গত কয়েকদিন আগেই শেষ হয়েছে বাংলাদেশ বনাম ভারতের টেস্ট সিরিজ। ফলাফল বাংলাদেশকে হারিয়ে ভারত সিরিজ জিতেছে। টেস্ট ম্যাচ শেষে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। দুই দেশ ই তাদের টি-টোয়েন্টি সিরিজের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করে ফেলেছে। আগামী ৬ ই অক্টোবর, ২০২৪ থেকে মাঠে গড়াবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ।
কানপুর এবং চেন্নাইয়ের স্টেডিয়ামে টেস্ট ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছিল। ভারতের ঘরের মাটিতে টেস্ট সিরিজ হারের খাতায় নাম লিখিয়েছে বাংলাদেশ দল।
বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি সিরিজ: কবে, কোথায় এবং কখন হবে তা জেনে নিন
সাদা পোষাকের খেলা শেষ হতে না হতেই রঙিন পোষাকের খেলা শুরু হতে যাচ্ছে। ভারত সফরের টেস্ট সিরিজ শেষ করেছে বাংলাদেশ দল। টেস্টের লড়াই শেষ করে আগামী ৬ ই অক্টোবর, ২০২৪, গোয়ালিয়র স্টেডিয়ামে ভারত বনাম বাংলাদেশ প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আনুষ্ঠানিকভাবে সব কার্যক্রম শেষ হয়েছে ইতিমধ্যে। দুই দলের ই চূড়ান্ত স্কোয়াড ও ঘোষণা হয়ে গেছে।
প্রথম টি-টোয়েন্টি ম্যাচের পরে ৯ অক্টোবর, ২০২৪, দিল্লি স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এবং সর্বশেষ ১২ ই অক্টোবর, ২০২৪, হায়াদ্রাবাদ স্টেডিয়ামে শেষ টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ বনাম ভারত টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি
ম্যাচ | তারিখ | ভেন্যু |
প্রথম টি-টোয়েন্টি ম্যাচ | ৬ ই অক্টোবর, ২০২৪ | গোয়ালিয়র স্টেডিয়াম |
দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ | ৯ ই অক্টোবর, ২০২৪ | দিল্লি স্টেডিয়াম |
তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ | ১২ ই অক্টোবর, ২০২৪ | হায়াদ্রাবাদ স্টেডিয়াম |
বাংলাদেশ বনাম ভারত টি-টোয়েন্টি সিরিজের বাংলাদেশের স্কোয়াড
ভারত বনাম বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজের ভারতের স্কোয়াড
ভারত বনাম বাংলাদেশ ক্রিকেট পরিসংখ্যান
ভারত বনাম বাংলাদেশ এর ম্যাচ মানেই আইসিসির আলাদা নজরদারী। টান টান উত্তেজনা পূর্ণ ম্যাচ হয় এই দুই দেশের। দর্শকদের মতামত পরিসংখ্যান ও একই কথা বলে। তবে ভারতের থেকে পরিসংখ্যানে বাংলাদেশ অনেক পিছিয়ে রয়েছে। চলুন বাংলাদেশ বনাম ভারতের ক্রিকেট পরিসংখ্যান জেনে আসি..
ভারত বনাম বাংলাদেশ টি-টোয়েন্টি ক্রিকেট পরিসংখ্যান
মোট ম্যাচ সংখ্যা | ১৪ | |
ম্যাচ জয় | বাংলাদেশ- ০১ | ভারত- ১৩ |
ম্যাচ হার | বাংলাদেশ- ১৩ | ভারত- ০১ |
নো রেজাল্ট | বাংলাদেশ- ০ | ভারত- ০ |
ম্যাচ ড্র | বাংলাদেশ- ০ | ভারত- ০ |
ঘরের মাঠে জয় | বাংলাদেশ- ০ | ভারত- ৩ |
বিদেশের মাটিতে জয় | বাংলাদেশ- ০১ | ভারত- ৩ |
ন্যাচারাল জয় | বাংলাদেশ- ০ | ভারত- ৭ |
ভারত বনাম বাংলাদেশ ওডিআই ক্রিকেট পরিসংখ্যান
মোট ম্যাচ সংখ্যা | ৪১ | |
ম্যাচ জয় | বাংলাদেশ- ০৮ | ভারত- ৩২ |
ম্যাচ হার | বাংলাদেশ- ৩২ | ভারত- ০৮ |
নো রেজাল্ট | বাংলাদেশ- ০১ | ভারত- ০১ |
ম্যাচ ড্র | বাংলাদেশ- ০ | ভারত- ০ |
ঘরের মাঠে জয় | বাংলাদেশ- ০৬ | ভারত- ০৪ |
বিদেশের মাটিতে জয় | বাংলাদেশ- ০ | ভারত- ১৮ |
ন্যাচারাল জয় | বাংলাদেশ- ০২ | ভারত- ১০ |
ভারত বনাম বাংলাদেশ টেস্ট ক্রিকেট পরিসংখ্যান
মোট ম্যাচ সংখ্যা | ১৫ | |
ম্যাচ জয় | বাংলাদেশ- ০ | ভারত- ১৩ |
ম্যাচ হার | বাংলাদেশ-১৩ | ভারত- ০ |
নো রেজাল্ট | বাংলাদেশ- ০২ | ভারত- ০২ |
ম্যাচ ড্র | বাংলাদেশ- ০ | ভারত- ০ |
ঘরের মাঠে জয় | বাংলাদেশ- ০ | ভারত- ০৫ |
বিদেশের মাটিতে জয় | বাংলাদেশ-০ | ভারত- ০৮ |
ন্যাচারাল জয় | বাংলাদেশ- ০ | ভারত- ০ |
প্রথম দিনের টি-টোয়েন্টি ম্যাচে নিষেধাজ্ঞার গুঞ্জন
বাংলাদেশ বনাম ভারতের ম্যাচ মানেই অন্যরকম কিছু। আলোচনা সমালোচনার শেষ নেই। আইসিসি কর্তৃক বাংলাদেশ বনাম ভারতের সিরিজ হওয়ার সময়সূচিসূচি প্রকাশ করার পর পর-ই বিভিন্ন গুঞ্জন শোনা যাচ্ছিলো সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলোতে। তে সব বাঁধা অতিক্রম করে কয়েকদিন আগে বেশ ভলোই ভালোই শেষ হয়েছে বাংলাদেশ বনাম ভারতের টেস্ট সিরিজ।
কিন্তু সেই গুঞ্জনের রেশ এবার অনেক মাত্রা বাড়িয়ে ফিরে এসেছে! বাংলাদেশ বনাম ভারতের টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি প্রকাশ হওয়ার সাথে সাথে ভারতের কিছু সাম্প্রদায়িক লোকজন ক্ষেপে উঠেছে। বাংলাদেশ বনাম ভারত টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটা গোয়ালিয়র এ অনুষ্ঠিত হওয়ার কথা শুনে হিন্দু মহাসভার লোকজন হুমকি দিয়েছে আইসিসিকে। বাংলাদেশ দল যেনো ভারতে টি-টোয়েন্টি ম্যাচ খেলতে না পারে সেজন্য এই হিন্দু ধর্মীয় সংগঠনটি অবরোধ এবং আন্দোলনের ডাক দিয়েছে।
আরো পড়ুন: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৪ সময়সূচি
যদিও গোয়ালিয়র প্রশাসন সমস্ত নিষেধাজ্ঞা তুলে দিয়ে কড়া নিরাপত্তা নিশ্চিত করেছেন। ধর্মীয় ভাবনাকে পুঁজি করে কেউ যেনো রাজনৈতিক ফায়দা উসুল করতে না পারে সেজন্য কড়া অবস্থানে রয়েছে পুলিশ প্রশাসন। গোয়ালিয়র জেলা প্রশাসক রুচিকা চৌহান বলেছেন; আমরা সবদিকে বেশ কড়া নিরাপত্তা দিচ্ছি। কেউ যেনো এসব গুঞ্জনগুলো ফেসবুক বা অন্য কোনো সোশ্যাল মিডিয়ায় দিয়ে বিভ্রান্তি না ছড়ায়। এবং রবিবারের ম্যাচে দর্শকরা কোনো রকম পতাকা, ব্যানার, সাইনবোর্ড ইত্যাদি জিনিস নিয়ে খেলা দেখতে পারবে না।
মধ্য প্রদেশ গোয়ালিয়র এর মাঠে দীর্ঘ ১৪ বছর পরে এবার প্রথম বড় কোনো আন্তর্জাতিক টুর্ণামেন্ট হতে যাচ্ছে। এজন্য প্রশাসন বেশ তৎপর।
আমাদের সাথে থাকুন।
স্বাধীন স্পোর্টস (Sadhin Sports