সৌদি আরবের তুমুল জনপ্রিয় ক্লাবগুলোর মধ্যে আল হিলাল অন্যতম। একটা সময়ে আল হিলাল ক্লাবটি খুব একটা পরিচিত ছিলো না, কিন্তু বর্তমান সময়ের জনপ্রিয় ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র ক্লাবটিতে চুক্তিবদ্ধ হওয়ার পর থেকেই আল হিলাল রিতীমত ভাইরাল। বর্তমানে আল হিলাল ক্লাবের খেলা দেখার জন্য সকল ফুটবল ভক্তরা অধির আগ্রহে অপেক্ষা করে থাকেন।
আল হিলাল ক্লাবের খেলা কবে, কখন এবং কত তারিখে হবে তা জানার জন্য অনেকেই অনলাইন পোর্টালে সার্স করেন, কিন্তু সঠিক তথ্য হয়তো পান না! আজকে আপনাদের কে জানাবো আল হিলাল ক্লাবের খেলা কবে এবং কখন হবে। সুতরাং ধৈর্য্য সহকারে পুরো আর্টিকেলটি পড়ুন।
আল হিলাল খেলার সময়সূচি ২০২৪
২০২৪-২৫ মৌসুমে নিজেদের বিভিন্ন ম্যাচের জন্য আল হিলাল ক্লাবটি বেশ ব্যস্ত। এ বছরের শুরু থেকে অনেক খেলা ইতিমধ্যেই শেষ করেছে ক্লাবটি। তবে বছরের শেষে দিকে এসেও বেশ কয়েকটা খেলা রয়েছে আল হিলালের। চলুন তাহলে নিম্নে টেবিল আকৃতিতে সুন্দরভাবে আল হিলাল ক্লাবের ম্যাচগুলো সম্পর্কে জেনে আসি..
তারিখ | বার | সময় | ম্যাচ |
১৮ ই অক্টোবর, ২০২৪ | শুক্রবার | রাত- ৯ টা | আল হিলাল এসএফসি বনাম আল ফাইহা এফসি |
২১ শে অক্টোবর, ২০২৪ | সোমবার | রাত- ১০ টা | আল হিলাল এফসি বনাম আল আয়িন এফসি |
২৭ শে অক্টোবর, ২০২৪ | রবিবার | রাত- ১২ টা | আল হিলাল এফসি বনাম আল তাওয়াউন এফসি |
২৯ শে অক্টোবর, ২০২৪ | মঙ্গলবার | রাত- ৯ টা ৫ | আল হিলাল এফসি বনাম আল তাঈ এফসি |
০২ নভেম্বর, ২০২৪ | শনিবার | রাত- ১২ টা | আল হিলাল এফসি বনাম আল নাসের এফসি |
০৫ নভেম্বর, ২০২৪ | মঙ্গলবার | রাত- ১২ টা | আল হিলাল এফসি বনাম আল ইস্তেহাল এফসি |
২০২৪ সালের আল হিলালের আরো কয়েকটি খেলা ; এখনো সময় নির্ধারন হয়নি
তারিখ | বার | সময় | ম্যাচ |
২২ শে নভেম্বর, ২০২৪ | শুক্রবার | নির্ধারণ হয়নি | আল হিলাল এফসি বনাম আল খালেজ এফসি |
২৮ শে নভেম্বর, ২০২৪ | বৃহস্পতিবার | নির্ধারণ হয়নি | আল হিলাল এফসি বনাম আল শাবাব এফসি |
০৫ ডিসেম্বর, ২০২৪ | বৃহস্পতিবার | নির্ধারণ হয়নি | আল হিলাল এফসি বনাম আল রায়েদ |
আল হিলাল ক্লাব সম্পর্কে একটু তথ্য
সৌদি আরবের আল হিলাল ক্লাব সম্পর্কে জানার আগ্রহ নিয়ে অনেকেই বসে থাকে। খুব অল্প সময়ের মধ্যে জনপ্রিয়তা পাওয়া আল হিলাল ক্লাবটি ১৯৫৭ সালে অলিম্পিক ক্লাব নামে স্থাপিত হয়। কিন্তু পরবর্তীতে তা অলিম্পিক ক্লাব নাম পরিবর্তন করে আল হিলাল রাখা হয়।
আরো পড়ুন:- ইন্টার মায়ামি খেলা কবে
প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখন অবধি আল হিলাল মোট ৫১ টি শিরোপা বিজয়ী হয়েছে। এই ৫১ টি শিরোপার মধ্যে সৌদি লীগ রয়েছে ১৮ টি এবং জনপ্রিয় কিং কাপ শিরোপা রয়েছে ৯ টি। এছাড়াও সৌদি ক্রাউন প্রিন্স কাপ শিরোপা রয়েছে ১৩ টি।
লীগ বাদে আন্তর্জাতিক পর্যায়ে ৮ টি মেজর শিরোপা রয়েছে আল হিলাল এফসি ক্লাবের। যারমধ্যে ৪ টি এএফসি চ্যাম্পিয়ন লীগ শিরোপা, ২ টি এশিয়ান কাপ বিজয়ী শিরোপা এবং ২ টি এশিয়ান সুপার কাপ রয়েছে আল হিলালের।
আল হিলাল ক্লাবের ২০২৪-২৫ মৌসুমের প্লেয়ার স্কোয়াড
আন্তর্জাতিক পর্যায়ের ফুটবল বাদে লীগ বা ক্লাব পর্যায়ে বর্তমানে প্রত্যেকটা ক্লাবই নিজেদের ক্লাবে নামীদামী খেলোয়াড় ঢোকানোর জন্য মরিয়া হ’য়ে উঠেছে। যার কারনে সব খেলোয়াড়দের মার্কেট ভ্যালু বর্তমানে আকাশ ছোঁয়া। আল হিলাল ক্লাবটিও দেশসেরা সব খেলোয়াড় দিয়ে নিজেদের স্কোয়াড সাজাচ্ছে। চলুন তাহলে আল হিলাল ক্লাবের প্লেয়ার স্কোয়াড টা জেনে আসি..
ফরওয়ার্ড-
নাম | জার্সি নাম্বার | মার্কেট ভ্যালু | বয়স |
আলেকজান্ডার মিত্রোভিস | ৯ | ২৮ মিলিয়ন ইউরো | ৩০ |
মার্কোস লিওনার্দো | ২১ | ২৬ মিলিয়ন ইউরো | ২১ |
আব্দুল্লাহ আল হামদান | ৯৯ | ২০০ কে মিলিয়ন ইউরো | ২৫ |
মোহাম্মদ আল কাহতানি | ১৫ | ২১০ কে মিলিয়ন ইউরো | ২২ |
মিডফিল্ডার-
নাম | জার্সি নাম্বার | মার্কেট ভ্যালু | বয়স |
নেইমার জুনিয়র | ১০ | ৩০ মিলিয়ন ইউরো | ৩২ |
সার্জ মিল্কোভিচ সাভিস | ২২ | ৩০ মিলিয়ন ইউরো | ২৯ |
মালকম | ৭৭ | ২৮ মিলিয়ন ইউরো | ২৭ |
রুবেন নেভেস | ০৮ | ৩২ মিলিয়ন ইউরো | ২৭ |
সালেম আল দাউসারী | ২৯ | ২ মিলিয়ন ইউরো | ৩৩ |
মোহাম্মদ কান্নো | ২৮ | ৮৫০ কে মিলিয়ন ইউরো | ৩০ |
নাসের আল দাউসারী | ১৬ | ৪৮৫ কে মিলিয়ন ইউরো | ২৫ |
খালেদ আল গানাম | ০৭ | ৪৬০ কে মিলিয়ন ইউরো | ২৩ |
ডিফেন্ডার-
নাম | জার্সি নাম্বার | মার্কেট ভ্যালু | বয়স |
জোয়াও ক্যান্সেলো | ২৭ | ২৫ মিলিয়ন ইউরো | ৩০ |
কৌলিদো কৌলিবালি | ০৩ | ৯ মিলিয়ে ইউরো | ৩৩ |
রেনান লোদি | ০৬ | ১৮ মিলিয়ন ইউরো | ২৬ |
আলী আল বুলাইহি | ০৫ | ৩৩০ কে মিলিয়ন ইউরো | ৩৪ |
ইয়াসির আল শাহরানী | ১২ | ১ মিলিয়ন ইউরো | ৩২ |
হোসেইন আল তামবাক্তি | ৮৭ | ১.৮ মিলিয়ন ইউরো | ২৫ |
খলিফাতুল্লাহ আল দাউসারী | ০৪ | ১৫০ কে মিলিয়ন ইউরো | ২৫ |
মুতেব আল হারবি | ২৪ | ৪৭৫ কে মিলিয়ন ইউরো | ২৪ |
হুমাদ আল ইয়ামি | ৮৮ | ৩৬৫ কে মিলিয়ন ইউরো | ২৫ |
গোলকিপার-
নাম | জার্সি নাম্বার | মার্কেট ভ্যালু | বয়স |
বুনু | ৩৭ | ৯ মিলিয়ন ইউরো | ৩৩ |
মোহাম্মদ আল কায়েস | ২১ | ৪৮৫ কে মিলিয়ন ইউরো | ৩২ |
মোহাম্মদ আল রুবাঈ | ১৭ | ৪৩০ কে মিলিয়ন ইউরো | ২৭ |
কবে আল হিলালের হয়ে ম্যাচ খেলবে নেইমার জুনিয়র
নেইমারকে দলে রাখা নিয়ে নতুন ঝামেলা পোহাতে হচ্ছে আল হিলালকে। টানা একবছর ইনজুরির জন্য ছিটকে যাওয়া নেইমার ইনজুরি কাটিয়ে সরাসরি আল হিলালের ম্যাচ দিয়ে মাঠে ফিরতে চেয়েছিলো। কিন্তু ফুটবল ফেডারেশন এর নিয়ম হলো কোনো ক্লাব সর্বোচ্চ ৮ জন বিদেশি খেলোয়াড় দলে রাখতে পারবে। আল হিলালে বিদেশি প্লেয়ার রয়েছে ৯ জন্য। এজন্য নেইমারকে সুযোগ দেওয়া নিয়ে দ্বিধাদ্বন্দে ভুগছে আল হিলাল।
আগামী ১৮ ই অক্টোবর, ২০২৪ রোজ শুক্রবার আল হিলাল এফসি বনাম আল ফাইহা এফসি খেলা। রাত ৯ টায় অনুষ্ঠিত হতে যাওয়া হাইভোল্টেজ ম্যাচটি।
জর্জ জিশু আল সৌদির জনপ্রিয় ক্লাব আল হিলালের প্রধান কোচ।
আল হিলাল খেলা কবে? এবং অন্যান্য সকল বিষয় নিয়ে বিষদ আলোচনা করা হলো। আশা করি আপনারা সঠিক তথ্য জানতে পেরেছেন। এর বাহিরে আরো কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে আমাদের কে তা জানাতে পারেন।
আমাদের সাথে থাকুন।
স্বাধীন স্পোর্টস (Sadhin Sports)