আন্তর্জাতিক পর্যায়ের ক্রিকেট পরিচালনার মাধ্যমে হলো আইসিসি। আজ থেকে প্রায় ১১৫ বছর আগে ১৫ ই জুন ১৯০৯ সালে ক্রিকেট বোর্ড আইসিসি প্রতিষ্ঠা হয়। এই ক্রিকেট বোর্ড অর্থাৎ আইসিসি কর্তৃক প্রত্যেক দলের জন্য তাদের খেলার মান, জয়-পরাজয় এবং অন্যান্য সকল বিষয়াদি বিবেচনা করে নির্দিষ্ট পরিমাণ একটা পয়েন্ট দেয় এই পয়েন্টের বিবেচনায় কোন দলের রাঙ্কিং পজিশন কেমন? কোন দল সেরাদের সেরা এসব বিষয় সম্পর্কে খুব সহজেই জানা যায়।
ক্রিকেট প্রেমিদের মধ্যে আইসিসি রাঙ্কিং আপডেট জানার আগ্রহ প্রায়শই দেখা যায়। এজন্য আজকের আর্টিকেলে আমরা জানবো আইসিসি পুরুষ ক্রিকেট রাঙ্কিং আপডেট।
শুরুতেই আমরা আইিসি পুরুষদের তিনটি ফরম্যাটের একটা একটা ফরম্যাট রাঙ্কিং নিয়ে আলোচনা করবো। রেটিং এর বিবেচনায় কোন ফরম্যাটে কোন দল সেরা এবং কোন দেশ কত নাম্বার পজিশনে রয়েছে তা জানতে ধৈর্য্য সহকারে পুরো আর্টিকেলটি পড়ুন।
আইসিসি টেস্ট ফরম্যাট পুরুষ ক্রিকেট রাঙ্কিং ওভারভিউ
ক্রিকেটের লং সময়ের খেলা টেস্ট ম্যাচ। এই ফরম্যাটে ওভার নির্ধারণ থাকে না, দিন হিসেবে খেলা পরিচালিত হয়। এত লং সময় নিয়ে খেলার কারনে সব দেশ এই টেস্ট ক্রিকেট খেলেনা। টেস্ট ক্রিকেট সব দেশ না খেলার কারণে এই ফরম্যাটের রাঙ্কিং তালিকাটা একটু ছোট।
টেস্ট ক্রিকেটে বর্তমানে রাঙ্কিং এর বিচারে নাম্বার ১ পজিশনে রয়েছে অস্ট্রেলিয়া। ৩৭১৫ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে রয়েছে এই অজি ক্রিকেট দল। তারপর ২য় নাম্বার পজিশনে রয়েছে ভারত, তারপর পর্যায়ক্রমে রয়েছে ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ। চলুন আইসিসি টেস্ট ফরম্যাট পুরুষ ক্রিকেট রাঙ্কিং ওভারভিউ সম্পর্কে টেবিল আকৃতিতে সুন্দরভাবে নিম্নে বিস্তারিত জেনে আসি..
পজিশন | দেশ | ম্যাচ | পয়েন্ট | রেটিং |
০১ | অস্ট্রেলিয়া | ৩০ | ৩৭১৫ | ১২৪ |
০২ | ভারত | ২৯ | ৩৪৯৮ | ১২১ |
০৩ | ইংল্যান্ড | ৩৮ | ৪১১১ | ১০৮ |
০৪ | সাউথ আফ্রিকা | ২১ | ২১৭৯ | ১০৪ |
০৫ | শ্রীলঙ্কা | ২৫ | ২২৭১ | ৯১ |
০৬ | নিউজল্যান্ড | ২৫ | ২২২০ | ৮৯ |
০৭ | ওয়েস্ট ইন্ডিজ | ২৬ | ১৯৯২ | ৭৭ |
০৮ | পাকিস্তান | ২০ | ১৫২৮ | ৭৬ |
০৯ | বাংলাদেশ | ২৩ | ১৪৯১ | ৬৫ |
১০ | আয়ারল্যান্ড | ০৫ | ১৩১ | ২৬ |
১১ | জিম্বাবুয়ে | ০৩ | ১১ | ০৪ |
১২ | আফগানিস্তান | ০৩ | ০ | ০ |
আইসিসি ওডিআই ফরম্যাট পুরুষ ক্রিকেট রাঙ্কিং ওভারভিউ
আইসিসি ক্রিকেট অঙ্গনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ফরম্যাট হলো ওডিআই। এই ফরম্যাটে বিশ্বকাপ সহ সব বড় বড় প্রতিযোগিতাগুলোর আসর জমে। টেস্ট থেকে তুলনামূলক একটু বেশি দেশ ওডিআই ফরম্যাটে রাঙ্কিং তালিকায় নিজেদের নাম উঠাতে পারে। তবে টি-টোয়েন্টি থেকে তুলনামূলক অনেক কম।
ওডিআই ক্রিকেটে বর্তমানে রাঙ্কিং এর বিচারে নাম্বার ১ পজিশনে রয়েছে ভারত। ৫২৯৮ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। তারপর ২য় নাম্বার পজিশনে রয়েছে অস্ট্রেলিয়া, তারপর পর্যায়ক্রমে রয়েছে সাউথ আফ্রিকা, পাকিস্তান, নিউজিল্যান্ড, ইংল্যান্ড। চলুন আইসিসি ওডিআই ফরম্যাট পুরুষ ক্রিকেট রাঙ্কিং ওভারভিউ সম্পর্কে টেবিল আকৃতিতে সুন্দরভাবে নিম্নে বিস্তারিত জেনে আসি..
পজিশন | দেশ | ম্যাচ | পয়েন্ট | রেটিং |
০১ | ভারত | ৪৫ | ৫২৯৮ | ১১৮ |
০২ | অস্ট্রেলিয়া | ৩৯ | ৪৪৬৩ | ১১৪ |
০৩ | সাউথ আফ্রিকা | ৩৬ | ৩৮০৮ | ১০৬ |
০৪ | পাকিস্তান | ২৬ | ২৭৬২ | ১০৬ |
০৫ | নিউজল্যান্ড | ৩৩ | ৩৩৪৯ | ১০১ |
০৬ | ইংল্যান্ড | ৩৩ | ৩২০১ | ৯৭ |
০৭ | শ্রীলঙ্কা | ৫০ | ৪৮২৫ | ৯৭ |
০৮ | বাংলাদেশ | ৪০ | ৩৪৫৩ | ৮৬ |
০৯ | আফগানিস্তান | ৩৪ | ২৮৫৫ | ৮৪ |
১০ | ওয়েস্ট ইন্ডিজ | ৩২ | ২২০৫ | ৬৯ |
১১ | স্কটল্যান্ড | ২৮ | ১৪৫০ | ৫৩ |
১২ | আয়ারল্যান্ড | ২৫ | ১৩০৯ | ৫২ |
১৩ | জিম্বাবুয়ে | ২৪ | ১১৮১ | ৪৯ |
১৪ | নেদারল্যান্ডস | ৩৮ | ১৭৯১ | ৪৭ |
১৫ | কানাডা | ১৭ | ৫৬২ | ৩৩ |
১৬ | ইউএসএ | ২৮ | ৮৩৮ | ৩০ |
১৭ | নেপাল | ৩৮ | ১০১৫ | ২৭ |
১৮ | নামিবিয়া | ২৮ | ৭২৭ | ২৬ |
১৯ | ওমান | ২৭ | ৬১৬ | ২৩ |
২০ | সংযুক্ত আরব আমিরাত | ৩৪ | ৩৫৩ | ১০ |
আইসিসি টি-টোয়েন্টি ফরম্যাট পুরুষ ক্রিকেট রাঙ্কিং ওভারভিউ
ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ফরম্যাট টি-টোয়েন্টি। এই ফরম্যাটে খেলোয়াড়দের অগ্নিঝরা বোলিং এবং ব্যাটিং তান্ডবের ঝড় বয়ে চলে। খুব বেশি লাগে না টি-টোয়েন্টি ফরম্যাটে। মাত্র ২০ ওভারের খেলা হওয়ার কারনে এই ফরম্যাটটা বেশ দর্শকপ্রিয়। টেস্ট এবং ওডিআই ম্যাচের থেকে টি-টোয়েন্টি ম্যাচে গ্যালারীতে দর্শক থাকে বেশি। টেস্ট এবং ওডিআই এই দুই ফরম্যাটের থেকে রাঙ্কিং তালিকায় ও রয়েছে অনেকগুলো দেশ।
টি-টোয়েন্টি ক্রিকেটে বর্তমানে রাঙ্কিং এর বিচারে নাম্বার ১ পজিশনে রয়েছে ভারত। ১৭,৩৮৯ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। তারপর ২য় নাম্বার পজিশনে রয়েছে অস্ট্রেলিয়া, তারপর পর্যায়ক্রমে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা। চলুন আইসিসি টি-টোয়েন্টি ফরম্যাট পুরুষ ক্রিকেট রাঙ্কিং ওভারভিউ সম্পর্কে টেবিল আকৃতিতে সুন্দরভাবে নিম্নে বিস্তারিত জেনে আসি..
পজিশন | দেশ | ম্যাচ | পয়েন্ট | রেটিং |
০১ | ভারত | ৬৫ | ১৭,৩৮৯ | ২৬৮ |
০২ | অস্ট্রেলিয়া | ৪৫ | ১১,৫৪৫ | ২৫৭ |
০৩ | ওয়েস্ট ইন্ডিজ | ৪৯ | ১২,৫০২ | ২৫৫ |
০৪ | ইংল্যান্ড | ৪১ | ১০,৩৯১ | ২৫৩ |
০৫ | নিউজল্যান্ড | ৪৯ | ১২,১১৩ | ২৪৭ |
০৬ | দক্ষিন আফ্রিকা | ৪০ | ৯৮০০ | ২৪৫ |
০৭ | পাকিস্তান | ৪৬ | ১১,০৯৭ | ২৪১ |
০৮ | শ্রীলঙ্কা | ৪০ | ৯১৫৯ | ২২৯ |
০৯ | বাংলাদেশ | ৫২ | ১১,৬৮৩ | ২২৫ |
১০ | আফগানিস্তান | ৩৯ | ৮৬৮২ | ২২৩ |
১১ | আয়ারল্যান্ড | ৪৯ | ৯৬২৯ | ১৯৭ |
১২ | জিম্বাবুয়ে | ৪৬ | ৯৬২৯ | ১৯৭ |
১৩ | স্কটল্যান্ড | ২৭ | ৫১৫১ | ১৯১ |
১৪ | নেদারল্যান্ডস | ২৫ | ৪৬০০ | ১৮৪ |
১৫ | নামিবিয়া | ৪১ | ৭৪৫৬ | ১৮২ |
১৬ | আরব আমিরাত | ৪৬ | ৮১৯৮ | ১৭৮ |
১৭ | ইউএসএ | ২৭ | ৪৬৫৫ | ১৭২ |
১৮ | নেপাল | ৪৩ | ৭১৯১ | ১৬৭ |
১৯ | ওমান | ৪২ | ৬৬৯৭ | ১৫৯ |
২০ | পিএনজি | ৩১ | ৪৪৭২ | ১৪৪ |
২১ | কানাডা | ২৮ | ৩৯১৪ | ১৪০ |
২২ | উগান্ডা | ৬২ | ৮৩৫৩ | ১৩৫ |
২৩ | হংকং | ৪৭ | ৬১৭৩ | ১৩১ |
২৪ | কুয়েত | ৪১ | ৫০৮৭ | ১২৪ |
২৫ | মালয়েশিয়া | ৫০ | ৬১২৩ | ১২২ |
২৬ | বাহরাইন | ৩৪ | ৪০৩০ | ১১৯ |
২৭ | জার্সি | ২৬ | ৩০৬৩ | ১১৮ |
২৮ | কাতার | ২৩ | ২৫৯৮ | ১১৩ |
২৯ | স্পেন | ২২ | ২৪৪২ | ১১১ |
৩০ | ইতালি | ১৮ | ২৪৪২ | ১১১ |
আরো পড়ুন: টেস্টে সাকিব আল হাসানের রেকর্ড
৩১ | বারমুডা | ১১ | ১১৮৫ | ১০৮ |
৩২ | সৌদি আরব | ৩০ | ৩১৪২ | ১০৫ |
৩৩ | কেনিয়া | ৫০ | ৫২০৩ | ১০৪ |
৩৪ | তানজানিয়া | ৪৭ | ৪৩০১ | ৯২ |
৩৫ | জার্মানি | ৩২ | ২৮৬০ | ৮৯ |
৩৬ | নাইজেরিয়া | ৩৪ | ২৭১১ | ৮০ |
৩৭ | গানসি | ২৩ | ১৭৫৯ | ৭৬ |
৩৮ | সিঙ্গাপুর | ২৯ | ২২১৭ | ৭৬ |
৩৯ | নরওয়ে | ২০ | ১৪৪৪ | ৭২ |
৪০ | কেম্যান দ্বীপকুন্জ | ০৯ | ৬৪৬ | ৭২ |
৪১ | ডেনমার্ক | ২২ | ১৪৭১ | ৬৭ |
৪২ | কম্বোডিয়া | ২২ | ১৪৭১ | ৬৭ |
৪৩ | পর্তুগাল | ১৭ | ১০৭১ | ৬৩ |
৪৪ | আইল অফ ম্যান | ১৪ | ৮৫৭ | ৬১ |
৪৫ | জাপান | ৩৬ | ২১৭৪ | ৬০ |
৪৬ | বেলজিয়াম | ২৯ | ১৭১০ | ৫৯ |
৪৭ | অস্ট্রিয়া | ৩০ | ১৬৯১ | ৫৬ |
৪৮ | ফ্রান্স | ২৪ | ১৩২৫ | ৫৫ |
৪৯ | সুইজারল্যান্ড | ১৭ | ৯৩৪ | ৫৫৫ |
৫০ | বতসোয়ানা | ২৪ | ১২৯৮ | ৫৪ |
টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বমোট ৯৯ টি দেশ রাঙ্কিং তালিকায় নিজেদের নাম লিখিয়েছে। সব দলের নাম টেবিল আকৃতিতে প্রকাশ করলে আর্টিকেলটি অনক বড় হয়ে যাবে। একারণে ৫১ থেকে পর্যায়ক্রমে সব দলের নাম উল্লেখ করা হলো-
আইসিসি টি-টোয়েন্টি ফরম্যাট পুরুষ ক্রিকেট রাঙ্কিং ৫১ নাম্বার পজিশন থেকে সর্বশেষ
ক্রিকেট বোর্ড আইসিসি এর পূর্নরুপ হলো- আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।
আইসিসি ক্রিকেট রাঙ্কিং নিয়ে বিষদ আলোচনা করা হলো। এই আলোচনার বাহিরে আরো কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে আমাদের কে তা জানাতে পারেন।
আমাদের সাথে থাকুন।
স্বাধীন স্পোর্টস (Sadhin Sports)