আন্তর্জাতিক ক্রিকেটে ৫ উইকেট শিকার করা সে তো বিরাট ভাগ্যের ব্যাপার। ব্যাটারদের যেমন সেঞ্চুরি করার স্বপ্ন থাকে, তেমনি বোলারদের স্বপ্ন থাকে উইকেট নেওয়া। আর সেই উইকেট যদি ৫ টা নেওয়া যায় তাহলে তো তা মেঘ না চাইতেই বৃষ্টি পড়ার মতো অবস্থা হয়। আন্তর্জাতিক ক্রিকেটে অনেক বোলার তাদের সেরা বোলিং টা দিয়ে তুলে নিয়েছেন ৫ উইকেট। আমরা অনেকেই হয়তো তাদের নাম জানিনা। আজকের আর্টিকেলে ৫ উইকেট শিকার করা প্লেয়ার সম্পর্কে আলোচনা করবো। আপনারা ধৈর্য্য সহকারে পুরো আর্টিকেলটি পড়ুন।
টেস্ট, ওডিআই এবং টি-টোয়েন্টি আন্তর্জাতিক এই তিন ফরম্যাট এর সেরা ৩জন খেলোয়াড় নিয়ে আলোচনা করবো। যে ৩ জন খেলোয়াড় তাদের ক্যারিয়ারে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন। প্রথমে টেস্ট তারপর ওডিআই এবং সর্বশেষ টি-টোয়েন্টি ক্রিকেটের ৫ উইকেট শিকার করা প্লেয়ারদের নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করবো। চলুন তাহলে শুরু করা যাক..
আন্তজার্তিক টেস্ট ক্রিকেটে ৫ উইকেট শিকার করা তিনজন খেলোয়াড়
টেস্ট ক্রিকেটটা বেশ অনেক বেশি সময়ের জন্য হয়ে থাকে। টেস্ট ক্রিকেটে কোন ওভার নির্ধারণ থাকেনা, এ কারনে টেস্ট ক্রিকেটে ৫ উইকেট শিকার করা তুলনামুলক কিছুটা সহজ। তবে যে ফরম্যাট ই হোক না কেন, ৫ উইকেট নিতে গেলে বোলারের ঘাম ছুটে যায়। এক ম্যাচে ৫ উইকেট নেওয়া আসলেই কষ্টসাধ্য।
টেস্ট ক্রিকেটে ৫ উইকেট নেওয়ার ই অসাধ্য কাজটা খুব সহজে অনেক খেলোয়াড় ই করতে পেরেছে! কিন্তু তার মধ্যে সেরা তিনজন হলেন- মুরালিধরন, শেন ওয়ার্ন এবং রবিচন্দ্র অশ্বিন। চলুন তাহলে তাদের সম্পর্কে স্বল্প পরিসরে জেনে আসি..
আন্তজার্তিক টেস্ট ক্রিকেটে ৫ উইকেট শিকার করা এক নাম্বার প্লেয়ার মুত্তিকা মুরালিধরন
শ্রীলঙ্কার কিংবদন্তি মুত্তিকা মুরালিধরন টেস্টে ১৩৩ টি ম্যাচ খেলে ৮০০ টি উইকেট নিয়েছেন। এই ১৩৩ টি ম্যাচের মধ্যে ৬৭ বার মুরালিধরন ৫ উইকেট নিয়েছেন।
মোট ম্যাচ | ১৩৩ |
মোট উইকেট | ৮০০ |
কতবার ৫ উইকেট শিকার করেছেন | ৬৭ |
আন্তজার্তিক টেস্ট ক্রিকেটে ৫ উইকেট শিকার করা দ্বিতীয় নাম্বার প্লেয়ার শেন ওয়ার্ন
অস্ট্রেলিয়ান অজি ক্রিকেটার শেন ওয়ার্ন টেস্ট ক্রিকেটে মোট ১৪৫ টি ম্যাচ খেলে ৭০৮ টি উইকেট নিয়েছেন। এই ১৪৫ টি ম্যাচের মধ্যে ৩৭ বার তিনি ৫ উইকেট অর্জন করেছেন।
মোট ম্যাচ | ১৪৫ |
মোট উইকেট | ৭০৮ |
কতবার ৫ উইকেট শিকার করেছেন | ৩৭ |
আন্তজার্তিক টেস্ট ক্রিকেটে ৫ উইকেট শিকার করা তৃতীয় নাম্বার প্লেয়ার রবিচন্দ্র অশ্বিন
ভারতের নামকরা বোলার রবিচন্দ্র অশ্বিন টেস্ট ক্রিকেটে মোট ১০২ টি ম্যাচ খেলে ৫২৭ টি উইকেট নিয়েছেন। এই ১০২ টি ম্যাচের মধ্যে শেন ওয়ার্ন এর মতো তিনিওি ৩৭ বার ৫ উইকেট নিয়ে ইতিহাসে নাম লিখিয়েছেন।
মোট ম্যাচ | ১০২ |
মোট উইকেট | ৫২৭ |
কতবার ৫ উইকেট শিকার করেছেন | ৩৭ |
আন্তজার্তিক ওডিআই ক্রিকেটে ৫ উইকেট শিকার করা তিনজন খেলোয়াড়
ক্রিকেটের বড় বড় টুর্নামেন্টগুলো ওডিআই ফরম্যাটে হয়ে থাকে। ৫০ ওভারের এই খেলা ক্রিকেট প্রেমিদের কাছে দারুন জনপ্রিয়। ৫০ ওভারে খেলা হওয়ার কারনে ৫ উইকেট নেওয়ার জন্য বোলাররা কিছুটা সুযোগ পায়। কিন্তু মারকুটে সব ব্যাটারদের তান্ডবের জন্য বোলাররা হিমশিম খেয়ে পড়ে। কিন্তু তবুও গোল বোলের মারপ্যাচের চক্করে অনেক খেলোয়াড় ইতিহাসে তাদের নাম লিখিয়ে ফেলে।
আন্তর্জাতিক ওডিআই ক্রিকেটে ৫ উইকেট শিকার করা তেমনই কিছু ভাগ্যবান খেলোয়াড় রয়েছে, কিন্তু সব বোলারদের মধ্য থেকে সেরা তিনজন খেলোয়াড় হলন- ওয়াকার উইনিস, মুত্তিকা মুরালিধরন এবং শহীদ আফ্রিদি। চলুন তাহলে তাদের সম্পর্কে স্বল্প পরিসরে জেনে আসি..
আন্তজার্তিক ওডিআই ক্রিকেটে ৫ উইকেট শিকার করা এক নাম্বার প্লেয়ার ওয়াকার ইউনিস
পাকিস্থান ক্রিকেটের এক উজ্জল নক্ষত্রের নাম ওয়াকার উইনিস। ওয়াকার ইউনিস ওডিআই ক্রিকেটে মোট ২৬২ টি ম্যাচ খেলে ৪১৬ টি উইকেট নিয়েছেন। এই ২৬২ টি ম্যাচের মধ্যে ১৩ বার তিনি ৫ উইকেট অর্জন করেছেন।
মোট ম্যাচ | ২৬২ |
মোট উইকেট | ৪১৬ |
কতবার ৫ উইকেট শিকার করেছেন | ১৩ |
আন্তজার্তিক ওডিআই ক্রিকেটে ৫ উইকেট শিকার করা দ্বিতীয় নাম্বার প্লেয়ার মুত্তিকা মুরালিধরন
শ্রীলঙ্কার কিংবদন্তি মুত্তিকা মুরালিধরন টেস্টে রেকর্ড এর পাশাপাশি ওডিআই ক্রিকেটেও নিজের দাপট ধরে রেখেছেন। ওডিআই ক্রিকেটে মুরালিধরন ৩৫০টি ম্যাচ খেলে ৫৩৪টি উইকেট নিয়েছেন। এই ৩৫০টি ম্যাচের মধ্যে ১০বার মুরালিধরন ৫ উইকেট নিয়েছেন।
মোট ম্যাচ | ৩৫০ |
মোট উইকেট | ৫৩৪ |
কতবার ৫ উইকেট শিকার করেছেন | ১০ |
আন্তজার্তিক ওডিআই ক্রিকেটে ৫ উইকেট শিকার করা তৃতীয় নাম্বার প্লেয়ার শহীদ আফ্রিদি
পাকিস্থানের সুপার স্টার অলরাউন্ডার শহীদ আফ্রিদি ওডিআই ক্রিকেটে ৩৯৮ টি ম্যাচ খেলে ৩৯৫ টি উইকেট নিয়েছেন। এই ৩৯৮ টি ম্যাচের মধ্যে ০৯ বার শহীদ আফ্রিদি ৫ উইকেট নিয়েছেন।
আরো পড়ুন: টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট
মোট ম্যাচ | ৩৯৮ |
মোট উইকেট | ৩৯৫ |
কতবার ৫ উইকেট শিকার করেছেন | ০৯ |
আন্তজার্তিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৫ উইকেট শিকার করা তিনজন খেলোয়াড়
টেস্ট ওডিআই এবং টি-টোয়েন্টি এই তিন ফরম্যাটের মধ্যে টেস্ট এবং ওডিআই ক্রিকেটে ৫ উইকেট নেওয়া তুলনামুলকভাবে কিছুটা সহজ। কিন্তু টি-টোয়েন্টি ফরম্যাটে ৫ উইকেট নেওয়া সর্বোচ্চ কষ্টের কাজ। মাত্র ২০ ওভারে খেলা হয় টি-টোয়েন্টি ম্যাচ। এত অল্প ওভারে খেলা হওয়ার কারনে বোলাররা এই ফরম্যাটে প্রচুর সমস্যায় ভোগে।
ব্যাটিংরা এসেই উড়াধুড়া মার শুরু দেয়. যার ফলে টি-টোয়েন্টি ফরম্যাটে হ্যাট্রিক অথবা ৫ উইকেট শিকার করা সবচেয়ে বেশি কষ্টসাধ্য। তবু অনেক সেরা বোলার তাদের প্রতিভা দেখিয়েছেন খেলার মাঠে। টি-টোয়েন্টিতেও অনেক খেলোয়াড় নিয়েছেন ৫ উইকেট। সব খেলোয়াড়দের নিয়ে আলোচনা করতে গেলে আর্টিকেল অনেক বড় হয়ে যেতো বিধায় সেরা তিনজন খেলোয়াড় নিয়ে আলোচনা করা হলো।
আন্তজার্তিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৫ উইকেট শিকার করা এক নাম্বার প্লেয়ার আনিসা মোহাম্মাদ
ওয়েস্ট ইন্ডিজ এর একজন মুসলিম নারী খেলোয়াড়ের নাম আনিসা মোহাম্মাদ। পুরুষদের কে টপকিয়ে সর্বোচ্চ কঠিনতম ফরম্যাটে ৫ উইকেট নিয়ে এক অনবদ্য ইতিহাস রচনা করেছেন আনিসা মোহাম্মাদ। টি-টোয়েন্টি ক্রিকেটে ১১৭ টি ম্যাচ খেলে ১২৫ টি উইকেট নিয়েছেন এই মুসলিম খেলোয়াড়। এই ১১৭ টি ম্যাচের মধ্যে ৩ বার আনিসা মোহাম্মাদ ৫ উইকেট শিকার করেছেন।
মোট ম্যাচ | ১১৭ |
মোট উইকেট | ১২৫ |
কতবার ৫ উইকেট শিকার করেছেন | ০৩ |
আন্তজার্তিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৫ উইকেট শিকার করা দ্বিতীয় নাম্বার প্লেয়ার ক্যারি চান
হংকং জাতীয় দলের একজন খেলোয়াড় ক্যারি চান। এত এত ভালো ভালো খেলোয়াড়ের ভিড়ে ক্যারি চান নিজেকে নিয়ে গিয়েছেন এক অন্যন্য চূড়ায়। টি-টোয়েন্টি ক্রিকেটে ক্যারি চান ৫৪ টি ম্যাচ খেলে ৬৬ টি উইকেট নিয়েছেন। এই ৫৪ টি ম্যাচের মধ্যে ০৩ বার ক্যারি চান ৫ উইকেট শিকার করেছেন।
মোট ম্যাচ | ৫৪ |
মোট উইকেট | ৬৬ |
কতবার ৫ উইকেট শিকার করেছেন | ০৩ |
আন্তজার্তিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৫ উইকেট শিকার করা তৃতীয় নাম্বার প্লেয়ার মোয়াজ্জাম বেগ
মালাওয়ি জাতীয় দলের জনপ্রিয় এক ক্রিটারের নাম মোয়াজ্জেম বেগ। মোয়াজ্জেম বেগ তার টি-টোয়েন্টি ক্যারিয়ারে মাত্র ২৯ টি ম্যাচ খেলে ৪৯ টি উইকেট নিয়েছেন। এই ২৯ টি ম্যাচের মধ্যে মোয়াজ্জেম বেগ ও আনিসা এবং ক্যারি চান এর মতো ০৩ বার ৫ উইকেট শিকার করেছেন।
মোট ম্যাচ | ২৯ |
মোট উইকেট | ৪৯ |
কতবার ৫ উইকেট শিকার করেছেন | ০৩ |
ওডিআই ক্রিকেটে সাকিব আল হাসান মোট ২৪৭ ম্যাচের মধ্যে মাত্র ০৪ বার ৫ উইকেট নিতে পেরেছেন।
৫ উইকেট নেওয়া খেলোয়াড়দের কে নিয়ে বিষদ আলোচনা করা হলো। আশা করি আপনারা সঠিক তথ্য জানতে পেরেছেন। এর বাহিরে আরো কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে আমাদের কে তা জানাতে পারেন।
আমাদের সাথে থাকুন।
স্বাধীন স্পোর্টস (Sadhin Sports)