বাংলাদেশ জাতীয় দলে অসংখ্য খেলোয়াড় রয়েছে। কিন্তু বিসিবি কর্তৃক চুক্তিবদ্ধ খেলোয়াড় কতজন এটাই জানার বিষয়। চুক্তিবদ্ধ খেলোয়াড় ছাড়া ক্রিকেট বোর্ড থেকে নির্ধারিত পান না ক্রিকেটাররা। খেলোয়াড়দের বেতন সংক্রান্ত যাবতীয় বিষয় জানতে ধৈর্য্য সহকারে পুরো আর্টিকেলটি পড়ুন।
বিসিবি কর্তৃক বাংলাদেশ জাতীয় দলের একদম কেন্দ্রীয় বা ১ম সারির চুক্তিতে রয়েছে ৫ জন ক্রিকেটার। তিন ফরম্যাটেই এই পাঁচজন খেলোয়াড় কেন্দ্রীয় চুক্তিতে রয়েছেন। সেই পাঁচজন কেন্দ্রীয় চুক্তিবদ্ধ খেলোয়াড়রা হলেন-
বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়রারা কিভাবে বেতন পান ?
বাংলাদেশ দলে বিসিবির তালিকাভুক্ত খেলোয়াড়রাই শুধুমাত্র বেতন পেয়ে থাকেন। তবে এই তালিকাটা কয়েকটা ক্যাটাগরীতে হয়ে থাকে। ক্যাটাগরীগুলো হলো-
বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়দের মধ্যে কোন খেলোয়াড় সবচেয়ে বেশি বেতন পান
বিসিবি কর্তৃক চুক্তিবদ্ধ খেলোয়াড়দের মধ্যে কে সবচেয়ে বেশি বেতন পায় এই বিষয়ে আমরা হয়তো তেমন অবগত নই। অনেকের ধারনা সাকিব, না হলে হয়তো মুশফিক, না হলে সম্ভবত মাহমুদুল্লাহ সবচেয়ে বেশি বেতন পান। কিন্তু না! সাকিব, মুশফিক এবং মাহমুদুল্লাহ এর থেকেও বেশি বেতন পান ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত।
বিসিবির কেন্দ্রীয় খেলোয়াড় এবং অধিনায়কত্বের জন্য বাংলাদেশ জাতীয় দলের সমস্ত খেলোয়াড়দের থেকে সবচেয়ে বেশি বেতন পান নাজমুল হোসেন শান্ত।
বিসিবি কর্তৃক সবচেয়ে বেশি বেতন পাওয়া পাঁচজন খেলোয়াড়
আরো পড়ুন:- টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান ও ছক্কা
বিসিবি কর্তৃক চূড়ান্ত চুক্তিতে থাকা সমস্ত খেলোয়াড়দের বেতন
বিসিবি কর্তৃক চূড়ান্ত চুক্তি বা এ প্লাস ক্যাটাগরীতে যে সমস্ত খেলোয়াড় রয়েছে তাদের প্রত্যেকের নাম এবং কত টাকা বেতন পান তা নিম্নে তুলে ধরা হলো-
খেলোয়াড়ের নাম | মাসিক বেতন |
নাজমুল হোসেন শান্ত | ৯ লাখ ১০ হাজার টাকা |
সাকিব আল হাসান | ৭ লাখ ৭৫ হাজার টাকা |
মুশফিকুর রহিম | ৬ লাখ ৫০ হাজার টাকা |
লিটন কুমার দাশ | ৬ লাখ ৫ হাজার টাকা |
তাসকিন আহমেদ | ৫ লাখ ৭৫ হাজার টাকা |
মেহেদী হাসান মিরাজ | ৫ লাখ ৫০ হাজার টাকা |
শরিফুল ইসলাম | ৫ লাখ ৫০ হাজার টাকা |
মুমিনুল ইসলাম | ৪ লাখ ৫০ হাজার টাকা |
তাইজুল ইসলাম | ৪ লাখ ৫০ হাজার টাকা |
মাহমুদুল্লাহ রিয়াদ | ৪ লাখ টাকা |
মুস্তাফিজুর রহমান | ২ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা |
তাওহীদ হৃদয় | ২ লাখ ৬২ হাজার ৫০০ টাকা |
হাসান মাহমুদ | ২ লাখ টাকা |
নুরুল হাসান সোহান | ১ লাখ ৭৫ হাজার টাকা |
মাহমুদুল হাসান জয় | ১ লাখ ৭৫ হাজার টাকা |
খালেদ আহমেদ | ১ লাখ ২৫ হাজার টাকা |
নাঈম হাসান | ১ লাখ ২৫ হাজার টাকা |
নাসূম আহমেদ | ১ লাখ ২৫ হাজার টাকা |
শেখ মেহেদী | ১ লাখ টাকা |
তানজিম সাকিব | ১ লাখ টাকা |
নাজমুল হোসেন শান্ত। বর্তমানে বাংলাদেশের জাতীয় দলের প্রতিনিধিত্ব করছেন তিনি। তিন ফরম্যাটেই অধিনায়ক হিসেবে আছেন নাজমুল হোসেন শান্ত।
বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়দের বেতন সংক্রান্ত বিষয়াদি বিষয়ে বিষদ আলোচনা করা হলো। আশা করি আপনাদের মনঃপুত হয়েছে। এই আলোচনার বাহিরে আরো কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে আমাদেরক তা জানাতে পারেন।
আমাদের সাথে থাকুন।
স্বাধীন স্পোর্টস (Sadhin Sports)