ক্রিকেটের সবচেয়ে বড় ফরম্যাট হলো টেস্ট ফরম্যাট। টানা এক, দুই বা তিন মিলিয়ে অনুষ্ঠিত হয় একেকটা টেস্ট ম্যাচ। টেস্ট ম্যাচ মানেই হলো ক্রিজে দাড়িয়ে থেকে একেরপর এক বল ঠেকানো এবং সুযোগ মতো একটু একটু রান বের করা। চার ছক্কা মারার ওরকম কোনো চাপ থাকেনা টেস্ট ক্রিকেটে। প্রতিপক্ষকে টায়ার্ড করে ফেলাই হলো টেস্ট ক্রিকেটের কাজ। সেই টেস্ট ফরম্যাটের সেরা কয়েকজন বোলারদের গল্প বলবো আজ। টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারী প্লেয়ার সম্পর্কে আজকের আর্টিকেলে বিস্তারিত জানবো। সঠিক তথ্য জানতে ধৈর্য্য সহকারে পুরো আর্টিকেলটি পড়তে থাকুন।
সর্বকালের সেরা ৩ জন টেস্ট বোলারকে নিয়ে আজকে আলোচনা করবো। যারা সবচেয়ে লং সময়ের ফরম্যাট টেস্ট ক্রিকেটে নজরকাড়া বোলিং এবং ক্যারিয়ার পরিসংখ্যানের বিবেচনায় সেরা তালিকা দখল করে রেখেছেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট নিয়েছেন কোন প্লেয়ার আপডেট তথ্য জেনে আসি..
টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট নেওয়া সেরা তিনজন প্লেয়ার সম্পর্কে জানুন বিস্তারিত
ওভার নির্ধারন বা কোনো সময় নির্ধারন থাকেনা টেস্ট ক্রিকেটে। দিনের হিসাবে খেলা হয় টেস্ট ফরম্যাট। টেস্ট ক্রিকেটে খেলোয়াড়দের খুব একটা তাড়া থাকে না! নিরিবিলি ক্রিজে দাড়িয়ে নিজেকে সেট করে তারপর একটু একটু করে রান তোলার কাজ শুরু করেন। তবে টেস্টে ক্রিকেটে বোলারদের চোখেমুখে থাকে উইকেটের মেডেন ওভার এবং উইকেটের স্বপ্ন। ওভারের পর ওভার বল করতে করতে হাঁপিয়ে উঠতে হয় বোলারদের।
ক্রিকেটের দীর্ঘতম সময়ের খেলা টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারী কে? বা কোন প্লেয়ার সবচেয়ে বেশি উইকেট নিয়েছে এমন প্রশ্নের উত্তর অনেকেই জানতে আগ্রহী হয়ে ওঠেন! চলুন তাহলে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট নেওয়া তিনজন প্লেয়ার সম্পর্কে বিস্তারিত জেনে আসি..
টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকার করা এক নাম্বার খেলোয়াড় মুত্তিয়া মুরালিধরন
অধিকাংশ ক্রীড়াবীদদের মতে শ্রীলঙ্কার ডানহাতি স্পিনার বোলার মুত্তিয়া মুরালিধরন ক্রিকেট অঙ্গনের সেরা বোলারদের মধ্যে অন্যতম সেরা একজন বোলার। ১৩ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও নিজের নামে পাশে রেখে যাওয়া রেকর্ডগুলো এখনো কেউ ছুঁয়ে দেখতে পারেনি! ১৭ ই এপ্রিল ১৯৭২ সালে শ্রীলঙ্কার ক্যান্ডি শহরে মুরালিধরণ জন্মগ্রহন করেন। ৫ ফুট ৭ ইঞ্চির এই ডানহাতি স্পিনারের ক্রিকেট পরিসংখ্যান দেখলে মাথা ঘুরে ওঠে। ওয়ানডে এবং টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ উইকেট নেওয়ার প্লেয়ারদের তালিকার শীর্ষ ১ নাম্বার জায়গা দখল করে আছেন এই স্পিনার।
আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ১৩৩ ম্যাচ খেলে ৮০০ টি উইকেট শিকার করে ইতিহাসে এক অনবদ্য রেকর্ড গড়েছেন মুত্তিয়া মুরালিধরন, যে রেকর্ড এখন অবধি কেউ ভাঙতে পারেনি! চলুন তাহলে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট নেওয়া প্লেয়ার মুরালিধরন এর টেস্ট পরিসংখ্যান জেনে আসি..
মুত্তিয়া মুরালিধরন এর টেস্ট পরিসংখ্যান
ম্যাচ | ১৩৩ |
ওভার | ৭৩৩৯.৫ |
রান | ১৮,১৮০ |
উইকেট | ৮০০ |
গড় | ২২.৭৩ |
৪ উইকেট | ৪৫ বার |
টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকার করা দ্বিতীয় নাম্বার পজিশনে রয়েছে শেন ওয়ার্ন
অস্ট্রেলিয়ান অজি ক্রিকেটার শেন ওয়ার্ন টেস্ট ক্রিকেট অঙ্গনে সেরা বোলারদের মধ্যে একজন বোলার। ক্রিজে হেঁটে হেঁটে বল করা এবং রিপিং উইন্ড আপ এ্যাকশনের মাধ্যমে বলকে পিচ এর বাহিরে ফেলে অসাধারণ স্পিন তৈরি করার জন্য শেন ওয়ার্ন দারুণ জনপ্রিয়।
১৩ ই সেপ্টেম্বর, ১৯৬৯ সালে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া শহরে শেন ওয়ার্ন জন্মগ্রহণ করেন। ১.৮৩ মিটার উচ্চতার এই স্পিনারের টেস্ট ক্রিকেট পরিসংখ্যান টা বেশ জোরালো। টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ উইকেট নেওয়া প্লেয়ারদের তালিকার শীর্ষ ২য় নাম্বার পজিশনে আছেন এই স্পিনার। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ১৪৫ ম্যাচ খেলে ৭০৮ টি উইকেট শিকার করেছেন শেন ওয়ার্ন। চলুন তাহলে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট নেওয়া ২য় নাম্বার খেলোয়াড় শেন ওয়ার্ন টেস্ট পরিসংখ্যান জেনে আসি..
শেন ওয়ার্ন এর টেস্ট পরিসংখ্যান
ম্যাচ | ১৪৫ |
ওভার | ৬৭৮৪.১ |
রান | ১৭,৯৯৫ |
উইকেট | ৭০৮ |
গড় | ২৫.৪২ |
৪ উইকেট | ৪৮ বার |
টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকার করা তৃতীয় নাম্বার পজিশনে রয়েছে জেমস অ্যান্ডারসন
ইংল্যান্ড জাতীয় দলের সাবেক ক্রিকেটার জেমস অ্যান্ডারসন টেস্ট ক্রিকেট অঙ্গনে সেরা বোলারদের মধ্যে একজন বোলার। ক্রিকেটের পাশাপাশি হেয়ার স্টাইল, পোশাকআশাক এবং সুন্দর চেহারার জন্য জেমস অ্যান্ডারসন দারুণ জনপ্রিয় ছিলেন। জেমস অ্যান্ডারসন ক্রিজে বল ফেলে কয়েক মুহুর্তের মধ্যে বলটা সুইং করে ফেলতে পারতেন। এই অসাধারণ প্রতিভার জন্য জেমস অ্যান্ডারসন আজও সবার মুখে-মুখে থাকে।
৩০ শে জুলাই, ১৯৮২ সালে ইংল্যান্ডের লাঙ্কাশায়ারের বার্ণলিতে জেমস অ্যান্ডারসন জন্মগ্রহণ করেন। ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার এই বোলার নিজের বোলিং দিয়ে টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ উইকেট নেওয়া প্লেয়ারদের তালিকার শীর্ষ ৩য় নাম্বার পজিশনে আছেন। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ১৮৮ ম্যাচ খেলে ৭০৪ টি উইকেট শিকার করেছেন জেমস অ্যান্ডারসন।
আরো পড়ুন: টি-টোয়ন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারী প্লেয়ার সম্পর্কে জানুন
চলুন তাহলে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট নেওয়া ৩য় নাম্বার খেলোয়াড় জেমস অ্যান্ডারসন এর টেস্ট পরিসংখ্যান জেনে আসি..
জেমস অ্যান্ডারসন এর টেস্ট পরিসংখ্যান
ম্যাচ | ১৮৮ |
ওভার | ৬৬৭২.৫ |
রান | ১৮,৬২৭ |
উইকেট | ৭০৪ |
গড় | ২৬.৪৬ |
৪ উইকেট | ৩২ বার |
বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে মুশফিকুর রহিম প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান যিনি টেস্ট ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেছেন।
সর্বোচ্চ উইকেট শিকারীর নাম এবং পরিসংখ্যান নিয়ে বিষদ আলোচনা করা হলো। আশা করি আপনারা সঠিক তথ্য পেয়েছেন। এই আলোচনার বাহিরে আরো কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে আমাদেরক তা জানাতে পারেন।
আমাদের সাথে থাকুন।
স্বাধীন স্পোর্টস (Sadhin Sports)