ক্রিকেটের সবচেয়ে বড় জমজমাট আসর জমে ওয়ার্ল্ডকাপ বা বিশ্বকাপ খেলার সময়ে। আইসিসির বিশ্বকাপে কোয়ালিফাই করা দেশগুলো নিয়ে ৪ বছর পর পর অনুষ্ঠিত হয় ওডিআই ক্রিকেট বিশ্বকাপ। ফুটবলের মতো ক্রিকেটের এই বিশ্বকাপের জন্য কয়েক বছর ধরে অপেক্ষা করে থাকে। ক্রিকেট-প্রেমীরা। ১৯৭৫ সালে ইংল্যান্ড কর্তৃক আইসিসি ওডিআই বিশ্বকাপের সূচনা হয়। শুরুতে ৬০ ওভারে বিশ্বকাপ খেলা হলেও পরবর্তীতে তা সংশোধন করা হয়। বর্তমানে ৫০ ওভারের ওডিআই ফরম্যাটে এই বিশ্বকাপের আয়োজন হয়ে থাকে।
ওডিআই বা ওয়ানডে এই বিশ্বকাপের শুরু থেকে এখন অবধি কোন দেশ কতবার ট্রফি জিতেছে তা হয়তো অনেকেরই অজানা! সেই অজানা বিষয়ে সঠিক তথ্য পাওয়ার জন্য আজকের এই আর্টিকেলটি ধৈর্য্য সহকারে পড়তে থাকুন।
কোন দেশ কতবার ওডিআই বিশ্বকাপ জিতেছে
৪ বছর পরে আইসিসির জমকালো আয়োজন হয় ওডিআই বিশ্বকাপে। কয়েক মাস ধরে চলে বিশ্বকাপের এই আমেজ।
১৯৭৫ সালে ওডিআই বিশ্বকাপের সূচনা হয়। সেই ১৯৭৫ সাল থেকে এখন অবধি ওডিআই বিশ্বকাপের মোট ১৩ টি আসরের পর্দা উঠেছে। ১৩ বারের মধ্যে ৬ বার ই শক্তিশালী অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপ জিতেছে। ২ বার করে চ্যাম্পিয়ন হয়েছে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ। এচাড়াও ইংল্যান্ড, পাকিস্তান এবং শ্রীলঙ্কা একবার করে ওডিআই বিশ্বকাপ জিতেছে।
নিম্নে ওডিআই ক্রিকেট বিশ্বকাপের বিজয়ী এবং রানারস-আপ দলের তথ্যগুলো টেবিল আকৃতিতে সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হলো। চলুন তাহলে দেখে আসি..
আরো পড়ুন: ৫ উইকেট শিকার করা প্লেয়ার
সাল | আয়োজক দেশ | ফাইনালের দুই দল | বিজয়ী দল | রানার্সআপ দল | রেজাল্ট |
১৯৭৫ | ইংল্যান্ড | ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া | ওয়েস্ট ইন্ডিজ | অস্ট্রেলিয়া | ওয়েস্ট ইন্ডিজ ১৭ রানে বিজয়ী |
১৯৭৯ | ইংল্যান্ড | ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড | ওয়েস্ট ইন্ডিজ | ইংল্যান্ড | ওয়েস্ট ইন্ডিজ ৯২ রানে বিজয়ী |
১৯৮৩ | ইংল্যান্ড | ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ | ভারত | ওয়েস্ট ইন্ডিজ | ভারত ৪৩ রানে বিজয়ী |
১৯৮৭ | ভারত এবং পাকিস্তান | অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড | অস্ট্রেলিয়া | ইংল্যান্ড | অস্ট্রেলিয়া ৭ রানে বিজয়ী |
১৯৯২ | অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড | পাকিস্তান বনাম ইংল্যান্ড | পাকিস্তান | ইংল্যান্ড | পাকিস্তান ২২ রানে বিজয়ী |
১৯৯৬ | পাকিস্তান এবং ভারত | শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া | শ্রীলঙ্কা | অস্ট্রেলিয়া | শ্রীলঙ্কা ৭ উইকেটে বিজয়ী |
১৯৯৯ | ইংল্যান্ড | অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান | অস্ট্রেলিয়া | পাকিস্তান | অস্ট্রেলিয়া ৮ উইকেটে বিজয়ী |
২০০৩ | সাউথ আফ্রিকা | অস্ট্রেলিয়া বনাম ভারত | অস্ট্রেলিয়া | ভারত | অস্ট্রেলিয়া ১২৫ রানে বিজয়ী |
২০০৭ | ওয়েস্ট ইন্ডিজ | অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা | অস্ট্রেলিয়া | শ্রীলঙ্কা | অস্ট্রেলিয়া ৫৩ রানে বিজয়ী |
২০১১ | ভারত এবং বাংলাদেশ | ভারত বনাম শ্রীলঙ্কা | ভারত | শ্রীলঙ্কা | ভারত ৬ উইকেটে বিজয়ী |
২০১৫ | অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড | অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড | অস্ট্রেলিয়া | নিউজল্যান্ড | অস্ট্রেলিয়া ৭ উইকেটে বিজয়ী |
২০১৯ | ইংল্যান্ড এবং ওয়েলস | ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড | ইংল্যান্ড | নিউজল্যান্ড | রান সমান সমান হওয়ার কারণে বাউন্ডারি হিসাবে ইংল্যান্ড বিজয়ী |
২০২৩ | ভারত | অস্ট্রেলিয়া বনাম ভারত | অস্ট্রেলিয়া | ভারত | ৪২ বল হাতে রেখেই ৬ উইকেটে বিজয়ী |
কোন দেশ কতবার বিশ্বকাপ নিয়েছে তা হয়তো উপরের আলোচনা থেকে পুরোপুরি জেনে ফেলেছেন।
এখন আমরা জানবো কোন দেশ সর্বোচ্চ কতবার ওডিআই বিশ্বকাপ জিতেছে। চলুন তাহলে জেনে আসি..
কোন দেশ সর্বোচ্চ কতবার ওডিআই বিশ্বকাপ জিতেছে
কোন দেশ কতবার ওডিআই বিশ্বকাপ তাদের ঘরে নিয়ে গেছে তা হয়তো কমবেশি আমরা সবাই জানি। অস্ট্রেলিয়ার হেক্সা জয় তো এখন সবার মুখে মুখে। তারপর ও নিম্নে টেবিল আকৃতিতে সুন্দরভাবে আপনাদের কে জানানো হলো।
দেশের নাম | সর্বোচ্চ কতবার বিজয় | সাল |
ওয়েস্ট ইন্ডিজ | ২ বার | ১৯৭৫ ও ১৯৭৯ |
ভারত | ২ বার | ১৯৮৩ ও ২০১১ |
অস্ট্রেলিয়া | ৬ বার | ১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭, ২০১৫, ২০২৩ |
পাকিস্তান | ১ বার | ১৯৯২ |
শ্রীলঙ্কা | ১ বার | ১৯৯৬ |
ইংল্যান্ড | ১ বার | ২০১৯ |
কোথায় হবে ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ
গত একবছর আগে ভারতের মাটিতে বসেছিল ওডিআই বিশ্বকাপের ১৩তম আসর। জমকালো সব আয়োজনের মধ্য দিয়ে বিশ্বকাপ শেষ হয়েছে! ফাইনাল ম্যাচে ভারত বনাম অস্ট্রেলিয়া মুখোমুখি হয়েছিল। কিন্তু ৫ বারের অজি চ্যাম্পিয়নরা প্রথমবারের মতো এক ইতিহাস রচনা করেন। বিশ্বকাপে হেক্সা জয় করে নেন অস্ট্রেলিয়া।
নেক্সট বিশ্বকাপ হবে আফ্রিকা মহাদেশের তিনটি দেশে। সেগুলো হলো- দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়া। আয়োজক দেশ হিসেবে আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়া সরাসরি বিশ্বকাপ খেলবে। বাকি দলগুলো থেকে ওডিআই পয়েন্ট রেংকিং এর সেরা আট দল সরাসরি যাবে এবং বাকি দলগুলো কোয়ালিফাই করতে হবে। তবে নামিবিয়া আন্তর্জাতিক কোনো ক্রিকেট খেলার যোগ্যতা না রাখার কারনে নামিবিয়াকে প্রথমে যোগ্যতা অর্জন করতে হবে। তারপর হয়তো সরাসরি ওডিআই বিশ্বকাপ খেলবে নামিবিয়া।
ভারত মোট ২ বার ওডিআই বিশ্বকাপ জিতেছে।
আফগানিস্তান একবার ও বিশ্বকাপ জিততে পারেনি! এমনকি ফাইনাল ম্যাচেও কখনো পৌঁছাতে পারেনি!
১৯৮৭ সালে বাংলাদেশ বিশ্বকাপে কোয়ালিফাই করে।
২০২৭ সালে আফ্রিকা মহাদেশের তিন দেশে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ১৪ তম আসর।
কোন দেশ কতবার ওডিআই বিশ্বকাপ নিজেদের ঘরে নিয়ে গেছে তা নিয়ে বিষদ আলোচনা করা হলো। আশা করি আপনারা সঠিক তথ্য জানতে পেরেছেন। এর বাহিরে আরো কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে আমাদের কে তা জানাতে পারেন।
আমাদের সাথে থাকুন।
স্বাধীন স্পোর্টস (Sadhin Sports)