১৫ ই নভেম্বর ১৯৯৩ সালে আর্জেন্টিনার
ল্যাঙ্গুনা লার্গা, কর্ডোভা শহরে দিবালা জন্মগ্রহণ করেন। ২০১১ সালে আর্জেন্টিনার ইনস্টিটুটো দে কর্ডোভা ক্লাবের হয়ে তার প্রথম ফুটবল জীবন শুরু করেন দিবালা। বর্তমানে দিবালা কোন ক্লাবে খেলে তা হয়তো অনেকেরই অজানা তিনি এ এস রোমা (AS ROMA) ক্লাবের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়।
দিবালার ব্যক্তিগত তথ্য
নাম | দিবালা |
পুরো নাম | পাওলো এক্সকুয়েল দিবালা |
জন্ম তারিখ | ১৫ ই নভেম্বর ১৯৯৩ সাল |
জন্মস্থান | ল্যাঙ্গুনা লার্গা, কর্ডোভা, আর্জেন্টিনা |
উচ্চতা | ৫ ফুট ১০ ইঞ্চি (১.৭৭ মিটার) |
খেলার অবস্থান | এ্যাটাকিং, মিডফিল্ডার, ফরওয়ার্ড এবং উইঙ্গার |
জাতীয়তা | আর্জেন্টিন এবং ইতালি |
জাতীয় দল | আর্জেন্টিনা |
ক্লাব | এস এ রোমা (SA Roma) |
জার্সি নাম্বার | ২১ |
ধর্ম | খ্রিষ্ঠান |
পেশা | ফুটবল খেলোয়াড় |
বৈবাহিক অবস্থা | বিবাহিত |
পাওলো দিবালার মোট গোল সংখ্যা
আর্জেন্টিনা জাতীয় দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় পাওলো দিবালা। ২১ নাম্বার জার্সি নিয়ে তিনি মাঠে নামেন। আর্জেন্টিনা জাতীয় দল এবং বিশ্ব সেরা খেলোয়াড় লিওনেল মেসির পরেই পাওলো দিবালার স্থান। বর্তমানে আর্জেন্টিনা জাতীয় দলের সমস্ত স্ট্রাইকারদের মধ্যে দিবালা অন্যতম একজন স্ট্রাইকার। মেসি, রোনালদো, এমবাপ্পে এবং নেইমারের মতো দিবালার জনপ্রিয়তা অনেক। দিনে তার ফ্যানফ্লোয়ারের সংখ্যা বেড়েই চলেছে।
দিবালার খেলা দেখার জন্য অনেকেই ঘন্টার পর ঘন্টা টিভির সামনে বসে থাকেন। একটা গোল দেখার জন্য মুখিয়ে থাকেন পুরো ৯০ মিনিট সময়। দিবালার খেলা সম্পর্কে সব জানলেও তার মোট গোল সংখ্যা কত তা হয়তো অনেকেরেই অজানা। আজকের আর্টিকেলের এই পর্বে পাওলো দিবালার আন্তর্জাতিক এবং ক্লাবের হয়ে করা মোট গোল সংখ্যা নিয়ে আলোচনা করবো। চলুন তাহলে জেনে আসি পাওলো দিবালার মোট গোল সংখ্যা..
আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে দিবালার মোট গোল পরিসংখ্যান
২০১৫ সালের ১৪ ই অক্টোবর ২১ বছর বয়সে আর্জেন্টিনা জাতীয় দলে চান্স পান দিবালা। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে দিবালার প্রথম ম্যাচ ছিলো কলম্বিয়ার বিপক্ষে। সতীর্থ এক খেলোয়াড়ের বদলি হিসেবে মাঠে নামেন দিবালা। প্রথম ম্যাচে আর্জেন্টনা জয়ের স্বাধ নেয়। সেই থেকে শুরু এখন অবধি আর্জেন্টিনার হয়ে খেলে যাচ্ছেন দিবালা। তবে দিবালার ভাগ্যটা একটু খারাপ! দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়েও দলে জায়গা পান খুবই অল্প সময়ের জন্য। মাঠে নামতে হলে ডি মারিয়া বা মেসির জায়গায় নামতে হয়। যার কারনে সুযোগ কম আসে। তবুও যতটুকু সুযোগ পান সে সময়টুকু খেলে মাতিয়ে তোলেন গ্যালারী ভর্তি দর্শকদের। কথা না বাড়িয়ে চলুন তাহলে আর্জেন্টিনার হয়ে দিবালার গোল পরিসংখ্যান জেনে আসি..
মোট ম্যাচ | ৪০ |
মোট গোল | ০৪ |
এসিস্ট | ০৭ |
হলুদ কার্ড | ০৩ |
রেড কার্ড | ০ |
সর্বমোট গোল | ০৪ |
ক্লাবের হয়ে দিবালার মোট গোল পরিসংখ্যান
২০১১ সালে ইনস্টিটুটো দে কর্ডোভা ক্লাবের হয়ে দিবালা তার ফুটবল ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে জুভেন্টাস, এ এস রোমা, পালেরমো সহ বিভিন্ন ক্লাবের হয়ে খেলেছেন এই স্ট্রাইকার। ক্যারিয়ারের শুরুতে ইনস্টিটুটো দে কর্ডোভা ক্লাবের হয়ে তিনি ৪০ ম্যাচ খেলে ১৭ গোল করেছিলেন। ক্লাব জীবনে দারুন দারুন ম্যাচ খেলেছেন দিবালা। চলুন তাহলে দিবালার ক্লাব গোল পরিসংখ্যান সম্পর্কে জেনে আসি..
ক্লাবের নাম | মোট ম্যাচ | মোট গোল | এসিস্ট |
জুভেন্টাস | ২৯৩ | ১১৫ | ৪৮ |
ইনস্টিটুটো দে কর্ডোভা | ৪০ | ১৭ | ০ |
ইউ এস পালেরমো | ৯৩ | ২১ | ১৬ |
এ এস রোমা | ৮৩ | ৩৫ | ১৮ |
সর্বমোট | ৫০৯ | ১৮৮ | ৮২ |
বিভিন্ন প্রতিযোগিতায় দিবালার গোল সংখ্যা
ক্লাব এবং জাতীয় দল বাদে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে থাকে ফুটবল ফেডারেশন। সে সব প্রতিযোগিতায় দিবালার গোল পরিসংখ্যান অধিকাংশ লোকেরই অজানা। চলুন তাহলে দিবালার প্রতিযোগিতা গোল সংখ্যা জেনে আসি..
খেলার নাম | মোট গোল | মোট ম্যাচ | মোট এসিস্ট |
সেরি এ | ৩২৯ | ১২৪ | ৬৭ |
UEFA চ্যাম্পিয়ন্স লীগ | ৫৩ | ১৮ | ০৩ |
প্রাইমার ন্যাশনাল | ৩৮ | ১৭ | ০ |
ইতালি কাপ | ৩২ | ১৩ | ০৪ |
সেরি বি | ২৮ | ০৫ | ০৬ |
ইউরোপা লীগ | ২১ | ০৭ | ০২ |
সুপাকোপা ইতালিয়ানা | ০৬ | ০৪ | ০ |
রিলিগেশন প্লে-অফ | ০২ | – | ০ |
সর্বমোট | ৫০৯ | ১৮৮ | ৮২ |
জাতীয় দল এবং ক্লাব হয়ে দিবালার সর্বমোট গোল সংখ্যা
নাম | সর্বমোট ম্যাচ | সর্বমোট গোল |
জাতীয় দল | ৪০ | ০৪ |
ক্লাব | ৫০৯ | ১৮৮ |
সর্বমোট | ৫৪৯ | ১৯২ |
দিবালার রেকর্ড বা অর্জন
জাতীয় দলে খুব একটা সুযোগ না পাওয়ার কারনে পাওলো দিবালার রেকর্ড খু্বই কম। তবে রেকর্ড বা অর্জন দিয়ে ভালো খেলোয়াড় বিচার করা যায় না। এসব অর্জনের বাহিরে মাঠের পারফরমেন্স ই বলে দেয় আসলে কে সেরা। দিবালার পায়ে বল থাকলে পায়ের জাদুতে মাতোয়ারা হয়ে যায় পুরো ফুটবল দুনিয়া। শুরুতেই একটা কথা বলেছিলাম যে জাতীয় দলে খুব একটা সুযোগ না পাওয়া দিবালার দূভাগ্য! যতটুকু সময় পেয়েছে তাতেই কিছু রেকর্ড অর্জন করে ফেলেছেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। চলুন তাহলে দিবালার সামান্য অর্জন সম্পর্কে একটু জেনে আসি..
পাওলো দিবালার খেলার স্টাইল
চমৎকার একজন ভদ্র খেলোয়াড় দিবালা। শক্তিশালী এবং নির্ভুল শট খেলার জন্য দিবালা বিখ্যাত। দিবালার আরেকটা গুণ হচ্ছে তিনি দারুন ড্রিবলিং করতে পারেন। আর প্রতিপক্ষ হারানোর ব্যাপারে তো দিবালা একদম অভিঞ্জ। বলের উপর দিবালা পাল্টা আর্কমণ করে খেলার ধরণ ঘুরিয়ে ফেলতে পারেন তিনি। রুক্ষনাত্মক এবং আক্রমনাত্মক খেলার ব্যাপারে তিনি বেশ পটু। সবসময় সতীর্থদের দিকে খেয়াল থাকে দিবালার। ছোট বড় সবাইকে সমানভাবে গুরুত্ব দেন তিনি।
১৯৯৩ সালের পরে জন্মগ্রহণ করা বিশ্বের সব খেলোয়াড়ের থেকে প্রতিশ্রুতশীল এবং তরুন খেলোয়াড় দিবালা। একটা গোল করা পরে তার স্বাক্ষর সেলিব্রেশন দেখার মতো। নিজের অজ্ঞ বা কথা দ্বারা কখনো প্রতিপক্ষ কে তিনি কষ্ট দেন না।
পাওলো দিবালার ব্যক্তিগত জীবন
বিশ্বের ফুটবল খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে সুদর্শন খেলোয়াড়দের তালিকা করা হলে তার মধ্যে শীর্ষ স্থান দখল করে থাকবেন পাওলো দিবালা। এত সুন্দর চেহারা এবং স্টাইলিশ খেলোয়ার আর দ্বিতীয়টি নেই! পাওলো দিবালার শরীরের বেশ কয়েক জায়গায় কয়েকটি ট্যাটু রয়েছে। বাম হাতে দুটি স্ট্রাইপ এবং একটি আরবী ট্যাটু আঁকা রয়েছে দিবালার এবং পায়ে রয়েছে একটি মুকুট আঁকা।
আরো পড়ুন: রোনালদো কত টাকার মালিক
২০১২ সালের ১৩ ই আগস্ট ইউ এস পালেরমোতে যাওয়ার জন্য দিবালা ইতালীর নাগরিত্ব লাভ করেন। দিবালা প্রথমদিকে বাবার দেশ হিসেবে পোলিশ নাগরিত্বের জন্য খুব চেষ্টা করেন। কিন্তু আমলাতন্ত্র খুবই জটিল হওয়ার কারনে তা আর সম্ভব হয়নি। পরবর্তিতে দিবালা আর্জেন্টিনা এবং ইতালির বিভিন্ন ক্লাবের হয়ে তার ফুটবল জীবন শুরু করেন।
পাওলো দিবালার স্ত্রী
সব খেলোয়াড়দের ই প্রেমের সংবাদ শোনা যায়! পাওলো দিবালা তার ব্যতিক্রম নন। ২০১৮ সাল থেকে আর্জেন্টাইন এই খেলোয়াড় ওরিয়ানা সাবাতিনির সাথে প্রেমের সর্ম্পকে মেতে ওঠেন। ওরিয়ানা সাবাতিনি হলেন অভিনেত্রি ক্যাথরিন ফুলোপ এবং অসওয়ান্ডো সাবাতিনির মেয়ে।
দীর্ঘ ছয় বছর প্রেম করার পরে কিছুুদিন আগে , সমস্ত মেয়েদের মন ভেঙে দিয়েছে দিবালা। অর্থাৎ ২০ শে জুলাই ২০২৪ সালে দিবালা এবং ওরিয়ানা সাবাতিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হোন।
আর্জেন্টিনার অন্যতম সেরা খেলোয়াড় দিবালা বর্তমানে ২০ মিলিয়ন ইউরো মার্কেট ভ্যালুতে খেলেন।
এট্যাকিং এবং ফরওয়ার্ড পজিশনে খেলেন পাওলো দিবালা।
এ এস রোমা (AS ROMA) ক্লাবের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় দিবালা।
দিবালা কোন ক্লাবে খেলে তা সহ অন্যান্য সকল বিষয়ে আলোচনা করা হলো। আরো কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে তা জানাতে পারেন।
আমাদের সাথে থাকুন।
স্বাধীন স্পোর্টস (Sadhin Sports)