ইংল্যান্ডের লিডস শহরে ২১ শে জুলাই, ২০০০ সালে হলান্ড (Haaland) জন্ম গ্রহণ করেন। তার পুরো নাম: আরলিং ব্রাউত হলান্ড (Erling Braut Haaland)
হলান্ড (Haaland) কোন দেশের প্লেয়ার
হলান্ড (Haaland) নরওয়ে দেশের ফুটবল প্লেয়ার।
সময়টা ২০১৬ সাল হলান্ড (Haaland) তার নিজ শহরে ব্রিনা নামের একটা ক্লাবের হয়ে তার ফুটবল জীবন শুরু করেন। সেই সময়ে হলান্ডের বাবা ইংল্যান্ডের একটা ক্লাবে খেলতেন এবং নিজের জন্ম ইংল্যান্ডে লিডসে হওয়ার কারণে চাইলেই হলান্ড (Haaland) ইংল্যান্ড জাতীয় দলের হয়ে খেলতে পারতেন। কিন্তু তিনি তা করেননি! তিনি নরওয়ে দেশের হয়ে ফুটবল খেলেন।
২৮শে আগস্ট, ২০১৯ সালে মাল্টা এবং সুইডেনের সাথে উইরো বাছাইপর্ব খেলার জন্য হলান্ডের (Haaland) নাম নরওয়ে ফুটবল স্কোয়াডে নামকরণ করা হয়। পরবর্তীতে সেপ্টেম্বর, ২০১৯ সালে মাল্টার বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক হয় আরলিং হলান্ডের (Erling Haaland)। হলান্ড কোন দেশের প্লেয়ার এখন আমরা সবাই জানি।
হলান্ড (Haaland) কোন ধর্মের
খ্রীষ্টধর্মের (রোমান ক্যাথলিক) অনুসারী আর্লিং হলান্ড (Erling Haaland)।
আর্লিং হলান্ড (Erling Haaland)
আর্লিং হলান্ড (Erling Haaland)
নরওয়ে দেশের হয়ে খেলার পাশাপাশি মানচেস্টার সিটি ক্লাবের একজন আইকনিক প্লেয়ার হলান্ড। হলান্ডকে গোল মেশিন বলা হয়। মাঠে নামলে পায়ের জাদু দেখে অনেকেই বাহ-বাহ দেন। আবার অনেক বিস্মিত হন। খেলার মাঠে সতীর্থদের জন্য হলান্ড এক ভরসার নাম। বলের পেছনে দৌড়ে প্রায় সব প্লেয়ারের থেকে এগিয়ে হলান্ড। হলান্ড মাঠে থাকা মানেই অনেকটা জয় নিশ্চিত!
হলান্ডের (Haaland) হ্যাট্রিক
অভিষেক হওয়ার পর থেকেই হলান্ড অপ্রতিরোধ্য। তাকে কখনোই ধরে রাখা যায় না।
মাঠে হয়তো তিনি পুরো ৯০মিনিট সময় নিয়ে থাকেনা, কিন্তু যতটুকু সময় থাকে তার সামনে দাড়ানোর মতো সাহস কার আছে! ফুটবলের গোল বলটা যেনো সঙ্গীর মতো তার পায়ের সাথে লেগে থাকে। তার ঝুলিতে রয়েছে প্রায় ডজনখানেক হ্যাট্রিক। হলান্ড ১১বার হ্যাট্রিক করেছেন৷ যা আগে কেউ করতে পারেনি!
একটা হ্যাটট্রিকের পর আবার হ্যাটট্রিক করার নেশা যেনো তাকে সবসময়ই তাড়িয়ে বেড়ায়! এই তো সেদিনের কথা ; গত সপ্তাহেই ইপ্সউইচ টাউনের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন হলান্ড। সেটির রেশ কাটার আগেই আবার শনিবার উপহার দেন আরও একটি হ্যাটট্রিক।
পরপর দুইম্যাচে টানা হ্যাট্রিক করার তকমা এবার ই প্রথম না, এর আগেও দুই ম্যাচে পরপর হ্যাটট্রিক তিনি করেছেন। ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে পরপর দুই ম্যাচে হ্যাটট্রিক করার অর্জনে হলান্ড দ্বিতীয় ফুটবলার। এর আগে এমনটা করে দেখিয়েছিলেন শুধুমাত্র হ্যারি কেইন।
হলান্ডের (Haaland) সকল রেকর্ড
হলান্ডের যত অর্জন তা হয়তো বলে শেষ করা যাবেনা। সব থেকে বড় অর্জন হলো এই অল্পবয়সেই-
সকল ফুটবল প্রেমিদের মনে জায়গা করে নিয়েছে! তবে আলাদাভাবে খেলার নৈপূন্য দিয়ে যত অর্জন তা তুলে ধরছি-
হলান্ডের (Haaland) এর পরিসংখ্যান
হ্যাট্রিক করা এত সহজ কাজ না। হ্যাট্রিকের জন্য অনেক কাট খড় পোড়াতে হয়। দিনের পর দিন লেগে থাকতে হয়।
ক্যারিয়ারে নিজের নামের পাশে হ্যাট্রিকের সিল লাগানোর জন্য সব খেলোয়াড় ই মরিয়া হয়ে থাকে! ২১ শতকে ৬০টি হ্যাটট্রিক করতে ক্রিস্টিয়ানো রোনালদোকে খেলতে হয়েছে ১,১৬১ ম্যাচ। আর বিশ্ববিখ্যাত, ফুটবলের জাদুকর খ্যাত লিওনেল মেসিকে ৫৭ হ্যাটট্রিকের জন্য খেলতে হয়েছে ১,০৪০ ম্যাচ। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে হ্যাটট্রিক করা কতটা কঠিন। খেলার মান ভাল না থাকলে হ্যাট্রিকের লড়াইয়ে থাকতে হয় অনেক পিছিয়ে। তবে একজন খেলোয়াড়ের জন্য এই কাজটা কঠিন কিছু নয় বলেই মনে হয়! তিনি আর্লিং হলান্ড। এই রোবটম্যান একের পর এক হ্যাট্রিক করে চমকে দিয়েছেন পুরো ফুটবল বিশ্বকে।
হলান্ডের (Haaland) আন্তর্জাতিক পরিসংখ্যান
জাতীয় দল | বছর | ম্যাচ | গোল |
নরওয়ে | ২০১৯ | ২ | ০ |
নরওয়ে | ২০২০ | ৫ | ৬ |
নরওয়ে | ২০২১ | ৮ | ৬ |
নরওয়ে | ২০২২ | ৮ | ৯ |
নরওয়ে | ২০২৩ | ৬ | ৬ |
নরওয়ে | ২০২৪ | ৪ | ৪ |
মোট | ৩৩ | ৩১ |
হলান্ডের (Haaland) আন্তর্জাতিক গোলের তালিকা
তারিখ | ভেন্যু | প্রতিপক্ষ | স্কোর | ফলাফল |
৪ সেপ্টেম্বর, ২০২০ | উলেভাল স্টেডিয়াম, অসলো, নরওয়ে | অস্ট্রেলিয়া | ১-২ | ১-২ |
৭ সেপ্টেম্বর, ২০২০ | উইন্ডসর পার্ক, বেলফাস্ট, উত্তর আয়ারল্যান্ড | উত্তর আয়ারল্যান্ড | ২-১ ৫-১ | ৫-১ |
১১ অক্টোবর, ২০২০ | উলেভাল স্টেডিয়াম, অসলো, নরওয়ে | রোমানিয়া | ১-০ | ৪-০ |
২ জুন, ২০২১ | লা রোজালেদা স্টেডিয়াম , মালাগা, স্পেন | লুক্সেমবার্গ | ১-০ | ১-০ |
১ সেপ্টেম্বর, ২০২১ | উলেভাল স্টেডিয়াম, অসলো, নরওয়ে | নেদারল্যান্ডস | ১-০ | ১-১ |
৪ সেপ্টেম্বর, ২০২১ | দাউগাভা স্টেডিয়াম , রিগা, লাটভিয়া | লাটভিয়া | ১-০ | ২-০ |
৭ সেপ্টেম্বর, ২০২১ | উলেভাল স্টেডিয়াম, অসলো, নরওয়ে | জিব্রাল্টার | ২-০ ৩-০ ৫-১ | ৫-১ |
২৫ মার্চ, ২০২২ | উলেভাল স্টেডিয়াম, অসলো, নরওয়ে | স্লোভাকিয়া | ১-০ | ২-০ |
২৯ মার্চ, ২০২২ | উলেভাল স্টেডিয়াম, অসলো, নরওয়ে | আর্মেনিয়া | ১-০ ৫-০ | ৯-০ |
২ জুন, ২০২২ | রেড স্টার স্টেডিয়াম , বেলগ্রেড, সার্বিয়া | সার্বিয়া | ১-০ | ১-০ |
৫ জুন, ২০২২ | ফ্রেন্ডস এরিনা , সোলনা, সুইডেন | সুইডেন | ১-০ ২-০ | ২-১ |
১২ জুন, ২০২২ | উলেভাল স্টেডিয়াম, অসলো, নরওয়ে | সুইডেন | ১-০ ২-০ | ৩-২ |
২৪ সেপ্টেম্বর, ২০২২ | স্টোজিস স্টেডিয়াম , লুব্লিয়ানা, স্লোভেনিয়া | স্লোভেনিয়া | ১-০ | ১-২ |
১৭ জুন, ২০২৩ | উলেভাল স্টেডিয়াম, অসলো, নরওয়ে | স্কটল্যান্ড | ১-০ | ১-২ |
২০ জুন, ২০২৩ | উলেভাল স্টেডিয়াম, অসলো, নরওয়ে | সাইপ্রাস | ২-০ ৩-০ | ৩-১ |
১২ সেপ্টেম্বর, ২০২৩ | উলেভাল স্টেডিয়াম, অসলো, নরওয়ে | জর্জিয়া | ১-০ | ২-১ |
১২ অক্টোবর, ২০২৩ | এরিনা , লারনাকা, সাইপ্রাস | সাইপ্রাস | ২-০ ৩-০ | ৪-০ |
৫ জুন, ২০২৪ | উলেভাল স্টেডিয়াম, অসলো, নরওয়ে | কসোভো | ১-০ ২-০ ৩-০ | ৩-০ |
৮ জুন, ২০২৪ | ব্র্যান্ডবি স্টেডিয়াম , ব্র্যান্ডবিভেস্টার, ডেনমার্ক | ডেনমার্ক | ১-২ | ১-৩ |
জাতীয় দলে হলান্ডের জার্সি নাম্বার
সাল | দেশ | জার্সি নাম্বার |
২০২৩/২০২৪ | নরওয়ে | ৯ |
২০২২/২০২৩ | নরওয়ে | ৯ |
২০২১/২০২২ | নরওয়ে | ৯ |
২০২০/২০২১ | নরওয়ে | ২৩ |
২০১৯/২০২০ | নরওয়ে | ২৩ |
২০১৮/২০১৯ | নরওয়ে | ২৩ |
২০১৮/২০১৯ | নরওয়ে U20 | ১৯ |
২০১৭/২০১৮ | নরওয়ে U21 | ১৮ |
২০১৭/২০১৮ | নরওয়ে U21 | ২০ |
২০১৭/২০১৮ | নরওয়ে U19 | ১৯ |
২০১৬/২০১৭ | নরওয়ে U17 | ১০ |
২০১৬/২০১৭ | নরওয়ে U17 | ১৪ |
ক্লাবে হলান্ডের জার্সি নাম্বার
সাল | ক্লাব | জার্সি নাম্বার |
২০২৪/২০২৫ | ম্যানচেস্টার সিটি | ৯ |
২০২৩/২০২৪ | ম্যানচেস্টার সিটি | ৯ |
২০২২/২০২৩ | ম্যানচেস্টার সিটি | ৯ |
২০২১/২০২২ | বরুশিয়া ডর্টমুন্ড | ৯ |
২০২০/২০২১ | বরুশিয়া ডর্টমুন্ড | ৯ |
২০১৯/২০২০ | বরুশিয়া ডর্টমুন্ড | ১৭ |
২০১৯/২০২০ | রেড বুল সালজবার্গ | ৩০ |
২০১৮/২০১৯ | রেড বুল সালজবার্গ | ৩০ |
২০১৮/২০১৯ | মোল্ডে এফকে | ৩০ |
২০১৭/২০১৮ | মোল্ডে এফকে | ৩০ |
২০১৭/২০১৮ | মোল্ডে এফকে UEFA U19 | ৩০ |
২০১৬/২০১৭ | মোল্ডে এফকে | ৩০ |
২০১৫/২০১৬ | ব্রাইন এফকে | ১৯ |
হলান্ড ২০১৯ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে, তিনি এক ম্যাচে নয়টি গোল করার রেকর্ড করে গোল্ডেন বুট জিতেছিলেন। যুব পর্যায়ে হলান্ড নরওয়ের প্রতিনিধিত্ব করেছেন।
হলান্ড কোন দেশের প্লেয়ার এটা সহ হলান্ড সম্পর্কে আরো বিষদ আলোচনা করা হলো। আপনাদের আরো কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে তা জানাতে পারেন।
আমাদের সাথে থাকুন।
স্বাধীন স্পোর্টস (Sadhin Sports)