১৯৯৩ সালের ২৯ শে ডিসেম্বর দক্ষিণ অস্ট্রেলিয়ার অ্যাডিলেড শহরে ট্রাভিস হেড জন্মগ্রহণ করেন। ২৬-০১-২০১৬ সালে অ্যাডিলেড ওভাল স্টেডিয়ামে অস্ট্রেলিয়া বনাম ভারতের টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ট্রাভিস হেড এর অভিষেক হয়। যদিও সেই সিরিজে ঘরের মাটিতে অস্ট্রেলিয়া ভারতের কাছে লজ্জাজনকভাবে হেরে যায়!
ট্রাভিস হেড
১৯৯৩ সালের ২৯ শে ডিসেম্বর দক্ষিণ অস্ট্রেলিয়ার অ্যাডিলেড শহরে জন্মগ্রহণ করা সুন্দর ফুটফুটে একটা বাচ্চার নাম ‘ট্রাভিস হেড’। পুরো নাম: ট্রাভিস মাইকেল হেড। উচ্চতা: ৫ ফুট ১০ ইঞ্চি। বাম হাতে ব্যাট এবং ডান হাতে বল করেন। ব্যাটিং, বোলিং দু’দিকেই সমানতালে খেলেন তিনি। ট্রাভিস হেড একজন অস্ট্রেলিয়ান ক্রিকেট অলরাউন্ডার।
মিডল অর্ডার মাইকেল হাসির অবসর নেওয়ার পর থেকেই অস্ট্রেলিয়ান ক্রিকেট দল একজন মিডল অর্ডার খুঁজে চলেছে! অনেক বড়মানের ক্রিকেট তারকারা এখানে অডিশন দিলেও তেমন কেউ ই আস্থা অর্জন করতে পারেনি৷ তবে ট্রাভিস হেড সেই আক্ষেপের জায়গা ঘুচিয়ে দিয়েছেন। বর্তমানে তিনি একজন দেশ সেরা মিডল অর্ডার। ট্রাভিস হেড অস্ট্রেলিয়া ক্রিকেট দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এক হাতেই তিনি খেলা শেষ করে দিয়ে আসার ক্ষমতা রাখেন! অস্ট্রেলিয়া এমন একজন মিডল অর্ডার পেয়েছে যা অবিশ্বাস্য। এই হেড মাঝেমধ্যেই মহাপ্রলয় শুরু করে। পাওয়ার প্লেতে টানা ১৪ বলে ছক্কা আর বাউন্ডারি হাঁকিয়ে বিশ্বরেকর্ড করেছেন ট্রাভিস হেড।
ট্রাভিস হেড-এর পরিসংখ্যান জানতে পুরো আর্টিকেলটি পড়ুন..
টি-টোয়েন্টিতে ট্রাভিস হেড-এর পরিসংখ্যান
২০১৬ সালের ২৬ শে জানুয়ারি অস্ট্রেলিয়া বনাম ভারতের টি-টোয়েন্টি ম্যাচে ট্রাভিস হেড এর অভিষেক হয়৷ ম্যাচটি অ্যাডিলেড ওভাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। যদিও প্রথম ম্যাচে হেড আশা জাগাতে পারেনি! কিন্তু পরবর্তীতে দারুণ-দারুণ ম্যাচ উপহার দিয়েছেন। এখন অবধি টি-টোয়েন্টিতে ৩২ ম্যাচ খেলে ৯১১ রান করেছেন ট্রাভিস হেড। চলুন টি-টোয়েন্টিতে ট্রাভিস হেড-এর পরিসংখ্যান জেনে আসি..
টি-টোয়েন্টিতে ট্রাভিস হেড-এর ব্যাটিং পরিসংখ্যান
মোট ম্যাচ | ৩৩ |
মোট রান | ৯১১ |
সর্বোচ্চ | ৯১ |
গড় | ৩২.৫৪ |
স্ট্রাইক রেট | ১৫০.০৮ |
হাফ সেঞ্চুরি (৫০) | ৩ |
সেঞ্চুরি (১০০) | ০ |
টি-টোয়েন্টিতে ট্রাভিস হেড-এর বোলিং পরিসংখ্যান
ইনিংস | ৪ |
উইকেট | ১ |
ইকোনমি | ৯.৩৩ |
সেরা বোলিং | ১/১৬ |
স্ট্রাইক রেট | ৩৬.০ |
ওডিআই ক্রিকেটে ট্রাভিস হেড-এর পরিসংখ্যান
১৩ ই জুন, ২০১৬ সালে ওয়ার্নার পার্ক স্টেডিয়ামে অনুষ্ঠিত অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজের ও ডি আই ম্যাচ দিয়ে ও ডি আই ক্রিকেটে ট্রাভিস হেড এর অভিষেক হয়। ২১৩ নাম্বার ক্যাপ দিয়ে তাকে বরন করা হয়। অভিষেক ম্যাচে তেমন জ্বলে উঠতে না পারলেও কিছুদিন পর পাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত ওডিআই সিরিজে প্রথম সেঞ্চুরি হাঁকান ট্রাভিস হেড। এখন অবধি ৬৫ টি ও ডি আই ম্যাচ খেলে ২৩৯৭ রান করেছেন ট্রাভিস হেড। চলুন ও ডি আই ক্রিকেটে ট্রাভিস হেড-এর পরিসংখ্যান জেনে আসি..
ওডিআই ক্রিকেটে ট্রাভিস হেড-এর ব্যাটিং পরিসংখ্যান
মোট ম্যাচ | ৬৫ |
মোট রান | ২৩৯৭ |
সর্বোচ্চ | ১৫২ |
গড় | ৪১.৩৩ |
স্ট্রাইক রেট | ১০২.৫৭ |
হাফ সেঞ্চুরি (৫০) | ১৬ |
সেঞ্চুরি (১০০) | ৫ |
ওডিআই ক্রিকেটে ট্রাভিস হেড-এর বোলিং পরিসংখ্যান
ইনিংস | ৩৭ |
উইকেট | ১৮ |
ইকোনমি | ৫.৬৯ |
সেরা বোলিং | ২/২১ |
স্ট্রাইক রেট | ৫৮.৫ |
টেস্ট ক্রিকেটে ট্রাভিস হেড-এর পরিসংখ্যান
৭ অক্টোবর, ২০১৮ সালে অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান টেস্ট ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাটে ট্রাভিস হেড এর অভিষেক ঘটে। টেস্ট ম্যাচটি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। ৪৫৪ নাম্বার ক্যাপ দিয়ে তাকে বরন করে নেয়। টেস্টে প্রথম থেকেই অনেক ভালো করে ট্রাভিস হেড। এখন পর্যন্ত ৪৯ ম্যাচ খেলে ৩,১৭৩ রানের স্তুপ বানিয়ে ফেলেছেন। টেস্ট ক্রিকেটে তিনি তার সেরা বোলিং দিয়ে ৪ উইকেট ও নিয়েছেন। চলুন তাহলে টেস্ট ক্রিকেটে ট্রাভিস হেড-এর পরিসংখ্যান জেনে আসি..
টেস্ট ক্রিকেটে ট্রাভিস হেড-এর ব্যাটিং পরিসংখ্যান
মোট ম্যাচ | ৪৯ |
মোট রান | ৩,১৭৩ |
সর্বোচ্চ | ১৭৫ |
গড় | ৪১.৭৫ |
স্ট্রাইক রেট | ৬৪.৭২ |
হাফ সেঞ্চুরি (৫০) | ১৬ |
সেঞ্চুরি (১০০) | ৭ |
টেস্ট ক্রিকেটে ট্রাভিস হেড-এর বোলিং পরিসংখ্যান
ইনিংস | ৩০ |
উইকেট | ১২ |
ইকোনমি | ৩.৫৮ |
সেরা বোলিং | ৪/১০ |
স্ট্রাইক রেট | ৫৪.৩৩ |
ট্রাভিস হেড আইপিএল (IPL)
প্রতিপক্ষের জন্য এক ভয়ংকর তান্ডবের নাম ট্রাভিস হেড। এই মারকুটে অলরাউন্ডার বোলিং, ব্যাটিং দুটোতেই সেরা। ম্যাচের মোড় ঘুড়িয়ে ফেলার ব্যাপারে ট্রাভিস হেড বেশ পটু। অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের হয়ে টেস্ট, ও ডি আই, টি-টোয়েন্টি সব জায়গায় ই সফল হয়েছেন।
আন্তর্জাতিক ক্রিকেট বাদে লীগের খেলার নাম নিতে গেলে সবচেয়ে বড় আসর জমে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএল (IPL) এ। বড়-বড় সব দৃষ্টিনন্দন খেলোয়াড়রা সেখানে চান্স পায়। ট্রাভিস হেড এর খেলার মান দেখে ২০১৬ সালের ২০শে এপ্রিল, রয়েল চ্যালেন্জার ব্যাঙ্গালুরু ট্রাভিস হেড কে তাদের দলে ভিড়ায়। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ট্রাভিস মুম্বাই ইন্ডিয়ানস এর বিপক্ষ ম্যাচ দিয়ে ট্রাভিস হেড এর আইপিএল অভিষেক হয়। তারপর থেকে একের পর এক দল তাকে তাদের দলে নিয়েছে। সর্বশেষ ২০২৪ সালে সানরাইজ হায়দ্রাবাদের হয়ে খেলেন তিনি।
সালটা ২০২৪, এইতো সেদিনের কথা, ট্রাভিস হেড কি দারুণ ব্যাটিং করলো সানরাইজ হায়দ্রাবাদের হয়ে। হায়দ্রাবাদের খেলা হলেই বুঝতাম আজ একটা ঝড় হবে! সেই ঝড় হলো রানের ঝড়, যা দিয়ে প্রতিপক্ষ দলকে লন্ডভন্ড করে দিবে। ট্রাভিস হেড কে আগে থেকেই চিনতাম, তবে সব থেকে ভালো চিনেছি ২০২৪ এর আইপিএল থেকে। একসময় ডেভিড ওয়ার্নারের খেলা দারুণ উপভোগ করতাম, এখন ট্রাভিস হেড এর খেলা এমন উপভোগ করি।
আইপিএল (IPL) ক্রিকেটে ট্রাভিস হেড-এর ব্যাটিং পরিসংখ্যান
মোট ম্যাচ | ২৫ |
মোট রান | ৭৭২ |
সর্বোচ্চ | ১০২ |
গড় | ৩৬.৭৬ |
স্ট্রাইক রেট | ১৭৩.৮৭ |
হাফ সেঞ্চুরি (৫০) | ৫ |
সেঞ্চুরি (১০০) | ১ |
আইপিএল (IPL) ক্রিকেটে ট্রাভিস হেড-এর বোলিং পরিসংখ্যান
ইনিংস | ৬ |
উইকেট | ২ |
ইকোনমি | ১১.৬৯ |
সেরা বোলিং | ২/৩০ |
স্ট্রাইক রেট | ২৯.০ |
আইসিসি (ICC) র্যাংকিং
খেলার মান এবং পারফরমেন্স এর ভিত্তি করে আইসিসি কর্তৃক প্রত্যেক খেলোয়াড় করে পয়েন্ট দেওয়া হয়, আর এই পয়েন্ট এর বিবেচনায় আইসিসি (ICC) ক্রিকেট সেরা র্যাংকিং নামে একটা তালিকা করা হয়। পয়েন্টের বিবেচনায় সবচে ভালো খেলোয়াড় তালিকার শীর্ষে থাকে।
টি-টোয়েন্টি আইসিসি (ICC) পুরুষদের ক্রিকেট র্যাংকিং এ সর্বোচ্চ ৮৪৪ পয়েন্ট নিয়ে সেরা তালিকার এক নাম্বার স্থান দখল করে রেখেছেন ট্রাভিস হেড।
ট্রাভিস হেড-এর রেকর্ড
অস্ট্রেলিয়া ক্রিকেট দলের একজন মিডল অর্ডার ট্রাভিস হেড । নিজ দেশের হয়ে অসংখ্য ম্যাচ খেলার পাশাপাশি দলের হয়ে তিনি প্রতিনিধিত্ব করেছেনে। তিনি একজন সফল অলরাউন্ডার এবং একজন সফল অধিনায়ক। চলুন জেনে আসি ট্রাভিস হেড-এর সকল অর্জন বা রেকর্ড…
ট্রাভিস হেড- এর ব্যক্তিগত জীবন
খুব ছোটবেলা থেকেই হেড ক্রিকেট শুরু করেন। নিজের কলেজের একটা টুর্নামেন্ট থেকে হেড এর ক্রিকেট শুরু। সময় গিয়েছে হেড ও অপ্রাপ্ত বয়স থেকে পরিনত হয়েছেন। খেলার মান ও পরিবর্তন হয়েছে। আন্তর্জাতিক ক্যারিয়ারে হেড এর সফলতা আমরা তো সবাই জানি। বোলারের বুকে কাঁপন ধরিয়ে দেন এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডার। পরবর্তীতে ২০২৩ সালের এপ্রিল মাসে জেসিকা ডেভিস এবং ট্রাভিস বিবাহ বন্ধনে আবদ্ধ হোন। হেড এর একটি কন্যা সন্তান রয়েছে, যার নাম মিলা।
২৮ বছর বয়সী এক যুবক অস্ট্রেলিয়ান ক্রিকেট একাদশে চূড়ান্ত খেলোয়াড়ের স্থান দখল করার জন্য উসমান খাজার কাছ থেকে একটি চ্যালেঞ্জের দিকে তাকিয়েছিলেন। গ্রীষ্মের শুরুতে থেকে অনেকদিন ট্রাভিস হেড এভাবে অপেক্খায় থাকার কারণে হুইলি বিন ডাকনাম তৈরি করেছেন।হুইলি বিন এর অর্থ যার কোন সন্দেহ নেই, যার আত্মবিশ্বাস বেশি।
আমাদের সাথে থাকুন।
স্বাধীন স্পোর্টস (Sadhin Sports)