বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একজন তরুণ উদীয়মান বোলারের নাম হাসান মাহমুদ। ১২ ই অক্টোবর ১৯৯৯ সালে বাংলাদেশের জেলা শহর লক্ষীপুরে জন্মগ্রহণ করেন হাসান মাহমুদ। ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার এই ক্রিকেটার একজন ডানহাতি ফার্স্ট বোলার। ১১ ই মার্চ ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় হাসান মাহমুদের।
হাসান মাহমুদের ব্যাপারে আরো কিছু তথ্য
ছোটবেলা থেকে খেলার নেশা থাকলেও খুব একটা সুযোগ পায়নি হাসান মাহমুদ। সারাদিন খেলাধুলার চিন্তা ভাবনা মাথায় নিয়ে ঘুরে বেড়ানোর জন্য ছোটবেলায় মাদরাসায় ভর্তি করে দিয়ে আসেন তার বাবা-মা। মাদরাসায় ক্লাস চলাকালীন পালিয়ে বিভিন্ন জায়গায় চলে যেতেন হাসান। মাদরাসা ফাঁকি দিয়ে এভাবে ক্রিকেট খেলার জন্য শিক্ষকদের মার খেতে হয়েছে হাসান মাহমুদের।
পরবর্তীতে নিজ জেলা শহরে খেলাধুলা শুরু করেন হাসান। জেলা ভিত্তিক প্রতিযোগিতায় ভালো পারফরম্যান্সের জন্য বিভাগীয় ক্রিকেটে জায়গা করে নেন হাসান মাহমুদ। ১৩ ই অক্টোবর ২০১৭ সালে চট্টগ্রাম বিভাগের হয়ে প্রথম শ্রেনীর ক্রিকেটে অভিষেক করেন তিনি। পরবর্তীতে ২০১৯-২০ সালে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এ চান্স পান হাসান। এবং পরবর্তীতে বাংলাদেশ দলে চান্স পেয়ে যান তিনি। ২০১৭ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলার জন্য বাংলাদেশ স্কোয়াডে রাখা হয়েছিল হাসান মাহমুদ কে। তারপর থেকে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।
হাসান মাহমুদ-এর ক্যারিয়ার পরিসংখ্যান আলোচনা
বাংলাদেশ জাতীয় দলের তরুণ পেস বোলারদের মধ্যে অনত্যম একজন বোলার হাসান মাহমুদ। মাত্র কয়েক বছর হলো হাসান মাহমুদ জাতীয় দলে খেলছেন। তবে এই অল্প সময়ের মধ্যেই বেশ স্বনাম অর্জন করেছেন হাসান। দেশ এবং দেশের বাহিরের সকল ক্রিকেট প্রেমিরা হাসানকে এক নামে চেনে। নিখুঁত বোলিং, ভালো আউটফিল্ডিং এবং খুব সহজেই ব্যাটারদেরকে পরাজিত করে ফেলার জন্য কোচ এবং সতীর্থেদর প্রশংসা পেয়েছেন অনেক। ক্যারিয়ারের সবে মাত্র শুরুর দিকের একজন বোলার হলেও পরিসংখ্যানটা বেশ মজবুত। চলুন হাসান মাহমুদের পরিসংখ্যান জেনে আসি..
আরো পড়ুন: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৪ সময়সূচি
হাসান মাহমুদ-এর টি-টোয়েন্টি পরিসংখ্যান
১১ ই মার্চ ২০২০ সালে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে ম্যাচে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয় হাসান মাহমুদের। ৬৮ নাম্বার ক্যাপ দিয়ে তাকে বরন করে নেওয়া হয়।
হাসান মাহমুদ-এর টি-টোয়েন্টি বোলিং পরিসংখ্যান
ম্যাচ | ১৮ |
ইনিংস | ১৮ |
রান | ৪৬৪ |
উইকেট | ১৮ |
ইকোনোমি | ৭.৪৮ |
সেরা বোলিং | ৩/৪৭ |
৫ উইকেট | ০ |
হাসান মাহমুদ-এর টি-টোয়েন্টি ব্যাটিং পরিসংখ্যান
ম্যাচ | ১৮ |
ইনিংস | ০৬ |
রান | ৭ |
সর্বোচ্চ | ৩ |
স্ট্রাইক রেট | ৪৬.৬৭ |
হাফ সেঞ্চুরি (৫০) | ০ |
সেঞ্চুরি (১০০) | ০ |
হাসান মাহমুদ-এর ওডিআই পরিসংখ্যান
২০ শে জানুয়ারি ২০২১ সালে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ এর ম্যাচ দিয়ে ওডিআই ক্রিকেটে অভিষেক হয় হাসান মাহমুদের। ১৩৪ নাম্বার ক্যাপ দিয়ে তাকে বরন করে নেওয়া হয়।
হাসান মাহমুদ-এর ওডিআই বোলিং পরিসংখ্যান
ম্যাচ | ২২ |
ইনিংস | ২১ |
রান | ৯৬৩ |
উইকেট | ৩০ |
ইকোনোমি | ৬.০৪ |
সেরা বোলিং | ৫/৩২ |
৫ উইকেট | ০১ |
হাসান মাহমুদ-এর ওডিআই ব্যাটিং পরিসংখ্যান
ম্যাচ | ২২ |
ইনিংস | ১৪ |
রান | ৪৯ |
সর্বোচ্চ | ১৫ |
স্ট্রাইক রেট | ৪৬.৬৭ |
হাফ সেঞ্চুরি (৫০) | ০ |
সেঞ্চুরি (১০০) | ০ |
হাসান মাহমুদ-এর টেস্ট পরিসংখ্যান
৩০ শে মার্চ ২০২৪ সালে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা টেস্ট ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে অভিষেক হয় হাসান মাহমুদের। ১০৪ নাম্বার ক্যাপ দিয়ে তাকে বরন করে নেওয়া হয়।
হাসান মাহমুদ-এর টেস্ট বোলিং পরিসংখ্যান
ম্যাচ | ০৫ |
ইনিংস | ০৯ |
রান | ৫৪২ |
উইকেট | ২০ |
ইকোনোমি | ৩.৯৯ |
সেরা বোলিং | ৬/১৫৭ |
৫ উইকেট | ০২ |
হাসান মাহমুদ-এর টেস্ট ব্যাটিং পরিসংখ্যান
ম্যাচ | ০৫ |
ইনিংস | ০৮ |
রান | ৪২ |
সর্বোচ্চ | ১৩ |
স্ট্রাইক রেট | ২৮.০ |
হাফ সেঞ্চুরি (৫০) | ০ |
সেঞ্চুরি (১০০) | ০ |
সর্বশেষ ভারতের বিপক্ষে টেস্টে হাসান মাহমুদ-এর রেকর্ড
প্রসংশায় ভাসছে হাসান মাহমুদ। গত কয়েকদিন আগে ক্যারিয়ারের মাত্র ৪র্থ তম টেস্ট খেলতে নামা হাসান মাহমুদ ভারতীয় ব্যাটারদের নাকানিচুবানি খাইয়েছেন! এক ইনিংসে নিয়েছেন ৫ উইকেট, যা কিনা ভারতের মাটিতে বাংলাদেশি কোনো বোলারের সর্বোচ্চ রেকর্ড এটাই। ম্যাচের শুরুতেই সেড়া খেলোয়াড় রোহিত শর্মা, বিরাট কোহলি এবং শুভমান গিলের মতো বোলারদেরকে কয়েক মিনিটের ব্যবধানে সাজঘরে ফেরত পাঠিয়ে দেন। পরবর্তীতে সেজনে ঋষভ পন্থ এবং বুমরাহকে আউট করে বাংলাদেশীয় বোলার হিসেবে নিজের সেরা রেকর্ড নিজের নামে করে নেন হাসান মাহমুদ।
হাসান মাহমুদের এমন নাটকীয় উইকেট শিকার দেখে সবার মনে তখন একটাই প্রশ্ন ভাসছিলো কে এই হাসান! তারপর ই নেএ দুনিয়ায় তোলপাড় উঠেছিল হাসানকে নিয়ে।
বাংলাদেশী বোলার হাসান মাহমুদ বর্তমানে বিবিএ তে পড়ছেন।
হাসান মাহমুদের বাবার নাম মোঃ ফারুক। এবং মায়ের নাম মাহমুদা খাতুন রানী।
হ্যাঁ। ক্রিকেটার হাসান মাহমুদ বিবাহিত। কয়েক বছর প্রেম করার পরে দুই পক্ষ পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়ে তাদের দুই হাত কে এক করে দেন।
ক্রিকেটার হাসান মাহমুদ এর পরিচয়, ব্যক্তিগত তথ্য এবং ক্যারিয়ার পরিসংখ্যানসহ সকল বিষয়ে বিষদ আলোচনা করা হলো। আপনাদের আরো কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে তা জানাতে পারেন।
আমাদের সাথে থাকুন।
স্বাধীন স্পোর্টস (Sadhin Sports)