ক্রিকেট অঙ্গনে প্রায় সময়ই তোলপাড় দেখা যায় মাহমুদুল্লাহ রিয়াদের অবসর নিয়ে। মাঝেমধ্যেই সোশাল মিডিয়ায় রিতীমত ভাইরাল হয়ে যায় অবসরের পোস্টে। সত্যি কি মাহমুদুল্লাহ রিয়াদ অবসর নিচ্ছেন? এমন সব প্রশ্নের উত্তর নিজে আজকের আর্টিকেল। চলুন তাহলে মাহমুদুল্লাহ রিয়াদের অবসর নিয়ে সঠিক তথ্য জেনে আসি..
আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে কবে অবসর নিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ
২০২১ সালের জুলাই মাসে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের ম্যাচ চলাকালীন সময়ে নিজ সতীর্থদেরকে অবসরের কথ জানান মাহমুদুল্লাহ। টেস্ট ক্রিকেট থেকে হঠাৎ অবসরের সিদ্ধান্তে বিসিবি সহ পুরো ক্রিকেট অঙ্গন বিস্মিত হয়ে গিয়েছিল।
আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে নিজের ৫০ তম ম্যাচে অবসরের সিদ্ধান্ত নেন মাহমুদুল্লাহ রিয়াদ। ম্যাচ চলাকালীন প্রথম দিনে অপরাজিত থেকে ১৫০ রান করেন মাহমুদুল্লাহ রিয়াদ। সেই ম্যাচটা ছিলো রিয়াদের ক্যারিয়ারের সেরা ম্যাচ এবং সেই টেস্টে ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ।
আরো পড়ুন: মাহমুদুল্লাহ রিয়াদের সেঞ্চুরি
পরবর্তীতে নভেম্বর ২০২১ সালে বাংলাদেশ বনাম পাকিস্তান টেস্ট ম্যাচের আগেই আনুষ্ঠানিকভাবে টেস্ট ক্রিকেট থেকে অবসরে চলে যান সাইলেন্ট কিলার খ্যাত মাহমুদুল্লাহ রিয়াদ।
মাহমুদুল্লাহ রিয়াদের অবসর নিয়ে সাবেক অধিনায়কের চিন্তাভাবনা
২০২১ সালে দেড়শো রানের বিরাট একটা ইনিংস খেলে টেস্ট ক্রিকেট কে বিদায় জানিয়েছিল সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ। টেস্ট থেকে বিদায় নিলেও নিয়মিত টি-টোয়েন্টি এবং ওডিআই ম্যাচগুলো খেলে থাকেন মাহমুদুল্লাহ।
২০২৫ সালে ৩৯ বছর বয়সে পা দেবেন এই দাপুটে খেলোয়াড়। কিন্তু পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ সালে অনুষ্ঠিত হবে। সেই হিসেবে টিম ম্যানেজমেন্ট এর বিশ্বকাপের ভাবনায় মাহমুদুল্লাহ না থাকলে এখন তার অবসর নেওয়ার সঠিক সময়। এমনটা বলেছেন সাবেক অধিনায়ক আশরাফুল।
মাহমুদুল্লাহ রিয়াদের অবসর নিয়ে বর্তমান অধিনায়কের চিন্তাভাবনা
গুঞ্জন আছে মাহমুদুল্লাহ রিয়াদের জন্য দলে জায়গা পাচ্ছেন না শামীম হোসেন পাটোয়ারী। ব্যাট হাতে দারুণ পারফর্ম করলেও সিনিয়র ভাইকে নিজের জায়গাটা দিতে হচ্ছে, এজন্য দল থেকে বাহিরে শামীম পাটোয়ারী। মাশরাফি, তামিম এবং মুশফিক তো আগেই বিদায় নিয়েছে। সাকিব ও জানিয়ে দিয়েছে সে খেলবে না। এখন চলতি মাসে ভারত সিরিজে মাহমুদুল্লাহ রিয়াদের শেষ টি-টোয়েন্টি হতে পারে এমন গুঞ্জনে মুখরিত ক্রিকেট মহল।
মাহমুদুল্লাহ রিয়াদের অবসর নিয়ে কথা উঠলে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলে; অবসর নিবে কি নেবে না এটা একান্তই টিম ম্যানেজমেন্ট এবং রিয়াদ ভাইয়ের সিদ্ধান্ত। তবে এই ভারত ম্যাচটা রিয়াদ ভাইয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
আগামীতে চ্যাম্পিয়ন ট্রফি দিয়েই হয়তো ৫০ ওভারের খেলার ইতি টানবেন মাহমুদুল্লাহ রিয়াদ। তবে টি-টোয়েন্টি থেকে বিদায় কবে নিচ্ছে এটা এখনো নিশ্চিত নয়।
মাহমুদুল্লাহ রিয়াদের রেকর্ড বা অর্জন
বাংলাদেশ জাতীয় দলের অন্যতম সিনিয়র একজন খেলোয়াড় মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি অলরাউন্ডার এবং মিডল অর্ডার খেলোয়াড় হিসেবের দলের গুরুত্বপূর্ণ ব্যক্তি। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। এই অধ্যায়ে মাহমুদুল্লাহ রিয়াদের রেকর্ড বা অর্জন সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। চলুম তাহলে সাইলেন্ট কিলারেরর রেকর্ড বা অর্জন সম্পর্কে জেনে আসি..
সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ সম্পর্কে একটু তথ্য
মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা এবং সিনিয়র একজন খেলোয়াড় মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি একজন দক্ষ অলরাউন্ডার এবং মিডল অর্ডার ব্যাটার। বাংলা টাইগারদের পাঁচ পঞ্চপান্ডবের একজন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে অসংখ্যবার বাংলাদেশ দলকে জয়ী করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। চ্যাম্পিয়ন ট্রভির সেই ছক্কা হাকানোর কথা তো সকল ক্রিকেট প্রেমিদের কে উজ্জিবিত করেছি। মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের একটা উজ্জল নক্ষত্রের নাম।
বাংলাদেশ দলের সেরা একজন মিডল অর্ডার ব্যাটস ম্যান মাহমুদুল্লাহ রিয়াদ। রিয়াদের জার্সি নাম্বার ৩০। এই ৩০ নাম্বার জার্সি গায়ে ২২ গজে নিজেকে রাঙিয়ে তোলেন মাহমুদুল্লাহ রিয়াদ।
বাংলাদেশের ময়মনসিংহ জেলাতে হার্ড হিটার মাহমুদুল্লাহ রিয়াদের বাড়ী। ছোট বেলায় ময়মনসিংহ শহরেই বেরে উঠেছেন মাহমুদুল্লাহ রিয়াদ।
সাইলেন্ট কিলার নামে পরিচিত বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেট খেলোয়াড় মাহমুদুল্লাহ রিয়াদ ৪ এ ফেব্রুয়ারী, ১৯৮৬ সালে জন্মগ্রহণ করেন।
মাহমুদুল্লাহ রিয়াদের হাইট বা উচ্চতার সঠিক মাপ হলো ৬ ফুট ০ ইঞ্চি (১.৮৩ মিটার)।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে মাহমুদুল্লাহ রিয়াদের অবসরের গুন্জন নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো। আশা করি আপনারা সঠিক তথ্য পেয়েছেন। এর বাহিরে আপনাদের আরো কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে তা জানাতে পারেন।
আমাদের সাথে থাকুন।
স্বাধীন স্পোর্টস (Sadhin Sports)