ফুটবল ইতিহাসে এখন অবধি অনেক বড় বড় খেলোয়াড় এসেছে। এবং খেলার সৌন্দর্য দিয়ে নিজেদেরকে সেরা হিসেবেও বিবেচিত করেছে। আজকের আর্টিকেলে আমরা সর্বকালের সেরা ফুটবলার কে? এবং কিভাবে সেই খেলোয়াড় সেরা হয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। চলুন তাহলে জেনে আসি কে সর্বকালের সেরা খেলোয়াড়..
সেরা ফুটবলার
সর্বকালের সেরা ফুটবলার কে? এ প্রশ্নের উত্তর খুঁজতে যেয়ে অনেকেই অনেক নাম তুলে ধরেন। তারমধ্যে অন্যতম একটা নাম হলো- দিয়াগো ম্যারাডোনা। অনেকেই আর্জেন্টাইন এই প্রাক্তন খেলোয়াড়কে সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে আখ্যায়িত করেন। আবার অনেকেই বিংশ শতাব্দীর সেরা খেলোয়াড় ব্রাজিলিয়ান তারকা পেলে কে সর্বকালের সেরা হিসেবে বিবেচিত করে থাকেন। ম্যারাডোনা এবং পেলে কে সেরা খেলোয়াড় মনোনীত করলেও পরিসংখ্যানের বিচারে সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে বর্তমানে ফুটবলের জাদুকর লিওনেল মেসি সবচেয়ে বেশি এগিয়ে। পরিসংখ্যানের বিবেচনায় সর্বকালের সেরা খেলোয়াড়ের নাম ‘লিওনেল মেসি’।
পেলে, ম্যারাডোনা নাকি মেসি- সর্বকালের সেরা খেলোয়াড় আসলে কে?
পেলে, ম্যারাডোনা নাকি মেসি- কে সেরা? সর্বকালের সেরা ফুটবলার কে? এই প্রশ্নের উত্তর কি হবে তা অনুমান করে বলা ছাড়া আর উপায় কী! তিন প্রজন্মের তিনজন সেরা খেলোয়াড়। তাদের সময়ে তারা সর্বোচ্চ সেরা খেলা উপহার দিয়ে গিয়েছে দর্শকদের। পেলে, ম্যারাডোনা এবং মেসি এই তিনজনের নাম স্বরণ করলে সকলেই বেশ সম্মানের সাথে স্বরূণ করে থাকে। তবে পেলে এবং ম্যারাডোনার থেকে মেসি একটু আলাদা।
পেলে, ম্যারাডোনা, কাকা, তেভেজ, ডি মারিয়া, মেসি, নেইমার, রোনালদো, রোনালদিনহো, এমবাপ্পে, হলান্ড, জিনেদিন জিদান, ইয়োহান ক্রুইফ, আলফ্রেডো ডি স্টেফানো, রোনালদো নাজারিও, মিশেল প্লাতিনি এবং ফ্রান্জ বেকেনবাওয়ারের মতো ফুটবলাররা একসাথে দু’পায়ের জাদু দেখিয়েছেন। ফুটবল ইতিহাস রাঙিয়ে সবাই ই সেরাদের দলে নিজেদের নাম লিখিয়েছিলেন! তবে শেষ পর্যন্ত সেই তিনটা নাম ই বারবার উঠে আসে! পেলে, ম্যারাডোনা নাকি মেসি? কে সেরা এটা জানতে পুরো আর্টিকেলটি পড়ুন।
সর্বকালের সেরা দশজন খেলোয়াড়
শতাব্দীর সবচেয়ে বিতর্কিত ফুটবল কথোপকথন হলো কে সর্বকালের সেরা খেলোয়াড়। পুরাতন মানুষেরা পেলে, ম্যারাডোনা এবং জিনেদিন জিদান কে এগিয়ে রাখবে। আবার বর্তমানের ইয়াংস্টার ফ্যানফ্লোয়াররা মেসি, রোনালদো, নেইমার এবং এমবাপ্পের নাম তুলে ধরবে। কার গোল সেরা, কে কত সুন্দর শট করতে পারে, কোন খেলোয়াড় কতটা দৃষ্টিনন্দন গোল দিয়েছে, কোন খেলোয়াড় নিজে গোল দেওয়ার জন্য মাতোয়ারা আবার কোন খেলোয়াড় গোল না করে এসিস্ট করতে বেশি পছন্দ করে এসব তর্কাতর্কির শেষ পরিণতি হলো তাহলে কে সেরা? উত্তর দাও!
ফুটবল ভক্তদের এসব মাতামাতির জন্য ব্রিটিশ গণমাধ্যম সর্বকালের সেরা দশজন খেলোয়াড়ের নাম তুলে ধরেছে। তালিকার সর্বশেষ দশ নাম্বারে রোনালদোর নাম থাকলেও তালিকায় নেই ব্রাজিলিয়ান জনপ্রিয় খেলোয়াড় নেইমার। এখন আমরা সেই সেরা দশজন খেলোয়াড়কে নিয়ে আলোচনা করবো।
সেরা ১০ নাম্বার খেলোয়াড় ‘ক্রিশ্চিয়ানো রোনালদো’
রোনালদোকে অনেকেই সর্বকালের সেরা খেলোয়াড় বলে থাকে! অথচ তিনি দশ নাম্বারে রয়েছে। রোনালদো তার ফুটবল ক্যারিয়ারে ৫টি ব্যালন ডি আর জিতেছেন এবং সবথেকে বেশি গোল দিয়ে আন্তর্জাতিক রেকর্ড করেছেন। রোনালদো একজন পর্তুগীজ ফুটবলার। বিভিন্ন শিরোপা এবং অসংখ্য রেকর্ড গড়ার পর ও তালিকার দশ নাম্বারের সেরা খেলোয়াড়ের নাম ’ক্রিশ্চিয়ানো রোনালদো’।
সেরা ০৯ নাম্বার খেলোয়াড় ‘জিকো’
সেরা খেলোয়াড়ের নয় নাম্বার পজিশনে রয়েছেন জিকো। ব্রাজিলিয়ান এই কিংবদন্তি দারুণ একজন খেলোয়াড় ছিলেন। এমন কোনো অর্জন নেই যে তা জিকোর নামের পাশে নেই! তবে এই কিংবদন্তির একটা বিশ্বকাপ শিরোপা না থাকলেও ব্রাজিলের অন্যসব খেলোয়াড়দের থেকে অনেক এগিয়ে রয়েছে। ডেড বলের দক্ষতার জন্য জিকো ছিলেন বেশ পরিচিত।
সেরা ০৮ নাম্বার খেলোয়াড় ‘গারিঞ্চা’
নিজের সতীর্থ জিকোকে পেছনে ফেলে নিজের নামটা একটু আগে রেখেছেন ব্রাজিলিয়ান তারকা গারিঞ্চা। ১৯৫৮ সালে জয় করা শিরোপার জন্য গারিঞ্চাকে জয়ের নায়ক হিসেবে আখ্যায়িত করা হয়। নিজের খেলার সোন্দর্য্য দিয়ে প্রায় অনেক বড় একটা ফ্যাননেজ তৈরি করেছিলেন গারিঞ্চা। গারিঞ্চার সেই পুরনো দিনের খেলা কে সামনে রেখে সেরাদের আট নাম্বার পজিশনে তাকে রাখা হয়েছে।
সেরা ০৭ নাম্বার খেলোয়াড় ‘রোনালদো নাজারিও’
রোনালদো নাজারিও কে অনেকে ক্রিশ্চিয়ানো রোনালদো মনে করেন। কিন্তু আসলে দু’জনেই ভিন্ন দুজন মানুষ। ফুটবলে নাজারিওর প্রতিভা ছিলো দেখার মতো। একদম চোখ ফেরানো অসম্ভব হয়ে যেতো। সে সময়ে তিনি দুটো ব্যালন ডি আর জিতলেও শেষ সময়ে তার ফুটবল ক্যারিয়ারের শেষটা ছিলো একদম অপ্রত্যাশিত।
সেরা ০৬ নাম্বার খেলোয়াড় ‘ডি স্টেফানো’
রিয়াল মাদ্রিদের এক নক্ষত্রের নাম ডি স্টেফানো। ক্রিশ্চিয়ানো রোনালদোর পরে তিনিই একমাত্র দ্বিতীয় সর্বোচ্চ গোল স্কোরার। ডি টেফানো ইউরোপীয়ান কাপসহ জয় করেছিলেন আরো অসংখ্য শিরোপা। ১৯৬০ সালের ফুটবল ফাইনালে উত্তেজনা বৃদ্ধি করে হ্যাট্রিক করে সেরাদের তালিকায় নিজের নামটা তুলে নেন তিনি।
সেরা ০৫ নাম্বার খেলোয়াড় ‘জিনেদিন জিদান’
বেশ মোটাতাজা এবং দানবের মতো শক্ত শরীর নিয়েও যে দৌড়ে দৌড়ে ফুটবল খেলা যায় তার একমাত্র উদাহরণ হলো জিনেদিন জিদান। এত বড় শরীর নিয়েও তিনি পুরো মাঠ চষে বেড়াতেন। ২০০২ সালের চ্যাপিয়ন লীগের ফাইনালে বল পায়ে নিয়ে শূন্যে ভেসে গোল দিয়ে নিজেকে নিয়ে গিয়েছেন এক হিমালয়ের উচ্চতায়। এমন আর্ট ইতিপূর্বে হয়তো কেউ দেখেনি যা ওইদিনের ম্যাচে জিনেদিন জিদান দেখিয়েছিল।
সেরা ০৪ নাম্বার খেলোয়াড় ‘ইয়োহান ক্রুইফ’
ফুটবলের জনক বলা হয় ইয়োহান ক্রুইফকে। এত সুন্দর সুন্দর কৌশল দেখাতেন যা রিতীমতো অবিশ্বাস্য ব্যাপার ছিলো। বর্তমানে অনেক কোচ ইয়োহান ক্রইফ এর দেখনো কৌশল নিয়ে খেলোয়াড়দের কে খেলা শিখান। টানা তিনবার ইউরোপীয় কাপ এব বিশ্বকাপ জেতার কারণে সবার নজরে চলে আসেন ইয়োহান ক্রুইফ। বর্তমানের এত এত ভালো খেলোয়াড়ের ভিড়েও সে হারিয়ে যায়নি। সেরাদের মধ্যে এখনো তার নামটা রয়ে গেছে।
সেরা ০৩ নাম্বার খেলোয়াড় ‘দিয়াগো ম্যারাডোনা’
ফুটবলের আরেক জাদুকরের নাম দিয়াগো ম্যারাডোনা। যে মাঠেই খেলতে যেতেন সেই মাঠটাকে নিজের একদম পরিচিত বানিয়ে ফেলতেন তিনি। ম্যারাডোনার খেলা আজও ফুটবল প্রেমিদের মনে দাগ কেটে রেখেছে। ১৯৮৬ সালের সেই হাত দিয়ে গোল করার জন্য ম্যারাডোনাকে ‘হ্যান্ড অব গড’ বলা হয়ে থাকে।
সেরা ০২ নাম্বার খেলোয়াড় ‘পেলে’
মাত্র ১৭ বছর বয়সে বিশ্ব মাতানো খেলোয়াড় পেলে।
এখন অবধি সেরাদের সেরা দলের শীর্ষস্থান দখল করে রাখলেও এখন হারাতে হচ্ছে শীর্ষস্থান। কিশোর বয়সে বিশ্বকাপ বিজয় এবং বিশ্বের একমাত্র ফুটবল খেলোয়াড় যিনি টানা তিনবার বিশ্বকাপ জিতেছেন। এমন অসংখ্য সব রেকর্ডের জন্য বিশ্ববিখ্যাত এবং ব্রাজিলিয়ান ফুটবল দলকে নেতৃত্ব দিতেন পেলে।
কয়েক যুগ আগে ফুটবল খেলা থেকে অবসর নিলেও সেরাদের সেরা হিসেবে এখনো প্রায় নিজেকে ধরে রেখেছেন এই ব্রাজিলিয়ান তারকা।
সেরা ০১ নাম্বার খেলোয়াড় ‘লিওনেল মেসি’
লিওনেল মেসি নামটা শুনলেই তার সব সাফল্যের কথা সবার মনে পড়ে যায়। বিশেষ করে ৮ বার ব্যালন ডি আর বিজয়ী এবং ৯ বার বর্ষসেরা সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত হয়ে সর্ববকালের সেরা খেলোয়াড় হিসেবে শীর্ষস্থানে নিজেকে বসিয়েছে এই আর্জেন্টাইন তারকা। ২০২২ সালে কাতার বিশ্বকাপ জয়ের মাধ্যমে তিনি বহুল আকাঙ্খিত বিশ্বকাপ শিরোপাতে চুমু খেয়ে এক বিরাট ইতিহাস রচনা করেছিলেন।
তাহলে কে সর্বকালের সেরা খেলোয়াড় ?
উপরে বিভিন্ন খেলোয়াড়দের সংক্ষিপ্ত পরিসংখ্যান তুলে ধরেছি আমরা তা থেকে সহজেই সেরা খেলোয়াড় কে তা বুঝতে পারি। ২০০৯ সালের সর্বকালের সেরা খেলোয়াড় কে? তা নিয়ে একটা ভোট হয়েছিল এবং সবথেকে বেশি ভোট পড়েছিলো ম্যারাডোনার বক্সে। সে হিসেবে ম্যারাডোনাই সর্বকালের সেরা খেলোয়াড়। আবার অন্যদিকে ২০১২ সালে গার্দিওয়ালা বলেছিলেন আমার কাছে মেসি ই সর্বকালের সেরা খেলোয়াড়। মেসিকে আমি পেলের সঙ্গে তুলনা করি।
আরো পড়ুন: রোনালদো কত টাকার মালিক
সর্বকালের সেরা খেলোয়াড় কে? তা নিয়ে বিষদ আলোচনা করা হলো। এখন সিদ্ধান্তের ভার আপনাদের উপরে। কোন খেলোয়াড় সর্বকালের সেরা তা কমেন্টের মাধ্যমে আমাদের কে জানাতে পারেন।
সর্বকালের শ্রেষ্ঠ প্লেয়ার এবং ফুটবলের রাজা প্লেলে। প্লেলে একজন ব্রাজিলিয়ান তারকা। প্লেকে
ফুটবলের রাজা বলা হয়।
আমাদের সাথে থাকুন।
স্বাধীন স্পোর্টস (Sadhin Sports)