আর্ন্তজাতিক নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ- ২০২৪ এর আসরটা বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু দেশের রাজনৈতিক এবং অন্যান্য সমস্যাগুলোর কথা মাথায় রেখে আইসিসি কর্তৃক বিশ্বকাপ টুর্ণামেন্ট কে সরিয়ে ফেলা হয়েছে। বাংলাদেশে পরিবর্তে এবার আসর বসবে সংযুক্ত আরব আমিরাতে। ৩ অক্টোবর থেকে শুরু হয়ে ২০ শে অক্টোবর পর্যন্ত চলবে বিশ্বকাপের আসর। এবারের আসর দুটি গ্রুপে ভাগ হয়ে মোট দশটি দল অংশগ্রহণ করবে। গ্রুপ- এ, এবং গ্রুপ-বি দুই গ্রুপে খেলা হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৪।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৪ পূর্ণাঙ্গ সময়সূচি
তারিখ | প্রতিপক্ষ | সময় |
৩ অক্টোবর ২০২৪ | বাংলাদেশ-স্কটল্যান্ড | বিকাল- ৪ |
৩ অক্টোবর ২০২৪ | পাকিস্তান-শ্রীলঙ্কা | রাত- ৮ |
৪ অক্টোবর ২০২৪ | দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ | বিকাল- ৪ |
৪ অক্টোবর ২০২৪ | ভারত-নিউজল্যান্ড | রাত- ৮ |
৫ অক্টোবর ২০২৪ | অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা | বিকাল- ৪ |
৫ অক্টোবর ২০২৪ | বাংলাদেশ-ইংল্যান্ড | রাত- ৮ |
৬ অক্টোবর ২০২৪ | ভারত-পাকিস্তান | বিকাল- ৪ |
৬ অক্টোবর ২০২৪ | ওয়েস্ট ইন্ডিজ-স্কটল্যান্ড | রাত- ৮ |
৭ অক্টোবর ২০২৪ | ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা | রাত- ৮ |
৮ অক্টোবর ২০২৪ | অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড | রাত- ৮ |
৯ অক্টোবর ২০২৪ | দক্ষিণ আফ্রিকা-স্কটল্যান্ড- | বিকাল- ৪ |
৯ অক্টোবর ২০২৪ | ভারত-শ্রীলঙ্কা | রাত- ৮ |
১০ অক্টোবর ২০২৪ | বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ | রাত- ৮ |
১১ অক্টোবর ২০২৪ | অস্ট্রেলিয়া-পাকিস্থান | রাত- ৮ |
১২ অক্টোবর ২০২৪ | নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা | বিকাল- ৪ |
১২ অক্টোবর ২০২৪ | বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা | রাত- ৮ |
১৩ অক্টোবর ২০২৪ | ইংল্যান্ড-স্কটল্যান্ড | বিকাল- ৪ |
১৩ অক্টোবর ২০২৪ | ভারত-অস্ট্রেলিয়া | রাত- ৮ |
১৪ অক্টোবর ২০২৪ | পাকিস্থান-নিউজিল্যান্ড | রাত- ৮ |
১৫ অক্টোবর ২০২৪ | ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ | রাত- ৮ |
১৭ অক্টোবর ২০২৪ | ১ম সেমিফাইনাল | রাত- ৮ |
১৮ অক্টোবর ২০২৪ | ২য় সেমিফাইনাল | রাত- ৮ |
২০ অক্টোবর ২০২৪ | ফাইনাল | রাত- ৮ |
গ্রুপ- এ এবং গ্রুপ- বি দুই গ্রুপে যে দেশগুলো রয়েছে
গ্রুপ- এ | গ্রুপ- বি |
অস্ট্রেলিয়া | বাংলাদেশ |
নিউজিল্যান্ড | ইংল্যান্ড |
ইন্ডিয়া | ওয়েস্ট ইন্ডিজ |
পাকিস্থান | স্কটল্যান্ড |
শ্রীলঙ্কা | দক্ষিণ আফ্রিকা |
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৪ বাংলাদেশের খেলার সময়সূচি
৩ অক্টোবর শারজায় বিকাল ৪টার সময়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৪ এর আসরের প্রথম ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশের মেয়েরা। প্রথম ম্যাচের পরে একদিন পরেই ৫ অক্টেবর শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে। তারপর পাঁচ দিনের পর আবারো শারজাহ আন্তর্জাতিক স্টেডিয়ামে নিজেদের ৩য় ম্যাচর জন্য মাঠে নামবে বাংলাদেশ। এবং সর্বশেষ ১২ অক্টেবর দক্ষিন আফ্রিকার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল।
আরো পড়ুন: নিগার সুলতানা জ্যোতি
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৪ এ বাংলাদেশের খেলার সময়সূচি
তারিখ | প্রতিপক্ষ | ভেন্যু | সময় |
৩ অক্টোবর ২০২৪ | স্কটল্যান্ড | শারজাহ | বিকাল ৪ |
৫ অক্টোবর ২০২৪ | ইংল্যান্ড | শারজাহ | রাত ৮ |
১০ অক্টোবর ২০২৪ | ওয়েস্ট ইন্ডিজ | শারজাহ | রাত ৮ |
১২ অক্টোবর ২০২৪ | দক্ষিণ আফ্রিকা | শারজাহ | রাত ৮ |
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৪ বাংলাদেশের স্কোয়াড
নিজেদের ঘরের মাঠে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৪ এর আসর হওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি। দেশের মধ্যে কিছুটা বিশৃংখা থাকার কারনে বিশ্বকাপের আসর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। গতকাল ২৭ সেপ্টেম্বর রাতের ফ্লাইটে দেশ ছেড়েছেন নিগার সুলতানা জ্যোতি এবং তার দল। গত বিশ্বকাপে খুব একটা ভালো ফলাফল করতে পারেনি বাংলাদেশ নারী ফুটবল দল। বিশ্বকাপের প্রস্তুতি সম্পর্কে জিজ্ঞেস করা হলে ক্যাপ্টেন উত্তর দেন; পুরো দেশ এবার হয়তো ভালো কিছু দেখবে। আমাদের আশা আছে আমরাই শিরোপা উচিয়ে ধরবো। আমাদের প্রস্তুতিতে নিজেদের সব দুর্বলতাগুলো কাটিয়ে ওঠার চেষ্ট করেছি। সবাই দলকে সাপোর্ট করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন।
বাংলাদেশ বিসিবি কর্তৃক নিগার সুলতানা জ্যোতিকে বিশ্বকাপের অধিনায়ক মনোনিত করেছেন। এবং তার নেতৃত্বে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৪ দেখবে বাংলাদেশ। চলুন তাহলে কথা না বাড়িয়ে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড দেখে আসি..
বাংলাদেশে এবারের আসরের পর্দা ওঠার কথা থাকলেও শেষ সময়ে এসে তা পরিবর্তন হয়ে গেছে। এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এবং আয়োজক হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থাকবে।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৪ এর পুরো বিশ্বকাপের পুর্ণাজ্ঞ সময়সূচি আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো। আপনারা সময় করে খেলা দেখবেন। এবং আপনাদের প্রত্যেকের পছন্দের দলের জন্য শুভকামনা রইলো।
আমাদের সাথে থাকুন।
স্বাধীন স্পোর্টস (Sadhin Sports