ক্রিস্টিয়ানো রোনালদো যাকে আমরা রোনালদো বা CR7 হিসেবেই বেশি চিনি। পর্তূগালের ফুটবল জাতীয় দলের একজন তারকা খেলোয়াড় রোনালদো।
খেলোয়াড় হওয়ার পাশাপাশি বিজনেস থেকেও ইনকাম করেন প্রচুর। জাতীয় দল বাদেও সারা বছরই প্রায় ক্লাব এবং বিভিন্ন লীগ খেলে গড়ে তুলেছেন টাকার পাহাড়। ৩৯ বছর বয়সী এই ফুটবলার এক বছরে আয় করেন ২৬ কোটি মার্কিন ডলার যা বাংলাদেশি টাকা ৩ হাজার ৪৭ কোটি টাকার বেশি। জানা যায় শুধু ফুটবল থেকেই তিনি ৪০০ মিলিয়ন ইউরো উপার্জন করেন। শীর্ষ ধনী খেলোয়াড়দের তালিকার চতুর্থ স্থানে আছেন রোনালদো। বর্তমানে রোনালদো ১.৯২ বিলিয়ন মার্কিন ডলারের মালিক, যা বাংলাদেশি টাকায় ২১ হাজার কোটি টাকার ও বেশি। রোনালদো কত টাকার মালিক তা আমরা জানতেপালাম।
রোনালদো সর্ম্পকে একটু তথ্য
১৯৮৫ সালের ৫ ফেব্রুয়ারি পর্তূগালের মাদেইরার ফঞ্চাল শহরে এক ফুটফুটে ছেলের জন্ম হয় নাম তার রোনালদো।
পুরো নাম- ক্রিস্টিয়ানো রোনালদো দোস সান্তোস আভেইরে। ৬ ফুট এর একটু বেশি উচ্চতার এই খেলোয়াড় পর্তূগাল জাতীয় দলের হয়ে খেলেন। মাদেইরায় বেড়ে ওঠা রোনালদো মাত্র ৩ বছর বয়স থেকে ফুটবল ফেলা শুরু করেন। ৮ বছর বয়সে রোনালদো এডরিনহার হয়ে তার প্রথম ফুটবল জীবন শুরু করেন। পরবর্তীতে ২০০২ সালে সিপি স্পোর্টিং ক্লাবের হয়ে খেলার সময় ম্যাচেস্টার ইউনাইটেড এর ম্যানেজারের চোখে পড়েন রোনালদো। ২০০৩ সালে বেশ ভালো অংকের এমাউন্ট এর বিনিময়ে রোনালদো কে নিজেদের দলভুক্ত করে নেয় ম্যানচেস্টার ইউনাইটেড। পরের বছর ই (২০০৪ সাল) ম্যানচেস্টার ইউনাইটেড এর হয়ে প্রথম শিরোপা জেতেন ক্রিস্টিয়ানো রোনালদো। ২০০৩ সালেই রোনালদো পর্তূগাল জাতীয় দলে চান্স পান। এবং সে বছর অর্থাৎ ২০০৩ সালের আগস্ট মাসে কাজাখিস্তানের বিপক্ষ ম্যাচ দিয়ে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারে অভিষেক করেন রোনালদো।
আন্তর্জাতিক ক্যারিয়ারে গড়েছেন অসংখ্য রেকর্ড। ৫ বার ব্যালন ডি আর এবং ৪ বার গোল্ডেন বুট অর্জনের মতো বড়-বড় সব অর্জন রয়েছে এই পর্তূগীজ খেলোয়াড়ের। আন্তর্জাতিক ক্যারিয়ারে ৯০০ গোল করার রেকর্ড রয়েছে রোনালদোর ঝুলিতে, যা আর কোনো খেলোয়াড় করতে পারেনি। রোনালদো বিশ্বের ধনী খেলোয়াড়দের একজন হলেও তিনি খুবই উদারমনা। সারা বিশ্বের সব ধর্মের মানুষদেরকেই তিনি সাহায্য করে থাকেন।
এরকম অসংখ্য সব ভালো ভালো কাজ করেন এই পর্তূগিজ খেলোয়াড়। এসব কারনে সর্বস্তরের ফুটবল ভক্তরা ক্রিস্টিয়ানো রোনালদোকে ভালোবাসে।
রোনালদো কোন দেশের নাগরিক
কত টাকার মালিক রোনালদো সে সর্ম্পকে উপরে আলোচনা হয়েছে। এখন জানবো রোনালদো কোন দেশের নাগরিক- ৫ ফেব্রুয়ারি, ১৯৮৫ সালে পর্তূগালের মাদেইরার ফঞ্চাল শহরে সন্ম নেওয়া পর্তূগিজ ফুটবল তারকা পর্তূগালের নাগরিক।
রোনালদো ধর্ম কি
পর্তূগালের জনপ্রিয় ফুটবল তারকা ক্রিশ্চিয়ান রোনালদো ক্যাথলিক ধর্মের অনুসারী। ৩০ শে জুলাই, ১৯৮৫ সালে মাদেইরার ফ্রাঞ্চালের সান্তোস গির্জায় নিজের ধর্মের শপথ নেন। পরবর্তীতে এক সাক্ষাৎকারে রোনালদো বলেছিলেন যে তিনি ঈশ্বরে বিশ্বাস করেন। এবং এটাও বলেছিলেন ‘ঈশ্বর আমার প্রতি খুব ভালো ছিলেন’।
রোনালদো গোল সংখ্যা কত
CR7 নামে পরিচিত পর্তূগাল ফুটবল জাতীয় দলের খেলোয়াড় ক্রিশ্চিয়ান রোনালদো মাত্র তিন বছর বয়স থেকেই ফুটবল খেলা শুরু করেন। ২৪ শে ফেব্রুয়ারী, ২০০১ সালে মাত্র ১৬ বছর বয়সে পর্তূগাল জাতীয় দলে রোনালদোর অভিষেক হয়। শুরুর ম্যাচেই জ্বলে উঠেছিলেন রোনালদো। ওই ম্যাচের পর থেকে রোনালদোকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। একেরপর এক ম্যাচ এবং সেই সাথে জোড়া-জোড়া গোল। নিজের নামের পাশে করেছেন ৯০০ গোল করার বিরাট এক রেকর্ড। অভিষেকের পর থেকে এখন পর্যন্ত জাতীয় দল, ক্লাব, লীগ, এবং আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ সবকিছু মিলিয়ে ২৪৯৬ ম্যাচ খেলেছেন রোনালদো। এই ২৪৯৬ ম্যাচ খেলে ১৮০৮ গোল করেছেন তিনি।
ক্রিশ্চিয়ানো রোনালদো-এর গোল পরিসংখ্যান
৩ বছর বয়স থেকে খেলা শুরু, এখনো সেই খেলা ধরে রেখেছেন ক্রিশ্চিয়ান রোনালদো। রোনালদোকে আমরা প্রায় সকলেই চিনি। নম্র,ভদ্র এবং লাজুক টাইপের একজন জনপ্রিয় খেলোয়াড় রোনালদো।
চলুন আজকে তার পুরো ফুটবল পরিসংখ্যান জেনে আসি..
রোনালদো জাতীয় দল-এর গোল
দল | ম্যাচ | গোল |
পর্তূগাল (মুল দল) | ২১৪ | ১৩২ |
পর্তূগাল U21 | ১০ | ৩ |
পর্তূগাল U20 | ৫ | ১ |
পর্তূগাল U17 | ৭ | ৫ |
পর্তূগাল U15 | ৯ | ৭ |
পর্তূগাল অলিম্পিক দল | ৩ | ২ |
রোনালদো ইন্টারন্যাশনাল প্রতিযোগিতামুলক ম্যাচ-এর গোল
নাম | ম্যাচ | গোল |
আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ | ৫৪ | ২২ |
বিশ্বকাপ বাছাইপর্ব | ৪৭ | ৩৬ |
ইউরোপীয় ইউনিয়ন বাছাইপর্ব | ৪৪ | ৪১ |
ইউরো | ৩০ | ১৪ |
বিশ্বকাপ | ২২ | ৮ |
উয়েফা নেশনস লীগ | ১৩ | ৯ |
কনফেডারেশন কাপ | ৪ | ২ |
রোনালদো ক্লাব-এর গোল
ক্লাব | ম্যাচ | গোল |
রিয়াল মাদ্রিদ | ৪৩৮ | ৪৫০ |
ম্যানচেস্টার ইউনাইটেড | ৩৪৬ | ১৪৫ |
জুভেন্টাস | ১৩৪ | ১০১ |
আল-নাসের | ৬৮ | ৬২ |
স্পোর্টিং সিপি | ৩১ | ৫ |
রোনালদো লীগ-এর গোল
লীগ | ম্যাচ | গোল |
লা লিগা | ২৯২ | ৩১১ |
প্রিমিয়ার লীগ | ২৩৬ | ১০৩ |
উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ | ১৮৩ | ১৪০ |
সেরি এ | ৯৮ | ৮১ |
সৌদি প্রো লীগ | ৪৯ | ৫১ |
কোপা দেল রে | ৩০ | ২২ |
এফ এ কাপ | ২৭ | ১৩ |
লিগা পর্তূগাল | ২৫ | ৩ |
ইএফএল কাপ | ১২ | ৪ |
ইতালি কাপ | ১০ | ৪ |
ক্লাব বিশ্বকাপ | ৮ | ৭ |
এএফসি চ্যাম্পিয়ন্সলীগ | ৮ | ৬ |
সুপারকোপা | ৭ | ৪ |
ইউরো লীগ | ৬ | ২ |
কিংস কাপ | ৬ | ৩ |
চ্যাম্পিয়ন্স লীগ QU. | ৪ | ১ |
সৌদি সুপার কাপ | ৪ | ২ |
সুপারকোপা ইতালিয়ানা | ৩ | ২ |
তাকা দে পর্তূগাল | ৩ | ২ |
উয়েফা সুপার কাপ | ২ | ২ |
উয়েফা কাপ | ২ | ০ |
কমিউনিটি শিল্ড | ১ | ০ |
এএফসি সি এল | ১ | ০ |
সুপারতাকা | ০ | ০ |
রোনালদো রেকর্ড
একজন পর্তূগীজ খেলোয়াড় রোনালদো। তার খেলার মুগ্ধতা ছড়িয়েছে পুরো ফুটবল বিশ্বে। খেলার মাধ্যমে ছোট বড় সব ধরনের রেকর্ডের কোনো কমতি নেই। প্রায় অর্ধ শতক অর্জন রয়েছে আন্তর্জাতিক ক্যারিয়ারে। চলুন রোনালদোর অর্জনগুলো জেনে আসি..
চতুর্থবারের মতো বেশি ইনকাম করা খেলোয়াড়ের তালিকায় নাম উঠেছে ক্রিস্টিয়ানো রোনালদোর। ৩৯ বছর বয়সী এই ফুটবলার এক বছরে আয় করেন ২৬ কোটি মার্কিন ডলার যা বাংলাদেশি টাকা ৩ হাজার ৪৭ কোটি টাকার বেশি।
রোনালদোর থেকে লিওনেল মেসি বেশি ধনী। শীর্ষ সম্পদের মালিকের তালিকায় মেসি ৩ নাম্বার পজিশনে আছেন। অন্য দিকে মেসির থেকে একটু পিছিয়ে রোনালদো রয়েছেন ৪ নাম্বার পজিশনে।
রোনালদো কত টাকার মালিক সে সর্ম্পকে আপনাদেরকে বিষদ বিবরণ দেওয়া হয়েছে। আরো কিছু জানার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করুন।
আমাদের সাথে থাকুন।
স্বাধীন স্পোর্টস (Sadhin Sports)