বর্তমান সময়ে পুরুষদের মতো মহিলারাও সমানভাবে এগিয়ে যাচ্ছে। খেলাধুলাসহ অন্যান্য সকল ক্ষেত্রে মহিলাদের কে পিছিয়ে রাখর কোনো সুযোগ নেই! আগে খেলাধুলা বলতে শুধু পুরুষদের ক্রিকেট বা পুরুষদের ফুটবল বুঝতো। কিন্তু এখন সময় পাল্টেছে, মহিলারাও নিজেদের একটা জায়গা তৈরি করে ফেলেছে। আন্তর্জাতিক পর্যায়ে খেলাধুলা করে যাচ্ছেন মহিলা খেলোয়াড়রা।
মহিলাদের ক্রিকেটটি তিনটি ফরম্যাটে না হলেও ওডিআই এবং টি-টোয়েন্টি ফরম্যাটে শুরু হয়েছে। পুরুষদের মতো এখনি তাদের টেস্ট শুরু হয়নি। তবে হয়তো খুব শীঘ্রই চালু হবে মহিলাদের টেস্ট ক্রিকেট। ১ ই অক্টোবর ২০১৫ সালে আইসিসি কর্তৃক মহিলা ক্রিকেট রাঙ্কিং চালু করা হয়।
খেলার মান, জয়-পরাজয় এবং অন্যান্য সকল বিষয়াদি বিবেচনা করে নির্দিষ্ট পরিমাণ একটা পয়েন্ট দেয় আইসিসি। এই পয়েন্টের বিবেচনায় কোন দলের রাঙ্কিং পজিশন কেমন? কোন দল সেরাদের সেরা এসব বিষয় সম্পর্কে খুব সহজেই জানা যায়। ক্রিকেট প্রেমিদের মধ্যে আইসিসি রাঙ্কিং আপডেট জানার আগ্রহ প্রায়শই দেখা যায়। এজন্য আজকের আর্টিকেলে আমরা জানবো সমস্ত মহিলা ক্রিকেট দলের রাঙ্কিং আপডেট। কোন ফরম্যাটে কোন দল সেরা এবং কোন দল কত নাম্বার পজিশনে রয়েছে তা নিয়ে বিস্তারিত জেনে আসি।
আইসিসি মহিলা ওডিআই ক্রিকেট রাঙ্কিং ওভারভিউ
৫০ ওভারে খেলা হয় ওডিআই ম্যাচ। বেশ লং সময়ের জন্য ওডিআই ম্যাচগুলো অনুষ্ঠিত হয়ে থাকে। ১৯৭৩ সালে সর্বপ্রথম মহিলাদের ওডিআই ম্যাচ চ্যালু হয়েছিল। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচটি সম্পন্ন হয়নি।
মহিলা ওডিআই ক্রিকেটে বর্তমানে রাঙ্কিং এর বিচারে নাম্বার ১ পজিশনে রয়েছে অস্ট্রেলিয়া। ৩৪৬৫ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে রয়েছে অজি মহিলা ক্রিকেট দল। তারপর ২য় নাম্বার পজিশনে রয়েছে ইংল্যান্ড, তারপর পর্যায়ক্রমে রয়েছে ভারত, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ। চলুন আইসিসি ওডিআই ফরম্যাট মহিলা ক্রিকেট রাঙ্কিং ওভারভিউ সম্পর্কে টেবিল আকৃতিতে সুন্দরভাবে নিম্নে বিস্তারিত জেনে আসি..
পজিশন | দেশ | ম্যাচ | পয়েন্ট | রেটিং |
০১ | অস্ট্রেলিয়া | ২১ | ৩৪৬৫ | ১৬৫ |
০২ | ইংল্যান্ড | ২৪ | ৩০১৪ | ১২৬ |
০৩ | ভারত | ১৭ | ১৮২৫ | ১০৭ |
০৪ | সাউথ আফ্রিকা | ২২ | ২২৪৫ | ১০২ |
০৫ | নিউজল্যান্ড | ২০ | ১৯৭৮ | ৯৯ |
০৬ | ওয়েস্ট ইন্ডিজ | ১৯ | ১৬৫৬ | ৮৭ |
০৭ | শ্রীলঙ্কা | ১৪ | ১১৮৩ | ৮৫ |
০৮ | বাংলাদেশ | ১৭ | ১৩৬১ | ৮০ |
০৯ | থাইল্যান্ড | ০৭ | ৪৭৫ | ৬৮ |
১০ | পাকিস্তান | ২৩ | ১৪০৬ | ৬১ |
১১ | আয়ারল্যান্ড | ২১ | ১০৭৭ | ৫১ |
১২ | স্কটল্যান্ড | ০৯ | ৩০৮ | ৩৪ |
১৩ | নেদারল্যান্ডস | ১০ | ২২৬ | ২৩ |
১৪ | জিম্বাবুয়ে | ১২ | ১৭৯ | ১৫ |
১৫ | পিএনজি | ০৯ | ০ | ০ |
আইসিসি মহিলা টি-টোয়েন্টি ক্রিকেট রাঙ্কিং ওভারভিউ
ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ফরম্যাট টি-টোয়েন্টি। পুরুষ দল হোক আর মহিলা দল দুইদলের কাছেই টি-টোয়েন্টি ফরম্যাটটা বেশ আনন্দদায়ক। ২০০৯ সালে সর্বপ্রথম মহিলাদের টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়। এই ফরম্যাটে খেলোয়াড়দের কৌশলীয় বোলিং এবং ব্যাটিং এ চলে সাইক্লোন। খুব বেশি সময় লাগে না টি-টোয়েন্টি ফরম্যাট খেলতে, মাত্র ২০ ওভারের খেলা হওয়ার কারনে এই ফরম্যাটটা সকল বয়সী খেলা প্রেমিদের কাছে বেশ জনপ্রিয়। এই ফরম্যাটে রাঙ্কিং তালিকায় অনেকগুলো দেশ রয়েছে।
ওডিআই ক্রিকেটের মতো টি-টোয়েন্টিতে ক্রিকেটেও নাম্বার ১ পজিশনে রয়েছে অস্ট্রেলিয়া। ৮৮৪৯ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে রয়েছে অজি মহিলা ক্রিকেট দল। তারপর ২য় নাম্বার পজিশনে রয়েছে ইংল্যান্ড, তারপর পর্যায়ক্রমে রয়েছে ভারত, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা। চলুন আইসিসি মহিকা টি-টোয়েন্টি ক্রিকেট রাঙ্কিং ওভারভিউ সম্পর্কে টেবিল আকৃতিতে সুন্দরভাবে নিম্নে বিস্তারিত জেনে আসি..
পজিশন | দেশ | ম্যাচ | পয়েন্ট | রেটিং |
০১ | অস্ট্রেলিয়া | ৩০ | ৮৮৪৯ | ২৯৫ |
০২ | ইংল্যান্ড | ৩৪ | ৯৬৩১ | ২৮৩ |
০৩ | ভারত | ৪১ | ১০,৬৯৬ | ২৬১ |
০৪ | নিউজিল্যান্ড | ৩১ | ৭৭৪০ | ২৫০ |
০৫ | সাউথ আফ্রিকা | ২৯ | ৬৯৫২ | ২৪১ |
০৬ | ওয়েস্ট ইন্ডিজ | ২৪ | ৫৭০৮ | ২৩৮ |
০৭ | শ্রীলঙ্কা | ৪১ | ৯৩৯১ | ২২৯ |
০৮ | পাকিস্তান | ৩৭ | ৮১৪০ | ২২০ |
০৯ | বাংলাদেশ | ৩৪ | ৬৮২৩ | ২০১ |
১০ | আয়ারল্যান্ড | ৩০ | ৫৬৩২ | ১৮৮ |
১১ | স্কটল্যান্ড | ২৪ | ৩৭৩৮ | ১৫৬ |
১২ | পিএনজি | ১৯ | ২৯১৫ | ১৫৩ |
১৩ | থাইল্যান্ড | ৩১ | ৪৬৮৭ | ১৫১ |
১৪ | জিম্বাবুয়ে | ৩৬ | ৫০৪০ | ১৪০ |
১৫ | আরব আমিরাত | ৫০ | ৬৩২৪ | ১২৬ |
১৬ | নেদারল্যান্ডস | ২৩ | ২৮০৯ | ১২২ |
১৭ | নামিবিয়া | ২৯ | ৩৩৮৯ | ১১৭ |
১৮ | উগান্ডা | ৪২ | ৪৬৩০ | ১১০ |
১৯ | তানজানিয়া | ২৫ | ২৫৭০ | ১০৩ |
২০ | নেপাল | ২৮ | ২৭৮১ | ৯৯ |
আরো পড়ুন: আইসিসি ক্রিকেট রাঙ্কিং পুরুষ
পজিশন | দেশ | ম্যাচ | পয়েন্ট | রেটিং |
২১ | ইন্দোনেশিয়া | ২৪ | ২৩৪৯ | ৯৮ |
২২ | হংকং | ৩৪ | ৩০৬৮ | ৯০ |
২৩ | ইতালি | ২২ | ১৮৩৮ | ৮৪ |
২৪ | নাইজেরিয়া | ৩৩ | ২৪৯৯ | ৭৬ |
২৫ | মালয়েশিয়া | ৩৪ | ২৫৪৮ | ৭৫ |
২৬ | রুয়ান্ডা | ৪৭ | ৩৪৯৮ | ৭৪ |
২৭ | ইউএসএ | ১৪ | ১০৩৬ | ৭৪ |
২৮ | কেনিয়া | ৩৬ | ২৫৩৬ | ৭০ |
২৯ | সাইপ্রাস | ০৭ | ৪৬২ | ৬৬ |
৩০ | জিব্রাল্টার | ০৭ | ৪৫০ | ৬৪ |
৩১ | স্পেন | ০৮ | ৫০৩ | ৬৩ |
৩২ | ক্রোয়েশিয়া | ০৪ | ২৫১ | ৬৩ |
৩৩ | ভানুয়াতু | ১৮ | ১০৭৮ | ৬০ |
৩৪ | জার্সি | ১৩ | ৭৫৫ | ৫৮ |
৩৫ | কানাডা | ০৬ | ৩২৬ | ৫৪ |
৩৬ | দক্ষিন কোরিয়া | ০১ | ৫০ | ৫০ |
৩৭ | ফ্রান্স | ১০ | ৪৬২ | ৪৬ |
৩৮ | ব্রাজিল | ১৮ | ৮১৯ | ৪৬ |
৩৯ | আইল অফ ম্যান | ১৬ | ৭১৩ | ৪৫ |
৪০ | সুইডেন | ১৫ | ৬০৫ | ৪০ |
টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বমোট ৮৩ টি দেশ রাঙ্কিং তালিকায় নিজেদের নাম লিখিয়েছে। সব দলের নাম টেবিল আকৃতিতে প্রকাশ করলে আর্টিকেলটি অনক বড় হয়ে যাবে। একারণে ৪১ থেকে পর্যায়ক্রমে সব দলের নাম উল্লেখ করা হলো-
আইসিসি মহিলা টি-টোয়েন্টি ক্রিকেট রাঙ্কিং ওভারভিউ ৪১ নাম্বার পজিশন থেকে সর্বশেষ
টেস্ট ক্রিকেটে ০৯ নাম্বার। ওডিআই ক্রিকেটে ০৮ নাম্বার এবং টি-টোয়েন্টি ক্রিকেটেও ০৯ নাম্বার পজিশনে রয়েছে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল।
আইসিসি ক্রিকেট রাঙ্কিং নিয়ে বিষদ আলোচনা করা হলো। এই আলোচনার বাহিরে আরো কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে আমাদের কে তা জানাতে পারেন।
আমাদের সাথে থাকুন।
স্বাধীন স্পোর্টস (Sadhin Sports)