ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হলান্ড এর সাথে টেক্কা দিয়ে বর্তমান ফুটবলের-
সর্বোচ্চ ২য় মার্কেট ভ্যালু ক্যারি করা খেলোয়াড়ের নামটা অনেকের ই অজানা! কেউ বলবে মেসি আবার কেউ-কেউ নেইমার, এমবাপ্পে এবং রোনালদোর নামটাই তুলে ধরবে। অথচ এসব বড় বড় তারকা তার বাজার মুল্যের কাছে কিছু ই না! সর্বোচ্চ ২য় মার্কেট ভ্যালু ক্যারি করা ছেলেটার নাম ‘ভিনি, ভিনিসিয়াস জুনিয়র’ ২৪ বছর বয়সি এই তারকা- ভিনিসিয়াস জুনিয়র মার্কেট ভ্যালু বর্তমানে €180.00m ইউরো। €180.00m ইউরোতে বিক্রি হয়ে এই আসরের সর্বোচ্চ ২য় দামী খেলোয়াড়ের খাতায় নিজের নাম লিখিয়েছেন।
ভিনিসিয়াস জুনিয়র জাতীয় দলের গোল
১২ ই জুলাই, ২০০০ সালে ব্রাজিলের সাও গনসালো শহরে ভিনিসিয়াস জুনিয়র জন্মগ্রহণ করেন।
৩০ শে অক্টোবর, ২০১৫ সালে ব্রাজিল U15 দলের হয়ে ভিনিসিয়াস জুনিয়রের জাতীয় দলে অভিষেক হয়। একের পর এক গোল করে নিজেকে নিয়ে গিয়েছেন সেরাদের লিস্টে। চলুন তাহলে জাতীয় দলে ভিনিসিয়াসের গোল সম্পর্কে জেনে আসি..
জাতীয় দলের গোল
দল | ম্যাচ | গোল |
ব্রাজিল | ৩৩ | ৫ |
ব্রাজিল U20 | ৪ | ০ |
ব্রাজিল U17 | ১৯ | ১৭ |
ব্রাজিল U15 | ৬ | ৬ |
ইন্টারন্যাশনাল প্রতিযোগিতামুলক ম্যাচ
নাম | ম্যাচ | গোল |
ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ | ১২ | ১ |
ওয়ার্ল্ডকাপ কোয়ালিফাই | ১০ | ১ |
কোপা আমেরিকা | ৭ | ২ |
ওয়ার্ল্ড কাপ | ৪ | ১ |
ভিনিসিয়াস জুনিয়র ক্লাব গোল
বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে ভিনিসিয়াস জুনিয়র অন্যতম। ৩০ শে অক্টোবর, ২০১৫ সালে ব্রাজিল U15 দলের হয়ে ভিনিসিয়াস জুনিয়রের জাতীয় দলে অভিষেক হয়। অভিষেকের পর লা লিগা ক্লাব রিয়াল মাদ্রিদের সাথে চুক্তি করে ক্লাব ক্যারিয়ার শুরু করেন। সব জায়গায় নিজের প্রতিভার দারুণ পরিচয় দিয়েছেন।
ক্লাবের গোল
ক্লাব | ম্যাচ | গোল |
রিয়াল মাদ্রিদ | ২৬৯ | ৮৪ |
ফ্লামেঙ্গো | ৬৮ | ১৪ |
আর এম কাস্টিলা | ৫ | ৪ |
লীগের গোল
লীগের নাম | ম্যাচ | গোল |
লা লিগা | ১৮০ | ৫০ |
উয়েফা চ্যাম্পিয়ন লীগ | ৫৬ | ২১ |
সেরি এ | ৩৭ | ৭ |
কোপা দেল রে | ২০ | ৬ |
সুপারকোপা | ৮ | ৪ |
কোপা সুদামেরিকানা | ৭ | ১ |
কোপা দো ব্রাজিল | ৬ | ০ |
ক্যারিওকা (তাকা রিও) | ৬ | ১ |
ক্যারিওকা (তাকা গুয়ানাবারা) | ৬ | ৩ |
লিবার্টাডোরস | ৫ | ২ |
2a B | ৫ | ৪ |
ক্লাব বিশ্বকাপ | ৩ | ৩ |
উয়েফা সুপার কাপ | ২ | ০ |
প্রাইম লিগা দো ব্রাজিল | ১ | ০ |
ক্যাম্পেওনাতো ক্যারিওকা | ১ | ০ |
ভিনিসিয়াস জুনিয়রের রেকর্ড
ব্রাজিলিয়ান তারকার ভিনিসিয়াস জুনিয়র ব্যক্তিগতভাবে মোটামুটি ছোট-বড় মিলিয়ে বেশ অনেকগুলো পুরস্কার অর্জন করেছেন, যার মধ্যে ২০১৭ সালে দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের সেরা- খেলোয়াড় হওয়ার পাশাপাশি শীর্ষ গোলদাতার জন্য ভিনিসিয়াস জুনিয়র অন্যতম। দলগতভাবে, ভিনিসিয়াস জুনিয়র এ পর্যন্ত ৫টি বড় বড় শিরোপা জয়লাভের কৃতিত্ব অর্জন করেছেন। যার ব্রাজিলের হয়ে ২টি শিরোপা এবং রিয়াল মাদ্রিদের হয়ে ৩টি শিরোপা জয়লাভ করেছেন। নিচে ভিনিসিয়াসের অর্জনগুলো তুলে ধরা হলো..
ভিনিসিয়াস জুনিয়র গোল্ডেন বল
ব্রাজিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়রের প্রাপ্তির থলিতে অনেক রকম অর্জনে ভরপুর থাকলেও গোল্ডেন বল না পাওয়ার শুণ্যতা বয়ে বেড়াচ্ছিল অনেক দিন ধরেই, সেই আক্ষেপ ও ঘুচিয়েছে কিছু দিন আগে। ক্লাব বিশ্বকাপে ভিনিসিয়াস দুই ম্যাচে করেছেন তিন গোল এবং পাশাপাশি একটা অ্যাসিস্ট। এমন অসাধারণ যাদুকরী খেলা দেখিয়ে ক্লাব বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জিতলেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। গোল্ডেন বল জিতে দেওয়ায় নিজের নামের পাশে লিখে নিলেন আরেক ইতিহাস।
ভিনিসিয়াস জুনিয়র কোন দলে খেলেন
ভিনিসিয়াস জুনিয়র যাকে আমরা ভিনি নামেই বেশি চিনি।
২৪ বছর বয়সি এই খেলোয়াড় ৩০ শে অক্টোবর, ২০১৫ সালে ব্রাজিল U15 দলের হয়ে জাতীয় দলে অভিষেক হয়। ভিনিসিয়াস জুনিয়র ব্রাজিল এবং স্পেন দুই দেশের নাগরিক হলেও ভিনি মুলত ব্রাজিলিয়ান ফুটবল তারকা। ভিনিসিয়াস ব্রাজিল জাতীয় দলের একজন লেফট উইংগার এট্যাকিং খেলোয়াড়। জাতীয় দলের সেরা খেলোয়াড়দের তালিকা করলে তাদের মধ্যে ভিনি অন্যতম। জাতীয় দল বাদে ক্লাবে ভিনিসিয়াস জুনিয়র বর্তমানে রিয়াল মাদ্রিদের সাথে চুক্তিতে আছেন। ড্রিবলিং এর জাদুতে মাতওয়ারা করছেন ক্লাব সংশ্লিষ্ট, সতির্থ এবং ফ্যানদের।
ভিনিসিয়াস জুনিয়র বয়স
ভিনিসিয়াস জুনিয়র। যার পুরো নাম- ভিনিসিয়াস জোসে পাইক্সাও ডি অলিভেরা জুনিয়র। ১২ ই জুলাই, ২০০০ সালে ব্রাজিলের সাও গনসালো শহরে জন্মগ্রহণ করেন। ভিনিসিয়াস জুনিয়র সাধারনভাবে ভিনিসিয়াস বা ভিনি নামেই বেশি পরিচিত। ভিনিসিয়াস জুনিয়র একজন পেশাদার ব্রাজিলিয়ান ফুটবল খেলোয়াড়। বিশ্বের নামী-দামী সব খেলোয়াড়দের তালিকায় তার নামটাও থাকে। বিশ্বের অন্যতম এই সেরা ফুটবল খেলোয়াড় তার গতি এবং ড্রিবলিং ক্ষমতার জন্য বেশি পরিচিত। ভিনিসিয়াসের বর্তমান বয়স- ২৪ বছর।
ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের হয়ে কত ম্যাচ খেলেছে
২০১৭ সালে ব্রাজিলের জাতীয় দলে ভিনিসিয়াস জুনিয়র ডেবু করেন।
নিজের খেলার সৌন্দর্য দিয়ে সবাইকে মুগ্ধ করেন ভিনিসিয়াস। তারপর রিয়াল মাদ্রিদে যোগদান করেন। রিয়াল মাদ্রিদে যোগদানের পরে নিজেকে আরো বড় পরিসরে প্রেজেন্ট করেছেন। বর্তামানেও ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের হয়েই খেলছেন। রিয়াল মাদ্রিদের ক্যাস্টিলা এবং রিয়াল মাদ্রিদের (মুল দল) হয়ে মোট- ২৭৪ ম্যাচে ৮৮ গোল।
রিয়াল মাদ্রিদ
ম্যাচ | গোল | এসিস্ট |
২৬৯ | ৮৪ | ৭৮ |
রিয়াল মাদ্রিদ (ক্যাস্টিলা)
ম্যাচ | গোল | এসিস্ট |
৫ | ৪ | ১ |
ভিনিসিয়াস জুনিয়র ইনজুরি
ভিনিসিয়াস জুনিয়রের খেলার মান দারুণ হলেও বেশিরভাগ সময়ে তাকে মাঠের বাহিরে দেখা যায়।
ইচ্ছে করে খেলে না ব্যাপারটা এমন না! বিভিন্ন সময়ে নানা রকম ইনজুরিতে আক্রান্ত হয়ে অনেক লং- সময় মাঠের বাহিরে থাকা লাগে ভিনিসিয়াস জুনিয়রের। চলুন ভিনিসিয়াস জুনিয়র- এর ইনজুরি সম্পর্কে বিস্তারিত জেনে আসি..
সাল | আঘাত | থেকে | পর্যন্ত | দিন | গেইম মিস |
২০২৩/২৪ | উরুর পেশি ছিড়ে যাওয়া | ১৮ই নভেম্বর ২০২৩ | ১ জানুয়ারি, ২০২৪ | ৪৪ দিন | ৮ |
২০২৩/২৪ | হামস্রিং পেশিতে আঘাত | ২৬ শে আগস্ট, ২০২৩ | ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ | ৩১ দিন | ৬ |
২০২২/২৩ | হাঁটুর সমস্যা | ২৪ শে মে, ২০২৩ | ২৭ শে মে, ২০২৩ | ৩ দিন | ২ |
২০২১/২২ | করোনা ভাইরাস | ২৯ শে ডিসেম্বর, ২০২১ | ৭ জানুয়ারি, ২০২২ | ৯ দিন | ২ |
২০২০/২১ | অন্ত্রের ভাইরাস | ১৯ শে ডিসেম্বর, ২০২০ | ২২ শে ডিসেম্বর, ২০২০ | ৩ দিন | ১ |
২০১৮/১৯ | হাঁটু মাংসপেষি ছেঁড়া | ৬ মার্চ, ২০১৯ | ৩ মে, ২০১৯ | ৫৮ দিন | ১১ |
ভিনিসিয়াস জুনিয়র বউ
প্রত্যেকটা খেলোয়াড়ের সম্পর্কে আলোচনা করলে সামান্য হলেও তার ব্যক্তিগত জীবন উঠে আসবেই। সেই দিক থেকে ভিনিসিয়াস জুনিয়র ও তাদের ব্যতিক্রম না। ২০১৯ সালে ভিনিসিয়াস তার বান্ধবী জুলিয়া মাজালির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। জানা গেছে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েঞ্চার জুলিয়া মাজালি এবং ভিনিসিয়াস জুনিয়র নিজেদের মধ্যে আংটি বদল ও করে ফেলেছেন। যদিওবা তারা এই কথাটা স্বীকার করেননি, সম্পর্কটা গোপন রাখতেই তারা বেশি পছন্দ করেন।
ভিনিসিয়াস জুনিয়র-এর সংক্ষিপ্ত জীবনী
১২ ই জুলাই, ২০০০ সালে ব্রাজিলের সাও গনসালো শহরে ভিনিসিয়াস জুনিয়র জন্মগ্রহণ করেন।
খুব অল্প বয়সেই ব্রাজিলের জাতীয় দলে ডাক পেয়েছেন। ভিনিসিয়াস ড্রিবল এর জন্য সেরা। মেসি, রোনালদো, নেইমারের মতো হালের বড় বড় প্লেয়াররা যার ড্রিবলিঙে কপোকাত তিনি হলেন ভিনিসিয়াস জুনিয়র। দু’পায়ের মধ্যে বল রেখে কি দারুণ ড্রিবলিঙ করেন! আহ্! দেখলেই শান্তি লাগে। ভিনিসিয়াস জুনিয়র উচ্চতা- ৫ ফুট, ৯+ ইঞ্চি। তিনি একজন এট্যাকিং খেলোয়াড়। বর্তমানে জাতীয় দল ব্রাজিল এবং রিয়াল মাদ্রিদ ক্লাবের সাথে যুক্ত আছেন। তিনি একজন সফল ফুটবল খেলোয়াড়। বৈবাহিক অবস্থার কথা না জানালেও মুলত তিনি বিবাহিত।
আজকের আর্টিকেলে ভিনিসিয়াস জুনিয়র মার্কেট ভ্যালু এবং অন্যান্য সকল বিষয় নিয়ে আলোচনা করা হলো। আপনাদের আরো কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে তা জানাতে পারেন।
ভিনিসিয়াস জুনিয়র একজন রোমান ক্যাথলিক।
তিনি রোমানীয় ধর্মের অনুসারী।
ভিনিসিয়াস জুনিয়র এর বর্তমান বেতন €180.00m ইউরো।
আমাদের সাথে থাকুন।
স্বাধীন স্পোর্টস (Sadhin Sports)