বাংলাদেশের ক্রিকেট মহলের উজ্জ্বল এক নক্ষত্র সাকিব আল হাসান। শুধু বাংলাদেশ না পুরো বিশ্ব ক্রিকেটে এক পরিচিত মুখের নাম সাকিব আল হাসান। ১৯৮৭ সালের ২৪ শে মার্চ
বাংলাদেশের ছোট্ট একটি জেলা মাগুরা শহরে তিনি জন্মগ্রহণ করেন। তিনি একজন সফল ক্রিকেট অলরাউন্ডার প্লেয়ার। চলুন তাহলে জেনে নেওয়া যাক; সাকিব আল হাসানের সেঞ্চুরির তালিকা..
সাকিব আল হাসানের সেঞ্চুরির তালিকা
তারিখটা ছিলো ০৬-০৮-২০০৬ ইংরেজি। এই দিনে টেস্ট ক্রিকেট দিয়ে সাকিবের অভিষেক হয়।
প্রতিপক্ষ দল ছিলো জিম্বাবুয়ে। অভিষেকের পর থেকে দারুন-দারুণ খেলা উপহার দিয়েছেন ক্রিকেট প্রেমীদেরকে। নিজের খেলার নৈপূন্য দিয়ে একের পর এক ভেঙেছেন বড় বড় প্লেয়ারদের সব রেকর্ড। পাশাপাশি নিজের নাম লিখিয়েছেন সেরাদের খাতায়। সাকিব আল হাসানের সেঞ্চুরি এবং খেলা বিষয় সবকিছু জানতে পুরো আর্টিকেলটি পড়ুন-
সাকিব আল হাসানের মোট সেঞ্চুরি
ইতিহাসে সাকিব আল হাসান ই একমাত্র ক্রিকেটার, যিনি টেস্ট, ও ডি আই, টি টোয়েন্টি এই তিন ফরম্যাটেই
খেলোয়াড় সেরা রাঙ্কিংয়ে ১নাম্বার অলরাউন্ডারের খেতাব অর্জন করেছেন। অভিষেকের পর থেকেই নিজের নামের পাশে রানের স্তুপ বানানোর কাজ শুরু করেন তিনি। অল্প দিনের মধ্যেই করে ফেলেন ডজন খানেক সেঞ্চুরি। টেস্টে ৫টা সেঞ্চুরি এবং ও ডি আই ৯ টা সেঞ্চুরি করেছেন সাকিব আল হাসান। তবে দুর্ভাগ্যবশত এখনো টি টোয়েন্টিতে শত রানের দেখা মেলেনি সাকিবের!
টেস্ট | ৫ |
ও ডি আই | ৯ |
টি টোয়েন্টি | ০ |
মোট সেঞ্চুরি সংখ্যা | ১৪ |
সাকিব আল হাসানের হাফ সেঞ্চুরি
ডজনখানেক সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরি রয়েছে যার থলিতে, তার নামের পাশে ডজন-ডজন হাফ সেঞ্চুরি থাকবে তা আর বলা বাকি রাখেনা! টেস্টে ৩১ টা হাফ সেঞ্চুরি, ও ডি আই ৫৬ টা হাফ সেঞ্চুরি এবং ১৩ টা টি টোয়েন্টি হাফ সেঞ্চুরি করে শততম হাফ সেঞ্চুরির রেকর্ড ও গড়েছেন সাকিব আল হাসান।
টেস্ট | ৩১ |
ও ডি আই | ৫৬ |
টি টোয়েন্টি | ১৩ |
মোট হাফ সেঞ্চুরির সংখ্যা | ১০০ |
সাকিব আল হাসানের ডাবল সেঞ্চুরি
তারিখটা ছিলো ১৩/০১/২০১৭ ওয়েলিংটনের মাঠে চোঁখ ধাঁধানো ব্যাটিং আর একের পর এক চার, ছক্কার বাউন্ডারিতে বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে ডাবল সেঞ্চুরির তালিকায় নিজের নাম লিখিয়েছিলেন সাকিব আল হাসান। প্রতিপক্ষ দল হিসেবে সাকিবের বিপক্ষে সেদিন মাঠে ছিলো শক্তিশালী নিউজল্যান্ড। মাত্র ২৫৩ বল খেলে ডাবল সেঞ্চুরি করে ফেলেন সাকিব আল হাসানে। যদিওবা ও ডি আই এবং টি টোয়েন্টি ফরম্যাটে সাকিব আল হাসানের কোনো ডাবল সেঞ্চুরি নেই!
টেস্ট | ১ |
ও ডি আই | ০ |
টি টোয়েন্টি | ০ |
মোট ডাবল সেঞ্চুরির সংখ্যা | ১ |
সাকিব আল হাসানের মোট উইকেট
সাকিব আল হাসান যে বিশ্বসেরা অলরাউন্ডার এটা কমবেশি আমরা সবাই জানি। উপরে সাকিব আল হাসানের সেঞ্চুরির তালিকা নিয়ে আলোচনা করলাম। ব্যাটিং লাইনের বিপরীত বোলিং সেক্টর নিয়ে তাহলে চলেন একটু জেনে আসা যাক।
সাকিব আল হাসান; যিনি একজন বাঁহাতি স্পিনার। ড্যানিয়েল ভেট্টোরি, রবীন্দ্র জাদেজা ও রঙ্গনা হেরাথের মতো বিশ্বমানের বোলার সাথে সাথে প্রতিযোগিতার দৌড়ে যিনি এখন পর্যন্ত সবচেয়ে এগিয়ে তার নাম সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেটে ৭০৭ উইকেট শিকার করে এক নাম্বারে নিজের নাম তুলে নিয়েছেন সাকিব আল হাসান।
আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পাঁচ-উইকেট লাভের তালিকা
এক ম্যাচে একজন বোলার তার নির্ধারিত ওভারের মধ্যে পাঁচ উইকেট শিকার করলে তা বিরাট কৃতিত্ব হিসেবে ধরা হয়। এখন পর্যন্ত ৪৫ জন প্লেয়ার তাদের সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে এক ইনিংসে ৫টা করে উইকেট শিকার করেছেন। তাদের মধ্যে অলরাউন্ডার সাকিব আল হাসান ও একজন। যিনি একমাত্র বাংলাদেশি বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ২০১৯ সালের জুন পর্যন্ত ২১ বার পাঁচ উইকেট নেওয়া গৌরব অর্জন করেন।
সাকিব আল হাসানের পাঁচ উইকেট নেওয়ার তালিকা
বাংলাদেশি বোলারদের মধ্যে সাকিব আল হাসান প্রথম স্থানে আছেন। টেস্ট ক্রিকেটে ১৮ বার পাঁচ উইকেট নিয়েছেন, ও ডি আই ক্রিকেটে ২ বার পাঁচ উইকেট নিয়েছেন এবং একবার টি টোয়েন্টি ক্রিকেটে পাঁচ উইকেট শিকার করে সেরাদের সেরা হিসেবে নিজেকে প্রেজেন্ট করেছেন।
সর্বপ্রথম সাকিব আল হাসানের পাঁচ উইকেট শিকার: ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ-উইকেট তুলে নেন সাকিব আল হাসান।
৪৭ রান খরচ করে পাঁচ উইকেট নিয়ে সেদিন বাংলাদেশকে বিজয়ের স্বাধ নেওয়ায় সাকিব। পাশাপাশি নিজের নামের পাশেও যোগ করেন পাঁচ উইকেট শিকারের তকমা।
কোন ফরম্যাটে কবে সাকিব আল হাসানের অভিষেক হয়
২০০৬ সালে বাংলাদেশ ক্রিকেট অঙ্গন বিসিবিতে সাকিব আল হাসান চান্স পান। চান্স পাওয়ার কয়েকদিন পরেই ৬ ই আগস্ট ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারার স্পোর্টস ক্লাব স্টেডিয়ামে ও ডি আই ক্রিকেট দিয়ে সাকিব আল হাসান অভিষেক করেন। ৮১ নাম্বার ক্যাপ দিয়ে তাকে বরন করা হয়।
পরবর্তীতে ২৮ শে নভেম্বর ২০০৬ সালে আবারও জিম্বাবুয়ের বিপক্ষে শেখ আবু নাসের স্টেডিয়ামে টি টোয়েন্টি অভিষেক হয়। ১১ নাম্বার ক্যাপ দিয়ে তাকে বরন করা হয়। এবং সর্বশেষ ১৮ ই মে ২০০৭ সালে ভারতের বিপক্ষে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নিজের টেস্ট ফরম্যাট অভিষেক করেন। ৪৬ নাম্বার ক্যাপ দিয়ে তাকে বরন করা হয়।
সাকিব আল হাসানের বিশ্বকাপে মোট রান কত
সাকিব একমাত্র বাংলাদেশি প্লেয়ার, যে কি না পাঁচবার ও ডি আই বিশ্বকাপ খেলেছেন।
মোট রান করেছেন ১৩৩২ এবং রানের পাশাপাশি বোলিং এ উইকেট নিয়েছেন ৪৩ টি। এবং টি টোয়েন্টি বিশ্বকাপে সাকিবের রান সংখ্যা- ৮১৭ এবং ৪৩ টি উইকেট। বিশ্বে এখন পর্যন্ত সাকিব ই একমাত্র ক্রিকেটার, যার বিশ্বকাপের মঞ্চে সর্বনিম্ন ৮০০ রান এবং উইকেট আছে ৪০ টি।
এক নজরে সাকিব আল হাসান-এর পরিসংখ্যান
১৯৮৭ সালের ২৪ শে মার্চ বাংলাদেশের ছোট্ট একটি জেলা মাগুরা শহরে তিনি জন্মগ্রহণ করেন। তিনি একজন সফল ক্রিকেট অলরাউন্ডার প্লেয়ার। নিজের খেলার নৈপূন্য দিয়ে একের পর এক ভেঙেছেন বড় বড় প্লেয়ারদের সব রেকর্ড।
টেস্ট ক্রিকেটে সাকিব আল হাসানের ব্যাটিং পরিসংখ্যান
ম্যাচ | ৬৮ |
ইনিংস | ১২৪ |
রান | ৪৫২০ |
সর্বোচ্চ রান | ২১৭ |
স্ট্রাইক রেট | ৬২.১ |
সেঞ্চুরি (১০০) | ৫ |
হাফ সেঞ্চুরি (৫০) | ৩১ |
চার (৪) | ৫৪৫ |
ছক্কা (৬) | ২৭ |
ও ডি আই ক্রিকেটে সাকিব আল হাসানের ব্যাটিং পরিসংখ্যান
ম্যাচ | ২৪৭ |
ইনিংস | ২৩৪ |
রান | ৭৫৭০ |
সর্বোচ্চ রান | ১৩৪* |
স্ট্রাইক রেট | ৮২.৮ |
সেঞ্চুরি (১০০) | ৯ |
হাফ সেঞ্চুরি (৫০) | ৫৬ |
চার (৪) | ৬৯৯ |
ছক্কা (৬) | ৫৪ |
টি টোয়েন্টি ক্রিকেটে সাকিব আল হাসানের ব্যাটিং পরিসংখ্যান
ম্যাচ | ১২৯ |
ইনিংস | ১২৭ |
রান | ২৫৫১ |
সর্বোচ্চ রান | ৮৪ |
স্ট্রাইক রেট | ১২১.২ |
সেঞ্চুরি (১০০) | ০ |
হাফ সেঞ্চুরি (৫০) | ১৩ |
চার (৪) | ২৫৮ |
ছক্কা (৬) | ৫৩ |
সাকিব আল হাসানের বোলিং পরিসংখ্যান
সাকিব একমাত্র বাংলাদেশি প্লেয়ার, যে কি না পাঁচবার ও ডি আই বিশ্বকাপ খেলেছেন। মোট রান করেছেন ১৩৩২ এবং রানের পাশাপাশি বোলিং এ উইকেট নিয়েছেন ৪৩ টি।
টেস্ট ক্রিকেটে সাকিব আল হাসানের বোলিং পরিসংখ্যান
ম্যাচ | ৬৮ |
ইনিংস | ১১৫ |
মেডেন | ৪৮১ |
রান | ৭৫৩১ |
উইকেট | ২৪১ |
ইকোনোমি | ২.৯৪ |
৪ উইকেট | ১০ |
৫ উইকেট | ১৯ |
১০ উইকেট | ২ |
ও ডি আই ক্রিকেটে সাকিব আল হাসানের বোলিং পরিসংখ্যান
ম্যাচ | ২৪৭ |
ইনিংস | ২৪১ |
মেডেন | ১০১ |
রান | ৯৩৬০ |
উইকেট | ৩১৭ |
ইকোনোমি | ৪.৪৬ |
৪ উইকেট | ১০ |
৫ উইকেট | ৪ |
১০ উইকেট | ০ |
টি টোয়েন্টি ক্রিকেটে সাকিব আল হাসানের বোলিং পরিসংখ্যান
ম্যাচ | ১২৯ |
ইনিংস | ১২৬ |
মেডেন | ৩ |
রান | ৩১১৭ |
উইকেট | ১৪৯ |
ইকোনোমি | ৬.৮১ |
৪ উইকেট | ৬ |
৫ উইকেট | ২ |
১০ উইকেট | ০ |
সাকিব আল হাসানের ব্যক্তিগত জীবন
১২ ডিসেম্বর ২০১২ সালে সাকিব আল হাসান যুক্তরাষ্ট্র প্রবাসী উম্মে আহমেদ শিশিরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ঢাকায় হোটেল রূপসী বাংলা’য় তাদের বিবাহের অনুষ্ঠান করেন। যেখানে তার আত্মীয়স্বজন এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সতীর্থরা উপস্থিত থেকে তাদের বিবাহ দেন।
বর্তমানে সাকিব আল হাসানের দুইটি কন্যা সন্তান এবং একটি পুত্র সন্তান রয়েছে।
বিশ্বসেরা সাকিব আল হাসান বাংলাদেশের পড়াশোনার পাশাপাশি,
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি) থেকে বিবিএ পাস করেছেন।
আমাদের সাথে থাকুন।
স্বাধীন স্পোর্টস (Sadhin Sports)