টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড ছিলো আফগানিস্তানের দখলে। আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ উইকেট হারিয়ে ২৭৮ রানের সর্বোচ্চ স্কোরটা করেছিলেন আফগানিস্তানের দানবীয় ব্যাটাররা। কিন্তু সেই রেকর্ড ভেঙে চুরমার করে আরেক নতুন ইতিহাস রচনা করলেন ভারতীয় ক্রিকেট দল।
ক্রিকেটে রানের সমীকরণ সবসময় চলতেই থাকে। কোন দল বেশি রান করলো, আবার কোন দল বোলিং এ ভালো করলো, আবার কোন দল সবচেয়ে কম রানে হেরেছে আবার কোন দল সবচেয়ে বেশি রান করে জিতেছে? এমন হিসাব নিকাশ তো সারা বছর চলতেই থাকে। আজকের আর্টিকেলে আলোচনা করবো টি-টোয়েন্টিতে দলীয় সর্বোচ্চ রান কোন দল করেছে? এবং কোন দলের বিপক্ষে সর্বোচ্চ রান করে ইতিহাস রচনা করেছে? এসব হিসাব নিকাশ এবং টি-টোয়েন্টিতে দলীয় সর্বোচ্চ রান কোন দেশের দখলে তা জানতে ধৈর্য্য সহকারে পুরো আর্টিকেলটি পড়ুন।
টি-টোয়েন্টিতে দলীয় সর্বোচ্চ রান করে রেকর্ড গড়লো ভারত
১২ ই অক্টোবর ২০২৪ রোজ শনিবার। বাংলাদেশ বনাম ভারত সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলার জন্য টস জিতে ব্যাট হাতে হায়দ্রাবাদ স্টেডিয়ামের মাঠে নামেন টিম ইন্ডিয়া। ওপেনার সানজু স্যামসন এবং তিন নাম্বারে ক্রিজে আসা অধিনায়ক সূর্যকুমার যাদব দু’জনে সাইক্লোন শুরু করে বাংলাদেশ বোলারদের উপর।
ভারত বনাম বাংলাদেশের এই ম্যাচে যেনো নতুন এক ইতিহাস রচিত হতে দেখলো পুরো ক্রিকেট বিশ্ব। একের পর এক চার-ছক্কা! সিঙেল রানের থেকে বাউন্ডারি লই বেশি। মনে হচ্ছিল যেনো হায়াদ্রাবাদের মাঠে ঝড় শুরু হয়েছে! ঝড়ের সাথে সাথে চলছিলো গ্যালারী ভর্তি দর্শকদের বজ্রপাতের মতো তুমুল গর্জন। ২০ ওভারে ২৯৭ রানের বিশাল এক ইনিংস খেলে এক মহাকাব্য রচনা করে টিম ইন্ডিয়া। এখন অবধি এটাই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ দলীয় রান, যে রেকর্ডটা এখন থেকে শুধুমাত্র শক্তিশালী ভারত ক্রিকেট দলের দখলে।
সর্বোচ্চ রানের রেকর্ডের ম্যাচে ভারতের ইনিংস বিস্তারিত
১২ ই অক্টোবর ২০২৪ রোজ শনিবার সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে হায়দ্রাবাদের মাঠে নেমে টস জিতে যায় ভারত। ভারত বনাম বাংলাদেশ সিরিজের ৩টি টি-টোয়েন্টি ম্যাচের প্রথম ম্যাচটা বাংলাদেশ আগে ব্যাট করার কারণে খুব একটা তান্ডব দেখাতে পারেনি ভারত! তবে সিরিজের ২য় টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে বাংলাদেশ ব্যাটে পাঠায় ভারতীয় ক্রিকেটারদেরকে। ২য় ম্যাচে দারুণ এক ইনিংস খেলে ভারত। বেশ বড় ব্যবধানে ম্যাচ এবং পাশাপাশি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নেয় ভারত।
শেষ টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে প্রথমেই ব্যাটে নামে সানজু স্যামসন এবং অভিষেক শর্মা। মাত্র ৪ রান করেই তানজিম সাকিবের বোলে সাজ ঘরে ফিরে যান অভিষেক শর্মা। এরপর ক্রিজে আসে অধিনায়ক সূর্যকুমার যাদব। এক সময়ে ভালো পারফর্ম করতে না পারার কারণে এই হার্ড হিটার ব্যাটসম্যানকে দলের বাহিরে থাকতে হতে। কিন্তু পরবর্তীতে জাতীয় দলের অধিনায়কত্ব নিয়ে নতুন রুপে ফিরল এসেছিল সূর্যকুমার যাদব। সানুজ স্যামসন এবং সূর্যকুমার যাদবের একের পর এক চার ছক্কার মারে ঘামতে থাকে বাংলাদেশ দল। মাত্র ৪৭ বল খেলে ১১১ রানের বিশাল এক ইনিংস উপহার দেন সানজু স্যামসন৷ ১১ টা চার এবং ৮ টা ছক্কা মেরে ২৩৬.১৭ স্ট্রাইক রেটে ব্যাট করে নিজের সর্বোচ্চ রান করেন সানজু স্যামসন।
আরো পড়ুন: বিরাট কোহলি রেকর্ড
সানজু স্যামসন আউট হওয়ার পরে অধিনায়ক সূর্যকুমার যাদব এবং হার্দিক পান্ডিয়া দলের হাল ধরেন। এই দুই ব্যাটসম্যান ও যেনো পাগলা ঘোড়ার মতো দৌড় লাগাতে থাকে বোলারদের! মাত্র ৩৫ বলে ৭৫ রানের দারুণ এক ইনিংস খেলেন সূর্যকুমার যাদব। এবং ১৮ বলে ৪৭ রান করে হার্দিক পান্ডিয়া। দলীয় ৬ উইকেটের বিনিময়ে ২৯৭ রানের স্তুপ বানিয়ে ফেলে টিম ইন্ডিয়া। এখন অবধি এটাই টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ দলীয় রান।
সর্বোচ্চ রেকর্ড গড়ার ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদের অবসর
এ যেনো আরেক ইতিহাস ঘটলো ক্রিকেট অঙ্গনে। ভারতের সাথে নিজেদের শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলার আগেই সাইলেন্ট কিলার খ্যাত মাহমুদুল্লাহ রিয়াদ সাংবাদিকদের জানিয়ে দিয়েছিলো নিজের অবসরের কথা। এক দিকে নিজের শেষ ম্যাচ অন্যদিকে দলের বিপক্ষে সেরা দলীয় রানের এক ইতিহাস। কথা ছিলো নিজের শেষটা অন্যরকম ভাবে রাঙাবেন, কিন্তু তা আর হলো না! অবসরের সিদ্ধান্তের কথা চাপা পড়ে গেলো ভারতের হিমালয় পর্ববের চূড়ার মতো রানের স্তুপের মাঝে।
ক্যারিয়ারের শেষ ম্যাচে বল হাতে ২ ওভারে ২৬ রান খরচা করে নিয়েছিলেন ১ উইকেট। এবং ব্যাট হাতে মাহমুদুল্লাহ রিয়াদ তুলেছিলেন মাত্র ৮ রান!
সর্বোচ্চ রানের রেকর্ডের ম্যাচে কেমন ছিলো ভারতের স্কোয়াড
সর্বোচ্চ রানের রেকর্ডের ম্যাচে কেমন ছিলো বাংলাদেশের স্কোয়াড
১২ ই অক্টোবর ২০২৪ সাল রোজ শনিবার। হায়দ্রাবাদের মাঠে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজের টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানান মাহমুদুল্লাহ রিয়াদ।
টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান কোন দল করেছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো। আশা করি আপনারা সঠিক তথ্য পেয়েছেন। এর বাহিরে আপনাদের আরো কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে তা জানাতে পারেন।
আমাদের সাথে থাকুন।
স্বাধীন স্পোর্টস (Sadhin Sports)