৫ নভেম্বর, ১৯৮৮ সালে ভারতের দিল্লিতে এক ছোট্ট কিং এর জন্ম হয়, নাম তার বিরাট কোহলি। নামের পাশে কিং উপাধি দিলেও হয়তো কোনো ভুল হবে না। ক্রিকেট অঙ্গনে অদম্য, অনন্য এই ক্রিকেটার নিজের নামটা নিয়ে গিয়েছে হিমালয়ের উচ্চতায়। ২২ গজে তার ব্যাটের তান্ডবে রেকর্ডের ভাঙচুর আমরা সবাই দেখেছি। কখনো রুক্ষনাত্মক আবার কখনো আক্রমণাত্মক হয়ে ব্যাট চালান কিং বিরাট কোহলি। ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় বিরাটের। তারপর থেকে একের পর এক করে চলেছন বিশ্বরেকর্ড! চলুন তাহলে বিরাট কোহলি রেকর্ড বা অর্জনগুলো আমরা জেনে আসি..
বিরাট কোহলি
১৯৮৮ সালের ৫ নভেম্বর ভারতের দিল্লি শহরে এক ছোট্ট কিং এর জন্ম হয়। নাম তার- বিরাট কোহলি। ডাকনাম ‘চিকু’। উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চি। বিরাট কোহলি ডানহাতি ব্যাটসম্যান। ১৮ ই আগস্ট, ২০০৮ সালে ভারত বনাম শ্রীলঙ্কা ওডিআই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেন। অভিষেক ম্যাচে ১৭৫ নাম্বার ক্যাপ দিয়ে তাকে বরন করে নেওয়া হয়। ২০১১ বিশ্বকাপ এবং ২০১৩ সালের চ্যাম্পিয়ন ট্রফি বিজয়ীদের সাথে নিজের নামটাও লিখেয়েছেন বিরাট কোহলি।
উপরে উল্লেখযোগ্য বড় বড় আসরে বিরাট কোহলি নিজেকে রাঙিয়েছেন। আসরে বিজয়ীর ট্রফির পাশাপাশি ব্যক্তিগত অর্জনের জন্য ও তিনি পেয়েছেন মুকুটু। দারুণ পারফরম্যান্সের জন্য তাকে ‘কিং’ খেতাব দেওয়া হয়। খেলার মান ভালো হওয়ায় ক্যারিয়ারের কিছু সময় পর বিরাট কোহলি অধিনায়কের আসনে বসেন। বিরাট একজন সফল ভারতীয় অধিনায়ক।
বিরাট কোহলি পরিসংখ্যান
বিশ্বমানের ব্যাটসম্যানদের তালিকা করা হলে সেই তালিকায় সেরা মানের খেলোয়াড়ের নামের পাশে বিরাট কোহলির নামটাও অবশ্যই দেখতে পাওয়া যায়। বিরাট মাঝারি সাইজের ডানহাতি ব্যাটসম্যান। মাত্র ১৯ বছর বয়সেই নিজের ব্যাটিং স্টাইল দেখিয়ে মাতোয়ারা করেছেন পুরো বিশ্বকে। ব্যাটিং এর পাশাপাশি বোলিং ও করেন। তবে বোলিং নিয়ে খুব বেশি আলোচনা নেই। নিজ দেশে কয়েক কোটি, এবং পুরো বিশ্বে শত-শত কোটি ফ্যান ফলোয়ার বানিয়েছেন বিরাট। এক অন্ধকার রাতের সাইক্লোনের নাম বিরাট কোহলি। দলের প্রয়োজনে নিজের সর্বোচ্চটা দিতে কোনো কমতি রাখেন না। তার ব্যাটিং এ কি এমন জাদু ছিলো! এবং পুরো বিশ্ব ক্রিকেট কে কিভাবে হাতের মুঠোয় নিয়ে আসছিলো বিরাট কোহলি তা আমরা পরিসংখ্যানের মাধ্যমে জেনে আসবো। চলুন তাহলে বিরাট কোহলির পরিসংখ্যান জেনে আসি..
বিরাট কোহলি-এর টি-টোয়েন্টি পরিসংখ্যান
১২ জুন, ২০১০ সালে হারারে স্পোর্টস ক্লাব স্টেডিয়ামে অনুষ্ঠিত ভারত বনাম জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টিতে বিরাট কোহলির অভিষেক হয়। ৪৮০ পয়েন্ট নিয়ে আইসিসি রেংকিং এ সেরা ৫৪ তে আছে বিরাট কোহলি।
বিরাট কোহলি-এর টি-টোয়েন্টি ব্যাটিং পরিসংখ্যান
মোট ম্যাচ | ১২৫ |
মোট রান | ৪১৮৮ |
সর্বোচ্চ | ১২২ |
গড় | ৪৮.৭ |
স্ট্রাইক রেট | ১৩৭.০৪ |
হাফ সেঞ্চুরি (৫০) | ৩৮ |
সেঞ্চুরি (১০০) | ১ |
বিরাট কোহলি-এর টি-টোয়েন্টি বোলিং পরিসংখ্যান
ইনিংস | ১৩ |
উইকেট | ৪ |
ইকোনমি | ৮.০৫ |
সেরা বোলিং | ১/১৩ |
স্ট্রাইক রেট | ৩৮.০ |
বিরাট কোহলি-এর ওডিআই পরিসংখ্যান
১৮ আগস্ট, ২০০৮ সালে রাঙ গিরি ডেম্বুলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ভারত বনাম শ্রীলঙ্কা ওডিআই ম্যাচ দিয়ে বিরাট কোহলির ওডিআই অভিষেক হয়। ৭৪৬ পয়েন্ট নিয়ে আইসিসি রেংকিং এ সেরা ৪ এ আছে বিরাট কোহলি।
বিরাট কোহলি-এর ওডিআই ব্যাটিং পরিসংখ্যান
মোট ম্যাচ | ২৯৫ |
মোট রান | ১৩৯০৬ |
সর্বোচ্চ | ১৮৩ |
গড় | ৫৮.১৮ |
স্ট্রাইক রেট | ৯৩.৫৪ |
হাফ সেঞ্চুরি (৫০) | ৭২ |
সেঞ্চুরি (১০০) | ৫০ |
বিরাট কোহলি-এর ওডিআই বোলিং পরিসংখ্যান
ইনিংস | ৫০ |
উইকেট | ৫ |
ইকোনমি | ৬.১৬ |
সেরা বোলিং | ১/১৩ |
স্ট্রাইক রেট | ১৩২.৪ |
বিরাট কোহলি-এর টেস্ট পরিসংখ্যান
২০ শে জুন, ২০১১ সালে সাবিনা পার্ক স্টেডিয়ামে অনুষ্ঠিত ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় বিরাট কোহলির। ৭৩৭ পয়েন্ট নিয়ে আইসিসি রেংকিং এ সেরা ৮ এ আছে বিরাট কোহলি।
বিরাট কোহলি-এর টেস্ট ব্যাটিং পরিসংখ্যান
মোট ম্যাচ | ১১৩ |
মোট রান | ৮৮৪৮ |
সর্বোচ্চ | ২৫৪ |
গড় | ৪৯.১৬ |
স্ট্রাইক রেট | ৫৫.৫৬ |
হাফ সেঞ্চুরি (৫০) | ৩০ |
সেঞ্চুরি (১০০) | ২৯ |
বিরাট কোহলি-এর টেস্ট বোলিং পরিসংখ্যান
ইনিংস | ১১ |
উইকেট | ০ |
ইকোনমি | ২.৮৮ |
সেরা বোলিং | ০/০ |
স্ট্রাইক রেট | ০.০ |
বিরাট কোহলি-এর আইপিএল পরিসংখ্যান
১৮ এপ্রিল, ২০০৮ সালে কলকাতা নাইট রাইডারস এর বিপক্ষ ম্যাচ দিয়ে নিজের প্রথম আইপিএল ক্যারিয়ার শুরু করেন বিরাট কোহলি।
বিরাট কোহলি-এর আইপিএল ব্যাটিং পরিসংখ্যান
মোট ম্যাচ | ২৫২ |
মোট রান | ৮০০৪ |
সর্বোচ্চ | ১১৩ |
গড় | ৩৮.৬৭ |
স্ট্রাইক রেট | ১৩১.৯৭ |
হাফ সেঞ্চুরি (৫০) | ৫৫ |
সেঞ্চুরি (১০০) | ৮ |
বিরাট কোহলি-এর আইপিএল বোলিং পরিসংখ্যান
ইনিংস | ২৬ |
উইকেট | ৪ |
ইকোনমি | ৮.৮ |
সেরা বোলিং | ২/২৫ |
স্ট্রাইক রেট | ৬২.৭৫ |
বিরাট কোহলি সেঞ্চুরি লিস্ট
ক্রিকেটের কিং বিরাট। যাদুমিশ্রিত দৃষ্টিনন্দন খেেলার জন্য বিরাটকে কিং বলা হয়। বিরাট কোহলি একজন ভারতীয় খেলোয়াড়। ক্যারিয়ারের শুরু থেকেই এখন অবধি টেস্ট, ওডিআই এবং টি-টোয়েন্টি সবগুলো ফরম্যাটেই তিনি সফল। বড়-বড় সব রেকর্ড এখনো বিরাটের দখলে রয়েছে। চলুন বিরাট কোহলির সেঞ্চুরি সম্পর্কে জেনে আসি..
সেঞ্চুরি (১০০)
আন্তর্জাতিক ক্রিকেটে ৮০ টা সেঞ্চুরির মালিক বিরাট কোহলি। এমন এক কৃতিত্ব শুধু বিরাটের ই আছে।
হাফ সেঞ্চুরি (৫০)
হাফ সেঞ্চুরির শতাধিক রেকর্ড বিরাট কোহলির দখলে। আন্তর্জাতিক ক্রিকেটে ১৪০ টা হাফ সেঞ্চুরির মালিক বিরাট কোহলির।
ডাবল সেঞ্চুরি (২০০)
সেঞ্চুরি এবং হাফ সেঞ্চুরি বাদেও বিরাটের রয়েছে ডাবল সেঞ্চুরির রেকর্ড। আন্তর্জাতিক ক্রিকেটে ৭টা ডাবল সেঞ্চুরি রয়েছে বিরাটের। টি-টোয়েন্টি, ওডিআই কোনো ডাবল সেঞ্চুরি নেই বিরাট কোহলির। শুধুমাত্র টেস্ট ক্রিকেটে ৭ টা ডাবল সেঞ্চুরি রয়েছে বিরাট কোহলির ঝুঁলিতে।
বিরাট কোহলির বেতন কত
বিরটা কোহলির বাৎসরিক আয় ১২১ কোটি রুপির মতো। আইপিএল খেলার বিনিময়ে প্রতি বছর ১৬ কোটি রুপি বেতন নেয় বিরাট। একদিনের একটা বিজ্ঞাপন করতে কোহলি প্রায় পাঁচ কোটি রুপি নেন।
বিরাট কোহলির সম্পদ
আমরা সবাই জানি, বিশ্ববিখ্যাত ফুটবল খেলোয়াড় লিওনেল মেসি অঢেল সম্পদের মালিক। কিন্তু লিওনেল মেসি কে ও ছাড়িয়ে গেছেন বিরাট কোহলি। মেসির অবস্থান ৯ নাম্বারে, আর বিরাট কোহলি ৭ নাম্বারে আছে।কোহলির মোট সম্পদ ৩৮২ কোটি রুপি।
টি-টোয়েন্টি, ওডিআই, টেস্ট এবং আইপিএল সব ফরম্যাট মিলিয়ে বিরাট কোহলি ৭৮৫ টি ম্যাচ খেলে ৩৪,৯৪৬ রান করেছেন।
২০১৩ সাল থেকে বিরাট কোহলি অনুষ্কা শর্মার সাথে প্রেম শুরু করেন। এবং পরবর্তীতে তা বিয়েতে রূপ নেয়। ২০১৭ সালের ১১ ডিসেম্বর বিরাট এবং অনুষ্কা বিবাহ করেন।
আশাকরি বিরাট কোহলি রেকর্ড সম্পর্কে বিষদ বিবরন আপনাদের পছদ হয়েছে, আরও কিছু জানতে নিচে কমেন্ট করে জানাতে পারেন।
আমাদের সাথে থাকুন।
স্বাধীন স্পোর্টস (Sadhin Sports)