পাকিস্তান এবং ইংল্যান্ড দুই দেশের ক্রিকেট টিম ই ক্রিকেটের সফল দুটি দল। খেলার ধরন, মান, সেরা মানের প্লেয়ার কোনোদিক থেকে কেউ কারো থেকে কম নয়। কিছুদিন আগে ইংলিশ ক্রিকেটাররা অর্থাৎ ইংল্যান্ড দল পাকিস্তানের মাটিতে গিয়েছে সিরিজ খেলার জন্য। আজকে পাকিস্তান বনাম ইংল্যান্ডের রিসেন্টলি শেষ হওয়া টেস্ট সিরিজ এবং অন্যান্য সকল বিষয়ের পরিসংখ্যান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবো। ধৈর্য্য সহকারে পুরো আর্টিকেলটি পড়ুন।
১ বার বিশ্বকাপ জিতেছে পাকিস্তান ক্রিকেট টিম এবং অপরদিকে ইংল্যান্ড ও একবার বিশ্বকাপ জিতেছে। বিশ্বকাপ জেতার পরিসংখ্যানে দু’দল ই সমানে সমান। বিশ্বের সেরা ১০ টি দলের নাম বললে তার মধ্যে ইংল্যান্ড এবং পাকিস্তান দু’দলের ই পরিসংখ্যান বেশ ভালো। আজকের আর্টিকেলে ইংল্যান্ড এবং পাকিস্তানের ক্রিকেট পরিসংখ্যান নিয়ে আলোচনা করবো। চলুন তাহলে দুই শক্তিশালী ক্রিকেট দলের পরিসংখ্যান জেনে আসি..
পাকিস্তান বনাম ইংল্যান্ড পরিসংখ্যান
ক্রিকেট বিশ্বের দুই শক্তিশালী দল ইংল্যান্ড এবং পাকিস্তান। পরিসংখ্যানের বিচারে কোন দল সেরা তা হয়তো আমরা অনেকেই জানিনা। ক্রিকেটের তিন ফরম্যাটের আলাদাভাবে পরিসংখ্যান আলোচনা করবো। চলুন ইংল্যান্ড এবং পাকিস্তানের পরিসংখ্যান দেখে আসি।
পাকিস্তান বনাম ইংল্যান্ড-এর টি-টোয়েন্টি পরিসংখ্যান
পাকিস্তান এবং ইংল্যান্ড টি-টোয়েন্টি ফরম্যাটে এখন অবধি মুখোমুখি হয়েছে সর্বমোট ৩১ বার। তারমধ্যে ২১ জয় ইংল্যান্ডের এবং মাত্র ৯ জয় পাকিস্তানের। এবং ১ টা ম্যাচের কোনো ফলাফল হয়নি।
নিম্নে টেবিল আকৃতিতে সুন্দরভাবে টি-টোয়েন্টি পরিসংখ্যান দেখানো হলো-
দল | ইংল্যান্ড | পাকিস্তান |
মোট ম্যাচ | ৩১ | ৩১ |
জয় | ২১ | ০৯ |
হার | ০৯ | ২১ |
ম্যাচ নো ফলাফল | ০১ | ০১ |
ড্র | ০ | ০ |
ঘরের মাটিতে জয় | ০৯ | ০৩ |
বিদেশের মাঠে জয় | ০৪ | ০৪ |
নিরপেক্ষ মাঠে জয় | ০৮ | ০২ |
পাকিস্তান বনাম ইংল্যান্ড-এর ওডিআই পরিসংখ্যান
পাকিস্তান এবং ইংল্যান্ড নিজেদের মধ্যে ওডিআই সিরিজে এখন অবধি সর্বমোট ৯২ টি ম্যাচ খেলেছে। তারমধ্যে ৫৭ ম্যাচে ইংল্যান্ড জয় পেয়েছে এবং অপরদিকে মাত্র ৩২ টি ম্যাচে জয় পেয়েছে পাকিস্তান। এবং ৩ ম্যাচের কোনো ফলাফল নির্ধারণ হয়নি।
নিম্নে টেবিল আকৃতিতে সুন্দরভাবে ওডিআই পরিসংখ্যান দেখানো হলো-
দল | ইংল্যান্ড | পাকিস্তান |
মোট ম্যাচ | ৯২ | ৯২ |
জয় | ৫৭ | ৩২ |
হার | ৩২ | ৫৭ |
ম্যাচ নো ফলাফল | ০৩ | ০৩ |
ড্র | ০ | ০ |
ঘরের মাটিতে জয় | ৩৩ | ১০ |
বিদেশের মাটিতে জয় | ০৯ | ১৬ |
নিরপেক্ষ মাঠে জয় | ১৫ | ০৬ |
পাকিস্তান বনাম ইংল্যান্ড-এর টেস্ট পরিসংখ্যান
ইংল্যান্ড বনাম পাকিস্তান নিজেদের মধ্যে টেস্ট ফরম্যাটে এখন অবধি ৮৯ টি ম্যাচে নিজেদের মুখোমুখি হয়েছে। এই ৮৯ টি ম্যাচের মধ্যে ২৯ টি ম্যাচে ইংল্যান্ড জয় পেয়েছে এবং অপরদিকে মাত্র ২১ টি ম্যাচে জয় পেয়েছে পাকিস্তান। এবং ৩৯ টি ম্যাচ ড্র হয়েছে।
নিম্নে টেবিল আকৃতিতে সুন্দরভাবে টেস্ট পরিসংখ্যান দেখানো হলো-
দল | ইংল্যান্ড | পাকিস্তান |
মোট ম্যাচ | ৮৯ | ৮৯ |
জয় | ২৯ | ২১ |
হার | ২১ | ২৯ |
ম্যাচ নো ফলাফল | ০ | ০ |
ড্র | ৩৯ | ৩৯ |
ঘরের মাটিতে জয় | ২৩ | ০৪ |
বিদেশের মাঠে জয় | ০৬ | ১২ |
নিরপেক্ষ মাঠে জয় | ০ | ০৫ |
পাকিস্তান এবং ইংল্যান্ড এই দুই দলের পরিসংখ্যানের বিবেচনায় ইংল্যান্ডের থেকে অনেক পিছিয়ে রয়েছে পাকিস্তান। টেস্ট, ওডিআই এবং টি-টোয়েন্টি তিন ফরম্যাটেই সেরা দল ইংল্যান্ড। তবে অন্যান্য দলের থেকে পাকিস্তান বেশ শক্তিশালী এবং সফল একটা ক্রিকেট টিম।
আইসিসি ওডিআই ক্রিকেট বিশ্বকাপের মঞ্চে পাকিস্তান বনাম ইংল্যান্ড-এর পরিসংখ্যান
আইসিসি কর্তৃক ওডিআই ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে এখন অবধি সর্বমোট ১০ বার মুখোমুখি হয়েছে পাকিস্তান এবং ইংল্যান্ড। তবে বিশ্বকাপের মঞ্চে খেলার পরিসংখ্যান দেখলে জানা যায় ইংল্যান্ডের থেকে পাকিস্তান এগিয়ে রয়েছে। ১০ ম্যাচের ৫ ম্যাচেই পাকিস্তান জয় পেয়েছে এবং অপরদিকে মাত্র ৪ ম্যাচে জয় পেয়েছে ইংল্যান্ড। এবং বিশ্বকাপের একটি ম্যাচের কোনো ফলাফল হয়নি।
নিম্নে টেবিল আকৃতিতে সুন্দরভাবে বিশ্বকাপ পরিসংখ্যান দেখানো হলো-
দল | ইংল্যান্ড | পাকিস্তান |
মোট ম্যাচ | ১০ | ১০ |
জয় | ০৪ | ০৫ |
হার | ০৫ | ০৪ |
ম্যাচ নো ফলাফল | ০১ | ০১ |
পাকিস্তান বনাম ইংল্যান্ড সর্বশেষ ম্যাচ নিয়ে কিছু কথা
পাকিস্তান এবং ইংল্যান্ড সর্বশেষ ম্যাচ খেলেছে ১১/১০/২০২৪ সালে। এটা ছিলো ইংল্যান্ড এবং পাকিস্তানের মধ্যকার টেস্ট সিরিজ।প্রথম দিনে ইংল্যান্ডকে পাকিস্তান বেশ ভালো একটা রানের লিড দিলেও ইংল্যান্ডের হ্যারি ব্রুক এবং জো রুট এর ব্যাটিং তান্ডবে পাকিস্তানের বোলিং স্কোয়াডকে লন্ড-ভন্ড করে দিয়ে জয় তুলে নিয়েছে ইংল্যান্ড।
আরো পড়ুন:- মাহমুদুল্লাহ রিয়াদের অবসর
বর্তমানে ইংল্যান্ড আরেক এক নতুম ইতিহাস রচনা করলো এই টেস্ট সিরিজ দিয়ে। সে বিষয়ে অন্য একটা আর্টিকেলে বিস্তারিত আলোচনা করবো।
পাকিস্তানের সাথে সর্বশেষ টেস্ট সিরিজে ইংল্যান্ড দলের স্কোয়াড
ইংল্যান্ডের সাথে সর্বশেষ টেস্ট সিরিজে পাকিস্তান দলের স্কোয়াড
১ বার বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড। ২০১৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড।
পাকিস্তান একবার আইসিসি বিশ্বকাপ জিতেছে। ১৯৯২ সালে ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান।
ইংল্যান্ড বনাম পাকিস্তান হেড টু হেড পরিসংখ্যান এবং অন্যান্য সকল বিষয় নিয়ে বিষদ আলোচনা করা হলো। আশা করি আপনারা সঠিক তথ্য জানতে পেরেছেন। এর বাহিরে আরো কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে আমাদের কে তা জানাতে পারেন।
আমাদের সাথে থাকুন।
স্বাধীন স্পোর্টস (Sadhin Sports)