অন্যতম সেরা ব্যাটসম্যান এবং সর্বকালের সেরা ওপেনিং ব্যাটসম্যানদের একজন হিসেবে বিবেচিত রোহিত শর্মা ৩০ শে এপ্রিল, ১৯৮৭ সালে ভারতের নাগপুর, মহারাষ্ট্র প্রদেশে জন্মগ্রহণ করেন। ২৩শে জুন, ২০০৭ সালে ওডিআই ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেন। অভিষেক ম্যাচে প্রতিপক্ষ ছিলো আয়ারল্যান্ড। ২০০৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত রোহিত শর্মা নিজেকে নিয়ে গিয়েছেন এমন এক উচ্চতায় যেখানে যাওয়া প্রায় অসম্ভব! ২২গজে নামলেই গড়েছেন নতুন-নতুন সব কীর্তি। রেকর্ডের বা অর্জনের ও তো কোনো শেষ নেই।
চলুন রোহিত শর্মার রেকর্ড বা অর্জন সম্পর্কে আমরা জেনে আসি..
রোহিত শর্মার জীবনী
সময়কাল ১৯৮৭ সাল। এপ্রিলের ৩০ তারিখ ভারতের নাগপুর, মহারাষ্ট্র প্রদেশে জন্মগ্রহণ করেন রোহিত শর্মা। পুরো নাম- রোহিত গুরুনাথ শর্মা। ডাকনাম রোহিত হলেও তার মারকুটে ব্যাটিং এর জন্য অনেকেই তাকে হিটম্যান বলে ডাকেন। তেলেগু ভাষাভাষী পরিবারের সন্তান রোহিত শর্মা স্বামী বিবেকানন্দ ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করা অবস্থায় ক্রিকেট কোচ দিনেশ ল্যাডের চোখে পড়েন। দিনেশ ল্যাড রোহিত শর্মাকে নিজের মতো প্রাথমিক ট্রেনিং শেষ করে ভারতের অনূর্ধ্ব-১৭ ও পরবর্তীতে অনূর্ধ্ব-১৯ দলে অন্তর্ভুক্ত করে দেন। অনূর্ধ্ব-১৭ এবং ১৯ দলে দারুণ প্রতিভা দেখানোর জন্য কিছুদিন পরেই ভারতের মুল দলে জায়গা করে নেন রোহিত শর্মা।
২৩ শে জুন ২০০৭ সালে ওডিআই ক্রিকেট ম্যাচ দিয়ে অভিষেক হয় রোহিতের। ৫ ফুট ১০ ইঞ্চির এই রোহিত একজন সফল ওপেনিং ব্যাটসম্যান। ভদ্র, নমনীয়, সময়-জ্ঞান, ছক্কা মারার ক্ষমতা এবং দক্ষ নেতৃত্বের জন্য রোহিত শর্মা বিখ্যাত। রোহিত শর্মার একাধিক ব্যাটিং এর রেকর্ড রয়েছে যার মধ্যে ওডিআই ক্রিকেটে সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরি। এবং ক্রিকেট বিশ্বকাপে সবচেয়ে বেশি সেঞ্চুরি রয়েছে এই ওপেনিং ব্যাটসম্যান অন্যতম।
রোহিত শর্মার মোট সেঞ্চুরি
রোহিত শর্মা। পুরো নাম- রোহিত গুরুনাথ শর্মা। বিশ্বের সেরা ক্রিকেট খেলোয়াড়ের তালিকার শীর্ষে নাম রয়েছে রোহিতের। এখন পর্যন্ত তার রেকর্ডের কোনো কমতি নেই। ২২ গজে নামলেই রানের ঝড় তোলেন এই ব্যাটার। নয়স হয়ে গেছে তবুও নুয়ে পড়েনি! ইয়াং স্টারদের থেকেও এখনো বেশ ভালো খেলেন। চার, ছক্কা বাদে সেঞ্চুরি রয়েছে প্রায় অর্ধাশতাধিক।
টেস্ট ক্রিকেটে ৫৯ ম্যাচে ১২ টা সেঞ্চুরি, ওডিআই ক্রিকেটে ২৬৫ ম্যাচে ৩১ টা সেঞ্চুরি, টি-টোয়েন্টিতে ১৫৯ ম্যাচে ৫ টা সেঞ্চুরি এবং আইপিএল এ ২৫৭ ম্যাচে ২টা সেঞ্চুরি সর্বমোট- ৫০ টা সেঞ্চুরি করেছেন রোহিত শর্মা।
রোহিত শর্মার ডাবল সেঞ্চুরি
অর্ধশতক সেঞ্চুরি করে পুরো ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন রোহিত শর্মা। আন্তর্জাতিক ক্রিকেটে সব ক্রিকেটারের বিপুল পরিমানে সেঞ্চুরি থাকলেও ডাবল সেঞ্চুরির তকমা খুবই কম খেলোয়াড়ের আছে। তবে এ ক্ষেত্রে রোহিত শর্মা সবার থেকে বেশ এগিয়ে।
টি-টোয়েন্টি এবং আইপিএল এ রোহিত শর্মার কোনো ডাবল সেঞ্চুরির রেকর্ড না থাকলেও টেস্ট ক্রিকেটে ৫৯ ম্যাচে ১ টা ডাবল সেঞ্চুরি এবং ওডিআই ক্রিকেটে ২৬৫ ম্যাচে ৩ টা। সর্বমোট- ৪ টা ডাবল সেঞ্চুরি করেছেন রোহিত শর্মা।
রোহিত শর্মার পরিসংখ্যান
বর্তমানে ভারত জাতীয় দলে একমাত্র ভরসার নাম রোহিত শর্মা। ২২ গজে তার ব্যাটিং নৈপুণ্য দেখে পুরো বিশ্ব মুগ্ধ হয়। ঠান্ডা মাথায় কি দারুণ ব্যাটিং। মাঠে নামলেই দলের জন্য একটা স্বস্তি হয়ে ফিরে আসেন রোহিত শর্মা। টেস্ট, ওডিআই, টি-টোয়েন্টি এবং আইপিএল সব জায়গায় ই তিনি এখনো বেশ দাপুটে।
চার ছক্কার ফুলঝুরিতে তাক লাগিয়ে দেন প্রতিপক্ষ দলকে। টেস্ট, ওডিআই এবং টি-টোয়েন্টি সকল ফরম্যাট মিলিয়ে এখন পর্যন্ত ৪৮৩ ম্যাচে ১৯,২৩৫ রান করেছেন রোহিত শর্মা। চলুন বিস্তারিতভাবে রোহিত শর্মার পরিসংখ্যান জেনে আসি..
রোহিত শর্মা-এর টি-টোয়েন্টি পরিসংখ্যান
১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ সালে ভারত বনাম ইংল্যান্ডের ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি অভিষেক হয় রোহিতের। ১৭ নাম্বার ক্যাপ দিয়ে তাকে বরন করে নেয়। বর্তমানে ৪৯৯ পয়েন্ট নিয়ে আইসিসি ৪৭ নাম্বার রেংকিং এ আছেন রোহিত। চলুন বিস্তারিত জেনে আসি..
রোহিত শর্মা-এর টি-টোয়েন্টি ব্যাটিং পরিসংখ্যান
মোট ম্যাচ | ১৫৯ |
মোট রান | ৪২৩১ |
সর্বোচ্চ | ১২১ |
গড় | ৩১.৩৪ |
স্ট্রাইক রেট | ১৪০.৮৯ |
হাফ সেঞ্চুরি (৫০) | ৩২ |
সেঞ্চুরি (১০০) | ৫ |
রোহিত শর্মা-এর টি-টোয়েন্টি বোলিং পরিসংখ্যান
ইনিংস | ৯ |
উইকেট | ১ |
ইকোনমি | ৯.৯৭ |
সেরা বোলিং | ১/২২ |
স্ট্রাইক রেট | ৬৮.০ |
রোহিত শর্মা-এর ওডিআই পরিসংখ্যান
২৩ শে জুন, ২০০৭ সালে সিভিল সার্ভিস ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ভারত বনাম আয়ারল্যান্ড ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ওডিআই ক্রিকেটে অভিষেক হয় রোহিত শর্মার। ১৬৮ নাম্বার ক্যাপ দিয়ে তাকে বরন করা হয়। ৭৬৫ পয়েন্ট নিয়ে আইসিসি ২ নাম্বার রেংকিং এ আছেন রোহিত। চলুন বিস্তারিত জেনে আসি..
রোহিত শর্মা-এর ওডিআই ব্যাটিং পরিসংখ্যান
মোট ম্যাচ | ২৬৫ |
মোট রান | ১০,৮৬৬ |
সর্বোচ্চ | ২৬৪ |
গড় | ৪৯.১৭ |
স্ট্রাইক রেট | ৯২.৪৪ |
হাফ সেঞ্চুরি (৫০) | ৫৭ |
সেঞ্চুরি (১০০) | ৩১ |
রোহিত শর্মা-এর ওডিআই বোলিং পরিসংখ্যান
ইনিংস | ৪০ |
উইকেট | ৯ |
ইকোনমি | ৫.২৪ |
সেরা বোলিং | ২/২৭ |
স্ট্রাইক রেট | ৬৭.৭৮ |
রোহিত শর্মা-এর টেস্ট পরিসংখ্যান
০৬ নভেম্বর, ২০১৩ সালে ইডেন গার্ডেন স্টেডিয়ামে অনুষ্ঠিত ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ এর ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে অভিষেক হয় রোহিত শর্মার। ২৮০ নাম্বার ক্যাপ দিয়ে তাকে বরন করে নেওয়া হয়। ৭৫১ পয়েন্ট নিয়ে আইসিসি ৬ নাম্বার রেংকিং এ আছেন রোহিত। চলুন বিস্তারিত জেনে আসি..
রোহিত শর্মা-এর টেস্ট ব্যাটিং পরিসংখ্যান
মোট ম্যাচ | ৫৯ |
মোট রান | ৪১৩৮ |
সর্বোচ্চ | ২১২ |
গড় | ৪৫.৪৭ |
স্ট্রাইক রেট | ৫৭.০৭ |
হাফ সেঞ্চুরি (৫০) | ১৭ |
সেঞ্চুরি (১০০) | ১২ |
রোহিত শর্মা-এর টেস্ট বোলিং পরিসংখ্যান
ইনিংস | ১৬ |
উইকেট | ২ |
ইকোনমি | ৩.৫১ |
সেরা বোলিং | ১/২৬ |
স্ট্রাইক রেট | ১৯১.৫ |
রোহিত শর্মা-এর আইপিএল পরিসংখ্যান
২০ শে এপ্রিল, ২০০৮ সালে ইডেন গার্ডেনে অনুষ্ঠিত প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডারস এর ম্যাচ দিয়ে আন্তর্জাতিক আইপিএল এ ডেবু হয় রোহিত শর্মার। চলুন বিস্তারিত জেনে আসি..
রোহিত শর্মা-এর আইপিএল ব্যাটিং পরিসংখ্যান
মোট ম্যাচ | ২৫৭ |
মোট রান | ৬৬২৮ |
সর্বোচ্চ | ১০৯ |
গড় | ২৯.৭২ |
স্ট্রাইক রেট | ১৩১.১৪ |
হাফ সেঞ্চুরি (৫০) | ৪৩ |
সেঞ্চুরি (১০০) | ২ |
রোহিত শর্মা-এর আইপিএল বোলিং পরিসংখ্যান
ইনিংস | ৩২ |
উইকেট | ১৫ |
ইকোনমি | ৮.০২ |
সেরা বোলিং | ৪/৬ |
স্ট্রাইক রেট | ২২.৬ |
রোহিত শর্মার স্ত্রী
২০১৫ সালের ১৩ ই ডিসেম্বর রোহিত শর্মা এবং দীর্ঘদিনের বান্ধবী রিদিকা সাজদেহ দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হোন। শোনা যায় ২০০৮ সাল থেকেই তাকে একে অপরের সাথে বেশ ঘনিষ্ঠ। বর্তমানে তারা দুজনে দারুণ এক জুটি। ২০১৮ সালের ৩০শে ডিসেম্বর রোহিত শর্মার একটি কন্যা সন্তান হয়, তার নাম রাখা হয় সামাইরা।
সর্বমোট ১১ টি বিশ্বকাপ খেলেছেন রোহিত শর্মা। টি-টোয়েন্টি ৮ টি এবং ৩ টি ওডিআই বিশ্বকাপ খেলেছেন। তার হাত ধরেই ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলো।
রোহিত শর্মা হিন্দু ধর্মের অনুসারী। রোহিত শর্মার ধর্ম হিন্দু হওয়ায় তিনি গরুর মাংস খান না।
আরো পড়ুন: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৪ সময়সূচি
এতক্ষণ সময়ে রোহিত শর্মার রেকর্ড এবং তার অন্যান্য সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো। আপনাদের আরো কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে তা জানাতে পারেন।
আমাদের সাথে থাকুন।
স্বাধীন স্পোর্টস (Sadhin Sports)