ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ক্রিস গেইল। ক্রিস গেইল এই নামটা শুনলেই এক সোনালী অতিত মনে পড়ে যায়। চোঁখের সামনে ভেসে ওঠে এক দানবীয় ব্যাটিংয়ের দৃশ্য। ক্রিস গেইল সেই ব্যক্তি যে কিনা বিশ্বকাপের মঞ্চে সর্বপ্রথম কোনো খেলোয়াড় হিসেবে ডাবল সেঞ্চুরি করে ইতিহাস রচনা করেছিলেন। ব্যাটিংয়ে দানব হিসেবে খ্যাত গেইলের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ১১ সেপ্টেম্বর ১৯৯৯ সালে, ভারতের বিপক্ষে ওয়ানডে ম্যাচের মধ্য দিয়ে। জাতীয় দলের হয়ে সবশেষ ম্যাচ খেলেছেন ৬ নভেম্বর ২০২১ সালে।
আজকে কথা বলবো ক্রিস গেইল সম্পর্কে। ক্রিস গেইলের সর্বোচ্চ রান, রেকর্ড, পরিসংখ্যান, জার্সি নাম্বার, ধর্ম সমস্ত বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করবো। আপনার ধৈর্য্য সহকারে পুরো আর্টিকেলটি পড়ুন।
ক্রিস গেইলের সর্বোচ্চ রান
ব্যাট হাতে মাঠে নামলে এক দানবীয় রুপ ধারন করতে ক্রিস গেইল। বোলার হৃৎস্পন্দন বাড়িয়ে দিয়ে একের পর এক রান হাঁকাতেন এই ব্যাটার। যদিও ক্রিস গেইল এখন সমস্ত ক্রিকেট থেকে অবসর নিয়েছে। কিন্তু তার পুরো ক্যারিয়ারে সর্বোচ্চ রান নিয়ে আজকে কথা বলবো।
টেস্ট ক্রিকেটে ১০৩ ম্যাচ খেলে ৭,২১৪ রান করেছিলেন ক্রিস গেইল। এবং ওডিআই ক্রিকেটে ৩০১ ম্যাচ খেলে রান করেছেন ১০,৪৮০। এবং সর্বশেষ টি-টোয়েন্টি ক্রিকেটে ৭৯ ম্যাচ খেলে ১৮৯৯ রান করেছেন ওয়েস্ট ইন্ডিজের বসখ্যাত ক্রিস গেইল।
আন্তর্জাতিক তিন ফরম্যাট মিলিয়ে ক্রিস গেইলের সর্বোচ্চ রান- ১৯,৫৯৩।
ক্রিস গেইলের পরিসংখ্যান
ছয় ফুটের ও বেশি লম্বা ওয়েস্ট ইন্ডিজের এক বিধ্বংসী ব্যাটার ক্রিস গেইল। অনেকে ক্রিস গেইল কে সর্বকালের সবচেয়ে বর্বর ব্যাটসম্যান হিসেবেও আখ্যা দিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটারের সম্পর্কে বলতে গেলে সব কম বলা হয়ে যাবে। তিন ফরম্যাটেই শততম রান করে এক ঐতিহাসিক রেকর্ড করে রেখেছেন ক্রিস গেইল। চলুন ক্রিস গেইলের ক্রিকেট ক্যারিয়ার পরিসংখ্যান জেনে আসি..
টি-টোয়েন্টি ক্রিকেটে ক্রিস গেইলের ব্যাটিং পরিসংখ্যান
ম্যাচ | ৭৯ |
ইনিংস | ৭৫ |
রান | ১৮৯৯ |
সর্বোচ্চ | ১১৭ |
স্ট্রাইক রেট | ১৩৭.৫১ |
হাফ সেঞ্চুরি (৫০) | ১৪ |
সেঞ্চুরি (১০০) | ০২ |
টি-টোয়েন্টি ক্রিকেটে ক্রিস গেইলের বোলিং পরিসংখ্যান
ম্যাচ | ৭৯ |
ইনিংস | ৩০ |
রান | ৪৪০ |
উইকেট | ২০ |
ইকোনোমি | ৬.৯৩ |
সেরা বোলিং | ২/১৫ |
৫ উইকেট | ০ |
ওডিআই ক্রিকেটে ক্রিস গেইলের ব্যাটিং পরিসংখ্যান
ম্যাচ | ৩০১ |
ইনিংস | ২৯৪ |
রান | ১০,৪৮০ |
সর্বোচ্চ | ২১৫ |
স্ট্রাইক রেট | ৮৭.২ |
হাফ সেঞ্চুরি (৫০) | ৫৪ |
সেঞ্চুরি (১০০) | ২৫ |
ডাবল সেঞ্চুরি (২০০) | ০১ |
ওডিআই ক্রিকেটে ক্রিস গেইলের বোলিং পরিসংখ্যান
ম্যাচ | ৩০১ |
ইনিংস | ১৯৯ |
রান | ৫৯২৬ |
উইকেট | ১৬৭ |
ইকোনোমি | ৪.৭৯ |
সেরা বোলিং | ৫/৪৬ |
৫ উইকেট | ০১ |
টেস্ট ক্রিকেটে ক্রিস গেইলের ব্যাটিং পরিসংখ্যান
ম্যাচ | ১০৩ |
ইনিংস | ১৮২ |
রান | ৭,২১৫ |
সর্বোচ্চ | ৩৩৩ |
স্ট্রাইক রেট | ৬০.২৮ |
হাফ সেঞ্চুরি (৫০) | ৩৭ |
সেঞ্চুরি (১০০) | ১৫ |
ডাবল সেঞ্চুরি (২০০) | ০৩ |
টেস্ট ক্রিকেটে ক্রিস গেইলের বোলিং পরিসংখ্যান
ম্যাচ | ১০৩ |
ইনিংস | ১০৪ |
রান | ৩১২০ |
উইকেট | ৭৩ |
ইকোনোমি | ২.৬৩ |
সেরা বোলিং | ৫/৩৪ |
৫ উইকেট | ০২ |
ক্রিস গেইলের ব্যক্তিগত তথ্য
নাম | গেইল |
পুরো নাম | ক্রিস্টোফার হেনরি গেইল |
জন্ম | ২১ শে সেপ্টেম্বর, ১৯৭৯সাল |
ডাকনাম | গেইল, ফোর্স, ওয়ার্ল্ড বস, ইউনিভার্স বস, মাস্টার স্টর্ম, স্পার্তান |
উচ্চতা | ৬ ফুট ৪ ইঞ্চি (১.৯৩ মিটার) |
পেশা | ক্রিকেটার |
ব্যাটিংয়ের ধরন | বামহাতি |
বোলিংয়ের ধরন | ডানহাতি |
ভুমিকা | অলরাউন্ডার |
জাতীয়তা | ওয়েস্ট ইন্ডিজ |
বৈবাহিক অবস্থা | বিবাহিত |
আরো পড়ুন:- ক্রিকেটার হাসান মাহমুদ
ক্রিস গেইলের রেকর্ড
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অন্যতম সেরা মারকুটে সাবেক খেলোয়াড় ক্রিস গেইল। মারকুটে এই ব্যাটার ব্যাট হাতে তাণ্ডব শুরু করতেন ২২ গজে। ক্রিকেটের তিন ফরম্যাটেই গড়েছেন অসংখ্য রেকর্ড। চলুন ক্রিস গেইলের রেকর্ডগুলো সম্পর্কে জেনে আসি…
আরো অসংখ্য রেকর্ড রয়েছে ক্রিস গেইলের। এখানে সংক্ষিপ্তাকারে তুলে ধরা হয়েছে।
৩৩৩ নাম্বার জার্সি গায়ে জড়িয়ে ২২ গজে নামতেন ক্রিস গেইল। মুলত টেস্ট ক্রিকেটে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান ৩৩৩ করে নিজের জার্সি নাম্বার বানিয়ে ফেলেন ক্রিস গেইল।
১.৩৬ কেজি ওজন ক্রিস গেইলের ব্যাটের। দ্যা স্পার্টান কোম্পানির ব্যাট দিয়ে খেলতেন ক্রিস গেইল। এবং তার ব্যাটের নাম ছিলো সিজি দ্যা বস।
খ্রিস্টান ধর্মের অনুসারী ক্রিস গেইল। ধর্মীয় দিক হিসেবে ক্রিস গেইলের আসল নাম- ক্রিস্টোফার হেনরি গেইল।
ক্রিস গেইলের সর্বোচ্চ রান এবং অন্যান্য সকল বিষয় নিয়ে বিষদ আলোচনা করা হলো। আশা করি আপনারা সঠিক তথ্য জানতে পেরেছেন। এর বাহিরে আরো কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে আমাদের কে তা জানাতে পারেন।
আমাদের সাথে থাকুন।
স্বাধীন স্পোর্টস (Sadhin Sports)