ক্রিকেট অঙ্গনে সবচেয়ে ইন্টারেস্টিং ফরম্যাট হলো টি-টোয়েন্টি। অল্প সময়ের মধ্যে খেলা শেষ, মাত্র ২০ ওভার।
এজন্য সব বয়সী মানুষ টি-টোয়েন্টি ফরম্যাটটা একটু বেশিই পছন্দ করে থাকেন। টেস্ট এবং ওডিআই ক্রিকেটে খেলোয়াড় মাঠে এসে নিজেকে সেট করতে অনেকটা সময় ব্যায় করে ফেলে! সময়ে খরচের সেই সুযোগ টি-টোয়েন্টি ক্রিকেটে নেই। ক্রিজে এসে দাড়িয়ে থাকার কোনো সুযোগ নেই অর্থাৎ আসো এবং মারো। আজকের আর্টিকেলে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান এবং সর্বোচ্চ ছক্কা নিয়ে আলোচনা করবো। একটু সময় দিয়ে আমাদের সাথে থেকে, ধৈর্য্য সহকারে পুরো আর্টিকেলটি পড়ুন।
টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান (পুরুষ)
ব্যাট হাতে মাঠে নামলেই সব খেলোয়াড় ই রান সংগ্রহ করতে ব্যাকুল থাকে। একটু একটু করে নিজের নামের পাশে করে ফেলেন হাজার হাজার রানের স্তুপ। সর্বোচ্চ রান সংগ্রাহকদের নাম বলতে গেলে অনেকের নাম উঠে আসবে। এত মানুষের আলোচনা করতে গেলে আর্টিকেলটি অনেক বড় হয়ে যাবে। এজন্য সর্বোচ্চ ৩জন অর্থাৎ- সর্বোচ্চ ১ নাম্বার রান সংগ্রাহক৷ দ্বিতীয় এবং তৃতীয়। এই তিনজন খেলোয়াড়কে নিয়ে সামান্য একটু আলোচনা করবো ইনশাআল্লাহ। চলুন তাহলে শুরু করি..
সর্বোচ্চ রান সংগ্রহ করা ১ নাম্বার খেলোয়াড় ‘রোহিত শর্মা’
টি-টোয়েন্টি (পুরুষ) ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড এখন অবধি ধরে রেখেছেন ইন্ডিয়া ক্রিকেট দলের অন্যতম সেরা খেলোয়াড় রোহিত শর্মা। বয়সের ভারে চুলে পাক ধরলেও ব্যাট হাতে এখনো টগবগে যুবক। ১৫৯ ম্যাচ খেলে ৪২৩১ রান করেছেন টপ স্কোরার রোহিত শর্মা। যার মধ্যে রয়েছে ৩৮৩ টি চার (৪) এবং ২০৫ টি ছক্কা (৬)।
আরো পড়ুন: রোহিত শর্মার রেকর্ড
সর্বোচ্চ রান সংগ্রহ করা ২ নাম্বার খেলোয়াড় ‘বিরাট কোহলি’
টি-টোয়েন্টি (পুরুষ) ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড এ দ্বিতীয় স্থানে আছে আরেক ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। ঠান্ডা মাথার শট এবং বুঝেশুনে খেলার জন্য বিরাট কোহলি বেশ পটু। ক্রিকেট অঙ্গনে নিজের সর্বোচ্চটা দিয়ে নিজেকে নিয়ে গিয়েছেন হিমালয়ের উচ্চতায়। ১২৫ ম্যাচ খেলে ৪১৮৮ রান করেছেন এই অগ্নি ঝরা ব্যাটার বিরাট কোহলি। যার মধ্যে রয়েছে ৩৬৯ টি চার (৪) এবং ১২৪ টি ছক্কা (৬)।
সর্বোচ্চ রান সংগ্রহ করা ৩ নাম্বার খেলোয়াড় ‘বাবর আজম’
টি-টোয়েন্টি (পুরুষ) ক্রিকেটের সর্বোচ্চ রানের রেকর্ড এর তৃতীয় স্থানে আছেন পাকিস্থানের বাবর আজম। বাবর আজম এর ফর্ম দেখে অনেকেই তাকে ওয়ান ম্যান আর্মি বলে ডাকেন। পাকিস্থানের অধিনায়ক বাবর আজম সতীর্থদের জন্য বিশাল এক ভরসার নাম। অধিনায়কত্ব এবং ব্যাটিং একসাথে দুটি কাজই সফলভাবে পালন করেন তিনি। আইসিসি কর্তৃক সেরা খেলোয়াড় তালিকার তিন ফরম্যাটেই সেরা তিনে ছিলেন বাবর আজম। টি-টোয়েন্টি ক্রিকেটেও তিনি ধরে রেখেছেন নিজের সাফল্য। সর্বোচ্চ রান সংগ্রহ করা খেলোয়াড়দের তৃতীয় স্থানে রয়েছেন এই ব্যাটার। ১২৩ ম্যাচ খেলে রান করেছেন ৪১৪৫। যার মধ্যে রয়েছে ৪৪০ টি চার (৪) এবং ৭২ টি ছক্কা (৬)।
টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান (নারী)
পুরুষদের নিয়ে আলোচনা করবো ভেবেছিলাম। কিন্তু শুধু পুরুষ খেলোয়াড়দের আলোচনা নিয়ে বসে থাকার সময় নেই। বর্তমানে নারী খেলোয়াড়রা ও কোনো অংশে পিছিয়ে নেই। এমনকি পুরুষদের থেকেও অনেক নারী খেলোয়াড় অসম্ভব দারুণ ব্যাটিং করেন। সেই হিসেবে আজকের আর্টিকেলে সর্বোচ্চ রান সংগ্রহ করা তিনজন পুরুষ খেলোয়াড় কে নিয়ে আলোচনা করার পাশাপাশি একজন নারী খেলোয়াড়কে নিয়েও আলোচনা করবো। চলুন সেই একজন সর্বোচ্চ রান সংগ্রহ করা নারী খেলোয়াড় সম্পর্কে একটু জেনে আসি..
সর্বোচ্চ রান সংগ্রহ করা ১ নাম্বার নারী খেলোয়াড় ‘সুজি বেটস’
সুজি বেটস। এই নামটা হয়তো অনেকেরই অজানা। আজ ই হয়তো প্রথম শুনলেন। নিউজল্যান্ড নারী ক্রিকেট দলের জনপ্রিয় একজন খেলোয়াড়ের নাম সুজি বেটস। ১৬ ই সেপ্টেম্বর ১৯৮৭ সালে তিনি জন্মগ্রহণ করেন। সুজি বেটস একজন অলরাউন্ডার। বর্তমানে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহ করা খেলোয়াড়দের তালিকার একদম শীর্ষ রয়েছেন এই অজি ক্রিকেটার। রোহিত, বিরাট এবং বাবরকে পেছনে ফেলে এক নাম্বারে রয়েছেন সুজি বেটস। ১৬৬ ম্যাচ খেলে ৪৪৪০ রান করেছেন তিনি। যার মধ্যে রয়েছে ৪৯৪ টি চার (৪) এবং ৩৪ টি ছক্কা (৬)
সর্বশেষ আপডেট: ৩০/০৯/২০২৪
টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা (পুরুষ)
ক্রিকেট অঙ্গনের সবচেয়ে বেশি আলোচনার বিষয়বস্তু হচ্ছে ছক্কা। যে যত বেশি ছক্কা হাঁকাতে পারেন তার স্বনাম ও তত বেশি। আর বড় ছক্কা হাকালে তো রীতিমতো বনে যান স্টার! এই অধ্যায়ে আমরা সর্বোচ্চ ছক্কা হাঁকিয়ে রেকর্ড করা খেলোয়াড়দের সম্পর্কে একটু জানবো। চলুন তাহলে জেনে আসি সর্বোচ্চ ছক্কা মারা খেলোয়াড় সম্পর্কে।
সর্বোচ্চ ছক্কা মারা ১ নাম্বার খেলোয়াড় ‘রোহিত শর্মা’
টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহ করার পাশাপাশি সর্বোচ্চ ছক্কা হাঁকানোর জন্য শীর্ষ স্থানে রয়েছেন রোহিত শর্মা। রোহিত শর্মা মাঠে নামা মানেই বোলারদের চোখে হতাশা আর গ্যালারী ভর্তি দর্শক মাতানো পারফরম্যান্স। বোলারদের চোখে ছুরি ঘুরি মাঠে নামান ছক্কার বৃষ্টি! উড়ে উড়ে বল যেয়ে পড়ে গ্যালারীতে। ছক্কা হাঁকিয়ে ইতিহাস রচনা করেছেন রোহিত শর্মা। টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১৫৯ ম্যাচে ছক্কা হাঁকিয়েন ২০৫ টা।
সর্বোচ্চ ছক্কা মারা ২ নাম্বার খেলোয়াড় ‘মার্টিন গাপটিল’
নিউজিল্যান্ডের একজন ডানহাতি ব্যাটসম্যান মার্টিন গাপটিল। নিউজিল্যান্ডের জাতীয় দলের উজ্জ্বল এক নক্ষত্র মার্টিন গাপটিল। টানা ১৪ বছর সার্ভিস দিয়েছেন নিউজিল্যান্ড দলকে। ২২ গজের কীর্তিতে যে সব ক্রিকেটার নিজেদেরকে রাঙিয়েছেন মার্টিন গাপটিল তাদের মধ্যে অন্যতম। টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা হাঁকানো খেলোয়াড়দের তালিকার শীর্ষ দ্বিতীয় স্থানে রয়েছেন এই অজি ক্রিকেটার। টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১২২ ম্যাচ খেলে ১৭৩ টি ছক্কা হাঁকিয়েছেন মার্টিন গাপটি।
সর্বোচ্চ ছক্কা মারা ৩ নাম্বার খেলোয়াড় ‘নিকোলাস পুরান’
ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের সেরা ব্যাটারদের মধ্যে অন্যতম নিকোলাস পুরান। ব্যাট হাতে তিনি এক মহাপ্রলয়। ওয়েস্ট ইন্ডিজলর আরেক খেলোয়াড় ক্রিস গেইলের পরে নিকোলাস পুরান সবচেয়ে বেশি জনপ্রিয়। নিকোলাস পুরান ডিপ ইনটু দ্যা ক্রিজে দাড়িয়ে ব্যাট চালান। এজন্য অন্যান্য ব্যাটারদের থেকে ব্যাট চালানোর জন্য তিনি একটু বেশি সময় পান। সেই সময়টুকু ভেবে চিন্তে বিশাল বড় বড় ছক্কা হাঁকাতে পারেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট ক্যারিয়ারে মাত্র ৯৮ ম্যাচ খেলেছেন নিকোলাস পুরান। ৯৮ ম্যাচে ১৪৪ টি ছক্কা মেরে শীর্ষ তৃতীয় স্থানে আছেন নিকোলাস পুরান।
টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা (৬) (নারী)
পুরুষ ক্রিকেটারদের সাথে সংক্ষিপ্ত আকারে নারী ক্রিকেটারদেরকে নিয়েও আজকের আলোচনা করেছি। একটু একটু করে নারী খেলোয়াড়দেরকেও আমাদের সবার চেনা উচিত। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ছক্কা হাকানো তিনজন পুরুষ খেলোয়াড় নিয়ে উপরে আলোচনা করেছি। এখন সর্বোচ্চ ছক্কা হাঁকানো একজন নারী খেলোয়াড় নিয়ে আলোচনা করবো।
সর্বোচ্চ ছক্কা মারা ১ নাম্বার নারী খেলোয়াড় ‘সোফি ডিভাইন’
নিউজিল্যান্ড নারী ক্রিকেট দলের আরেকজন ব্যাটিং অলরাউন্ডার খেলোয়াড়ের নাম সোফি ডিভাইন। ১ সেপ্টেম্বর ১৯৮৯ সালে নিউজিল্যান্ডের ওয়েলিংটন এ জন্মগ্রহণ করেন সোফি ডিভাইন। সোফি ডিভাইন একমাত্র খেলোয়াড় যিনি নিউজল্যান্ডের ক্রিকেট এবং হকি দুজায়গায় সমানভাবে সার্ভিস দিয়ে যাচ্ছেন। এবং দু জায়গায় ই তিনি অধিনায়কত্ব করছেন। টি-টোয়েন্টি ক্রিকেটে তো তার সাফল্য সবাই জানি। নারী খেলোয়াড়দের মধ্যে তিনি সর্বোচ্চ ছক্কা হাঁকিয়ে ইতিহাস রচনা করেছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফরম্যাটে ১৩৭ ম্যাচ খেলে ১১৩ টি ছক্কা মেরেছেন সোফি ডিভাইন।
সর্বশেষ আপডেট: ৩০/০৯/২০২৪
টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ উইকেটে ২৭৮ রান করে ইতিহাসের এক অন্য রেকর্ড গড়েছেন আফগানিস্তান ক্রিকেট দল।
টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান ও ছক্কা হাকানো খেলোয়াড়দের নিয়ে সামান্য ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এই আলোচনার বাহিরে আপনাদের আরো কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে তা জানাতে পারেন।
আমাদের সাথে থাকুন।
স্বাধীন স্পোর্টস (Sadhin Sports)