সাকিব আল হাসান একজন বিশ্বসেরা অলরাউন্ডার। ব্যাট বল হাতে ২২ গজে সাকিব আল হাসান যেনো পুরো সময়টা কাটিয়েছেন শুধুমাত্র রেকর্ড গড়তে। অন্যদের রেকর্ড ভেঙে সেগুলো নিজের নামে করার জন্য সাকিব অপ্রতিরোধ্য।
তবে সেই সাকিবের নামে এখন থেকে লেখা হবে না আর কোনো রেকর্ড। ঘড়ির কাটা থেমে যাওয়ার সময় হয়েছে সাকিবের। আর কিছু সময় পরই বিদায় ঘন্টা বাজবে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের।
বিদায় ঘন্টা বেজে গেলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি সাকিবের। লাল বলকে কবে বিদায় বলবে তা সবার ই অজানা। অনেকে বলছেন ভারতের কানপুরের মাটিতেই হবে লাল বলে খেলা সাকিব আল হাসানের শেষ ম্যাচ, আবার অনেকেই মনে করেন ঘরের মাঠ মিরপুরে হবে সাকিব আল হাসানের শেষ বিদায়। তবে শেষটা কোথায় হবে নিজের টেস্ট ক্যারিয়ারের ইতিটা কোথায় টানবে এটা সময়ই বলে দেবে।
সাকিব আল হাসানের টেস্ট ক্যারিয়ার পরিসংখ্যান হিসাব
সাকিবের শেষ টেস্ট নিয়ে অনেকেরই জল্পনা কল্পনার কোনো শেষ নেই। টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেও এই লাল বলের খেলা যখনই মাঠে গড়াক না কেন, সাকিব তার সমস্যা কীর্তির জন্য হয়ে থাকবেন অনন্য। চলুন সাকিবের টেস্ট রেকর্ড গুলো জেনে আসি..
আরো পড়ুন: সাকিব আল হাসানের সেঞ্চুরি
এসব আলোচনা তো গেলো শুধুমাত্র টেস্ট ক্রিকেট ক্যারিয়ার পরিসংখ্যান। এসব রেকর্ডের বাহিরে সাকিব আল হাসানের এমন এমন রেকর্ড রয়েছে যা তাকে ক্রিকেট বিশ্বের কাছে বানিয়েছে বিশ্বসেরা ১ নাম্বার অলরাউন্ডার।
টেস্ট ক্রিকেটে সাকিব আল হাসানের সেরা ইনিংস
টেস্ট ক্রিকেটে সাকিব আল হাসান সেঞ্চুরি করেছেন, হাফ সেঞ্চুরি এবং ডাবল সেঞ্চুরি ও করেছেন। ম্যাচ উইনিং এবং ম্যাচ সেরাও হয়েছেন। টেস্টে সাকিব আল হাসানের রেকর্ড সংখ্যা প্রচুর। কিন্তু সেরা ইনিংস বলতে সেঞ্চুরি বা ডাবল সেঞ্চুরি অথবা রেকর্ড বোঝায় না। মিরপুরের মাটিতে ২০১৭ সালে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় এবং সেই ম্যাচে ৮৪ রানের একটা অবিশ্বাস ইনিংস খেলেছিলেন সাকিব, সম্ভবত ওই ম্যাচটাই সাকিব আল হাসানের টেস্ট ক্রিকেটের সেরা ইনিংস।
তবে সেই ম্যাচে সাকিব দূর্দান্ত বোলিং নিয়েই আমরা বেশি কথা বলে থাকি। অথচ! সাকিব বোলিং এর থেকে ব্যাটিং টার্মে এসেই বাংলাদেশের দিকে মোমেন্ট টার্মটা ঘুরিয়েছিলেন। ওই ম্যাচটা মনে থাকলে আপনরা বুঝবেন মাত্র ১০ রানে বাংলাদেশ দলের ৩ উইকেট চলে গিয়েছিল। ব্যাটাররা ঠিকমতো বল খেলতে পারছিলেন না! কিছু বুঝে ওঠার আগেই আউট হয়ে যাচ্ছিলেন! সেই সময়ে বাংলাদেশ দল খুবই চাপে পড়ে গিয়েছিল। ওই সময়ে কোনো ব্যাটার ক্রিজে এসে তার চিন্তা থাকে আমাকে একটু ধরে খেলতে হবে। ইনিংস টা বড় করতে হবে। রান না হোক কিন্তু আউট হওয়া যাবে না। এমন সব চিন্তা ভাবনা ই থাকে। কিন্তু না,সাকিব আল হাসান সেটা করেননি!
সেদিন খুব ঝড়ো ইনিংস খেলেচিলেন সাকিব। ভাবাভাবির সময় না থাকায় বল আসলেই সজোরে ব্যাট চালিয়েছিলেন সাকিব। আর সেদিন সাকিবের ব্যাটিং পার্টনার ছিলো তামিম ইকবাল। তাদের দু’জনের ১৫৫ রানের পার্টনারশীপ ছিলো এগ্রেসিভ ক্রিকেট। আমরা বর্তমানে ক্রিকেটের বাজবল শটের কথা বলি। সম্ভবত সেই ম্যাচটা ছিলো সাকিব আল হাসানের বাজবল শট খেলা ক্রিকেটের জন্য এক্সামপল। আর সেই ঐতিহাসিক ম্যাচটাই ছিলো সাকিব আল হাসানের টেস্ট ক্রিকেটের সেরা ইনিংস।
অধিনায়ক হিসেবে সাকিবের টেস্ট রেকর্ড ও পরিসংখ্যান
অধিনায়ক হিসেবে সাকিবের শুরু পরিসংখ্যানটা খুব একটা ভালো না হলেও এই ফরম্যাটে সাকিব করেছেন বিশাল বিশাল সব কীর্তি। অধিনায়কত্বের বোঝা কাঁধে নিয়ে দলকে টেনে নিয়ে গিয়েছেন বিশ্ব মঞ্চে। অধিনায়ক হিসেবে টেস্ট ক্রিকেটে সাকিব আল হাসানের যতসব রেকর্ড তা জানবো এই অধ্যায়ে। চলুন তাহলে জেনে আসি..
কানপুরের টেস্ট ম্যাচটাই সাকিব আল হাসানের শেষ ম্যাচ কি না
ভারতের বিপক্ষে কানপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত টেস্ট ম্যাচটাই সাকিবের জীবনের শেষ ম্যাচ কি না সে প্রশ্নটা এখন সবার মনে ঘুরে বেড়াচ্ছে। ঘরের মাটিতে সাউথ আফ্রিকার সাথে টেস্ট ম্যাচ খেলা নিয়ে চলছে বিশাল বাকবিতন্ড। রাজনৈতিক সমস্যার জন্য সাকিব আল হাসানের দেশা ফেরা প্রায় অনিশ্চিত। সাকিব আল হাসানের অবসর নেওয়ার এমন ঘটনায় হতবাক পুরো ক্রিকেট বিশ্ব। বাংলাদেশ আরো অনেক কিছু দেওয়ার ছিলো সাকিবের। লাল সবুজের পতাকাটা আরো উঁচুতে নিয়ে যেতে পারতো এই সাকিব। কিন্তু সবার ভাগ্য সবসময় সহায় থাকেনা!
সাকিব আল হাসান শুধু বাংলাদেশ নয় পুরো বিশ্ব ক্রিকেটের সুপারস্টার। এজন্য সাকিবকে ছাড়া বাংলাদেশ দল কল্পনা করা অসম্ভব। কিন্তু ভাগ্যের পরিহাস পরবর্তীতে সাকিবকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ দল।
সর্বশেষ
টেস্ট, ওডিআই এবং টি-টোয়েন্টি তিন ফরম্যাট মিলিয়ে এক মাঠে সর্বোচ্চ উইকেট তোলার রেকর্ডটাও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। মীরপুরের শের-এ বাংলা আন্তর্জাতিক স্টেডিয়ামে ৩ ফরম্যাট মিলিয়ে সাকিব তুলেছেন ৩৫২ টি উইকেট। ২য় পজিশনে থাকা মুরালি ধরণের থেকে ৬৪ টি উইকেট বেশি নিয়েছেন টাইগার অলরাউন্ডার। আর এখন সেই মিরপুরের মাঠেই নিজের ক্যারিয়ারের সর্বশেষ টেস্ট ম্যাচ খেলার পরিকল্পনা করেও তা হয়তো হচ্ছে না, নিজ দেশের মাটি ছুঁয়ে বিদায় বলাটা হয়তো অপূর্ণ থেকে গেলো সাকিবের। তবে সাকিবের শূন্য জায়গাটা পূরণ করা সম্ভব নয়।
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের হঠাৎ করে এমন শেষ বিদায় বলাতে হতবাক পুরো ক্রিকেট বিশ্ব।
বাংলাদেশের সবচেয়ে ধনী ক্রিকেটার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান (জন্ম: ২৪ মার্চ ১৯৮৭) সাকিব আল হাসান একজন বাংলাদেশী ক্রিকেটার ও রাজনীতিবিদ।
সাকিবের টেস্ট রেকর্ড এবং অন্যান্য সকল বিষয় নিয়ে বিষদ আলোচনা করা হলো। এই আলোচনার বাহিরে আরো কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে আমাদের কে তা জানাতে পারেন।
আমাদের সাথে থাকুন।
স্বাধীন স্পোর্টস (Sadhin Sports)