স্পেন জাতীয় দলের একজন ছোট বাচ্চা ভুতুড়ে খেলোয়াড়ে নাম লামিন ইয়ামাল। লামিন ইয়ামাল এর বয়স কত ? এমন প্রশ্ন সবার মনেই ঘুরপাক খায়। এখন জানবো লামিন ইয়ামাল এর বয়স- লামিন ইয়ামাল এর বর্তমান বয়স মাত্র ১৭ বছর।
১৩ ই জুলাই ২০০৭ সালে কাতালোনিয়ার বার্সোলোনা মেট্রোপলিটন এলাকায় তিনি জন্মগ্রহণ করেন। মাত্র ১৭ বছর বয়সি এই বাচ্চা খেলোয়াড় বর্তমানে পুরো বিশ্বের নজর কেঁড়েছে। মাত্র ১৭ বছর বয়সে ইউরোপীয় চ্যাম্পিয়নশীপের মতো বড় আসরে খেলে নিজেকে আলাদাভাবে বিশ্ব দরবারে পরিচিত করেছেন লামিন ইয়ামাল।
লামিন ইয়ামাল-এর পরিচয়
লামিন ইয়ামাল। বয়স মাত্র ১৭ বছর। স্পেন জাতীয় দলের হয়ে মেজর টুর্ণামেন্ট খেলতে নেমে ফুটবল বিশ্বকে দেখিয়েছেন চমক। সবচেয়ে কমবয়সী ফুটবল খেলোয়াড় হিসেবে খেলার মাঠে দেখিয়েছেন জাদু। ইউরো এবং ফিফা বিশ্বকাপের মতো মেজর টুর্ণামেন্টে খেলে বিশ্ব রেকর্ড গড়েছেন লামিন ইয়ামাল। অনেকেই মন্তব্য করেছিলো লামিন ইয়ামাল এখনো অপরিপক্ক। ঠিকমতো ফুটবল খেলতে পারবে না! তাদের কথার দাঁতভাঙা জবাব দিয়েছে স্টেডিয়ামে প্রতিপক্ষকে গোল করে। ফ্রান্সের মতো দলের বিপক্ষ ম্যাচে ফ্রান্স কে গোল দিয়ে লামিন বুঝিয়ে দিয়েছে তিনি কতবড় মাপের একজন তারকা হতে যাচ্ছে। ফাইনালের মঞ্চে শক্তিশালী ফ্রান্স কে গোল দিয়ে চমকে দিয়েছে পুরো ফুটবল বিশ্বকে।
চলুন লামিন ইয়ামাল সম্পর্কে আরো কিছু তথ্য জেনে আসি..
নাম | লামিন ইয়ামাল |
পুরো নাম | লামিন ইয়ামাল নাসরাউই ইবানা |
জন্ম তারিখ | ১৩ ই জুলাই, ২০০৭ সাল |
বয়স | মাত্র ১৭ বছর |
জন্মস্থান | কাতালোনিয়ার বার্সোলোনা মেট্রোপলিটন এলাকা, স্পেন |
উচ্চতা | ৫ ফুট ১০ ইঞ্চি (১.৭৮ মিটার) |
পজিশন | উইঙ্গার |
জাতীয়তা | স্পেন |
পেশা | ফুটবল খেলোয়াড় |
বৈবাহিক অবস্থা | সিঙেল |
ধর্ম | ইসলাম |
লামিন ইয়ামাল এর পারিবারিক তথ্য
১৩ ই জুলাই, ২০০৭ সালে স্পেনে জন্ম নেওয়া শিশুটির নাম লামিন ইয়ামাল। পারিবারিক তথ্য বলতে শুধু বাবা-মা। লামিন ইয়ামাল এর বাবার নাম- মুনির নাসরাউই এবং মায়ের নাম- শিলা এবানা। লামিন ইয়ামাল এর বাবা একজন বিল্ডিং পেইন্টার। লামিন ইয়ামাল এর বাচ্চা জীবনে চরম একটা দুর্ঘটনা আছে! লামিন ইয়ামাল এর বয়স যখন মাত্র তিন বছর, সেই সময়ে তার বাবা মায়ের ডিভোর্স হয়ে যায়! ডিভোর্সের সময়ে লামিন ইয়ামাল তার মায়ের সাথে থাকা শুরু করেন।
মায়ের সাথে গ্রানোলারে থাকার কালীন ৪ বছর বয়সে স্থানীয় একটি ক্লাব লা টরেটোতে ফুটবল খেলা শুরু করেন লামিন ইয়ামাল। বাবার প্রতিও প্রচুর টান ছিলো লামিন ইয়ামাল এর। বাবা মা দুজনের সাথেই সময় কাটানোর জন্য ক্লাব ফাঁকি দিয়ে মাঝেমধ্যে বাবার সাথে দেখা করতে চলে যেতেন লামিন ইয়ামাল। কিছুদিন আগে লামিন তার বাবা মুনির নাসরাউইকে পার্কে আহাত করা হয়, কিন্তু আঘাত গুরুতর না হওয়ায় তিনি এখন বেশ ভালো আছেন।
লামিন ইয়ামাল-এর খেলোয়াড় জীবন
মাত্র চার বছর বয়য়ে ফুটবলের হাতেখড়ি হয় লামিন ইয়ামাল এর। চার বছর বয়সে স্থানীয় ক্লাব লা টরেটো তে নিজের ফুটবল ক্যারিয়ার শুরু করেন ইয়ামাল। পরবর্তীতে ছয় বছর বয়সে বার্সোলোনা এবং লা মাসিয়াতে প্রশিক্ষণ নেওয়া শুরু করে লামিন ইয়ামাল। এসব প্রশিক্ষণ শেষে নিজেকে বেশ দক্ষ করে ২০২২-২৩ মৌসুমে জুভেনিল ক্লাবে যোগদান করেন ইয়ামাল। কিন্তু পরিপূর্ণ বয়স না হওয়ার কারণে বড় আসরে খেলার সুযোগ হয়নি লামিন ইয়ামালের। ২৯ শে এপ্রিল, ২০২৩ সালে লা লিগা প্রতিযোগিতায় রিয়াল বেটিসের বিরুদ্ধে নিজের প্রথম ম্যাচ খেলেন লামিন ইয়ামাল।
আরো পড়ুন: ডি মারিয়া কোন ক্লাবে খেলে
খুব অল্প অল্প বয়সে কাতালোনিয়ার জাতীয় ফুটবল দলের যুব বিভাগের অধিনায়কত্ব করেন লামিন ইয়ামাল। এবং কাতালোনিয়ার অনূর্ধ্ব- ১২, অনূর্ধ্ব-১৪ এবং অনূর্ধ্ব-১৬ দলের অধিনায়কত্ব ও করেছেন এই জনপ্রিয় খেলোয়াড় লামিন ইয়ামাল। পরবর্তীতে মাত্র ১৬ বছর ৫০ দিন বয়সে জর্জিয়া এবং সাইপ্রাসের বিরদ্ধে উয়েফ ইউরো ২০২৪ কোয়ালিফাই এর জন্য নিজের প্রথম আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেন লামিন ইয়ামাল। ১ সেপ্টেম্বর, ২০২৩ এ আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হয় লামিন ইয়ামালের।
লামিন ইয়ামাল-এর রেকর্ড বা অর্জন
সবেমাত্র খেলা শুরু করেছে এই স্পানিশ খেলোয়াড়। এজন্য অর্জনটা একটু কম। তবে এই বয়সে বিশ্বকে যা দেখিয়েছে তা আগে কেউ দেখাতে পারেনি। চলুন তাহলে লামিন ইয়ামাল এর রেকর্ডগুলো জেনে আসি..
লামিন ইয়ামাল ক্যারিয়ার পরিসংখ্যান
বয়সটা মাত্র ১৭। এই বয়সে অনেকেই সবেমাত্র ফুটবল হাতে নেয়! সেখানে লামিন ইয়ামাল পুরো বিশ্বকে- নিজের দু’পায়ের জাদু দেখাচ্ছে। যে বয়সে বন্ধুদের সাথে আড্ডা এবং প্রেম করে বেড়ানোর বয়স। সেই বয়সে লামিন শিখছে ফুটবলের নতুন নতুন কৌশল। লামিন আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেছে এটা বেশি দিন হয়নি। তবুও যতটুকু হয়েছে তাতেই পরিসংখ্যানটা বেশ নজর কাড়া। চলুন তাহলে লামিন ইয়ামাল এর পরিসংখ্যান জেনে আসি..
দল | অভিষেক | মোট ম্যাচ | মোট গোল |
স্পেন (মুল দল) | ৮ সেপ্টেম্বর, ২০২৩ | ১৬ | ০৩ |
স্পেন U-19 | ২৫ শে অক্টোবর, ২০২২ | ০১ | ০ |
স্পেন U-17 | ১৬ ই অক্টোবর, ২০২২ | ১০ | ০৮ |
স্পেন U-16 | ২১ শে সেপ্টেম্বর, ২০২১ | ০৪ | ০১ |
স্পেন U-15 | ১ ফেব্রুয়ারী, ২০২২ | ০৬ | ০৩ |
মুসলিম ধর্মের অনুসারী লামিন ইয়ামাল। তার বাবা মরক্কোর মুসলিম পরিবারের সন্তান ছিলো। সে হিসেবে লামিন ইয়ামাল এর ধর্ম ইসলাম।
স্বনামধন্য ক্লাব বার্সোলোনাতে চুক্তিবদ্ধ খেলোয়াড় হিসেবে আছেন লামিন ইয়ামাল। বর্তমানে লামিন ইয়ামাল এর ক্লাব বার্সা।
লামিন ইয়ামাল এর বয়স কত ? এই প্রশ্নের উত্তর সহ লামিন ইয়ামাল কে নিয়ে বিষদ আলোচনা করা হলো।
এই আলোচনার বাহিরে আরো কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে আমাদেরক তা জানাতে পারেন।
আমাদের সাথে থাকুন।
স্বাধীন স্পোর্টস (Sadhin Sports)