ফুটবলের দুই রাজা কে নিয়ে আজকের আর্টিকেলটি। শিরোনাম দেখেই হয়তো বুঝে ফেলেছেন। হ্যাঁ, আজ কথা বলবো পুরো ফুটবল প্রেমিদের দুই প্রিয় মুখ ‘লিওনেল মেসি’ ও ‘নেইমার জুনিয়র’ কে নিয়ে।
চলুন তাহলে তাদের মেসি vs নেইমার দু’জনের মধ্যে কার পরিসংখ্যান কেমন তা জেনে আসি..
লিওনেল মেসি
লিওনেল মেসি। পুরো নাম- লিওনেল আন্দ্রেস মেসি কুচিতিনি। ১৯৮৭ সালের ২৪ শে জুন আর্জেন্টিনার রোজারিও শহরে জন্মগ্রহণ করেন। তিনি দুই দেশের নাগরিক, আর্জেন্টিনা এবং স্পেন। মেসির উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি।
আর্জেন্টিনায় বেড়ে ওঠা মেসি ২০০৫ সালের ১৭ই আগস্ট, হাঙ্গেরির বিরুদ্ধে ম্যাচ দিয়ে মেসি নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেন। ম্যাচটিতে আর্জেন্টিনা ২-১ ব্যবধানের জয়ে ম্যাচ জেতে এবং ওই ম্যাচের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে মেসির অভিষেক হয়। পরের বছরের ১ মার্চে আর্জেন্টিনার হয়ে তার ষষ্ঠ খেলায় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে তিনি প্রথম আন্তর্জাতিক গোল করেন। এবং ২০০৫ সালে আর্জেন্টিনার হয়ে অভিষেকের পর থেকে ফুটবল ইতিহাসে মেসি দারুণ এক অধ্যায় শুরু করেন। বর্তমানে তিনি আর্জেন্টিনা জাতীয় দলের নেতৃত্ব দিচ্ছেন।
নেইমার
নেইমার। পুরো নাম- নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র। ৫ ফেব্রুয়ারি, ১৯৯২ সালে ব্রাজিলের মোগি দাস ক্রুজেস শহরে জন্মগ্রহণ করেন। তিনি ব্রাজিলের নাগরিক। নেইমারের উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চি।
২০০৩ সালে ব্রাজিলের একটি ক্লাবে (সান্তোস ফুটবল ক্লাব) নেইমার যোগদান করেন। যোগদান করলেও সান্তোস ক্লাবের হয়ে তার খেলা শুরু করতে অনেক দেরি হয়। দীর্ঘ সাত বছর পর ২০০৯ সালে সান্তোসের হয়ে তিনি প্রথম ম্যাচ খেলেন। ২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত নেইমার আরো বিভিন্ন ক্লাবের হয়ে ফুটবল খেলেন। এবং চমৎকার সব খেলা দিয়ে খুব অল্প সময়ের মধ্যে সবার নজরে চলে আসেন। ২০০৯ সালে ব্রাজিল অনূর্ধ্ব ১৭ দলের হয়ে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপে খেলার মাধ্যমে নেইমার তার আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেন।
মেসি vs নেইমার পরিসংখ্যান
আর্জেন্টিনা শহরে বেড়ে ওঠা লিওনেল মেসি ছোটবেলায় বার্সায় পাড়ি দেন। ফুটবল ক্যারিয়ারের শুরু থেকেই নিজের প্রতিভার প্রমাণ দেখান। নিজের জাদুকরী খেলা দেখিয়ে আর্জেন্টিনা জাতীয় দলে নিজের নামটা পাকাপোক্ত করে ফেলেন৷ লিওনেল মেসি আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা।
অন্যদিকে বারবার চোট আর ইনজুরিতে না পড়লে ক্যারিয়ার শেষে মেসি কিংবা রোনালদোর পাশেই নিজেকে হয়তো দেখতে পেতেন নেইমার জুনিয়র। ব্রাজিলের জার্সি গায়ে গোলের দিক থেকে অনেক আগেই ছাড়িয়ে গেছেন কিংবদন্তি পেলেকে।
চলুন মেসি এবং নেইমারের পরিসংখ্যান জেনে আসি..
মেসি | নেইমার | |
সর্বমোট ম্যাচ | ২০১৬ | ১৩২৮ |
সর্বমোট গোল | ১৫৯২ | ৮৪৪ |
ওয়ার্ল্ডকাপ সেরা খেলোয়াড় | ৪ | ০ |
বর্ষসেরা খেলোয়াড় | ৯ | ১ |
গোল্ডেন বুট | ৬ | ০ |
ব্যালন ডি আর | ৮ | ০ |
বিশ্বকাপ বিজয় | ১ | ০ |
কার গোল বেশি মেসি না নেইমার
লিওনেল মেসি এবং নেইমার দুজনেই দারুণ ফুটবল খেলেন। সেরা তারকার খেতাব লিওনেল মেসি হলেও খেলার মান বিবেচনায় নেইমার জুনিয়রকে একদম পিছিয়ে রাখার কোনো সুযোগ নেই। ক্লাব, লীগ, জাতীয় দল সবজায়গাই সমানতালে সার্ভিস দিয়ে আসছেন দু’জনেই। খেলার মাঠে এই দুই তারকার উপস্থিতি দর্শক এবং ফ্যানবেজদের মনে স্বস্তি দেয়। মেসি এবং নেইমার দলে থাকা মানেই অর্ধেক জয়ী হয়ে থাকা। পায়ের জাদুতে বিপক্ষ দলকে মারপ্যাচের ঘোরে ফেলে একপ্রকার নিশ্চিত গোল করেন তারা।
চলুন তাহলে মেসি ও নেইমারের মধ্যে কার গোল সবচেয়ে বেশি তা জেনে আসি..
লিওনেল মেসি
১৯৮৭ সালের ২৪ শে জুন আর্জেন্টিনার রোজারিও শহরে জন্মগ্রহণ করেন লিওনেল মেসি। ২০০৪ সালের ২৯ শে জুন অভিষেকের পর থেকে ক্লাব, লীগ এবং জাতীয় দল সব মিলিয়ে ২০১৬ টা ম্যাচ খেলে ১৫৯২ টা গোল করেছেন।
ক্লাবে লিওনেল মেসির গোল সংখ্যা
ক্লাব | ম্যাচ | গোল |
বার্সোলোনা | ৭৭৮ | ৬৭২ |
প্যারিস (পিএসজি) | ৭৫ | ৩২ |
ইন্টার মায়ামি | ২৯ | ২৫ |
বার্সোলোনা বি | ২২ | ৬ |
আর্জেন্টিনা জাতীয় দলে লিওনেল মেসির গোল সংখ্যা
জাতীয় দল | ম্যাচ | গোল |
আর্জেন্টিনা | ১৮৭ | ১০৯ |
আর্জেন্টিনা U20 | ১৬ | ১১ |
আর্জেন্টিনা অলিম্পিক দল | ৫ | ২ |
লীগের খেলায় লিওনেল মেসির গোল সংখ্যা
লীগের নাম | ম্যাচ | গোল |
লা লিগা | ৫২০ | ৪৭৪ |
উয়েফা চ্যাম্পিয়ন লীগ | ১৬৩ | ১২৯ |
কোপা দেল রে | ৮০ | ৫৬ |
লীগ ১ | ৫৮ | ২২ |
২a B – গ্রুপ | ২২ | ৬ |
সুপারকোপা | ২০ | ১৪ |
এমএলএস | ১৮ | ১৩ |
লীগ কাপ | ৭ | ১০ |
ক্লাব বিশ্বকাপ | ৫ | ৫ |
উয়েফা সুপার কাপ | ৪ | ৩ |
কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ | ৩ | ২ |
কুপে ডি ফ্রান্স | ২ | ০ |
ইউএস ওপেন কাপ | ১ | ০ |
ট্রফি ড্রেস চ্যাম্পিয়ন | ১ | ১ |
নেইমার জুনিয়র
৫ ফেব্রুয়ারি, ১৯৯২ সালে ব্রাজিলের মোগি দাস ক্রুজেস শহরে জন্মগ্রহণ নেইমার জুনিয়র জন্মগ্রহণ করেন। ২০০৩ সালে ব্রাজিলের একটি ক্লাবে (সান্তোস ফুটবল ক্লাব) নেইমার যোগদান করেন। যোগদানের পর থেকে ক্লাব, লীগ এবং জাতীয় দল সব মিলিয়ে ১৩২৮ টা ম্যাচ খেলে ৮৪৪ টা গোল করেছেন।
ক্লাবে নেইমার- এর গোল সংখ্যা
ক্লাব | ম্যাচ | গোল |
বার্সোলোনা | ১৮৬ | ১০৫ |
প্যারিস (পিএসজি) | ১৭৩ | ১১৮ |
সান্তোস | ২২৫ | ১৩৬ |
আল হিলাল | ৫ | ১ |
ব্রাজিল জাতীয় দলে নেইমার- এর গোল সংখ্যা
জাতীয় দল | ম্যাচ | গোল |
ব্রাজিল | ১২৮ | ৭৯ |
ব্রাজিল U20 | ৭ | ৯ |
ব্রাজিল U17 | ৩ | ১ |
ব্রাজিল অলিম্পিক দল | ১২ | ৭ |
লীগের খেলায় নেইমার- এর গোল সংখ্যা
লীগের নাম | ম্যাচ | গোল |
লা লিগা | ১২৩ | ৬৮ |
সেরি এ | ১০৩ | ৫৪ |
উয়েফা চ্যাম্পিয়ন লীগ | ৮১ | ৪৩ |
প্যালিস্টাও A1 (প্রিমিয়ার ফেস) | ৫৬ | ৩৮ |
লিবার্টাডোরস | ২৫ | ১৪ |
কোপা দেল রে | ২০ | ১৫ |
প্যালিস্টাও A1 (ফেস ফাইনাল) | ২০ | ১৫ |
কোপা দো ব্রাজিল | ১৫ | ১৩ |
লীগ ১ | ১১২ | ৮২ |
কুপে ডি ফ্রান্স | ১১ | ৮ |
কুপে দে লা লীগ | ৬ | ৩ |
ক্লাব বিশ্বকাপ | ৩ | ১ |
সোদি প্রো লীগ | ৩ | ০ |
ট্রফি ড্রেস চ্যাম্পিয়ন | ৩ | ৩ |
কোপা সুদামেরিকানা | ২ | ০ |
এফএফসি চ্যাম্পিয়ন লীগ | ২ | ১ |
সুপারকোপা | ২ | ১ |
রেকোপা সুদামেরিকানা | ২ | ১ |
মেসির রেকর্ড
ফুটবলের এই জাদুকরের পায়ের জাদুর স্বাক্ষী পুরো ফুটবল বিশ্ব। খেলার নৈপূন্য দিয়ে যেমন নিজের বেশ বড়সড় একটা ফ্যানবেজ তৈরি করেছেন, তেমনিভাবে অর্জন করেছেন বড় বড় সব রেকর্ড। চলুন সংক্ষিপ্তভাবে তার অর্জন সম্পর্কে জেনে আসি..
নেইমারের রেকর্ড
খুব অল্প বয়সে ফুটবল খেলা শুরু করলেও অর্জনের ক্ষেত্রে ছোট নন! বড়-বড় সব রেকর্ড করেছেন এই ফুটবল তারকা। ইনজুরি নিয়ে অধিকাংশ সময়ে মাঠের বাহিরে থাকলেও যতটুকু সময় পান সে সময়টুকু শুধু প্রতিপক্ষকে ঘায়েল আর গোলপোস্টের সামনে এট্যাকিং নিয়েই থাকেন। হিসেবের খাতা খুললে নেইমারের অর্জন ও কম না।
চলুন সংক্ষিপ্তভাবে তার অর্জন সম্পর্কে জেনে আসি..
মেসি কোন ক্লাবে খেলে
একদম ছোট বেলায় বার্সোলোনায় পাড়ি দেন লিওনেল মেসি। বার্সার হয়ে খেলেছেন অসংখ্য ম্যাচ। বার্সোলোনা বাদেও খেলেছেন আরে কিছু নামীদামী ক্লাবে। তবে বর্তমানে ‘ইন্টার মায়ামি’ হয়ে মাঠ কাঁপাচ্ছেন এই আর্জেন্টাইন অধিনায়ক।
নেইমার কোন ক্লাবে খেলে
প্রথম জীবনে ‘সান্তোস’ ক্লাবের হয়ে ক্যারিয়ার শুরু করলেও সময়ের সাথে সাথে বিভিন্ন ক্লাবের সাথে খেলেছেন এই ব্রাজিলিয়ান তারকা।
তবে বর্তমানে আক হিলাল ক্লাবের সাথে চুক্তিতে আছেন তিনি। ক্লাবে তার জার্সি নাম্বার ১০।
মেসি কয়টি বিশ্বকাপ খেলেছে
২০০৬ সালে প্রথম বিশ্বকাপ খেলেন আর্জেন্টাইন এই ফুটবল জাদুকর। ২০০৬ সাল থেকে শুরু করার পর ২০২২ সাল পর্যন্ত সর্বমোট পাঁচটা বিশ্বকাপ খেলেছেন লিওনেল মেসি।
নেইমার কয়টি বিশ্বকাপ খেলেছে
২০১০ সালের বিশ্বকাপের পরে ব্রাজিলে খেলা শুরু করেন নেইমার। সেই হিসেবে ২০১৪ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপ দিয়ে শুরু নেইমারের। ২০১৪ সাল থেকে শুরু করার পর ২০২২ সাল পর্যন্ত সর্বমোট ৩টি বিশ্বকাপ খেলেছেন নেইমার।
মেসি vs নেইমার কে সেরা
কে সেরা? মেসি ও নেইমারের মধ্যে কে সেরা এটা বলা মুশকিল। দুজনেই সেরাদের মধ্যে একজন। খেলার মান, ম্যাচ, গোল সংখ্যা, সব ধরনের পরিসংখ্যান এই আর্টিকেলে তুলে ধরেছি, এখন বিচারের দায়িত্ব আপনাদের!
মেসি vs নেইমার এর মধ্যে কে সেরা তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো। আপনাদের আরো কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে তা জানাতে পারেন।
১৯৮৭ সালের ২৪ শে জুন আর্জেন্টিনার রোজারিও শহরে লিওনেল মেসি জন্মগ্রহণ করেন। মেসির বর্তমান বয়স ৩৭ বছর।
৫ ফেব্রুয়ারি, ১৯৯২ সালে ব্রাজিলের মোগি দাস ক্রুজেস শহরে নেইমার জন্মগ্রহণ করেন। নেইমারের বর্তমান বয়স ৩২ বছর।
আমাদের সাথে থাকুন।
স্বাধীন স্পোর্টস (Sadhin Sports)