একটি আন্তর্জাতিক পর্যায়ের খেলার নাম টেবিল টেনিস। বিশ্বের অধিকাংশ ক্রীড়াবীদরা এই খেলাকে জনপ্রিয় খেলা হিসেবে বিবেচিত করেছেন। আমরা প্রায় সকলেই এই টেবিল টেনিস খেলা সম্পর্কে জানলেও বিভিন্ন বিষয়ে হয়তো তেমন জানিনা! চলুন তাহলে টেনিস খেলার সময় কত মিনিট সে সম্পর্কে জেনে আসি..
মুলতঃ টেবিল টেনিস খেলার নিদিষ্ট ধরাবাঁধা কোনো নিয়ম নেই। টেবিল টেনিস খেলার সময় কত মিনিট হবে তা নির্ভর করে খেলাটা কত পয়েন্টের উপর হবে সেটার উপর বিবেচনা করে। একটু উদাহরণ দিয়ে বোঝায়। মনে করুন; যদি প্রতি গেইম ১৬ পয়েন্টের হয়, অর্থাৎ গেইমটা শেষ হবে ১১.৫ পয়েন্টে, তাহলে এই গেইমটি খেলা চলবে ৩ থেকে ৭ মিনিট। আবার যদি প্রতি গেইম ২৪ পয়েন্টের হয়, তাহলে এই গেইমটি চলবে ৫ থেকে মিনিট সময় পর্যন্ত। উপরের আলোচনা থেকে বোঝা যায় টেবিল টেনিসের খেলা গড়ে ৫ থেকে ৬ মিনিট স্থায়ী পায়।
টেনিস খেলার নিয়ম
বিশ্ব মঞ্চে আনন্দদায়ক ও জনপ্রিয় একটি খেলার নাম ‘টেবিল টেনিস’। ১৯ শতকে ইংল্যান্ড এই খেলার আবির্ভাব ঘটায়। আবির্ভাবের পর থেকে আস্তে আস্তে টেবিল টেনিস বেশ জনপ্রিয়তা পায়।
ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন যে খেলার নাম ই বলেননা কেন, সব খেলার ই একটা নিদিষ্ট নিয়ম থাকে। টেবিল টেনিস খেলার ও কিছু নিয়ম আছে। চলুন সেগুলো জেনে আসি..
খেলা শুরু করার জন্য প্রথম একজন খেলোয়াড় বল হাতে নিয়ে টেবিলের কোনায় দাঁড়ায়। এবং কোনো রকম স্পিন ছাড়া বলটিকে ৬.৩ ইঞ্চি উচ্চতায় প্রতিপক্ষের দিকে নিক্ষেপ করে। বলটি জালে আটকানো বাদেই প্রতিপক্ষের কোটের মধ্যে ফেলতে হয়। খেলা চলাকালীন বলটিকে অবশ্যই শেষের দাগের পেছনে এবং টেবিলের মধ্যে রাখতে হয়। জামা-কাপড় বা শরীর দিয়ে বলকে কোনোভাবে প্রতিহত করা যাবে না। কোনো রকম ভুল হলে আম্পায়ার সতর্ক করলে সেই ভুল দ্বিতীয়বার করা যাবে না। কোনো প্লেয়ারের হাত ভসকে বলটা বের হওয়া অথবা জালে আটকে বলটা থেমে যাওয়ার আগ পর্যন্ত এভাবে খেলা চালিয়ে যেতে হবে।
টেবিল টেনিস-এর স্কোর কিভাবে নির্ধারন হয়
খেলা মুলত মনের আনন্দ এবং শারীরিক ব্যায়াম। তবে বর্তমানে আমরা প্রতিযোগিতা করে এই খেলাগুলো আরো উন্নত পর্যায়ে নিয়ে গেছি।
প্রতিযোগিতার জন্য এই খেলার মধ্যে স্কোর বা পয়েন্ট থাকে। পয়েন্টের বিবেচনায় একজন খেলোয়াড় নিজেকে সেরা হিসেবে তুলে ধরতে পারে। সব ধরনের খেলার ই পয়েন্ট নির্ধানের সিস্টেম ব্যতিক্রম!
আজকে আমরা টেবিল টেনিস-এর স্কোর কিভাবে নির্ধারন হয় তা জেনে নেবো..
স্কোর বা পয়েন্ট
টেবিল টেনিস-এর টেবিল
খেলার জগতের অধিকাংশ খেলাগুলো ই মাঠে খেলা হয়। শুধুমাত্র টেবিল টেনিসটা টেবিলের উপর খেলা হয়।
দু’দলের খেলোয়াড়রা দু’পাশে থাকে। এবং মুল খেলাটি টেবিলের উপর পরিচালনা হয়।
টেবিল টেনিস-এর টেবিল ৯ ফুট (২.৭৪ মিটার) লম্বা হতে হয়। ৫ ফুট (১.৫২৫ মিটার) চওড়া এবং ২.৫ ফুট (৭৬ সেমি) উঁচু হবে। এই টেবিলগুলো কাঠ, স্ট্রিল বা শক্ত কংক্রিট জাতীয় হয়ে থাকে। ইনডোর, আউটডোর যে কোনো জায়গায় সহজেই স্থানান্তরিত করা যায়।
টেবিল টেনিস-এর বল
ফুটবল, ক্রিকেট এমনকি টেবিল টেনিস সহ অন্যান্য সব খেলাগুলো গোল বল দিয়ে খেলা হয়। এসব বলগুলোর একটা নিদিষ্ট মাপ থাকে। টেবিল টেনিস-এর বল টা দেখতে ক্রিকেট বলের মতো মনে হলেও মাপের দিক দিয়ে ভিন্ন।
আন্তর্জাতিক নিয়ম অনুসারে ২.৭ গ্রাম ওজন এবং ১.৫৭ ইঞ্চি ব্যাস বিশিষ্ট একটি গোল বল দিয়ে টেবিল টেনিস খেলা হয়। তবে শুরুর দিকে ১.৫০ ইঞ্চি ব্যাস বিশিষ্ট বল দিয়ে খেলা হতো। টেবিল টেনিস-এর বলগুলো রঙিন, সাদা, কমলা এবং ম্যাট কালারের হয়ে থাকে যেনো টেবিলের উপর খুব সহজেই চোখে পড়ে। বর্তমানে বাজারে বিক্রেতারা এক বলকে কয়েক শ্রেনীর বানিয়ে বিক্রি করে। এজন্য আন্তর্জাতিক পর্যায়ে ITTF এর অনুমোদনকৃত বল দিয়ে খেলা পরিচালনা করা হয়।
টেবিল টেনিস-এর ব্যাট ধরার নিয়ম
টেবিল টেনিস খুবই জনপ্রিয় একটি খেলা। বর্তমানে আন্তর্জাতিক পর্যায়ের খেলাগুলোর মধ্যে টেবিল টেনিসও জায়গা করে নিয়েছে। টেবিল টেনিস-এর ব্যাটগুলো একটু ছোটো-ছোটো, এজন্য খেলার সময়ে খেলতে গেলে কিছু কৌশল অবলম্বন করে ব্যাট ধরতে হয়। চলুন সে সম্পর্কে জেনে আসি..
২ ভাবে টেবিল টেনিস-এর ব্যাট ধরা হয়-
পেনহ্যান্ড
কলম বা লেখার যন্ত্র যেভাবে ধরা হয় সেভাবেই পেনহ্যান্ড স্টাইলে টেবিল টেনিসের ব্যাট ধরা হয়।
তিন আঙুল পাশে এবং অবশিষ্ট দুই আঙুল দুই পাশে এমনভাবে ধরা হয় ব্যাট সহজে হাত থেকে নড়েনা। পেনহ্যান্ড দিয়ে মুলত সামনের দিকের বলগুলো খুব সুন্দরভাবে সার্ভিস দেওয়া যায়।
শেকহ্যান্ড
কারো সাথে হ্যান্ডশেক বা ব্যাডমিন্টন ব্যাট ধরার মতো করে টেবিল টেনিস-এর ব্যাট ধরাকে শেকহ্যান্ড বলে।
শেকহ্যান্ড স্টাইলে ব্যাট ধরে হাতকে ৯০ ডিগ্রি এ্যাংগেলে ঘোরানো যায়। এবং এই স্টাইলে খেললে প্রতিপক্ষের নাক বরাবর বল নিক্ষেপ করা যায়। যা প্রতিপক্ষের জন্য খুবই বিবৃতকর পরিস্থিতি তৈরি করে।
টেবিল টেনিস-এর স্ট্রোক বা আঘাত
প্রতিপক্ষকে ঘায়েল করতে গেলে বিভিন্ন রকম আঘাত করার কৌশল জানা থাকা জরুরি।
এট্যাকিং এর বিভিন্ন কৌশল থাকলেও সাধারণত ২ ভাবে প্রতিপক্ষলে ঘায়েল করা হয়।
(১) আক্রমনাত্মক আঘাত
(২) প্রতিরক্ষামূলক আঘাত
কয়েকজন টেবিল টেনিস খেলোয়াড়ের পরিসংখ্যান
ফুটবল, ক্রিকেটের খেলোয়াড়দের মতো করে টেবিল টেনিস খেলোয়াড়দের আমরা হয়তো সেরকম চিনিনা।
এজন্য এই অধ্যায়ে আমরা কিছু খেলোয়াড় এবং তাদের পরিসংখ্যান তুলে ধরছি-
নাম | লিঙ্গ | দেশ | অলিম্পিক বিজয়ী | বিশ্বচ্যাম্পিয়ন-শীপ বিজয়ী | বিশ্বকাপ বিজয়ী |
জান – ওফ ওয়াল্ডনার | পুরুষ | সুইডেন | ১৯৯২ | ১৯৮৯ ও ১৯৯৭ | ১৯৯০ |
দেং ইয়াপিং | মহিলা | চীন | ১৯৯২ ও ১৯৯৬ | ১৯৯১, ১৯৯৫ ও ১৯৯৭ | ১৯৯৬ |
লিও গুওলিয়াং | পুরুষ | চীন | ১৯৯৬ | ১৯৯৯ | ১৯৯৬ |
ওয়াং নান | মহিলা | চীন | ২০০০ | ১৯৯৯, ২০০১ ও ২০০৩ | ১৯৯৭, ১৯৯৮, ২০০৩ ও ২০০৭ |
কং লিংহুই | পুরুষ | চীন | ২০০০ | ১৯৯৫ | ১৯৯৫ |
ঝাং ইয়িং | মহিলা | চীন | ২০০৪ ও ২০০৮ | ২০০৫ ও ২০০৯ | ২০০১, ২০০২, ২০০৪ ও ২০০৫ |
ঝাং জিক | পুরুষ | চীন | ২০১২ | ২০১১ ও ২০১৩ | ২০১১ ও ২০১৪ |
লি জিয়াওক্সায়া | মহিলা | চীন | ২০১২ | ২০১৩ | ২০০৮ |
ডিং নিং | মহিলা | চীন | ২০১৬ | ২০১১, ২০১৫ ও ২০১৭ | ২০১১ ও ২০১৪ |
মা লং | পুরুষ | চীন | ২০১৬ ও ২০২০ | ২০১৫, ২০১৭ ও ২০১৯ | ২০১২, ২০১৫ ও ২০২৪ |
ফ্যান ঝেনডং | পুরুষ | চীন | ২০২৪ | ২০২১ ও ২০২৩ | ২০১৬, ২০১৮, ২০১৯ ও ২০২০ |
টেবিল টেনিস সম্পর্কে একটু তথ্য
১৯ শতকে ইংল্যান্ড শহরে টেবিল টেনিস খেলার প্রচলন শুরু হয়। পরবর্তীতে এখন পুরো বিশ্বে কমবেশি টেবিল টেনিস-এর খেলোয়াড় রয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে টেবিল টেনিস-এর বিভিন্ন প্রতিযোগিতা রয়েছে। সেগুলো হলো-
এরকম অনেক আন্তর্জাতিক প্রতিযোগিতার মাধ্যমে টেবিল টেনিস এখন বিপুল জনপ্রিয়তা পেয়েছে।
টেবিল টেনিস একক এবং টীম বানিয়েও খেলা যায়। আইটিটিএফ (ITTF) টেবিল টেনিসকে নিয়ন্ত্রণ করে।
আজকের আর্টিকেলে টেনিস খেলার সময় কত মিনিট তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো। আরো কিছু জানার থাকলে কমেন্টর মাধ্যমে আমাদের কে তা জানাতে পারেন।
টেবিল টেনিস-এর নেটটি ১৫.২৫ সেমি উঁচু এবং ৬ ফুট প্রস্থ হবে, এবং টেবিলের পাশের দিকে ১৫.২৫ সেমি প্রসারিত হবে। প্রতিটি প্রান্তে সংযুক্ত একটি কর্ড দ্বারা নেটটি সাসপেন্ড করা হয়।
১৭৮৯ সালের ২০ শে জুন ফরাসি থার্ড এস্টেটের সদস্যরা জিন জোসেফ মুনিরের সাথে মিলে একটি টেনিস কোর্ট খেলার আয়োজন করেছিলেন। কিন্তু তাদের ব্রত ‘রাজ্যের সংবিধান’ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত যেখানে প্রয়োজন সেখানে খেলা শুরু না হওয়ায় তারা পুনরায় একত্রিত হওয়ার জন্য ‘ফরাসি বিপ্লবের’ মতো একটি গুরুত্বপূর্ণ ঘটনার মতো শপথ গ্রহণ করে।
আমাদের সাথে থাকুন।
স্বাধীন স্পোর্টস (Sadhin Sports)