সূর্যকুমার যাদব ভারতীয় জাতীয় ক্রিকেট দলের একজন খেলোয়াড়। ডানহাতি ব্যাটসম্যান এবং মাঝেমধ্যে ডানহাতি অফব্রেক বল করেন সূর্যকুমার যাদব। আন্তর্জাতিক ক্যারিয়ার খুব বেশি দিন শুরু না হলেও পরিসংখ্যানের খাতাটা ভারি করে তুলেছেন এই অন্যতম সেরা খেলোয়াড়। ২০২১ সালের মার্চ মাসে আন্তর্জাতিক ক্যারিয়ার অভিষেক হয় সূর্যকুমার যাদবের। বর্তমানে তিনি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব করছেন।
ভারতীয় ক্রিকেট দলের সব খেলোয়াড়রাই মারকুটে এবং দাপুটে। কারো থেকে কোনো অংশে কেউ কম নয়। আজকের আর্টিকেলে সূর্যকুমার যাদব পরিসংখ্যান নিয়ে আলোচনা করবো। সূর্যকুমার যাদবের পরিসংখ্যান জানতে চাওয়া খেলা প্রেমিরা ধৈর্য্য সহকারে পুরো আর্টিকেলটি পড়ুন।
সূর্যকুমার যাদব-এর আন্তর্জাতিক ক্যারিয়ার
আন্তর্জাতিক ক্রিকেটে সূর্যকুমার যাদবের অভিষেক হয়েছে খুব বেশি দিন হয়নি। ২০০৯ সালে মুম্বাই দলের হাত ধরে সূর্যকুমার নিজের ক্রিকেট ক্যারিয়ার শুরু করেন। শুরুর ম্যাচগুলোতে তেমন একটা সুযোগ মিলতো না সূর্যকুমার যাদবের। পরবর্তী ২০১০ সালে আবারো মুম্বাইয়ের হয়ে আইপিএল খেলে সূর্যকুমার। এইবার তিনি পুরো বিশ্বকে নিজের সেরা একটা পারফরম্যান্স দেখাতে সক্ষম হয়। এবং ভারতীয় ক্রিকেট বোর্ড সূর্যকুমারকে জাতীয় দলের অন্তর্ভুক্ত করে নেন।
জাতীয় দলে সেরা মানের খেলোয়াড়ের ভিড়ে সূর্যকুমার নিজেকে উপস্থাপন করার সুযোগ পেতো না! বছরের পর বছর ধরে বেঞ্চে বসে বসে পানি টানা এবং আইপিএল খেলা ছাড়া ক্যারিয়ারে আর কিছু করতে পারেনি সূর্যকুমার যাদব। মনে মনে দারুণ এক প্রতিজ্ঞা করে আইপিএলগুলতে সেরা খেলোয়াড় হিসেবে নিজেকে বিবেচিত করে সর্বশেষ ২০২১ সালেরর মার্চ মাসে ভারতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় সূর্যকুমার যাদবের। এবং টি-টোয়েন্টিতে দারুণ নৈপুণ্য দেখার জন্য একই বছর অর্থাৎ ২০২১ সালের জুলাই মাসে ওডিআই ক্রিকেটে অভিষেক হয় সূর্যকুমার যাদবের।
নিজের বীরত্ব দেখিয়ে বর্তমানে সূর্যকুমার যাদব শক্তিশালী ভারত ক্রিকেট দলের প্রতিনিধিত্ব করছেন। অথচ এই সূর্যকুমার যাদব এক সময়ে জাতীয় দলে চান্স পেতো না!
সূর্যকুমার যাদব আন্তর্জাতিক ক্যারিয়ার পরিসংখ্যান
সূর্যকুমার যাদবের আন্তর্জাতিক ক্যারিয়ার পরিসংখ্যানটা বেশ ভারী। টি-টোয়েন্টি ক্রিকেটে ৪টি সেঞ্চুরি করা ৩জন খেলোয়াড়দের মধ্যে সূর্যকুমার যাদব একজন। মাত্র ৩ বা ৪ বছর আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হলেও পরিসংখ্যানের দিকে তাকালে মনে হবে কত পুরাতন একজন খেলোয়াড়। এখন অবধি তিন ফরম্যাট মিলিয়ে তিনি মাত্র ১১৩ টি ম্যাচ খেলে রান করেছেন ৩৪০০। চলুন আর কথা না বাড়িয়ে আলাদা আলাদা ফরম্যাট করে সূর্যকুমার যাদবের পরিসংখ্যানটা জেনে আসি..
টি-টোয়েন্টি ক্রিকেটে সূর্যকুমার যাদবের পরিসংখ্যান
১৪ ই মার্চ ২০২১ সালে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক ঘটে সূর্যকুমার যাদবের। ৮৫ নাম্বার ক্যাপ দিয়ে তাকে বরন করা হয়।
টি-টোয়েন্টি ক্রিকেটে সূর্যকুমার যাদবের ব্যাটিং পরিসংখ্যান
ম্যাচ | ৭৫ |
ইনিংস | ৭২ |
রান | ২৬১৯ |
সর্বোচ্চ | ১১৭ |
স্ট্রাইক রেট | ১৬৯.৪৯ |
হাফ সেঞ্চুরি (৫০) | ২২ |
সেঞ্চুরি (১০০) | ০৪ |
টি-টোয়েন্টি ক্রিকেটে সূর্যকুমার যাদবের বোলিং পরিসংখ্যান
ম্যাচ | ৭৪ |
ইনিংস | ০১ |
রান | ০৫ |
উইকেট | ০২ |
ওডিআই ক্রিকেটে সূর্যকুমার যাদবের পরিসংখ্যান
১৮ ই জুলাই ২০২১ সালে ভারত বনাম শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ওডিআই ক্রিকেটে অভিষেক ঘটে সূর্যকুমার যাদবের। ২৩৬ নাম্বার ক্যাপ দিয়ে তাকে বরন করা হয়।
ওডিআই ক্রিকেটে সূর্যকুমার যাদবের ব্যাটিং পরিসংখ্যান
ম্যাচ | ৩৭ |
ইনিংস | ৩৫ |
রান | ৭৭৩ |
সর্বোচ্চ | ৭২ |
স্ট্রাইক রেট | ১০৫.০৩ |
হাফ সেঞ্চুরি (৫০) | ০৪ |
সেঞ্চুরি (১০০) | ০ |
ওডিআই ক্রিকেটে সূর্যকুমার যাদবের বোলিং পরিসংখ্যান
ম্যাচ | ৩৭ |
ইনিংস | ০১ |
রান | ১৭ |
উইকেট | ০ |
টেস্ট ক্রিকেটে সূর্যকুমার যাদবের পরিসংখ্যান
০৩ ফেব্রুয়ারী ২০১৯ সালে ভারত বনাম অস্ট্রেলিয়ার ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে সূর্যকুমার যাদবের। ৩০৪ নাম্বার ক্যাপ দিয়ে তাকে বরন করা হয়।
টেস্ট ক্রিকেটে সূর্যকুমার যাদবের ব্যাটিং পরিসংখ্যান
ম্যাচ | ০১ |
ইনিংস | ০১ |
রান | ০৮ |
সর্বোচ্চ | ০৮ |
স্ট্রাইক রেট | ৪০.০০ |
হাফ সেঞ্চুরি (৫০) | ০ |
সেঞ্চুরি (১০০) | ০ |
টেস্ট ক্রিকেটে সূর্যকুমার যাদবের বোলিং পরিসংখ্যান
ম্যাচ | ০১ |
ইনিংস | – |
রান | – |
উইকেট | – |
সূর্যকুমার যাদবের ব্যক্তিগত তথ্য
নাম | সূর্যকুমার যাদব |
পুরো নাম | সূর্যকুমার অশোক যাদব |
ডাকনাম | মি.৩৬০ এবং SKY |
জন্ম | ১৪ ই সেপ্টেম্বর ১৯৯০ |
জন্মস্থান | বোম্বে, মহারাষ্ট্র, ভারত |
ধর্ম | হিন্দু |
উচ্চতা | ৫ ফুট ১১ ইঞ্চি (১৮০ সেমি:) |
জাতীয়তা | ভারত |
পেশা | ভারতীয় ক্রিকেটার |
ব্যাটিং ধরন | ডানহাতি |
দলীয় ভুমিকা | মিডল অর্ডার ব্যাটার |
আরো পড়ুন: মহিলা ক্রিকেট রাঙ্কিং
সূর্যকুমার যাদবের রেকর্ড বা অর্জন
ওয়ানডে ক্রিকেট এবং টেস্ট ক্রিকেটে সূর্যকুমার যাদবের কোনো সেঞ্চুরি নেই। তবে টি-টোয়েন্টিতে সূর্যকুমার যাদব সর্বমোট ৪টি সেঞ্চুরি করেছেন।
সূর্যকুমার যাদব পরিসংখ্যান, সেঞ্চুরি, ব্যক্তিগত তথ্য এবং রেকর্ড আপডেট নিয়ে বিষদ আলোচনা করা হলো। এই আলোচনার বাহিরে আরো কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে আমাদের কে তা জানাতে পারেন।
আমাদের সাথে থাকুন।
স্বাধীন স্পোর্টস (Sadhin Sports)