ৬,৬৭৮। চলুন প্রত্যেকটা ফরম্যাটক আলাদাভাবে মঈন আলীর পরিসংখ্যানটা জেনে আসি।
টি-টোয়েন্টি ক্রিকেটে মঈন আলী পরিসংখ্যান বিস্তারিত
১১ ই মার্চ ২০১৪ সালে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ এর ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয় মঈন আলীর। এবং ৬৬ নাম্বার ক্যাপ দিয়ে তাকে বরন করে নেওয়া হয়।
টি-টোয়েন্টি ক্রিকেটে মঈন আলীর ব্যাটিং পরিসংখ্যান
ম্যাচ | ৯২ |
ইনিংস | ৭৫ |
রান | ১২২৯ |
সর্বোচ্চ | ৭২ |
স্ট্রাইক রেট | ১৪২.৪১ |
হাফ সেঞ্চুরি (৫০) | ০৭ |
সেঞ্চুরি (১০০) | ০ |
টি-টোয়েন্টি ক্রিকেটে মঈন আলীর বোলিং পরিসংখ্যান
ম্যাচ | ৯২ |
ইনিংস | ৭১ |
রান | ১৩৮৪ |
উইকেট | ৫১ |
ইকোনোমি | ৮.৩১ |
সেরা বোলিং | ৩/২৪ |
৫ উইকেট | ০ |
ওডিআই ক্রিকেটে মঈন আলী পরিসংখ্যান বিস্তারিত
২৮ শে ফেব্রুয়ারী ২০১৪ সালে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ এর ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ওডিআই ক্রিকেটে অভিষেক হয় মঈন আলীর। এবং ২৩২ নাম্বার ক্যাপ দিয়ে তাকে বরন করে নেওয়া হয়।
ওডিআই ক্রিকেটে মঈন আলীর ব্যাটিং পরিসংখ্যান
ম্যাচ | ১৩৮ |
ইনিংস | ১১২ |
রান | ২৩৫৫ |
সর্বোচ্চ | ১২৮ |
স্ট্রাইক রেট | ৯৮.২১ |
হাফ সেঞ্চুরি (৫০) | ০৬ |
সেঞ্চুরি (১০০) | ০৩ |
ওডিআই ক্রিকেটে মঈন আলীর বোলিং পরিসংখ্যান
ম্যাচ | ১৩৮ |
ইনিংস | ১২৮ |
রান | ৫,৩১১ |
উইকেট | ১১১ |
ইকোনোমি | ৫.৩২ |
সেরা বোলিং | ৪/৪৬ |
৫ উইকেট | ০ |
টেস্ট ক্রিকেটে মঈন আলী পরিসংখ্যান বিস্তারিত
১২ ই জুন ২০১৪ সালে ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা এর ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে অভিষেক হয় মঈন আলীর। এবং ৬৬২ নাম্বার ক্যাপ দিয়ে তাকে বরন করে নেওয়া হয়।
টেস্ট ক্রিকেটে মঈন আলীর ব্যাটিং পরিসংখ্যান
ম্যাচ | ৬৮ |
ইনিংস | ১১৮ |
রান | ৩০৯৪ |
সর্বোচ্চ | ১৫৫ |
স্ট্রাইক রেট | ৫১.৮ |
হাফ সেঞ্চুরি (৫০) | ১৫ |
সেঞ্চুরি (১০০) | ০৫ |
টেস্ট ক্রিকেটে মঈন আলীর বোলিং পরিসংখ্যান
ম্যাচ | ৬৮ |
ইনিংস | ১১৯ |
রান | ৭,৬১২ |
উইকেট | ২০৪ |
ইকোনোমি | ৩.৬২ |
সেরা বোলিং | ৬/৫৩ |
৫ উইকেট | ০৫ |
মঈন আলীর জীবনী
ইংল্যান্ডের বার্মিংহাম শহরে জন্ম মঈন আলীর। মঈন আলী পাকিস্তান বংশদ্ভূত।
তার দাদা পাকিস্তান থেকে ইংল্যান্ডে পাড়ি জমিয়ে বসবাস শুরু করেন। মঈন আলীর খুব চাকচিক্যময় জীবন ছিলো না! তার বাবা সারাদিন ট্যাক্সি চালিয়ে উপার্জন করে তা দিয়ে সংসার চালাতেন। মঈন আলী সারাদিন তার চাচাতো ভাইয়ের সাথে খেলাধুলা নিয়েই বেশি মেতে থাকতো।মঈন আলী নিজে একজন ক্রিকেট খেলোয়াড় হলেও তিনি ব্যাপক ফুটবল ভক্ত। এবং লিভারপুল এএফসির এক অন্ধ ভক্ত মঈন।
আরো পড়ুন: টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান
মঈন আলী খুব অল্প বয়স থেকেই ক্রিকেটের সাথে যুক্ত হয়েছেন। মাত্র ১৫ বছর বয়সেই মঈন স্থানীয় একটি ক্লাবের হয়ে ক্রিকেট জীবন শুরু করেন। এবং নিজের ১৬ তম জন্মদিনে জীবনের প্রথম সেঞ্চুরি মারেন এই ইংরেজ অলরাউন্ডার। পরবর্তীতে আন্ডার-১৯ এবং প্রথম শ্রেনীর ক্রিকেটে নিজের সেরা সাফল্য দিয়ে ইংল্যান্ড জাতীয় ক্রিকেটের দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচ শুরু করেন মঈন আলী।
মঈন আলীর অবসর
ইংরেজ ক্রিকেটার মঈন আলী খুব দুঃখ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে ছিলেন। কিছুদিন থেকে অফ ফর্মে থাকার কারনে দল থেকে বাদ দেওয়া হয়েছিল মঈনকে। এজন্য নিজের মনে কষ্ট নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান এই অলরাউন্ডার। মঈন আলী বলেন; আমি চাইলে টিকে থাকতে পারতাম! কিন্তু আমি আর থাকতে চাচ্ছি না। আমার বয়স ৩৭ বছর, আমি চাই নতুনরা সুযোগ পাক।
ইংল্যান্ড জাতীয় দলের অলরাউন্ডার খেলোয়াড় মঈন আলী বাংলাদেশের সিলেট শহরে বিয়ে করেছেন। মঈন আলীর স্ত্রীর নাম ফিরোজা হোসেন। খুব সুন্দরী ও বংশীয় ঘরের মেয়ে ফিরোজা। মঈন আলী ও ফিরোজা হোসেনের ঘরে একজন পুত্র সন্তান এবং একজন কন্যা সন্তান রয়েছে।
বাংলাদেশে বিয়ে করেছেন মঈন আলী। বাংলাদেশের লন্ডন খ্যাত জেলা সিলেটে বিয়ে করেছেন এই ক্রিকেটার।
মঈন আলী পরিসংখ্যান, ব্যক্তিগত জীবন এবং অবসর নিয়ে অজানা তথ্য নিয়ে বিষদ আলোচনা করা হলো। এই আলোচনার বাহিরে আরো কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে আমাদের কে তা জানাতে পারেন।
আমাদের সাথে থাকুন।
স্বাধীন স্পোর্টস (Sadhin Sports)