বাংলাদেশ জাতীয় দলের একজন হার্ড হিটার ব্যাটস ম্যানের নাম মাহমুদুল্লাহ রিয়াদ। ৪ ফেব্রুয়ারি, ১৯৮৬ সালে বাংলাদেশের ময়মনসিংহ জেলায় তিনি জন্মগ্রহণ করেন। মাহমুদুল্লাহ কে রিয়াদ বা সাইলেন্ট কিলার নামেও ডাকা হয়। মাহমুদুল্লাহ রিয়াদ বাংলার টাইগারদের মধ্যে একজন অন্যতম সেরা খেলোয়াড়।
সারাক্ষন চুপচাপ। খুবই কম কথ বলেন, তবে নিজের কথাগুলো ব্যক্ত করেন সেঞ্চুরি হাঁকিয়ে। ব্যাট হাতে ২২গজে নেমে প্রতিপক্ষের জন্য ভয়ংকর হয়ে ওঠেন এই সাইলেন্ট কিলার। এত সুন্দর বিধ্বংসী ব্যাটিং করেন! তাহলে এই মাহমুদুল্লাহ রিয়াদের সেঞ্চুরি সংখ্যা কত? এমন প্রশ্ন প্রায় সব বয়সী ক্রিকেট ফ্যানদের মনেই কড়া নাড়ে। আজকের আর্টিকেলে মাহমুদুল্লাহ রিয়াদ কতগুলো সেঞ্চুরি করেছে তা জানিয়ে দেবো।
চলুন তাহলে মাহমুদুল্লাহ রিয়াদের সেঞ্চুরি সম্পর্কে জেনে আসি..
আন্তর্জাতিক ক্যারিয়ারে মাহমুদুল্লাহ রিয়াদের সমস্ত সেঞ্চুরি
খুব কম ওভারে মধ্যে দ্রুত ম্যাচ শেষ করার রেকর্ড রয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের। এবং বাংলাদেশি খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের মঞ্চে সেঞ্চুরি হাঁকানোর মতো রেকর্ড রয়েছে যার ঝুলিতে তিনি মাহমুদুল্লাহ রিয়াদ। মাহমুদুল্লাহ রিয়াদ সর্বমোট ৯টি সেঞ্চুরি করেছেন। এবং হাফ সেঞ্চুরি করেছেন কয়েক ডজন। মাহমুদুল্লাহ রিয়াদের সর্বমোট সেঞ্চুরি নিম্নে টেবিল আকৃতিতে সাজিয়ে দেওয়া হলো।
ফরম্যাট | ম্যাচ | সেঞ্চুরি (১০০) | হাফ সেঞ্চুরি (৫০) |
টেস্ট | ৫০ | ০৫ | ১৬ |
ওডিআই | ২৩২ | ০৪ | ২৮ |
টি-টোয়েন্টি | ১৩১ | ০ | ০৮ |
সর্বমোট | ৪১৩ | ০৯ | ৫২ |
মাহমুদুল্লাহ রিয়াদের ব্যক্তিগত তথ্য
নাম | মাহমুদুল্লাহ |
ডাকনাম | রিয়াদ, সাইলেন্ট কিলার |
জন্ম | ৪ ফেব্রুয়ারী ১৯৮৬ সাল |
জন্মস্থান | ময়মনসিংহ, বাংলাদেশ |
উচ্চতা | ৬ ফুট ০ ইঞ্চি (১.৮৩ মিটার) |
বৈবাহিক অবস্থা | বিবাহিত |
ব্যাটিং | ডানহাতি |
পজিশন | অলরাউন্ডার |
শিক্ষাগত যোগ্যতা | এম বি এ |
সম্পর্ক | মুশফিকুর রহিম (ভাইরা ভাই) |
ধর্ম | ইসলাম |
পেশা | ক্রিকেট খেলোয়াড় |
মাহমুদুল্লাহ রিয়াদের ক্রিকেট ক্যারিয়ার পরিসংখ্যান
বাংলাদেশ ক্রিকেট অঙ্গনে জনপ্রিয় একটা নাম মাহমুদুল্লাহ রিয়াদ। বয়স হয়েছে ঠিকই তবে খেলা দেখলে বয়সের কথাটা মাথা থেকে সরে আসে। মাহমুদুল্লাহ ক্রিজে নামলে চার ছক্কায় বোমা ফোটে ২২ গজে। বোলারদের ঘাম ঝরিয়ে ছাড়েন এই হার্ড হিটার ব্যাটস ম্যান। বাংলাদেশের পঞ্চপান্ডবের কথা শোনেনি হয়তো এমন মানুষ পাওয়া যাবেনা। ৫ পঞ্চপান্ডের একজন হলেন সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ।
২৮ শে জুলাই ২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মাহমুদুল্লাহ রিয়াদের। দলের প্রয়োজনে নিজেকে উজাড় করে দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। মাহমুদল্লাহ রিয়াদের ক্রিকেট ক্যারিয়ার পরিসংখ্যান নিয়ে অজানা সব তথ্য জানবো এই অধ্যায়ে। চলুন তাহলে মাহমুদুল্লাহ রিয়াদের পরিসংখ্যান জেনে আসি..
টি-টোয়েন্টি ক্রিকেটে মাহমুদুল্লাহ রিয়াদের পরিসংখ্যান
১ সেপ্টেম্বর, ২০০৭ সালে বাংলাদেশ বনাম কেনিয়ার ম্যাচ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয় মাহমুদুল্লাহ রিয়াদের। ১৩ নাম্বার ক্যাপ দিয়ে তাকে বরন করে নেওয়া হয়।
আরো পড়ুন: মুশফিকুর রহিম-এর পরিসংখ্যান
মাহমুদুল্লাহ রিয়াদের টি-টোয়েন্টি ব্যাটিং পরিসংখ্যান
ম্যাচ | ১৩৮ |
ইনিংস | ১২৭ |
রান | ২৩৯৩ |
সর্বোচ্চ | ৬৪ |
স্ট্রাইক রেট | ১১৭.৭১ |
হাফ সেঞ্চুরি (৫০) | ০৮ |
সেঞ্চুরি (১০০) | ০ |
মাহমুদুল্লাহ রিয়াদের টি-টোয়েন্টি বোলিং পরিসংখ্যান
ম্যাচ | ১৩৮ |
ইনিংস | ৭৮ |
রান | ১০৯৪ |
উইকেট | ৪০ |
ইকোনোমি | ৭.০৪ |
সেরা বোলিং | ৩/১০ |
৫ উইকেট | ০ |
ওডিআই ক্রিকেটে মাহমুদুল্লাহ রিয়াদের পরিসংখ্যান
২৮ শে জুলাই, ২০০৭ সালে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ওডিআই ক্রিকেটে অভিষেক হয় মাহমুদুল্লাহ রিয়াদের। ৮৫ নাম্বার ক্যাপ দিয়ে তাকে বরন করে নেওয়া হয়।
মাহমুদুল্লাহ রিয়াদের ওডিআই ব্যাটিং পরিসংখ্যান
ম্যাচ | ২৩২ |
ইনিংস | ২০২ |
রান | ৫৩৮৬ |
সর্বোচ্চ | ১২৮ |
স্ট্রাইক রেট | ৭৬.৮৯ |
হাফ সেঞ্চুরি (৫০) | ২৮ |
সেঞ্চুরি (১০০) | ০৪ |
মাহমুদুল্লাহ রিয়াদের ওডিআই বোলিং পরিসংখ্যান
ম্যাচ | ২৩২ |
ইনিংস | ১৫১ |
রান | ৩৭৯২ |
উইকেট | ৮২ |
ইকোনোমি | ৫.২৩ |
সেরা বোলিং | ৩/৪ |
৫ উইকেট | ০ |
টেস্ট ক্রিকেটে মাহমুদুল্লাহ রিয়াদের পরিসংখ্যান
৯ জুলাই, ২০০৯ সালে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে অভিষেক হয় মাহমুদুল্লাহ রিয়াদের। ৫৫ নাম্বার ক্যাপ দিয়ে তাকে বরন করে নেওয়া হয়।
মাহমুদুল্লাহ রিয়াদের টেস্ট ব্যাটিং পরিসংখ্যান
ম্যাচ | ৫০ |
ইনিংস | ৯৪ |
রান | ২৯১৪ |
সর্বোচ্চ | ১৫০ |
স্ট্রাইক রেট | ৫৩.৪১ |
হাফ সেঞ্চুরি (৫০) | ১৬ |
সেঞ্চুরি (১০০) | ০৫ |
মাহমুদুল্লাহ রিয়াদের টেস্ট বোলিং পরিসংখ্যান
ম্যাচ | ৫০ |
ইনিংস | ৬৬ |
রান | ১৯৫৮ |
উইকেট | ৪৩ |
ইকোনোমি | ৩.৪৩ |
সেরা বোলিং | ৫/৫১ |
৫ উইকেট | ০১ |
মাহমুদুল্লাহ রিয়াদের স্ত্রী
বাংলাদেশ ক্রিকেট দলের একজন অন্যতম সেরা খেলোয়াড় মাহমুদুল্লাহ রিয়াদ।
২৫ শে জুন ২০১১ সালে জান্নাতুল কাউসার মিষ্টিকে বিয়ে করেন। পরবর্তীতে মিষ্টির ছোট বোন কে মুশফিকুর রহীম বিয়ে করেছেন। মাহমুদুল্লাহ এবং মিষ্টির ঘরে দুইজন (২) ছেলে সন্তান রয়েছে, রাইদ এবং মায়েদ।
বাংলার টাইগার মাহমুদুল্লাহ রিয়াদের জার্সি নাম্বার ৩০। ২২ গজে লাল সবুজের ৩০ নাম্বার জার্সি গায়ে জড়িয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ৪১৩টি ম্যাচ খেলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। টেস্ট ক্রিকেটে ২৯১৪ রান, ওডিআই ক্রিকেটে ৫৩৮৬ রান এবং টি-টোয়েন্টি ক্রিকেটে ২৩৯৩ রান সর্বমোট ৪১৩ ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদের সর্বমোট রান ১০ হাজার ৬৯৩। চতুর্থ বাংলাদেশি ব্যাটার হিসেবে ১০ হাজার রানের মাইলফলকে নিজের নাম লিখিয়েছেন সাইলেন্ট কিলার খ্যাত মাহমুদুল্লাহ রিয়াদ।
আমাদের সাথে থাকুন।
স্বাধীন স্পোর্টস (Sadhin Sports)