ফুটবল খেলায় সবচেয়ে গোল বেশি কার? এমন প্রশ্ন প্রায় সবার মনেই উঁকি মারে। মেসি, রোনালদো, নেইমার, এমবাপ্পে, হল্যান্ড এমন অসংখ্য সেরা মানের খেলোয়াড় রয়েছে ফুটবল বিশ্বে। কিন্তু এত ভালো খেলোয়াড়ের মধ্যে কোন প্লেয়ারের গোল সংখ্যা সবচেয়ে বেশী? সর্বোচ্চ গোলদাতা কে? এমন প্রশ্নের উত্তর খুঁজে থাকলে আজকের আর্টিকেলটি আপনার জন্য।
ফুটবল ইতিহাসে কোন খেলোয়াড় সবচেয়ে বেশি গোল দিয়েছে এমন তথ্য জানার জন্য আমরা অনেকেই বিভিন্ন ওয়েবসাইটে হাজির হই, এবং বিভ্রান্তিকর সব তথ্য দেখে মাথা আউলা ঝাউলা হয়ে যায়! আজকে আপনাদেরকে সঠিক তথ্য জানাবো। সর্বোচ্চ গোলদাতা ৫ জন খেলোয়াড়ের নাম এবং তথ্য আপনাদের জানাবো। ধৈর্য্য সহকারে পুরো আর্টিকেলটি পড়ুন।
৫ জন সর্বোচ্চ গোল দেওয়া প্লেয়ার বিস্তারিত
ফুটবল ইতিহাসে এক অন্যন্য রেকর্ড গড়েছেন ক্রিশ্চিয়ান রোনালদো। জাতীয় দল এবং ক্লাব সবকিছু মিলিয়ে আন্তর্জাতিক পর্যায়ে সর্বোচ্চ গোলদাতার নাম ‘ক্রিশ্চিয়ান রোনালদো’। পর্তুগালে উইঙ্গার খেলোয়াড় ক্রিশ্চিয়ান রোনালদো এখন অবধি ১২৩২ ম্যাচ খেলে গোল করেছে ৮৯৭ টি। আর এটাই হলো ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোল স্কোর।
সবচেয়ে গোল করা দ্বিতীয় নাম্বার পজিশনে রয়েছে আর্জেন্টিনা এবং পুরো ফুটবল বিশ্বের সেরা খেলোয়াড় লিওনেল মেসি। পরবর্তী তিন নাম্বারে রয়েছে অস্ট্রেলিয়া ফুটবল দলের ইয়োসেফ বিকান। এবং নাম্বার চার এ রয়েছে ব্রাজিলের রোমারিও। এবং সর্বশেষ সেরা ৫ নাম্বার গোলদাতা হলেন ব্রাজিলের আরেক কিংবদন্তি পেলে।
নিম্নে টেবিল আকৃতিতে সুন্দরভাবে সেরা ৫জন সর্বোচ্চ গোলদাতার পরিসংখ্যান দেখানো হলো-
প্লেয়ার নাম | দেশ | সর্বমোট ম্যাচ | সর্বমোট গোল |
ক্রিশ্চিয়ান রোনালদো | পর্তুগাল | ১২৩২ | ৮৯৭ |
লিওনেল মেসি | আর্জেটিনা | ১০৯৭ | ৮৫০ |
ইয়োসেফ বিকান | অস্ট্রিয়া | ৫৩০ | ৮০৫ |
রোমারিও | ব্রাজিল | ৯৯৪ | ৭৭২ |
পেলে | ব্রাজিল | ৮৪৬ | ৭৭৮ |
ক্লাব পর্যায়ে সর্বোচ্চ গোলদাতার তালিকা ২০২৪
উপরে আলোচনা করলাম পুরো ফুটবল বিশ্বের সমস্ত খেলোয়াড়দের মধ্যে সেরা ৫ জন গোলদাতা সম্পর্কে। এখন আলোচনা করবো একদম আপডেট খবর অর্থাৎ ক্লাবভিত্তিক খেলার মাধ্যমে ২০২৪ সালে কোন প্লেয়ার সবচেয়ে বেশি গোল দিয়েছে। চলুন তাহলে বিস্তারিত জেনে আসি।
২০২৪ সালে ক্লাব ভিত্তিক সর্বোচ্চ গোলদাতা ক্রিশ্চিয়ান রোনালদো। ইতিহাসের সেরা গোলদাতা এবং বর্তমানে ২৪ সালের সর্বোচ্চ গোলদাতা একজন প্লেয়ার ই। পর্তুগালের এই সেরা খেলোয়াড় এবং সর্বোচ্চ গোলদাতাকে সবাই CR7 নামেও ডেকে থাকে। রোনালদোর পরে দ্বিতীয় নাম্বার পজিশনে রয়েছে কিলিয়ান এমবাপ্পে, তারপর তৃতীয় স্থানে রয়েছে হ্যারি কেন, নাম্বার চতুর্থতে রয়েছে ভিক্টর গিয়োকেরেস এবং সর্বশেষ পঞ্চম নাম্বার পজিশনে রয়েছে আলেকজান্ডার মিত্রোভিচ।
নিম্নে টেবিল আকৃতিতে সুন্দরভাবে ক্লাবভিত্তিক সেরা ৫জন সর্বোচ্চ গোলদাতার পরিসংখ্যান দেখানো হলো-
প্লেয়ার নাম | ক্লাব | সর্বমোট গোল |
ক্রিশ্চিয়ান রোনালদো | আল নাসের | ৫০ |
কিলিয়ান এমবাপ্পে | পিএসজি | ৪৪ |
হ্যারি কেন | বায়ার্ন মিউনিখ | ৪৪ |
ভিক্টোর গিয়োকেরেস | স্পোর্টিং লিসবন | ৪৩ |
আলেকজান্ডার মিত্রোভিচ | আল হিলাল | ৩৯ |
বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ গোলদাতার তালিকা
বিশ্বকাপের ৯৩ বছেরের ইতিহাসে এখন অবধি সর্বমোট ২২ টি ফিফা বিশ্বকাপ ফুটবলের আসর জমেছে। এই ২২ টি আসরের মধ্যে সর্বোচ্চ গোলদাতা হলেন জার্মানির জনপ্রিয় ফুটবল খেলোয়াড় মিরোস্লাব ক্লোসা। বর্তমানে এত ভালো ভালো খেলোয়াড়ের ভিড়েও এই কিংবদন্তির রেকর্ড এখনো কেউ ভাঙতে পারেনি। তিনি ২০০২ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত মোটা ৪ টি ফিফা বিশ্বকাপ খেলেছিলেন। ২৪ টি ম্যাচ খেলে গোল করেছিলেন ১৬ টি। এখন অবধি বিশ্বকাপের মঞ্চে এটাই সর্বোচ্চ গোল স্কোর।
দ্বিতীয় নাম্বারে রয়েছে ব্রাজিলিয়ান তারকা রোনালদো নাজারিও। তৃতীয় নাম্বার পজিশনে রয়েছে আরেক কিংবদন্তি গের্ড ম্যুলার। চতুর্থ নাম্বার পজিশনে রয়েছে ফ্রান্সের জাস্ট ফন্টেইন। এবং সর্বশেষ পঞ্চম নাম্বার পজিশনে রয়েছে বিশ্বসেরা ফুটবল খেলোয়াড়, ফুটবলের জাদুকর আর্জেন্টাইন স্টার লিওনেল মেসি।
নিম্নে টেবিল আকৃতিতে সুন্দরভাবে বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ গোলদাতা সেরা ৫জন খেলোয়াড় পরিসংখ্যান দেখানো হলো-
প্লেয়ার নাম | দেশ | সর্বমোট ম্যাচ | সর্বমোট গোল |
মিরোস্লাব ক্লোসা | জার্মানি | ২৪ | ১৬ |
রোনালদো নাজারিও | ব্রাজিল | ১৯ | ১৫ |
গের্ড ম্যুলার | জার্মানি | ১৩ | ১৪ |
জাস্ট ফন্টেইন | ফ্রান্স | ০৬ | ১৩ |
লিওনেল মেসি | আর্জেন্টিনা | ২৭ | ১৬ |
আরেকজন সর্বোচ্চ গোলদাতা
তবে বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ গোলদাতা আরেকজন খেলোয়াড়কে নিয়ে না বললেই নয়। তিনি হলেন ব্রাজিলিয়ান তারকা পেলে। বিশ্বকাপের মঞ্চের সর্বোচ্চ গোলদাতার সেরা ৬ নাম্বার পজিশনে রয়েছেন তিনি। ক্যারিয়ারের বিশ্বকাপের মোট ১৪ টি ম্যাচ মিলিয়ে সর্বমোট ১২ টি গোল করেছেন তিনি। পেলের পরবর্তী নাম্বার পজিশনে রয়েছে বর্তমান সময়ের সেরা খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে।
ফুটবলের জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোল করা প্লেয়ারের নামটা সকলের ই জানা আছে, ক্রিশ্চিয়ান রোনালদো। অনেকে মেসি মনে করলেও সত্য হলো সর্বোচ্চ গোলদাতা রোনালদো।
৫ বার বিশ্বকাপ জিতে এক অন্যন্য রেকর্ড গড়েছে ব্রাজিল দল। বর্তমানে এই দলটি হেক্সা জয়ের জন্য মরিয়া হয়ে আছে।
আরো পড়ুন: সর্বকালের সেরা ফুটবলার কে?
সর্বোচ্চ গোলদাতার তালিকা ক্লাব, জাতীয় দল এবং বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ গোলদাতা সম্পর্কে বিষদ আলোচনা করা হলো। আশা করি আপনারা সঠিক তথ্য জানতে পেরেছেন। এর বাহিরে আরো কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে আমাদের কে তা জানাতে পারেন। খেলাধুলা বিষয়ক তথ্য জানতে আমাদের ওয়েবসাইটটি ফ্লো করুন।
আমাদের সাথে থাকুন।
স্বাধীন স্পোর্টস (Sadhin Sports)