ভারতের জাতীয় ক্রিকেট দলের পরিচিত এবং জনপ্রিয় মুখ শুভমান গিল। দারুণ প্রতিভাবান এই খেলোয়াড় নিজের ব্যাটিং নৈপূন্য দিয়ে বিশ্বের প্রায় সকল ক্রিকেট প্রেমিদের মনে জায়গা করে নিয়েছেন। দেশ এবং দেশের বাহিরে শুভমান গিলের রয়েছে অসংখ্য ভক্ত এবং ফ্যান ফ্লোয়ার।
ভক্তকুলের মধ্যে শুভমান গিল কে নিয়ে আলোচনা এবং সমালোচনার মাত্রা দিন দিন বেড়েই চলেছে। কোন ম্যাচে কত রান করলো? পুরো ক্যারিয়ারে কতটা সেঞ্চুরি হাঁকালো? এসব প্রশ্নে মুখরিত থাকে ক্রিকেট ভক্তদের মাঝে। এজন্য আজকের আর্টিকেলে শুভমান গিল-এর সেঞ্চুরি এবং অন্যান্য সকল বিষয়ে আলোচনা করবো। ধৈর্য্য সহকারে পুরো আর্টিকেলটি পড়তে থাকুন।
আন্তর্জাতিক ক্রিকেটে শুভমান গিল এর সেঞ্চুরি
‘শুভমান গিল’ এই নামটা অনেকের কাছে বেশ পরিচিত আবার অনেকের কাছে একটু নতুন। আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটেই সেঞ্চুরি হাঁকানো খেলোয়াড়দের তালিকা করা হলে শুভমান গিলের নামটাও সেখানে থাকবে। টেস্ট, ওডিআই এবং টি-টোয়েন্টি ক্রিকেটের তিন ফরম্যাটে সেঞ্চুরি করে নিজের দক্ষতা এবং ব্যাটিং লাইনে শক্তিমত্তার পরিচয় দিয়েছে এই ভারতীয় ক্রিকেটার।
আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ৫ টি সেঞ্চুরি, ওডিআই ক্রিকেটে ৬ টি সেঞ্চুরি এবং টি-টোয়েন্টি ক্রিকেটে ১ টি সেঞ্চুরি করেছেন শুভমান গিল। সর্বমোট ১২ টি সেঞ্চুরি রয়েছে শুভমান গিল এর অর্জনের খাতায়।
শুভমান গিল-এর আন্তর্জাতিক সেঞ্চুরি পরিসংখ্যান
আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে সর্বমোট ১২ টি সেঞ্চুরি মেরেছেন শুভমান গিল। নিম্নে ফরম্যাট অনুযায়ী আলাদাভাবে বিস্তারিত তুলে ধরা হলো।
শুভমান গিল-এর আন্তর্জাতিক টেস্ট সেঞ্চুরি পরিসংখ্যান
তারিখ | প্রতিপক্ষ দলের নাম | ভেন্যু | রান |
১৪ ই ডিসেম্বর, ২০২২ | বাংলাদেশ | জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্রগ্রাম | ১১০ |
৯ মার্চ, ২০২৩ | অস্ট্রেলিয়া | নরেন্দ্র মোদি স্টেডিয়াম, আহমেদাবাদ | ১২৮ |
০৪ ফেব্রুয়ারী, ২০২৪ | ইংল্যান্ড | ACA-VDCA ক্রিকেট স্টেডিয়াম, বিশাখাপত্তনম | ১০৪ |
৮ ই মার্চ, ২০২৪ | ইংল্যান্ড | এইচ পিসি এ স্টেডিয়াম, ধর্মশালা | ১১০ |
২১ শে সেপ্টেম্বর, ২০২৪ | বাংলাদেশ | এম এ চিদাম্বরম স্টেডিয়াম, চেন্নাই | ১১৯* |
শুভমান গিল-এর আন্তর্জাতিক ওডিআই সেঞ্চুরি পরিসংখ্যান
তারিখ | প্রতিপক্ষ দলের নাম | ভেন্যু | রান |
২২ শে আগস্ট, ২০২২ | জিম্বাবুয়ে | হারারে স্পোর্টস ক্লাব স্টেডিয়াম, জিম্বাবুয়ে | ১৩০ |
১৫ ই জানুয়ারি, ২০২৩ | শ্রীলঙ্কা | গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, তিরুবন্তপুরম | ১১৬ |
১৮ ই জানুয়ারি, ২০২৩ | নিউজল্যান্ড | রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, হায়দ্রাবাদ | ২০৮ |
২৪ শে জানুয়ারি, ২০২৩ | নিউজিল্যান্ড | হোলকার স্টেডিয়াম, ইন্দোর | ১১২ |
১৫ ই সেপ্টেম্বর, ২০২৩ | বাংলাদেশ | আর প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো | ১২১ |
২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ | অস্ট্রেলিয়া | হোলকার স্টেডিয়াম, ইন্দোর | ১০৪ |
শুভমান গিল-এর আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেঞ্চুরি পরিসংখ্যান
তারিখ | প্রতিপক্ষ দলের নাম | ভেন্যু | রান |
০১ ফেব্রুয়ারী, ২০২৩ | নিউজল্যান্ড | নরেন্দ্র মোদি স্টেডিয়াম, আহমেদাবাদ | ১২৬ |
শুভমান গিল এর পরিচয়
০৮ ই সেপ্টেম্বর, ১৯৯৯ সালে ভারতের ফাজিলিকা, পাঞ্জাব প্রদেশে জন্মগ্রহণ করেন শুভমান গিল। শুভমান গিলের বাবা লখবিন্দর সিং একজন দরিদ্র কৃষক। তার ও ছিলো ক্রিকেটার হওয়ার স্বপ্ন! কিন্তু দারিদ্র্যতার জন্য ক্রিকেটার হয়ে ওঠা হয়নি তার। শাহনীল গিল নামে শুভমান গিলের বড়বোন বাবার স্বপ্ন পূরণের জন্য ভাইয়ের হাতে প্রথম ব্যাট তুলে দেন। তারপর প্রতিদিন লখবিন্দর সিং শুভমান গিলকে ৫০০ করে বল করে ব্যাটিং প্রাকটিস করাতেন। এভাবেই ঘরোয়া ক্রিকেট জীবন শুরু হয় শুভমান গিলের।
১২ বছর বয়সে শুভমান গিলের ক্রিকেট খেলা দেখে আত্মহারা হয়ে যান প্রাক্তন ভারতীয় বোলার কারসান ঘাবরীর। তিনি সুপারিশ করে শুভমান গিল কে অনূর্ধ্ব- ১৯ দলে যোগদান করান। এবং পরবর্তীতে ৩১ শে জানুয়ারি, ২০১৯ সালে ভারত বনাম নিউজল্যান্ড ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় শুভমান গিলের।
শুভমান গিল-এর আন্তর্জাতিক ক্যারিয়ার পরিসংখ্যান
৩১ শে জানুয়ারি ২০১৯ সালে ভারত বনাম নিউজল্যান্ড এর ম্যাচ দিয়ে ওডিআই এবং আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় শুভমান গিলের। পরবর্তীতে ২৬ শে ডিসেম্বর, ২০২০ সালে ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে অভিষেক এবং সর্বশেষ ০৩ জানুয়ারি, ২০২৩ সালে ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয় শুভমান গিলের। নিম্নে তিন ফরম্যাটের আলাদাভাবে পরিসংখ্যান উল্লেখ করা হলো-
টেস্ট ক্রিকেটে শুভমান গিল-এর ব্যাটিং পরিসংখ্যান
ম্যাচ | ২৮ |
ইনিংস | ৫১ |
রান | ১৬৬৬ |
সর্বোচ্চ | ১২৮ |
স্ট্রাইক রেট | ৬০.০৪ |
হাফ সেঞ্চুরি (৫০) | ০৬ |
সেঞ্চুরি (১০০) | ০৫ |
ওডিআই ক্রিকেটে শুভমান গিল-এর ব্যাটিং পরিসংখ্যান
ম্যাচ | ৪৭ |
ইনিংস | ৪৭ |
রান | ২৩২৮ |
সর্বোচ্চ | ২০৮ |
স্ট্রাইক রেট | ১০১.৭৫ |
হাফ সেঞ্চুরি (৫০) | ১৩ |
সেঞ্চুরি (১০০) | ০৬ |
ডাবল সেঞ্চুরি (২০০) | ০১ |
টি-টোয়েন্টি ক্রিকেটে শুভমান গিল-এর ব্যাটিং পরিসংখ্যান
ম্যাচ | ২১ |
ইনিংস | ২১ |
রান | ৫৭৮ |
সর্বোচ্চ | ১২৬ |
স্ট্রাইক রেট | ১৩৯.২৮ |
হাফ সেঞ্চুরি (৫০) | ০৩ |
সেঞ্চুরি (১০০) | ০১ |
পাঞ্জাবের শিখ পরিবারে জন্মগ্রহণ করায় শিখ ধর্মের অনুসারী শুভমান গিল। শিখ ধর্ম তুলনামূলক খ্রিস্টান ধর্মের মতো। এই ধর্মের ঈশ্বরকে ‘ইক ওস্কার’ বলা হয়।
আরো পড়ুন: ক্রিস গেইলের সর্বোচ্চ রান
শুভমান গিল-এর সেঞ্চুরি, ব্যক্তিগত তথ্য এবং পরিসংখ্যান আপডেটসহ অন্যান্য বিষয় নিয়ে বিষদ আলোচনা করা হলো। আশা করি আপনারা সঠিক তথ্য পেয়েছেন। এই আলোচনার বাহিরে আরো কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে আমাদেরক তা জানাতে পারেন।
আমাদের সাথে থাকুন।
স্বাধীন স্পোর্টস (Sadhin Sports)