ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ততম ফরম্যাট হলো টি-টোয়েন্টি ফরম্যাট। মাত্র ২০ ওভারে শেষ করা হয় টি-টোয়েন্টি ম্যাচ। টি-টোয়েন্টি ফরম্যাট মানেই হলো আসো এবং মারো। চার ছক্কার মারে প্রতিপক্ষকে ঘায়েল করে ফেলা ই হলো টি-টোয়েন্টি খেলা। সেই টি-টোয়েন্টি ফরম্যাটের আগুন ঝরা বোলারদের গল্প বলবো আজ। সর্বোচ্চ উইকেট শিকারী অর্থাৎ টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারী প্লেয়ার সম্পর্কে আজকের আর্টিকেলে বিস্তারিত জানবো। সঠিক তথ্য জানতে ধৈর্য্য সহকারে পুরো আর্টিকেলটি পড়তে থাকুন।
আজকের আর্টিকেলে নারী-পুরুষ উভয়ের আলোচনা থাকবে। কোনো বৈষম্য থাকবে না। শুরুতে পুরো টি-টোয়েন্টি ক্রিকেটের পরিসংখ্যানের বিবেচনায় সর্বোচ্চ উইকেট শিকারী তিন (৩) জন পুরুষ খেলোয়াড় সম্পর্কে আলোচনা করবো। পুরুষদের আলোচনা শেষে পুরো টি-টোয়েন্টি ক্রিকেটের পরিসংখ্যান যাচাই-বাছাই করে সর্বোচ্চ উইকেট শিকারী ১ জন নারী খেলোয়াড় নিয়ে আলোচনা করবো। চলুন তাহলে সর্বোচ্চ উইকোট শিকারী সম্পর্কে জেনে আসি..
টি-টোয়ন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারী ৩জন পুরুষ প্লেয়ার সম্পর্কে জানুন বিস্তারিত
মাত্র ২০ ওভারের সংক্ষিপ্ত ম্যাচ হলো টি-টোয়েন্টি। সংক্ষিপ্ত আসর হলেও ইন্টারেস্টিং ফরম্যাট হলো টি-টোয়েন্টি। ঘন্টার পর ঘন্টা বসে থেকে খারাপ খেলার জন্য বোরিং হওয়ার মতো বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় না এই ফরম্যাটে। মাত্র ২০ ওভারের খেলা হওয়ার কারণে প্লেয়ার ক্রিজে এসেই যেমন মারকুটে হয়, তেমনিভাবে বোলাররাও থাকে আগুন।
ব্যাটারকে নাকা চুবানি খাইয়ে দিয়ে মুহুর্তের মধ্যে সাজঘরে ফিরিয়ে দিতে মুখিয়ে থাকেন বোলাররা। এই সংক্ষিপ্ততম আসর টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারী কে? বা কোন প্লেয়ার সবচেয়ে বেশি উইকেট নিয়েছে এমন প্রশ্নের উত্তর অনেকের ই হয়তো অজানা!
চলুন তাহলে সবচেয়ে বেশি উইকেট শিকারী প্লেয়ার সম্পর্কে বিস্তারিত জেনে আসি..
টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারী (পুরুষ) টিম সাউদি
নিউজিল্যান্ডের শক্তিশালী বোলার ‘টিম সাউদি’ এর কথা ভাবলেই আউটসুইঙ্গারের কথা প্রথম মাথায় আসে। এই আউটসুইঙ্গ বলটাই বোলারদের কে সবচেয়ে বেশি ক্ষতি করেছে! ১১ ই ডিসেম্বর, ১৯৮৮ সালে ওয়াংগেরে, নর্থল্যান্ড শহরে টিম সাউদি জন্মগ্রহণ করেন।
এই ডানহাতি বোলারের টি-টোয়েন্টি ক্রিকেটের পরিসংখ্যান বিবেচনা করে ফলাফল হলো ২০ ওভারের টি-টোয়েন্টি খেলায় টিম সাউদি ১২৫ ম্যাচ খেলে ১৬৪ টি উইকেট শিকার করেছেন। সর্বোচ্চ উইকেট নেওয়া প্লেয়ারের রেকর্ড গড়েছেন টিম সাউদি, যে রেকর্ড এখন অবধি কেউ ভাঙতে পারেনি!
চলুন তাহলে টি-টোয়ন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারী প্লেয়ার টিম সাউদি এর টি-টোয়েন্টি পরিসংখ্যান জেনে আসি..
টিম সাউদি এর টি-টোয়েন্টি পরিসংখ্যান
ম্যাচ | ১২৫ |
ওভার | ৪৫৪.৫ |
রান | ৩৬৩৬ |
উইকেট | ১৬৪ |
গড় | ২২.১৭ |
৪ উইকেট | ২ বার |
টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারী (পুরুষ) দ্বিতীয় নাম্বার পজিশনে রয়েছে রশিদ খান
টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ উইকেট শিকার করা প্লেয়ারের ২য় নাম্বার পজিশনে আছেন আফগানিস্তানের রশিদ খান। লেগ স্পিন এবং গুগলির মতো অস্ত্র বোলারদের উপরে নিখুঁতভবে প্রয়োগ করার জন্য রশিদ খান বেশ আলোচিত। ২০ শে সেপ্টেম্বর, ১৯৯৮ সালে আফগানিস্তানের নানগারহার জন্মগ্রহন করেন রশিদ খান।
আরো পড়ুন: ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারী
২০ ওভারের টি-টোয়েন্টি খেলায় রশিদ খান মাত্র ৯৩ টি ম্যাচ খেলে নিয়েছেন ১৫২ টি উইকেট। যা সর্বোচ্চ উইকেট শিকার করা প্লেয়ারদের তালিকার শীর্ষ ২য় স্থান। টিম সাউদির থেকে মাত্র ১২ টি উইকেট কম রয়েছে আফগান স্পিনার রশিদ খানের।
চলুন তাহলে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ দ্বিতীয় উইকেট শিকারী রশিদ খান এর টি-টোয়েন্টি পরিসংখ্যান জেনে আসি..
রশিদ খান এর টি-টোয়েন্টি পরিসংখ্যান
ম্যাচ | ৯৩ |
ওভার | ৩৫৩.২ |
রান | ২১৪৯ |
উইকেট | ১৫২ |
গড় | ১৪.১৪ |
৪ উইকেট | ৭ বার |
টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারী (পুরুষ) তৃতীয় নাম্বার পজিশনে রয়েছে সাকিব আল হাসান
টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ উইকেট শিকার করা প্লেয়ারের ৩য় নাম্বার পজিশনে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান। শুধুমাত্র বাংলাদেশ থেকে উঠে আসা সমস্ত খেলোয়াড়দের থেকে সাকিব আল হাসান সেরা নন, সাকিব পুরো বিশ্বের সেরা খেলোয়াড়।
নিজের খেলার নৈপুণ্য দিয়ে নিজেকে নিয়ে গিয়েছেন বিশ্বসেরা নাম্বার ওয়ান অলরাউন্ডারের পজিশনে। ২৪ শে মার্চ, ১৯৮৭ সালে বাংলাদেশের মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন সাকিব আল হাসান। ২০ ওভারের টি-টোয়েন্টি খেলায় সাকিব আল হাসান ১২৯ টি ম্যাচ খেলে নিয়েছেন ১৪৯ টি উইকেট। যা সর্বোচ্চ উইকেট শিকার করা প্লেয়ারদের তালিকার শীর্ষ ৩য় স্থান।
চলুন তাহলে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ তৃতীয় উইকেট শিকারী সাকিব আল হাসান এর টি-টোয়েন্টি পরিসংখ্যান জেনে আসি..
সাকিব আল হাসান এর টি-টোয়েন্টি পরিসংখ্যান
ম্যাচ | ১২৯ |
ওভার | ৪৫৭.৩ |
রান | ৩১১৬ |
উইকেট | ১৪৯ |
গড় | ২০.৯১ |
৪ উইকেট | ৬ বার |
টি-টোয়ন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারী ১ জন নারী প্লেয়ার সম্পর্কে জানুন বিস্তারিত
টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ উইকেট শিকার করা একজন নারী খেলোয়াড় হলেন পাকিস্তানের নিদা দার। একজন পেসার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলেও ফ্রাকচারের জন্য নিদা দার অফ স্পিনার হয়ে যান। ক্রিকেটার শহিদ আফ্রিদি এবং অভিনেতা সাকমান খানের ভক্ত হওয়ায় দুজনকেই বেশ আয়ত্ত করে এই পাকিস্তানি নারী খেলোয়াড়।
বোলিং এর ধারটা শহিদ আফ্রিদির মতোই এবং মাঠের বাহিরে বিশ্রী চুল কাটা এবং কৌতুক করে মাতিয়ে রাখেন নিজের সতীর্থদেরকে। ২ জানুয়ারি, ১৯৮৭ সালে গুজরানয়ালা, পাঞ্জাবে জন্মগ্রহণ করেন নিদা দার। ২০ ওভারের টি-টোয়েন্টি খেলায় নিদা দার ১৫৮ টি ম্যাচ খেলে নিয়েছেন ১৪৩ টি উইকেট। যা নারীদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকার করা প্লেয়ারদের তালিকার শীর্ষ স্থান।
চলুন তাহলে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকার করা নারী খেলোয়াড় নিদা দার এর টি-টোয়েন্টি পরিসংখ্যান জেনে আসি..
নিদা দার এর টি-টোয়েন্টি পরিসংখ্যান
ম্যাচ | ১৫৮ |
ওভার | ৫০৫.২ |
রান | ২৮৭৫ |
উইকেট | ১৪৩ |
গড় | ২০.১০ |
৪ উইকেট | ১ বার |
টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ উইকেট শিকার করা একমাত্র খেলোয়াড় বাংলাদেশের সাকিব আল হাসান।
কোন খেলোয়াড় সবচেয়ে বেশি উইকেট নিয়েছে এবং তার পরিসংখ্যান নিয়ে বিষদ আলোচনা করা হলো। আশা করি আপনারা সঠিক তথ্য পেয়েছেন। এই আলোচনার বাহিরে আরো কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে আমাদেরক তা জানাতে পারেন।
আমাদের সাথে থাকুন।
স্বাধীন স্পোর্টস (Sadhin Sports)